হাফেজ নূর এগ্রোভেট

হাফেজ নূর এগ্রোভেট খামারে প্রয়োজনীয় উপকরণ, খাদ্য ও ওষুধের পূর্ণাঙ্গ ঠিকানা। পোল্ট্রি/ডেইরী/মৎস্য খাদ্য,বাচ্চা,মাছের পোনা,ভ্যাক্সিন,ঔষুধ সরবরাহকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান।

23/02/2025

🐄 গরুর জন্য ব্রয়লার ফিড কেন ক্ষতিকর? 🐓

গরু ও মুরগির খাদ্য এবং হজম প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে ব্রয়লার ফিড গরুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। নিচে কারণগুলো দেওয়া হলো:

1️⃣ প্রোটিন ও এনার্জির পার্থক্য: মুরগির খাবারে উচ্চ প্রোটিন ও এনার্জি থাকে। যা মুরগির জন্য প্রযোজ্য হলেও গরুর জন্য ক্ষতিকারক।

গরুকে ব্রয়লার ফিড খাওয়ালে গরুর শরীরে প্রচুর পরিমানে মেটাবলিক হিট তৈরী হয়, যা গরুর শরীরে প্রচুর তাপ ও অতিরিক্ত চর্বি সৃষ্টি করে, এতে গরুর হিটস্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে।

এছাড়াও এতে গরুর দেহকোষে অপ্রয়োজনীয় পানি উৎপন্ন হয় যা মাংসের গুণগতমান নষ্ট করে।

2️⃣ হজম প্রক্রিয়ার বৈচিত্র্য: মুরগির পেট এক চেম্বার বিশিষ্ট। আর গরুর পেট চার চেম্বার বিশিষ্ট।
মুরগির খাদ্যে স্টার্চ বা দানাদার উপাদান বেশি থাকে যা মুরগির জন্য সহজে হজমযোগ্য হলেও গরুর জন্য নয়। গরুর পেটে সহজে হজমযোগ্য হচ্ছে ফাইবার জাতীয় খাদ্য।

তাই ব্রয়লার ফিডে থাকা স্টার্চ গরুর পেটে হজম না হয়ে অতিরিক্ত এসিড তৈরী করে।
এজন্যই গরুর গ্যাস, বদহজম, ব্লট এবং পেট ফাঁপার মতো নানান সমস্যা দেখা যায়।

মুরগির খাবার গরুর জন্য নয়!

নিরাপদভাবে গরু মোটাতাজাকরণে ও ভালো মাংস উৎপাদনের জন্য আপনার গরুকে গরুর জন্য উপযুক্ত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করুন এবং সকলকে এ বিষয়ে সতর্ক করুন।

#ফটিকছড়ি_ভেটেরিনারি_এন্ড_পেট_শপ

21/08/2023
18/10/2022
08/10/2022

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালিতে অংশ নিয়েছেন সর্বস্তরের আশিকানে রাসূল ছাত্র-জনতা। র‍্যালি থেকে সরাসরি সম্প্রচার করছে আলিফ টিভি ↓

✳️প্রতিদিন রাত ১১টায় ঘুমালে শরীরের উপর কি প্রভাব পরে? 🔺আপনি নিজেই বুঝতে পারেন যখন পর্যাপ্ত ঘুম না হয় তখন শরীর খারাপ লাগা...
05/10/2022

✳️প্রতিদিন রাত ১১টায় ঘুমালে শরীরের উপর কি প্রভাব পরে?

🔺আপনি নিজেই বুঝতে পারেন যখন পর্যাপ্ত ঘুম না হয় তখন শরীর খারাপ লাগা, মেজমেজে ভাব লাগে। কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন না এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে।

✅কতটা ঘুম যথেষ্ট?

বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমের প্রয়োজন হয়।
মাত্র এক রাতের জন্য ছয় বা সাত ঘণ্টার কম ঘুম আপনার পরের দিনকে প্রভাবিত করতে পারে।
দীর্ঘস্থায়ীভাবে ঘুমের অভাব আপনার রোগের ঝুঁকি বাড়ায়।

✅১. ঘুম এবং হার্টের স্বাস্থ্য:

রাতে ঘুমের সময়, আপনার শরীর হরমোন নিঃসরণ করে। এই হরমোনের মধ্যে কিছু আপনার হার্ট এবং রক্তনালীগুলিকে সুস্থ রাখে। অল্প ঘুমালে বা ঘুমের অভাবে আপনার দেহ এই হরমোন থেকে বঞ্চিত করে। ফলে সৃষ্টি হয় : উচ্চ্ রক্তচাপ, খারাপ হার্ট ফাংশন, এমনকি সময়ের সাথে সাথে হৃদরোগ আর আপনার যদি ইতিমধ্যেই হার্টের সমস্যা থাকে তবে এটি আরও বড় সমস্যা।

✅২. ঘুম এবং রক্তে সুগার নিয়ন্ত্রণ:

ঘুম আপনার মেটাবলিজম নিয়ন্ত্রণে সাহায্য করে। এই প্রক্রিয়ায় আপনার শরীর খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে। ঘুমের অভাব হলে রক্তে সুগারের মাত্রা ওঠানামা করে এবং মেটাবলিজমে সমস্যা সৃষ্টি করে। আপনার ডায়াবেটিস থাকলে এই সমস্যা আরো প্রকট হতে পারে। এছাড়া রাতে ঘুমের অভাবে আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বাড়ায়। রক্তে সুগারের মাত্রা বেশি বেড়ে গেলে মেজাজ খিটমিটে হয়, শরীর দুর্বল লাগে, মানসিক কার্যক্ষমতা কমে যায়।

✅৩. ঘুম এবং স্ট্রেস:

ঘুম আপনার মন এবং শরীরকে শিথিল করতে এবং আপনার সারাদিনের ক্লান্তি থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করে। আপনি যখন ঘুম থেকে আপনার দেহকে বঞ্চিত করেন, তখন আপনার শরীর স্ট্রেস হরমোন নিঃসরণ করে। এই স্ট্রেস হরমোনের কারণে আপনার আপনি প্রোডাক্টিভ কাজ করতে পারেন না, আপনার মুড খারাপ থাকে, সারাক্ষন টেনশন হতে থাকে।

✅৪. ঘুম এবং প্রদাহ:

ঘুম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। যখন আপনি যথেষ্ট ঘুম পান না, তখন আপনার ইমিউন সিস্টেম অনিয়মিত হয়ে যায় এবং দেহে বাসা বাধে প্রদাহ। হয়ত এই প্রদাহ আপনি লক্ষ্য করছেন না কিন্তু এই নীরব ঘাতক ধীরে ধীরে আপনার দেহের অবকাঠামো নষ্ট করে দেয় ও বিভিন্ন ক্রনিক ডিজিজের ঝুঁকি বাড়িয়ে দেয়। আলসার, ডিমেনশিয়া, হৃদরোগ জাতীয় রোগগুলো ঘুমের অভাবে হয়ে থাকে।

✅৫. ঘুম এবং ওজন:

গবেষণা বলছে যে যারা কম ঘুমায় তাদের ওজন বেশি বা মোটা হওয়ার সম্ভাবনা বেশি। পর্যাপ্ত ঘুম না হলে ঘেরলিন এবং লেপটিন নামক হরমোনের ভারসাম্য ব্যাহত করে এবং এই হরমোন গুলো আপনার যা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আপনি ওজন কমাতে চাইলে প্রথমেই আপনার ঘুমের রুটিন ঠিক করেত হবে, এছাড়া অনেক ডায়েট বা এক্সারসাইজ করেও আপনার আদর্শ ওজনে পৌঁছাতে পারবেন না।

✅৬. স্লিপ এবং এক্সিকিউটিভ ফাংশন:

অফিসে, স্কুল, কলেজ বা ভার্সিটিতে সবার চেয়ে ভালো পারফর্মেন্স দিতে চাইলে আপনাকে আপনার মেধা খাটাতে হবে। কিন্তু এর জন্য অবশ্যই আপনাকে রাতে ১১ টার মাঝে ঘুমিয়ে পড়তে হবে।

🛑কোন কাজ গুলো দ্রুত ঘুমাতে সাহায্য করে:

🔺১. ঘুমানোর কমপক্ষে ১.৫-২ ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলবেন
🔺২. বিছানায় মোবাইল, ল্যাপটপ ব্যবহার করা যাবে না
🔺৩. সন্ধ্যার পরে কোনো ক্যাফেইন ইনটেক করবেন না
🔺৪. সকাল ৫টায় উঠে সারারাত জেগে যে কাজ করেন তা শেষ করুন
🔺৫. যাদের পেশার কারণে রাত জাগতে হয় তারা পুষ্টিবিদের বা ডাক্তারের পরামর্শ নিন।।।

ব্রাহামা ১৫০০ কেজি
26/08/2022

ব্রাহামা ১৫০০ কেজি

ফিড ও ফিড সাপ্লিমেন্ট
07/12/2021

ফিড ও ফিড সাপ্লিমেন্ট

13/11/2021

গরু মোটাতাজাকরণে খাদ্য ব্যবস্থাপনা ও কিছু কৌশল সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। আমাদের দেশে গরু পালন একটি লাভজনক ...

21/09/2021

Address

Fatikchari
4350

Alerts

Be the first to know and let us send you an email when হাফেজ নূর এগ্রোভেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হাফেজ নূর এগ্রোভেট:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram