22/11/2023
ফেনী সিভিল সার্জন অফিস, সেবা প্রদানে অক্টোবর মাসে সারা দেশে ৬৪ জেলা সিভিল সার্জন অফিসের মধ্যে ১ম স্থান অর্জন করেছে। উল্লেখ্য জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ৪র্থ, ৩য় ও ১ম স্থান অর্জন করেছিল।
এছাড়াও ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবা প্রদানে অক্টোবর মাসে ৪৩০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে। উল্লেখ্য জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ১০ম, ৮ম ও ৫ম স্থান অর্জন করেছিল।
ফুলগাজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবা প্রদানে অক্টোবর মাসে ৪৩০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ১৮ তম স্থান অর্জন করেছে। অনান্য উপজেলাসমূহ আগের চেয়ে ভালো করেছে।
এই ধারাবাহিক সাফল্যের পেছনের মূল অনুপ্রেরনায় ছিল মান্যবর বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য (চট্টগ্রাম) জনাব ডা. মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও গতিশীল নেতৃত্ব।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা-
* প্রফেসর (ডা.) সাহেদুল ইসলাম কাওসার, সন্মানিত সভাপতি, বিএমএ ফেনী।
* সিভিল সার্জন অফিসসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিশেষ করে
*ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়, UH&FPO, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
*ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, UH&FPO, ফুলগাজী।
*আমজাদ হোসেন সুমন, পরিসংখ্যানবিদ, সিভিল সার্জন অফিস।
*উত্তম পাল, পরিসংখ্যানবিদ, ছাগলনাইয়া।
এবং পরিসংখ্যানবিদ, ফুলগাজি।