Md Nasir Uddin

Md Nasir Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Nasir Uddin, Medical and health, Fatikchari, Fatikchari.

৯ বছর আগে অপসারিত প্লিহা; অথচ ‘স্বাভাবিক’ বলে রিপোর্ট দিলো ডায়াগনস্টিক সেন্টার!১৪ বছর বয়সী থ্যালাসেমিয়া আক্রান্ত এক কিশো...
28/06/2025

৯ বছর আগে অপসারিত প্লিহা; অথচ ‘স্বাভাবিক’ বলে রিপোর্ট দিলো ডায়াগনস্টিক সেন্টার!

১৪ বছর বয়সী থ্যালাসেমিয়া আক্রান্ত এক কিশোর পেটের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল দেশের একটি হাসপাতালের মেডিসিন বিভাগে। শারীরিক পরীক্ষায় তার লিভার অনেক বড় পাওয়া গেলে চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করার নির্দেশ দেন। উদ্দেশ্য ছিল: পেটব্যথার সঠিক কারণ সম্পর্ক খুজে বের করা।

কিন্তু এরপর যা ঘটেছে, তা হতাশাজনক এবং প্রশ্নবিদ্ধ। স্থানীয় এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার পর রিপোর্টে উল্লেখ করা হয়— “প্লিহা স্বাভাবিক আকার ও অবস্থানে রয়েছে।” অথচ, মেডিকেল রেকর্ড অনুযায়ী ওই রোগীর প্লিহা (spleen) ৯ বছর আগেই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছিল।

চিকিৎসকরা এমন ভুল রিপোর্ট দেখে হতবাক। একজন চিকিৎসকের মন্তব্য— "যেখানে অঙ্গই নেই, সেখানে রিপোর্টে লেখা হলো সেই অঙ্গ স্বাভাবিক! এ ধরনের রিপোর্ট পেলে রোগ সঠিক নির্ণয়কে পুরোপুরি বিভ্রান্ত করে দিতে পারে।"

দুঃখজনক হলেও এ ঘটনা নতুন নয়। দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য মানহীন ডায়াগনস্টিক সেন্টার, যেখানে নেই যোগ্য রেডিওলজিস্ট, নেই তাদের স্বীকৃত মেডিকেল প্রশিক্ষণ। শুধুমাত্র কম খরচে রিপোর্ট সরবরাহের উদ্দেশ্যে নিয়োগ দেওয়া হয় অনভিজ্ঞদের।

চিকিৎসা একটি জীবনঘনিষ্ঠ পেশা, যেখানে ভুল রিপোর্টের ফলাফল হতে পারে ভয়াবহ। অথচ এসব সেন্টারে প্রতিদিন এমন অসংখ্য প্রতারণা চলছে রোগীদের সাথে। এই অব্যবস্থা বন্ধে দ্রুত সরকারি হস্তক্ষেপ জরুরি।

10/03/2025

১৫/১৭ কঠিন প্রেম,বাকিটা ইতিহাস!
সামাজিক অবক্ষয়।
অভিভাবকদের সচেতন হওয়ার জন্য এই ভিডিও।

⚠️ সচেতন থাকুন, Scabies প্রতিরোধ করুন!Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়...
16/01/2025

⚠️ সচেতন থাকুন, Scabies প্রতিরোধ করুন!

Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে।

🔹 এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি দ্বারা সৃষ্ট, যা শরীরের তীব্র চুলকানি, জ্বালাপোড়া, অস্বস্তি, এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়।
🔹 রোগটি খুব দ্রুত একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকেও সংক্রমিত হয়।

✨ Scabies-এর ভয়াবহতা:

এটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে এবং অনেক পরিবার এই রোগের চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে পারে না।

যদিও চিকিৎসার খরচ কম, তবে পদ্ধতিটি অনেকের জন্য জটিল।

আপনার করণীয়:
✅ ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
✅ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর ইত্যাদি আলাদা রাখুন।
✅ চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিন।
✅ আশেপাশের মানুষদের সচেতন করুন।

জাতীয় পর্যায়ে প্রয়োজন:
➡️ সরকারিভাবে জনগণকে সচেতন করা।
➡️ আক্রান্ত পরিবারগুলোকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান।

Scabies প্রতিরোধে আমরা সবাই একসাথে সচেতন হই এবং অন্যদের সহযোগিতা করি।

22/11/2024
"জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত, একদম হবেই, হয়েই যাবে - বলে ধরে নিয়েন না। হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায়।...
06/11/2024

"জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত, একদম হবেই, হয়েই যাবে - বলে ধরে নিয়েন না। হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায়। ঠিক চোখের সামনের মানুষটাও হারায় যায় চোখের পলকে। সমস্ত অকাট্য যুক্তি হার মানে ভাগ্যের খেলায়, সমস্ত হিসেব নিকেশ বদলে যায় নিয়তির লিখনে।

এই ক্ষুদ্র জীবনে আমি নিশ্চিত ভালো রেজাল্টটা মিস হতে দেখেছি, কনফার্ম চাকরিটা শেষমেশ না হতে দেখেছি, সব আয়োজন শেষে বিয়ে ভেঙ্গে যেতে দেখেছি। একদম শেষ মুহূর্তে কোনো পূর্বাভাস ছাড়াই ঝড়ের মতো সব এলোমেলো হয়ে যেতে দেখেছি।

আমি জেনেছি, এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চয়তায় ভরা। আমি মেনে নিয়েছি, একদম সত্যি সত্যি পেয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের হাতে নেই, কখনো ছিলো না।"

© Musfiqur Rahman Ashique

04/11/2024

এলাকায় ঘুরে ভিডিও চর্চা💕

ব্যাকগ্রাউন্ডে শায়েখ Hasan Azhari হুজুরের কিছু নসিহত মূলক,বক্তব্য 💓

"যে আমারে খুব করে চাইতো, তার দিকে কখনো ফিরেও চাই নি। যার পানে আমি চেয়ে থাকতাম, সে অপেক্ষা করতো অন্য কারো জন্য। তার অপেক্...
04/11/2024

"যে আমারে খুব করে চাইতো, তার দিকে কখনো ফিরেও চাই নি। যার পানে আমি চেয়ে থাকতাম, সে অপেক্ষা করতো অন্য কারো জন্য। তার অপেক্ষা শেষ হয় নি, অথচ আমি শেষ হয়ে গিয়েছি বহুবার।

চোখ বুজলেই যারে দেখি, তার পৃথিবীতে কি আমার একটুখানি জায়গা হয়েছিলো? আর তার পৃথিবীর ঠিক মাঝখানটায় ছিলো যে, সে কেন বারবার ছুটে যাচ্ছিলো অন্য কারো নীড়ে?

এখানটায় ভালোবাসার হিসেব মিলে নি কখনো। অবহেলা মিলেছে কেবল। তাতে কেউ দমে যাই নি, তাতে কেউ হাল ছাড়ি নি। ভুল মানুষের পিছু ছুটে গেছি স্বার্থপরের মতো; প্রতিদিন প্রতিদিন।"

✒️মুশফিকুর রহমান আশিক

হার্ট অ্যাটাকের লক্ষণ
06/10/2024

হার্ট অ্যাটাকের লক্ষণ


এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে (চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রং...
06/10/2024

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে (চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট) শুরু হতে যাচ্ছে। ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং ১০-১৪ বছর বয়সী স্কুল বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এই টিকা পাবে।

আপনি কি জানেন, জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫,০০০ জন নারী মারা যায়? মনে রাখবেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এক ডোজ এইচপিভি টিকাই যথেষ্ট।

টিকার জন্য নিবন্ধন করতে বা এইচপিভি টিকার সম্পর্কে জানতে ভিজিট করুন 👉
www.vaxepi.gov.bd

Address

Fatikchari
Fatikchari

Telephone

+8801881129395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Nasir Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram