Munshi Homeo Hall

Munshi Homeo Hall Medical health

Kent 16 Drops-sexual weakness বা যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে এর উপকারিতা।  1.যৌন শক্তি বৃদ্ধি – শারীরিক সক্ষমতা ও সহন...
11/08/2025

Kent 16 Drops-sexual weakness বা যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে এর উপকারিতা।

1.যৌন শক্তি বৃদ্ধি – শারীরিক সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে সহায়তা করে।

2.দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা – যৌন মিলনের সময় স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে।

3.স্নায়বিক শক্তি উন্নত করা – স্নায়ুর দুর্বলতা ও স্ট্রেস কমিয়ে যৌন পারফরম্যান্স উন্নত করে।

4.যৌন আগ্রহ বৃদ্ধি – যৌন ইচ্ছা ও উদ্দীপনা ফিরিয়ে আনে।

5.আত্মবিশ্বাস বাড়ানো – যৌন জীবনে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক।

⚠️এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। এর ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তাই ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।.

✅ Kent 9 Drops এর উপকারিতা (সংক্ষিপ্ত কার্যকারিতা):1. কিডনিতে পাথর (Kidney Stone)➤ পাথর ভাঙতে ও ব্যথা কমাতে সাহায্য করে।...
07/08/2025

✅ Kent 9 Drops এর উপকারিতা (সংক্ষিপ্ত কার্যকারিতা):

1. কিডনিতে পাথর (Kidney Stone)
➤ পাথর ভাঙতে ও ব্যথা কমাতে সাহায্য করে।

2. মূত্রথলিতে পাথর (Bladder Stone)
➤ ইউরিনারি ব্লাডারে জমে থাকা পাথর গলাতে সহায়তা করে।

3. প্রস্রাবে জ্বালাপোড়া (Burning Sensation)
➤ প্রস্রাবের সময় জ্বালা বা অস্বস্তি প্রশমনে সহায়ক।

4. ঘন ঘন প্রস্রাব (Frequent Urination)
➤ বিশেষত রাতে বারবার ইউরিন যাওয়ার প্রবণতা কমায়।

5. প্রস্রাবে ব্যথা বা কাঁটা কাঁটা ভাব (Painful Urination)
➤ প্রস্রাবের সময় ব্যথা ও চাপ কমাতে সহায়তা করে।

6. মূত্রনালীর সংক্রমণ (UTI)
➤ হালকা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কার্যকর।

7. কিডনির ফোলা বা প্রদাহ (Nephritis)
➤ কিডনির ফাংশন উন্নত করতে সহায়তা করতে পারে।

📌 প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে কিডনি ও মূত্রনালীর যত্ন নিন!
💧 Kent 9 Drops – আপনার সুস্থ জীবনের এক বিশ্বস্ত নাম।
🛑 ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

Kent 7 Dropsব্যবহারঃ হেমোরয়েডস (পাইলস), অ্যানাল ফিশার, রক্তপাত ও ব্যথা নিয়ন্ত্রণে।এই ওষুধটি মূলত হোমিওপ্যাথিক একটি মেডি...
06/08/2025

Kent 7 Drops
ব্যবহারঃ হেমোরয়েডস (পাইলস), অ্যানাল ফিশার, রক্তপাত ও ব্যথা নিয়ন্ত্রণে।এই ওষুধটি মূলত হোমিওপ্যাথিক একটি মেডিসিন, যা পাইলস ও অ্যানাল ফিশারের উপসর্গগুলোর বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে।

✅ Kent 7-এর কার্যকারিতা ও উপকারিতা:

🔹 হেমোরয়েডস (Piles) এ উপকারঃ

রক্তপাতযুক্ত (Bleeding & Non-bleeding piles) থেকে উপশম দেয়।

পায়ুপথে ব্যথা ও জ্বালাপোড়া কমায়।

মলত্যাগে চাপ এবং যন্ত্রণা কমায়।

কোষ্ঠকাঠিন্যজনিত পাইলসেও উপকার দেয়।

🔹 অ্যানাল ফিশার (A**l Fissure):

পায়ুর চারপাশে কাটার মত ফেটে যাওয়া এবং তার ফলে সৃষ্ট তীব্র জ্বালা, ব্যথা, ও রক্তপাত কমায়।

টিস্যু পুনর্গঠনে সহায়তা করে এবং দ্রুত আরোগ্য সাধন করে।

🔹 গ্যাস ও ফোলাভাব কমায়:

পাইলস বা ফিশারজনিত পেটে গ্যাস হওয়া বা অস্বস্তি কমায়।

🔹 প্রাকৃতিক ও হোমিওপ্যাথিক ফর্মুলা:
পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত (যথাযথ ব্যবহারে)।
দীর্ঘমেয়াদী রোগ উপশমে কার্যকর।

09/03/2024
31/12/2023

২০২৩ সালে অনেক আপন মানুষ কে হারিয়ে ফেলেছিলে আমার বঢ বৃক্ষ বাবাকে।

15/12/2023

রাব্বির হামহুমা কামা রাব্বাআনে ছাগিরা
বাবাবে ছাড়া আছকে ২৫০দিন আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।

30/10/2023

Alhamdulillah

22/07/2023

জেনে রাখা ভাল।

একটি শিক্ষামূলক গল্প
* হতাশ হবেন না...

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন মহান রাব্বুল আলামীনের কৃপায়।

(সংগৃহীত)

Address

Feni
Feni

Telephone

+8801830272702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munshi Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Munshi Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram