10/09/2024
এ্যাশ বার্ন/গরম ছাঁই এ পোড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
ডাঃ আমিনুর রশিদ সংগীত
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারী)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি নং - এ-৫৩৯৬৮
আর নয় ঢাকা,কুমিল্লা এখন থেকে আপনার আমার প্রিয় শহর লাকসাম এ নিয়মিত চেম্বার করছেন বার্ন,রিকন্সট্রাক্টিভ,প্লাস্টিক,ব্রেস্ট,ট্রমা,এসথেটিক এবং হ্যান্ড সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আমিনুর রশিদ সংগীত।
সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গল বিকাল ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত লাকসাম জেনারেল হসপিটাল (প্রাঃ) লিঃ এ নিয়মিত চেম্বার করছেন।
যে সকল বিষয়ের রুগী দেখেন -
১/ পোড়া রুগী - গরম পানি,তেল,তরকারি বা গরম তরল পদার্থ, আগুনে পোড়া,কারেন্ট এ পোড়া বা ইলেক্ট্রিক বার্ন,এসিড বা কেমিক্যাল বার্ন এর চিকিৎসা করা হয়।
২/ Post burn deformity
পোড়ার পর রুগী সুস্থ হলে- পোড়া জায়গার যত্ন ও পরবর্তী চিকিৎসা,পোড়া জায়গাতে যে টান টান ভাব আসে তার ফলে আঙ্গুল বা হাত পা টান খেয়ে বেকে যাওয়ার চিকিৎসা করা হয়।
৩/ Congenital anomailes
জন্মগত ত্রুটি - হাত পা এর আঙ্গুল জোড়া থাকা,রক্তনালি টিউমার,জন্মগত কালো দাগ ইত্যাদি এর চিকিৎসা করা হয়।
৪/ Skin cancer
স্কিন ক্যান্সার হলে সেটা কেটে ফেলা এবং পূরন করা হয়।
৫/ Cleft lip and palate
জন্মগত ঠোঁট বা তালু কাটার চিকিৎসা এবং পরামর্শ দেয়া হয়
৬/Cancer
শরীরের বিভিন্ন জায়গাতে টিউমার/ক্যান্সার এর অপারেশন এবং পরবর্তী চিকিৎসা করা হয়।
৭/ Trauma Management
রোড এক্সিডেন্ট এর রুগী যাদের স্কিন এবং পেশী নস্ট হয়ে গেছে,রক্তনালি ছিড়ে যাওয়া ইত্যাদি এর জরুরি চিকিৎসা করা হয়।
৮/ Replantation Surgery
আঙ্গুল,হাত,পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তা জোড়া লাগানো হয়।
৯/ Breast Surgery
ব্রেস্ট এর নরমাল টিউমার,ক্যান্সার এর অপারেশন ব্রেস্ট ছোট,বড়,শেইপ পরিবর্তন করা হয়।
১০/ Diabetic foot
ডায়বেটিক রোগির পায়ের যত্ন এবং ক্ষত এর অপারেশন করা হয়।
১১/ Pressure sore
দীর্ঘদিন বিছানায় পরে থাকায় রুগীর যে কোমরে,পায়ে বা পিঠে যে ঘা হয় তার অপারেশন করা হয়।
১২/ Facial mole/wart
মুখে ছোট ছোটকালো আচিল হয়ে থাকে। যা পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এর চিকিৎসা কসমেটিক/এসথেটিক সার্জারী করা হয়।
১৩/ Hair Transplantation - টাক মাথায় চুল বসানো হয়।
১৪/ Fat Grafting - পুড়ে বা আঘাতে শরীরের অনেক জায়গা নিচু হয়ে থাকে এই জায়গায় ফ্যাট/চর্বি বসিয়ে শেইফ/আকৃতি পরিবর্তন করা হয়।
১৫/ PRP Therapy
দীর্ঘদিন ধরে না শুকানো ঘা,চুল পড়ে যাওয়া,পোড়া দাগে PRP থেরাপি দিলে উপকার পাওয়ার চিকিৎসা দেয়া হয়।
১৬/ Abdominoplasty/tummy tuck operation
মোটা হয়ে যাওয়া বা বেবি হওয়ার পর পেট ঝুলে যাওয়ার জন্য সৌন্দর্যহানী হয়। তা কমিয়ে পেট এর শেইফ সুন্দর করা হয়।
১৭/ Liposucation - শরীর এর বাড়তি চর্বি ফেলে সৌন্দর্য বৃদ্ধি করা হয়।