সিভিল সার্জনের কার্যালয়, ফেনী

  • Home
  • Bangladesh
  • Feni
  • সিভিল সার্জনের কার্যালয়, ফেনী

সিভিল সার্জনের কার্যালয়, ফেনী The official page of Office of The Civil Surgeon,
Feni.

এক ডোজ টিসিভি টিকা নিন, টায়ফয়েড রুখে দিন।টিসিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।আগামী প্রহেলা সেপ্টেম্বর হতে...
31/07/2025

এক ডোজ টিসিভি টিকা নিন,
টায়ফয়েড রুখে দিন।
টিসিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।

আগামী প্রহেলা সেপ্টেম্বর হতে মাসব্যাপী ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে(ছেলে + মেয়ে) ১ ডোজ টিসিভি টিকা ক্যাম্পেইনের মাধ্যমে প্রদান করা হবে।

সেজন্য টিকা পেতে হলে অবশ্যই ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন থাকতে হবে। তাই যাদের ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত করে নিন।

আজই রেজিস্ট্রেশন করুন www.vaxepi.gov.bd

আজ ২৮/০৭/২৫ তারিখ, জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়, ফেনী কতৃক এক আলোচনা সভা অত্র কার্য...
28/07/2025

আজ ২৮/০৭/২৫ তারিখ, জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়, ফেনী কতৃক এক আলোচনা সভা অত্র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল এর মান্যবর তত্ত্বাবধায়ক ডা. কামরুজ্জামান মহোদয়, ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল এর সম্মানিত ইএনটি কনসালটেন্ট ডা. মোবারক হোসেন দুলাল মহোদয়, সম্মানিত এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা আবদুল্লাহ আব্বাসী মহোদয় , সম্মানিত অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. জামাল উদ্দিন মহোদয় । এছাড়া অন্যান্য সম্মানিত উপস্থিতির মধ্যে ছিলেন কনসালটেন্ট কার্ডিওলজি ডা. রফিকুল ইসলাম মহোদয়, পেডিয়াট্রিক্স কনসালটেন্ট ডা আরমান বিন আবদুল্লাহ মহোদয়, সদর উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইফুল ইসলাম মহোদয়, ট্রমা সেন্টার এর সম্মানিত আবাসিক মেডিকেল অফিসার ডা সাইফুল আলম মহোদয়, ফেনী জেলার সম্মানিত জুলাই যোদ্ধা প্রতিনিধি বৃন্দ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর সম্মানিত আবাসিক মেডিকেল অফিসার মহোদয়, সিভিল সার্জন কার্যালয় এর সম্মানিত মেডিকেল অফিসার বৃন্দ, সহ জেলা স্বাস্থ্য বিভাগ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উক্ত সভায় জুলাই পুনর্জাগরণ মূলক ভিডিও ও প্রেজেন্টেশান এর মাধ্যমে জুলাই যোদ্ধা দের নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ এর কার্যক্রম সার্বিক ভাবে তুলে ধরা হয়।

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে আজ ২৮/০৭/২৫ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগ এর উ...
28/07/2025

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে আজ ২৮/০৭/২৫ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগ এর উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম মহোদয়, জুলাই যোদ্ধা জনাব প্রিন্স মাহমুদ আজিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার বৃন্দ সহ, স্বাস্থ্য বিভাগ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এই ক্যাম্পের মাধ্যমে দিন ব্যাপী জুলাই যোদ্ধা ও সর্বস্তরের জনগণ কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়। উল্লেখ্য ফেনীর বাকি পাঁচটি উপজেলাতেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় গণের তত্ত্বাবধানে একই ভাবে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।

23/07/2025

বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে।সাম্প্রতিক সময়ে ফেনী জেলায় ডেন্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।তাই ডেন্গু সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।সঠিক সময় সচেতনতা ও প্রতিরোধ গ্রহণ করলে ডেঙ্গু থেকে নিরাপদ থাকা সম্ভব।

⚠️ ডেঙ্গুর লক্ষণসমূহ:

হঠাৎ করে জ্বর (১০২–১০৫°F)

তীব্র মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা

মাংসপেশী ও জয়েন্টে ব্যথা

শরীরে লালচে দাগ বা র‍্যাশ

বমি বমি ভাব বা বমি

🛡️ প্রতিরোধ:

বাসায় কিংবা বাসার আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন – টব, ডাবের খোসা, টায়ার, ফুলদানি, ফ্রিজের ট্রে ইত্যাদি।

বাসা ও আশপাশ পরিষ্কার রাখুন।

রাতে, এমনকি দিনের বেলায়ও মশারির ব্যবহার নিশ্চিত করুন।

মশা নিধন স্প্রে বা কয়েল ব্যবহার করুন।

সম্ভব হলে ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পরুন।

✅ করণীয়:

জ্বর হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন।

পর্যাপ্ত পানি ও বিশ্রাম নিন।

NSAID বা ব্যাথানাশক ওষুধ এড়িয়ে চলুন, প্যারাসিটামল নিতে পারেন।

রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু নির্ণয় করুন (NS1, CBC ও অন্যান্য )।

প্লেটলেট কমে গেলে, ব্লাড প্রেশার কমে গেলে, পেটে ব্যাথা হলে হাসপাতালে ভর্তি হতে হতে পারে।

সকলের সচেতনতা ও সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। আসুন, সবাই মিলে সচেতন হই।

২২/০৭/২৫ :-----------আজ, ২২/০৭/২৫ তারিখ, সিভিল সার্জন কার্যালয় ফেনীর সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভ...
22/07/2025

২২/০৭/২৫ :
-----------
আজ, ২২/০৭/২৫ তারিখ, সিভিল সার্জন কার্যালয় ফেনীর সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন সকল উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় বৃন্দ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার বৃন্দ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর আবাসিক মেডিকেল মহোদয়, সকল উপজেলার মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) বৃন্দ, নার্সিং সুপারভাইজার বৃন্দ, পরিসংখ্যান বিদ বৃন্দ, এমটি ইপিআই বৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ। সভায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনী সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কার্যক্রম এর সার্বিক চিত্র পর্যালোচনার পর সেবার মান উন্নয়ন এর লক্ষ্যে মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

18/07/2025

🛡️ টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়! 🛡️

১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে EPI-এর অধীনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে — একদম বিনামূল্যে!

👧👦 অন্তর্ভুক্ত থাকছে –
প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা।

💉 টাইফয়েড টিকা কেন জরুরি?
টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকা আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখে।

📌 টিকা নিতে যা দরকার:
✔️ ১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ
(না থাকলে এখনই করে ফেলুন)
✔️ EPI ক্যাম্পেইনের সময় ঘোষণার পর আপনার এলাকার EPI (Expanded Programme on Immunization) সেন্টারে যান
✔️ সঙ্গে নিন শিশুকে ও জন্মনিবন্ধনের সনদ

🌐 রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
👉 https://vaxepi.gov.bd

🔄 আগে যারা HPV টিকার সময় নিবন্ধন করেছেন, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই।
➤ শুধু লগইন করে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করলেই হবে।
➤ মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করুন।

🚨 যারা এখনো রেজিস্ট্রেশন করেননি –
১️. প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন
২️. এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করুন

সঠিক তথ্য জেনে, সময়মতো প্রস্তুতি নিন।
আমাদের শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য একসাথে এগিয়ে আসুন। ❤️

আজ ১৬/০৭/২৫ তারিখ জুলাই শহীদ দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বাদ জোহর জুলাই আগস্ট...
16/07/2025

আজ ১৬/০৭/২৫ তারিখ জুলাই শহীদ দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বাদ জোহর জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সিভিল সার্জন কার্যালয়ে মান্যবর সিভিল সার্জন ডা মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয় এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ সিভিল সার্জন কার্যালয় এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশ গ্রহণ করেন।

আগামী সেপ্টেম্বর মাসে আসন্ন জাতীয় টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষক দের প্রশিক্ষণ কর্মশালা সিভি...
14/07/2025

আগামী সেপ্টেম্বর মাসে আসন্ন জাতীয় টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষক দের প্রশিক্ষণ কর্মশালা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মান্যবর উপপরিচালক জনাব মোস্তাফিজুর রহমান মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন সকল উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় বৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় গণ, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা মহোদয়, সকল উপজেলা MODC বৃন্দ, MOMCH বৃন্দ, সিভিল সার্জন কার্যালয় এর MOCS বৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অফিসার মহোদয় সহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য আসন্ন ক্যাম্পেইনে ফেনী জেলার ৯ মাস হতে ১৫ বছর বয়েসী সকল শিশুকে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন দেয়া হবে।

11/07/2025
11/07/2025

ফেনী সিভিল সার্জনের কার্যালয়সহ সবকয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে Anti Snake Venom(সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত), পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, খাবার স্যালাইন সহ দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় সকল ওষুধ পর্যাপ্ত পরিমানে মজুদ রয়েছে। মান্যবর সিভিল সার্জন মহোদয় এর উদ্যোগে জরুরি ভিত্তিতে বিষাক্ত সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য এন্টি ভেনম ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ফেনীতেও এনসিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর ও পাশ্ববর্তী জেলা হতে এনে সরবরাহ করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এর পক্ষ হতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট জেলা প্রশাসন ও বেসরকারি সহযোগী সংস্থার ত্রাণ কার্যক্রমে সরবরাহ করা হচ্ছে। এছাড়া দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে জেলা স্বাস্থ্যবিভাগ এর পক্ষ হতে প্রত্যেক উপজেলায় উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক মোট ৭৬ টি ইমারজেন্সি মেডিকেল টীম সচল রয়েছে। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ে বন্যা পরিস্থিতি মনিটরিং এর জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালুসহ অন্যান্য সেবা চালু রয়েছে।

এন্টিভেনমের সংখ্যা ঃ

সিভিল সার্জনের কার্যালয় -৯০ ভায়াল
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-২০ ভায়াল
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -১০ ভায়াল
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -২০ ভায়াল
দাগনভুইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -১৭ ভায়াল
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ২০ ভায়াল

22/11/2023

ফেনী সিভিল সার্জন অফিস, সেবা প্রদানে অক্টোবর মাসে সারা দেশে ৬৪ জেলা সিভিল সার্জন অফিসের মধ্যে ১ম স্থান অর্জন করেছে। উল্লেখ্য জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ৪র্থ, ৩য় ও ১ম স্থান অর্জন করেছিল।

এছাড়াও ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবা প্রদানে অক্টোবর মাসে ৪৩০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে। উল্লেখ্য জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ১০ম, ৮ম ও ৫ম স্থান অর্জন করেছিল।

ফুলগাজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবা প্রদানে অক্টোবর মাসে ৪৩০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ১৮ তম স্থান অর্জন করেছে। অনান্য উপজেলাসমূহ আগের চেয়ে ভালো করেছে।

এই ধারাবাহিক সাফল্যের পেছনের মূল অনুপ্রেরনায় ছিল মান্যবর বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য (চট্টগ্রাম) জনাব ডা. মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও গতিশীল নেতৃত্ব।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা-
* প্রফেসর (ডা.) সাহেদুল ইসলাম কাওসার, সন্মানিত সভাপতি, বিএমএ ফেনী।
* সিভিল সার্জন অফিসসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিশেষ করে
*ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়, UH&FPO, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
*ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, UH&FPO, ফুলগাজী।
*আমজাদ হোসেন সুমন, পরিসংখ্যানবিদ, সিভিল সার্জন অফিস।
*উত্তম পাল, পরিসংখ্যানবিদ, ছাগলনাইয়া।
এবং পরিসংখ্যানবিদ, ফুলগাজি।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when সিভিল সার্জনের কার্যালয়, ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সিভিল সার্জনের কার্যালয়, ফেনী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram