30/07/2025
"ফরিদপুরের বাদশার ঘাট – নৌকা, মোটরসাইকেল আর ঘোড়ার গাড়ির গল্প"
লালে পুরের পাগলের বাজার পেরিয়ে আপনি পৌঁছাবেন এক ব্যতিক্রমী ঘাটে — বাদশার ঘাট।
এই ঘাটে প্রতিদিন নৌকা আসে, মানুষ নামে,
নদীতে সাঁতার কাটে ছোট ছোট ছেলেরা।
ঘাটজুড়ে থাকে অনেক মোটরসাইকেল — যেগুলো যাত্রী নিয়ে ভাড়া মারে।
এই মোটরসাইকেল চালিয়েই অনেকে চালায় নিজের সংসার।
আর একপাশে দাঁড়িয়ে থাকে ঘোড়ার গাড়ি —
যেগুলো পণ্য বা মালামাল আনা-নেওয়ার কাজ করে।
সব মিলিয়ে এটি শুধুই একটি ঘাট নয়,
এটা হলো জীবনের একটি বাস্তব ছবি —
গ্রামের মানুষ আর প্রকৃতির একসাথে বাঁচার গল্প।
#বাদশারঘাট #ফরিদপুর #গ্রামেরজীবন #চরশালেপুর
#হানিফইসলাম