Amena Dental Care, Feni

Amena Dental Care, Feni আমেনা ডেন্টাল কেয়ার, ফেনী। এখানে সুলভ মূল্যে মুখ ও দাঁতের সুচিকিৎসা করা হয়।

শুভ বাংলা নববর্ষ ১৪৩২।
14/04/2025

শুভ বাংলা নববর্ষ ১৪৩২।

06/04/2025
🍓স্কেলিং🍓 পলিশিং আমেনা ডেন্টাল কেয়ার ফেনী  স্কেলিং কি?স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয় এটা ভ্রান্ত ধারণা,,, আসুন জেনে নিই এ...
02/03/2025

🍓স্কেলিং🍓 পলিশিং
আমেনা ডেন্টাল কেয়ার ফেনী
স্কেলিং কি?
স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয় এটা ভ্রান্ত ধারণা,,, আসুন জেনে নিই এ সম্পর্কে-
🩺স্কেলিং দাঁতের এক বিশেষ পরিষ্কার পদ্ধতি যা আপনার দাঁতের গোঁড়ায় জমে থাকা প্লাক ক্যালকুলাস(দাঁতের চারপাশে জমা পাথর) এক বিশেষ যন্ত্রের মাধ্যমে দূর করে। দীর্ঘদিন এরকম জমে থাকা প্লাক ক্যালকুলাস যদি দূর করা না যায় তবে তা দাঁতে সংক্রমণের সৃষ্টি করে ফলে মাড়ি নরম হয়ে যায় যার পরিণতিতে জিনজিভাইটিস পেরিওডনটাইটিস রোগ দেখা দেয় এমনকি দাঁত পড়েও যেতে পারে।
🩺কিন্তু আমাদের মাঝে অনেকেরই ধারণা রয়েছে যে দাঁতের স্কেলিং করলে দাঁতের বিভিন্ন ধরনের ক্ষতি যেমন দাঁত ফাঁক হয়ে যাওয়া, দাঁত নড়ে যাওয়া বা দাঁত পাতলা হয়ে যায়। এই ধরনের ভাবনাগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।
🩺দেখা যায় যে একজন রোগীর দাঁতে যখন প্রচুর পরিমাণে পাথর থাকে এবং মাড়ি লাল বর্ণ ধারণ করে তখন আমরা এ অবস্থাকে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ বলে থাকি। কিন্তু কখনও কখনও রোগীর দাঁতে এমন পাথর থাকে যা দেখে মনে হয় পাথর এবং ময়লা দিয়ে যেন দাঁতের উপর আবরণ তৈরি করা হয়েছে। এ অবস্থাকে অডোনটোলিথিয়াসিসও বলা হয়। এ অবস্থা চলতে থাকলে রোগীর উপরের মাড়ি উপরের দিকে আর নিচের মাড়ি নিচের দিকে সরে যেতে থাকে যাকে গাম রিশেষন বলা হয়। এ অবস্থায় অনেক সময় রোগীর দাঁতের গোড়া পর্যন্ত বের হয়ে যায়।
পেরিওডন্টাল লিগামেন্টে প্রদাহ হয়ে ধীরে ধীরে দাঁত নড়তে শুরু করে। দীর্ঘদিন প্রচুর পরিমাণে পাথর থাকার কারণে একজন রোগী অনেক সময় ভুলেই যায় তার দাঁত স্বাভাবিক অবস্থায় কেমন ছিল। দাঁতের স্বাভাবিক অবস্থায় যে ইন্টারডেন্টাল স্পেস থাকে তাও রোগী অনেক সময় বুঝতে চায় না। সে কারণে স্কেলিং করার পর যখন পাথর অপসারিত হয় তখন রোগীদের মাঝে কেউ কেউ হয়তো বলে থাকেন স্কেলিং করার পর তার দাঁত ফাঁক হয়ে গেছে। এভাবেই দাঁতের ফাঁক হয়ে যাওয়া সন্দেহটি অনেকের প্রশ্ন হয়ে দেখা দেয়।
দ্বিতীয়ত মাড়ি রোগে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ না করলে দাঁত নড়ে যেতে পারে। কিন্তু প্রচুর পাথর থাকার কারণে বিশেষ করে নিচের সামনের দাঁত একটির সঙ্গে আরেকটি পাথর দিয়ে লাগানো থাকে। যদি এভাবেই চলতে থাকে তবে একসময় সব দাঁতই পড়ে যায়। কিন্তু এ ধরনের রোগীর দাঁত স্কেলিং করার পর দাঁত যে নড়ছে তা রোগীর কাছে স্পষ্টভাবে ধরা পড়ে বিধায় রোগীদের কেউ বলে থাকেন যে দাঁত স্কেলিং করার পর দাঁত নড়ে গেছে। অথচ বিষয়টি নিয়ে সবাই সচেতন হলে এ সমস্যা থাকবে না। এ ধরনের ক্ষেত্রে স্কেলিং করার পর প্রয়োজনে ফ্ল্যাপ সার্জারির প্রয়োজন হতে পারে। তাছাড়া স্কেলিং করার পর বিশেষ পদ্ধতিতে দাঁতগুলো এস, এস অয়ার দিয়ে নির্দিষ্ট সময়ে বেঁধে রাখার প্রয়োজন হতে পারে।
তৃতীয় সন্দেহ যা রোগীর মনে দানা বাধে সেটি হলো স্কেলিং করার পর দাঁত পাতলা হয়ে যায় অর্থাৎ দাঁতের স্বাভাবিক পুরুত্ব কমে যায়। আসলে স্কেলিং করার পর পাথর যখন অপসারিত হয় তখন সব রোগীই মুখে সজীবতা অনুভব করেন আবার পাথর থাকার কারণে মুখে যে ভারি ভারি ভাব বিদ্যমান থাকে তা চলে গিয়ে রোগী হালকা অনুভব করতে থাকেন। এই অনুভূতিকেই রোগী ভিন্ন ভাষায় বলে যে তাঁর দাঁত পাতলা হয়ে গেছে। অথচ দাঁত পাতলা করতে হলে দাঁত কাটতে হবে। কিন্তু স্কেলিং করার সময় তো আর দাঁত কাটা হয় না। তাই এ ধরনের ধারণা অমূলক।
সুতরাং সার্বিকভাবে বলা যায় স্কেলিং করলে দাঁতের কোনো ক্ষতি হয় না বরং স্কেলিং করা দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো। দাঁতের ডাক্তাররা প্রতি ৬ মাস পরপর দাঁতের স্কেলিং করার পরামর্শ দিয়ে থাকেন। তাই দাঁতের রোগ প্রতিরোধে দাঁতের স্কেলিংয়ে সবার সচেতন হওয়া জরুরী।

🩺পলিশিংঃ স্কেলিং করার পর এক প্রকার পেস্ট এবং স্পেশাল ব্রাশের সাহায্যে দাঁতকে চকচকে সাদা করার বিশেষ পদ্ধতি।
আমেনা ডেন্টাল কেয়ার ফেনী

দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষায় যা করনীয়ঃআমেনা ডেন্টাল কেয়ার ফেনী 🩺 🌹প্রতিদিন সকালে নাস্তা করার পর এবং রাতে ঘুমানোর  আগ...
28/02/2025

দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষায় যা করনীয়ঃ
আমেনা ডেন্টাল কেয়ার ফেনী
🩺 🌹প্রতিদিন সকালে নাস্তা করার পর এবং রাতে ঘুমানোর আগে টুথপেষ্ট ও টুথব্রাশ দিয়ে সঠিকভাবে ২ মিনিট ধরে দাঁত পরিস্কার করবেন।
🩺 🌹কয়লা, ছাই, লবণ ইত্যাদি দাঁতের মাজন হিসাবে ব্যবহার করলে দাঁত ও মাড়ির ক্ষতি হয়।
🩺 🌹পান, সুপারী, গুল, জর্দ্দা, তামাক, সিগারেট ইত্যাদি মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। এগুলো সেবন থেকে বিরত থাকুন।
🩺 🌹চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিংক্স, মিষ্টি, পাউরুটি /বিস্কিট, কেক এবং চিপ্স খাওয়ার পরপরই দাঁত ভালভাবে পরিস্কার করতে হবে।
🩺 🌹দাঁতের কালো গর্ত দাঁত ক্ষয়ের প্রাথমিক লক্ষণ। তাই ব্যাথা হওয়ার পূর্বেই চিকিৎসা নিন, অন্যথায় চিকিৎসা ব্যয়, সময় ও ঝুঁকি বৃদ্ধি পাবে।
🩺 🌹প্রতি তিন মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা উচিৎ, কেননা ব্রাশের ব্রিসল বেঁকে গেলে মাঁড়ির ক্ষতি হয়।
🩺 🌹নিয়মিত ডেন্টাল ফ্লসিং মাঁড়ির রোগ প্রতিরোধে সাহায্য করে, দুই দাঁতের মধ্যবর্তী স্থান পরিস্কার করতে ডেন্টাল ফ্লসের বিকল্প নেই।
🩺 🌹প্রতি ৬ মাস অন্তর ডেন্টিস্ট কর্তৃক মুখ ও দাঁত চেক-আপ করানো উচিৎ।
Amena Dental Care, Feni
☎️ 01310-794227
☎️ 01731-991899

02/07/2024

মনমাতানো সুন্দর পরিবেশঃ

20/06/2024

নিজের হাতে ফ্রেশ পাকা জাম পাড়ার মজাই আলাদাঃ

16/06/2024

কোরবানির গরু শোয়ানোর সহজ টেকনিক

Address

Shahid Shahidulla Kaisar Road Feni
Feni

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 18:00 - 21:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

+8801310794227

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amena Dental Care, Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amena Dental Care, Feni:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram