Hanif Islam

Hanif Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hanif Islam, Faridpur.

30/07/2025

"ফরিদপুরের বাদশার ঘাট – নৌকা, মোটরসাইকেল আর ঘোড়ার গাড়ির গল্প"

লালে পুরের পাগলের বাজার পেরিয়ে আপনি পৌঁছাবেন এক ব্যতিক্রমী ঘাটে — বাদশার ঘাট।

এই ঘাটে প্রতিদিন নৌকা আসে, মানুষ নামে,
নদীতে সাঁতার কাটে ছোট ছোট ছেলেরা।
ঘাটজুড়ে থাকে অনেক মোটরসাইকেল — যেগুলো যাত্রী নিয়ে ভাড়া মারে।
এই মোটরসাইকেল চালিয়েই অনেকে চালায় নিজের সংসার।

আর একপাশে দাঁড়িয়ে থাকে ঘোড়ার গাড়ি —
যেগুলো পণ্য বা মালামাল আনা-নেওয়ার কাজ করে।
সব মিলিয়ে এটি শুধুই একটি ঘাট নয়,
এটা হলো জীবনের একটি বাস্তব ছবি —
গ্রামের মানুষ আর প্রকৃতির একসাথে বাঁচার গল্প।

#বাদশারঘাট #ফরিদপুর #গ্রামেরজীবন #চরশালেপুর
#হানিফইসলাম

27/07/2025

“চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ: সৌন্দর্যের মাঝে সচেতনতার অভাব...!

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ আমাদের গ্রামের প্রাণকেন্দ্র।
চারপাশে সবুজ মাঠ, শান্ত প্রাকৃতিক পরিবেশ এবং মাটির দুবলা ঘাসের গালিচা আমাদের ইউনিয়নের সৌন্দর্য বাড়িয়ে তোলে।

কিন্তু এই সৌন্দর্যের মাঝেই কিছু অসচেতনতা দেখা যাচ্ছে—ইউনিয়ন পরিষদের মাঠে গরু ও ছাগল বাঁধা হচ্ছে, যা পরিষদের মর্যাদা ও পরিচ্ছন্নতার পরিপন্থী।

এই ভিডিওতে আমরা ইউনিয়ন পরিষদের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি সচেতনতার অভাবের কথাও তুলে ধরেছি।

চলুন, সবাই মিলে নিজের এলাকাকে ভালোবাসি, পরিচ্ছন্ন রাখি এবং সচেতন হই।

#চরহরিরামপুর #ইউনিয়নপরিষদ #সচেতনতা #ফরিদপুর #শালেপুর

20/07/2025

হাজার বিঘা চরের হাট...!

এই ভিডিওতে তুলে ধরা হয়েছে চরের মানুষের সহজ-সরল বাজারের দৃশ্য।
গ্রামের বাজার দেখতে কেমন হয়।
#হাজারবিঘা #চরভদ্রাসন #ফরিদপুর #হানিফইসলাম

17/07/2025

চর হাজীগঞ্জের হাট...!!!

চর হাজীগঞ্জ বাজার—ফরিদপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে:
🛍️ বাজারের সকাল বেলার ব্যস্ততা,
🥦 দেশি পণ্যের কেনাবেচা,
🐓 হাঁস-মুরগি ও গরু-ছাগলের হাট,
👨‍🌾 কৃষকের মুখে জীবনের গল্প।

এই বাজার শুধু পণ্য বিক্রির স্থানই নয়, বরং এটি মানুষের আবেগ, সম্পর্ক ও সংস্কৃতির মিলনস্থল। গ্রামীণ জীবনের প্রাণবন্ত চিত্র দেখতে হলে ভিডিওটি মিস করবেন না।

📌 লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। গ্রামের আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন!**

#চরহাজীগঞ্জবাজার #চরভদ্রাসন #ফরিদপুর

12/07/2025

বৃষ্টির দিনে স্কুল থেকে কাদামাখা রাস্তা দিয়ে বাড়ি ফেরা | গ্রামীণ পথের গল্প

বৃষ্টির দিনে আমাদের স্কুল চরশালিপুর আমিন খানের হাট উচ্চ বিদ্যালয় থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। ভাঙা রাস্তা, পানি জমে থাকা মাঠ, ব্রিজ, ছোট বাজার — সবকিছুই তুলে ধরেছি এই ভিডিওতে। গ্রামের প্রকৃতি আর বাস্তব পথের গল্প দেখতে ভিডিওটি পুরোটা দেখুন।

#বৃষ্টিরদিন #স্কুলথেকেবাড়ি #চরশালিপুর

09/07/2025

চর শালিপুর থেকে এমপিডাঙ্গী ঘাট।

বৃষ্টির দিনে পদ্মা নদীর শান্ত নৌকা ভ্রমণ।
শালিপুর ঘাট থেকে এমপি ডাঙ্গী পর্যন্ত সবুজ চর, কাইশ্যা ঘাস আর পদ্মার টাটকা মাছ—
এই ভিডিওতে অনুভব করুন প্রকৃতির ছোঁয়া।
#পদ্মানদী #নৌকাভ্রমণ #চরশালেপুর #হানিফইসলাম

26/06/2025

"নদীর পাড়ে এক শান্ত দুপুর – সালেপুর গ্রামের জীবনচিত্র"

গ্রাম বাংলার সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া জায়গাগুলোর মধ্যে একটি — নদীর পাড়।
আজকের ভিডিওতে দেখা যাবে ফরিদপুরের চরভদ্রাসনের সালেপুর
গ্রামের এক দুপুরের জীবনধারা।

নদীর পাড়ে বসে থাকা মানুষ, খেলা করা শিশুরা, মাঠে গরু নিয়ে যাওয়া মহিলা, ঘোড়ার গাড়ি, শস্য ঝাড়ার দৃশ্য, জেলের জীবন, নৌকা তৈরি এবং নদীতে গোসল করা হাঁস — এই সব মিলেই এক অপার শান্তি আর শিকড়ের টান।

এই ভিডিওটি আমাদের গ্রামীন ঐতিহ্যকে ভালোবাসার একটি ছোট প্রচেষ্টা।
আপনিও যদি গ্রামের সৌন্দর্য ভালোবাসেন — ভিডিওটি শেয়ার করুন 💚

📍স্থানঃ সালেপুর, চরভদ্রাসন, ফরিদপুর
🎥 পরিচালনায়ঃ হানিফ সেক

#সালেপুর #নদীরপাড় #গ্রামবাংলা #চরভদ্রাসন #শৈশব #গ্রামীনজীবন

23/06/2025

রহিম একাদশ বনাম পিয়ার আলী একাদশ..!

আজকে আমরা খেলা দেখতে গিয়েছিলাম মনির খানের বাজার মাঠে। আজ মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল – রহিম একাদশ এবং পিয়ার আলী একাদশ।
পুরো ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা, দুই দলই দুর্দান্ত পারফর্ম করেছে। শেষ পর্যন্ত খেলা ১-১ গোলে সমতা বজায় রেখেই শেষ হয়।
এমন প্রাণবন্ত খেলা গ্রামবাংলার মাঠে দেখতে পারা সত্যিই আনন্দের বিষয়। ⚽🌾🔥

#শালেপুরব্রিজ #চরশালেপুর #ফরিদপুর #চরভদ্রাসন
#মনিরখানেরবাজার #গ্রামীণফুটবল #বাংলারখেলা #খেলারদিন #ফুটবলম্যাচ #গ্রামবাংলা #খেলাপ্রেমী #বাংলাদেশফুটবল

18/06/2025

আমাদের গ্রামের রাস্তা.?

#চরশালেপুর
#ফরিদপুর
#চরভদ্রাসন
#শালেপুরব্রিজ
#পদ্মারচর

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanif Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram