ডাঃ আমিনুর রশিদ

ডাঃ আমিনুর রশিদ Plastic Surgeon
MBBS; Ms (Plastic Surgery) :

1. Blepharoplasty / ব্ল্যাফারোপ্লাস্টি (ফোলা, ঝুলে যাওয়া বা গর্ত হয়ে যাওয়া চোখের পাতার সার্জারি)

2.

Lip Surgery (ঠোঁট সরু বা মোটা করন)

3. Face lift / ফেস লিফট (ফেইস এর সতেজ ভাব তৈরী করা)

4. Buccal fat removal (মুখের অতিরিক্ত ফুলা ভাব কমানো)

5. Cheek augmentation / Cheek implant

6. Chin augmentation / Chin implant

7. Double Chin Removal / ডাবল চিন রিমুভাল

8. Breast Cosmetic surgery (ব্রেস্ট ছোট, বড় বা টাইট করা)

9. Gynecomastia / গাইনাকোম্যাসিয়া (পুরুষের স্তন)

10. Liposuction / লাইপোসাকশন (৩৬০ ডিগ্রি শরীরের চর্বি অপসারণ)

11. Tummy tuck / Lipoabdominoplasty / টামি টাক (চর্বিযুক্ত ঝুলে যাওয়া পেটের সার্জারি)

12. Brachioplasty / Arm lift (হাতে টান টান ভাব তৈরী করা)

13. Thigh lift (থাই টান টান ভাব তৈরী করা)

14. Buttock Augmentation & Reduction / Brazilian butt lift

15. Body Shaping (ফ্যাট কমানো,বাড়ানো)

16. Lipo injection / Fat Filler / Permanent Filler (শরীরের যেকোন স্থান বড় করা)

17. Scar revision (দাগ অপসারণ)

18. Mole, Birth mark & Tattoo removal (তিল, জন্মদাগ দূরকরণ)

19. Vaginoplasty ( ভেজাইনা বা যোনীপথ টাইট করণ)
20. Labiaplasty

21. Skin tumor, cancer / ত্বকের টিউমার ক্যান্সার

22. Diabetic foot / ডায়াবেটিক ফুট

23. Accidental injury

24. Skin graft / স্কিন গ্রাফট
25. Burn, Burn scar
26. Congenital anomaly (বিভিন্ন জন্মগত ত্রুটি)
27. Hand Surgery (হাতের টেন্ডন/ নার্ভ ইনজুরি)

চেম্বার - ০১
ফেনী কার্ডিয়াক হাসপাতাল
এস এস কে রোড(চক্ষু হাসপাতালের পাশে)
ফেনী সদর,ফেনী।

চেম্বারঃ ০২
কুমিল্লা পিপলস হাসপাতাল লিঃ
খোকন টাওয়ার, মেডিকেল কলেজ রোড, টমসমব্রিজ, কুমিল্লা।

ডাঃ আমিনুর রশিদ সংগীত
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারী)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি নং - এ-৫৩৯৬৮


(অপারেশন সম্পর্কিত যেকোন বিষয় জানতে আপনাকে সরাসরি চেম্বারে আসতে হবে। রোগী না দেখে কোন প্রকার পরামর্শ দেওয়া হয়না।)

বিস্তারিত জানতে যোগাযোগ করুন - 01829431951

10/09/2024

এ্যাশ বার্ন/গরম ছাঁই এ পোড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

ডাঃ আমিনুর রশিদ সংগীত
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারী)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি নং - এ-৫৩৯৬৮

আর নয় ঢাকা,কুমিল্লা এখন থেকে আপনার আমার প্রিয় শহর লাকসাম এ নিয়মিত চেম্বার করছেন বার্ন,রিকন্সট্রাক্টিভ,প্লাস্টিক,ব্রেস্ট,ট্রমা,এসথেটিক এবং হ্যান্ড সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আমিনুর রশিদ সংগীত।

সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গল বিকাল ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত লাকসাম জেনারেল হসপিটাল (প্রাঃ) লিঃ এ নিয়মিত চেম্বার করছেন।

যে সকল বিষয়ের রুগী দেখেন -

১/ পোড়া রুগী - গরম পানি,তেল,তরকারি বা গরম তরল পদার্থ, আগুনে পোড়া,কারেন্ট এ পোড়া বা ইলেক্ট্রিক বার্ন,এসিড বা কেমিক্যাল বার্ন এর চিকিৎসা করা হয়।
২/ Post burn deformity
পোড়ার পর রুগী সুস্থ হলে- পোড়া জায়গার যত্ন ও পরবর্তী চিকিৎসা,পোড়া জায়গাতে যে টান টান ভাব আসে তার ফলে আঙ্গুল বা হাত পা টান খেয়ে বেকে যাওয়ার চিকিৎসা করা হয়।

৩/ Congenital anomailes
জন্মগত ত্রুটি - হাত পা এর আঙ্গুল জোড়া থাকা,রক্তনালি টিউমার,জন্মগত কালো দাগ ইত্যাদি এর চিকিৎসা করা হয়।

৪/ Skin cancer
স্কিন ক্যান্সার হলে সেটা কেটে ফেলা এবং পূরন করা হয়।

৫/ Cleft lip and palate
জন্মগত ঠোঁট বা তালু কাটার চিকিৎসা এবং পরামর্শ দেয়া হয়
৬/Cancer
শরীরের বিভিন্ন জায়গাতে টিউমার/ক্যান্সার এর অপারেশন এবং পরবর্তী চিকিৎসা করা হয়।

৭/ Trauma Management
রোড এক্সিডেন্ট এর রুগী যাদের স্কিন এবং পেশী নস্ট হয়ে গেছে,রক্তনালি ছিড়ে যাওয়া ইত্যাদি এর জরুরি চিকিৎসা করা হয়।

৮/ Replantation Surgery
আঙ্গুল,হাত,পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তা জোড়া লাগানো হয়।

৯/ Breast Surgery
ব্রেস্ট এর নরমাল টিউমার,ক্যান্সার এর অপারেশন ব্রেস্ট ছোট,বড়,শেইপ পরিবর্তন করা হয়।

১০/ Diabetic foot
ডায়বেটিক রোগির পায়ের যত্ন এবং ক্ষত এর অপারেশন করা হয়।

১১/ Pressure sore
দীর্ঘদিন বিছানায় পরে থাকায় রুগীর যে কোমরে,পায়ে বা পিঠে যে ঘা হয় তার অপারেশন করা হয়।
১২/ Facial mole/wart

মুখে ছোট ছোটকালো আচিল হয়ে থাকে। যা পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এর চিকিৎসা কসমেটিক/এসথেটিক সার্জারী করা হয়।

১৩/ Hair Transplantation - টাক মাথায় চুল বসানো হয়।

১৪/ Fat Grafting - পুড়ে বা আঘাতে শরীরের অনেক জায়গা নিচু হয়ে থাকে এই জায়গায় ফ্যাট/চর্বি বসিয়ে শেইফ/আকৃতি পরিবর্তন করা হয়।
১৫/ PRP Therapy
দীর্ঘদিন ধরে না শুকানো ঘা,চুল পড়ে যাওয়া,পোড়া দাগে PRP থেরাপি দিলে উপকার পাওয়ার চিকিৎসা দেয়া হয়।

১৬/ Abdominoplasty/tummy tuck operation

মোটা হয়ে যাওয়া বা বেবি হওয়ার পর পেট ঝুলে যাওয়ার জন্য সৌন্দর্যহানী হয়। তা কমিয়ে পেট এর শেইফ সুন্দর করা হয়।

১৭/ Liposucation - শরীর এর বাড়তি চর্বি ফেলে সৌন্দর্য বৃদ্ধি করা হয়।

10/01/2024

এ্যাশ বার্ন/গরম ছাঁই এ পোড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

ডাঃ আমিনুর রশিদ সংগীত
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারী)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি নং - এ-৫৩৯৬৮

31/12/2023
কসমেটিক সার্জারি কেন করা হয়? কসমেটিক বা অ্যাসথেটিক সার্জারি মানে কেবল চেহারার বা শরীরের সৌন্দর্য বৃদ্ধি নয়। পুড়ে যাওয়া ব...
28/12/2023

কসমেটিক সার্জারি কেন করা হয়?

কসমেটিক বা অ্যাসথেটিক সার্জারি মানে কেবল চেহারার বা শরীরের সৌন্দর্য বৃদ্ধি নয়। পুড়ে যাওয়া বা যেকোন দুর্ঘটনা- পরবর্তী বিভিন্ন অঙ্গের আকৃতি অস্ত্রোপচার- পরবর্তী অঙ্গহানির সমস্যা দূর করতে কসমেটিক সার্জারির কোন বিকল্প নেই। তবে যে কেউ এ ধরনের সার্জারি করতে চাইলে আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।

যোগাযোগ - 01829-431951

ডাঃ আমিনুর রশিদ সংগীত
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারী)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি নং - এ-৫৩৯৬৮

গাইনেকোমাস্টিয়া বা পুরুষের স্তন বৃদ্ধি পুরুষের অযাচিত স্ত বড় তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে পারেন এবং শারীরিক সৌন্দর...
25/12/2023

গাইনেকোমাস্টিয়া বা পুরুষের স্তন বৃদ্ধি

পুরুষের অযাচিত স্ত বড় তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে পারেন এবং শারীরিক সৌন্দর্য নষ্ট হয়। এতে তাঁরা আত্মবিশ্বাসহীনতায় ভুগে থাকেন। এ সমস্যার সমাধান একজন প্লাস্টিক ও অ্যাসথেটিক সার্জন খুব সহজে করতে পারেন। লাইপোসাকশন ও দাগবিহীন সার্জারীর মাধ্যমে উপস্থাপনযোগ্য,পুরুষালি শারীরিক গঠন দেওয়া সম্ভব।

যোগাযোগ - 01829431951

ডাঃ আমিনুর রশিদ সংগীত
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারী)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি নং - এ-৫৩৯৬৮

12/10/2023

⭕ পুরুষের বৃদ্ধিপ্রাপ্ত স্তনের সর্বাধুনিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন ডাঃ আমিনুর রশীদ সংগীত।

✅ পুরুষদের স্তন বড় হয়ে যাওয়াকে ডাক্তারী পরিভাষায় গাইনিকোমাশিয়া বলা হয়। অবস্থাটি অনেক পুরুষের জন্যই বিব্রতকর সামাজিক সমস্যা তৈরি করে। আক্রান্ত পুরুষ নিজেকে গুটিয়ে রাখেন,মানুষের কৌতুহলি দৃষ্টি এড়াতে পোষাকের কারিশমায় সুঢৌল বক্ষ লুকানোর চেষ্টা করেন।

✅ এ সমস্যা হলেই সব সময় যে রোগের কারণে হয়েছে এমনটি ভাবা ঠিক নয়। যেমন বয়ঃসন্ধিকালে স্বাভাবিকভাবেই অনেকেরই এ সমস্যা দেখা দিতে পারে।শতকরা ৫০ জন কিশোরের এ সমস্যা হতে পারে।
বেশির ভাগ ক্ষেত্রে ব্যথা থাকতে পারে এবং এক থেকে ২ বছরের মধ্যে সাধারণত স্বাভাবিক হয়ে যায়।নবজাতকের এ সমস্যা হতে পারে যা কিছুদিন পর আপনা আপনি ঠিক হয়ে যায়।স্তন বড় হয়ে যাওয়ার মুল কারন মেয়েলি হরমোন ইস্ট্রোজেনের আধিক্য বা পুরুষ হরমোন এন্ড্রোজেন কমে যাওয়া।পুরুষদের ব্রেস্ট বা স্তন বৃদ্ধি হওয়ার লক্ষণ অনেক সময় শরীরের মারাত্মক কিছু অসুখের প্রথম লক্ষণ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। যেমন অণ্ডকোষে টিউমার হলে এ সমস্যা হতে পারে।

ℹ বিভিন্ন ওষুধ ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য ও পুরুষ স্তন বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে।
✅ চিকিৎসার পূর্বে রোগের কারণ মূল্যায়ন পুর্বক তাকে ভাল করে শারীরিক পরীক্ষা, বিভিন্ন বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে কারণ ও অবস্থা নির্ণয় করে চিকিৎসা দিতে হয়।

#গাইনাকোমাশিয়ারসর্বাধুনিকচিকিৎসা :

সার্জারি হলো গাইনাকোমাশিয়ার একমাত্র চিকিৎসা। তবে যারা কেটে সার্জারি এড়াতে চান তাদের জন্য সুখবর হল লাইপোসাকশন।লাইপোসাকশন এমন একটি পদ্ধতি যাতে না কেটে শুধু ফুটো করে একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে স্তন বৃদ্ধিকারক চর্বি বের করে দেয়া হয় এবং এরিওলার নিচে ছোট একটক কাটা দিয়ে গ্ল্যান্ড বের করে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় ভাবে অবশ করে করা যায় তাই হাসপাতালে থাকতে হয় না। অপারেশনের পর পর ই চলে যেতে পারেন।
২/৩ দিন পর থেকে সবধরনের সাধারণ কাজ করতে পারবেন। ভারি কাজ, এক্সারসাইজ, বাইক চালানো ৩/৪ সপ্তাহ বন্ধ রাখতে হয়।
লাইপোসাকশনের পর ৩/৪ সপ্তাহ ব্রেস্ট শক্ত হয়ে থাকে কারো কারো লাল/নীল বা কালো হয়ে যেতে পারে কিছু কিছু যায়গায় এটা একদম স্বাভাবিক।
৪ থেকে ৬ মাসের মাঝে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়।

👨‍⚕ সেবার জন্য যোগাযোগ করুনঃ 01829-431951

🩺 ডাঃ আমিনুর রশিদ সংগীত
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারী)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি নং - এ-৫৩৯৬৮

21/09/2023

ডায়বেটিস রোগীদের নিয়মিত সমস্যা ডায়বেটিক ফুট আলসার ঘাতক ব্যাধি রোগ

✅ ডায়াবেটিস একটি নিরব ঘাতক। এটি আমাদের শরীরের প্রতিটি অঙ্গে কোন না কোন সমস্যা সৃষ্টি করে। এর মধ্যে পা অন্যতম।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যাক্তির সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ হয়ে ওঠে তাঁর পা। কারণ অতিমাত্রায় সুগার বৃদ্ধি পাওয়ায় রোগীদের পায়ে রক্ত চলাচলে বাঁধা পায়। এছাড়াও পায়ের স্নায়ুতে ডায়াবেটিসের প্রভাব অনেক বেশি পরে, যার ফলে নিউরোপ্যাথির সমস্যাও তৈরি হয়। এই দুইটি প্রধান সমস্যার কারণে আরও জটিল সমস্যার সৃষ্টি হতে পারে।

সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যাক্তির পা কাঁটা পড়ার সম্ভাবনা প্রায় ২৫ শতাংশের বেশি। এই থেকেই আমরা অনুধাবন করতে পারি যে, ডায়াবেটিস রোগীদের পা কতটা নাজুক অবস্থায় থাকে। এই ধরনের পায়ের সমস্যাকে ডায়াবেটিক ফুট বলা হয়।

✅ ডায়াবেটিক ফুট সম্পর্কে আমাদের যা জানা জরুরিঃ

▪️ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসই ডায়াবেটিক ফুট হবার অন্যতম প্রধান কারণ। শরীরে অতিমাত্রায় গ্লুকোজ পায়ের সূক্ষ্ম ধমনী এবং স্নায়ুর প্রচুর ক্ষতিসাধন করে, ফলে নিউরোপ্যাথি এবং পেরিফেরাল আর্টারি ডিসিস সৃষ্টি হয়। এগুলোর কারণে রোগীর পায়ে ডায়াবেটিক ফুট হয় এবং এ থেকে ইনফেকশন এবং আলসারের সংক্রমণ বাড়ে।

▪️ সাধারনত ১০ থেকে ৪০ শতাংশ রোগী ডায়াবেটিক ফুটের ব্যাথা অনুভব করেন না। কারন স্নায়ু ক্ষতিগ্রস্থ হওয়ায় তাঁদের ব্যাথা অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলেন। যার ফলস্বরুপ সঠিক সময়ে চিকিৎসা শুরু করা হয়না। যা কিনা অনেক ক্ষেত্রেই পরবর্তিতে পা কেটে ফেলার ঝুঁকি বাড়িয়ে দেয়।

▪️ শতকরা ৩ ভাগ রোগীর ডায়াবেটিক ফুট এর কারণে পা কাঁটা পরে।

▪️ ডায়াবেটিক ফুট চিহ্নিত করার জন্য সম্পূর্ণ পায়ের পরীক্ষা করতে হয়। এর জন্যে নিউরোপ্যাথি এবং পেরিফেরাল আর্টারি ডিসিস এর স্ক্রিনিং করা লাগতে পারে, যাতে ডায়াবেটিক ফুট আলসারের সমস্যা আছে নাকি বোঝা যায়। এবং পা কাঁটার আশঙ্কা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

✔️ ডায়াবেটিস নিয়ন্ত্রন করার মাধ্যমে ডায়াবেটিক ফুট প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও নিয়মিত পা এর যত্ন, সঠিক মাপের জুতা মোজা পরিধান এবং রুটিন চেকাপের সাহায্যে এর থেকে পরিত্রান পাওয়া সম্ভব।

✅ ডায়াবেটিক ফুটে আক্রান্ত ব্যাক্তির চিকিৎসা সাধারণত প্রাথমিক অবস্থায় ওষুধের মাধ্যমে করা হয়ে থাকে। পরিস্থিতি এবং তীব্রতা অনুযায়ী নানা ধরণের থেরাপি এবং চিকিৎসা দেয়া হয়। সাধারণত রক্ত চলাচল বৃদ্ধি করার মাধ্যমে ডায়াবেটিক ফুটের সমস্যা কমানো যায়। তাই এনজিওগ্রাফি, বেলুন এনজিওপ্লাস্টি নানাধরনের চিকিৎসার মাধ্যমে পা কাঁটার ঝুঁকি কমানো হয়।

☑️ তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসা খুবই সহজ হয়ে যায়।সেজন্যে আমাদের নিয়মিত পা চেকাপ করতে হবে, যাতে কোন লক্ষন দেখার সাথে সাথে বিশেষজ্ঞের শরনাপন্ন হতে পারি।

✔️ এছাড়াও ডাইনামিক পোডোগ্রাফ এর মাধ্যমে পায়ের বিভিন্ন স্থানে যেখানে অতিমাত্রায় চাপ পরে সেই পয়েন্টগুলি অনেক সহজে নির্ণয় করা যায়। যার ফলে আগে থেকে বোঝা যায়, পায়ের কোন অংশে আলসার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশী এবং পায়ের এই চাপ এক জায়গা থেকে পুরো পায়ে সমান ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ জুতা ও জুতার ইনসোলগুলি প্রস্তুত করা হয়। এইভাবে রোগী পুরো জীবনের জন্য পঙ্গু হওয়ার হাত থেকে রক্ষা পায়।

✅ আপনার পায়ের যত্ন নিন। মনে রাখবেন পা আমাদের সচল রাখে।

যোগাযোগ - 01829431951

ডাঃ আমিনুর রশিদ সংগীত
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারী)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি নং - এ-৫৩৯৬৮

06/09/2023

ডায়বেটিস রোগীদের নিয়মিত সমস্যা ডায়বেটিক ফুট নিয়ে বিস্তারিত আলোচনা করছেন ডাঃ আমিনুর রশীদ সংগীত।

✅ ডায়াবেটিস একটি নিরব ঘাতক। এটি আমাদের শরীরের প্রতিটি অঙ্গে কোন না কোন সমস্যা সৃষ্টি করে। এর মধ্যে পা অন্যতম।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যাক্তির সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ হয়ে ওঠে তাঁর পা। কারণ অতিমাত্রায় সুগার বৃদ্ধি পাওয়ায় রোগীদের পায়ে রক্ত চলাচলে বাঁধা পায়। এছাড়াও পায়ের স্নায়ুতে ডায়াবেটিসের প্রভাব অনেক বেশি পরে, যার ফলে নিউরোপ্যাথির সমস্যাও তৈরি হয়। এই দুইটি প্রধান সমস্যার কারণে আরও জটিল সমস্যার সৃষ্টি হতে পারে।

সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যাক্তির পা কাঁটা পড়ার সম্ভাবনা প্রায় ২৫ শতাংশের বেশি। এই থেকেই আমরা অনুধাবন করতে পারি যে, ডায়াবেটিস রোগীদের পা কতটা নাজুক অবস্থায় থাকে। এই ধরনের পায়ের সমস্যাকে ডায়াবেটিক ফুট বলা হয়।

✅ ডায়াবেটিক ফুট সম্পর্কে আমাদের যা জানা জরুরিঃ

▪️ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসই ডায়াবেটিক ফুট হবার অন্যতম প্রধান কারণ। শরীরে অতিমাত্রায় গ্লুকোজ পায়ের সূক্ষ্ম ধমনী এবং স্নায়ুর প্রচুর ক্ষতিসাধন করে, ফলে নিউরোপ্যাথি এবং পেরিফেরাল আর্টারি ডিসিস সৃষ্টি হয়। এগুলোর কারণে রোগীর পায়ে ডায়াবেটিক ফুট হয় এবং এ থেকে ইনফেকশন এবং আলসারের সংক্রমণ বাড়ে।

▪️ সাধারনত ১০ থেকে ৪০ শতাংশ রোগী ডায়াবেটিক ফুটের ব্যাথা অনুভব করেন না। কারন স্নায়ু ক্ষতিগ্রস্থ হওয়ায় তাঁদের ব্যাথা অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলেন। যার ফলস্বরুপ সঠিক সময়ে চিকিৎসা শুরু করা হয়না। যা কিনা অনেক ক্ষেত্রেই পরবর্তিতে পা কেটে ফেলার ঝুঁকি বাড়িয়ে দেয়।

▪️ শতকরা ৩ ভাগ রোগীর ডায়াবেটিক ফুট এর কারণে পা কাঁটা পরে।

▪️ ডায়াবেটিক ফুট চিহ্নিত করার জন্য সম্পূর্ণ পায়ের পরীক্ষা করতে হয়। এর জন্যে নিউরোপ্যাথি এবং পেরিফেরাল আর্টারি ডিসিস এর স্ক্রিনিং করা লাগতে পারে, যাতে ডায়াবেটিক ফুট আলসারের সমস্যা আছে নাকি বোঝা যায়। এবং পা কাঁটার আশঙ্কা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

✔️ ডায়াবেটিস নিয়ন্ত্রন করার মাধ্যমে ডায়াবেটিক ফুট প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও নিয়মিত পা এর যত্ন, সঠিক মাপের জুতা মোজা পরিধান এবং রুটিন চেকাপের সাহায্যে এর থেকে পরিত্রান পাওয়া সম্ভব।

✅ ডায়াবেটিক ফুটে আক্রান্ত ব্যাক্তির চিকিৎসা সাধারণত প্রাথমিক অবস্থায় ওষুধের মাধ্যমে করা হয়ে থাকে। পরিস্থিতি এবং তীব্রতা অনুযায়ী নানা ধরণের থেরাপি এবং চিকিৎসা দেয়া হয়। সাধারণত রক্ত চলাচল বৃদ্ধি করার মাধ্যমে ডায়াবেটিক ফুটের সমস্যা কমানো যায়। তাই এনজিওগ্রাফি, বেলুন এনজিওপ্লাস্টি নানাধরনের চিকিৎসার মাধ্যমে পা কাঁটার ঝুঁকি কমানো হয়।

☑️ তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসা খুবই সহজ হয়ে যায়।সেজন্যে আমাদের নিয়মিত পা চেকাপ করতে হবে, যাতে কোন লক্ষন দেখার সাথে সাথে বিশেষজ্ঞের শরনাপন্ন হতে পারি।

✔️ এছাড়াও ডাইনামিক পোডোগ্রাফ এর মাধ্যমে পায়ের বিভিন্ন স্থানে যেখানে অতিমাত্রায় চাপ পরে সেই পয়েন্টগুলি অনেক সহজে নির্ণয় করা যায়। যার ফলে আগে থেকে বোঝা যায়, পায়ের কোন অংশে আলসার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশী এবং পায়ের এই চাপ এক জায়গা থেকে পুরো পায়ে সমান ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ জুতা ও জুতার ইনসোলগুলি প্রস্তুত করা হয়। এইভাবে রোগী পুরো জীবনের জন্য পঙ্গু হওয়ার হাত থেকে রক্ষা পায়।

✅ আপনার পায়ের যত্ন নিন। মনে রাখবেন পা আমাদের সচল রাখে।

যোগাযোগ - 01829431951

ডাঃ আমিনুর রশিদ সংগীত
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারী)
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি নং - এ-৫৩৯৬৮

আর নয় ঢাকা,কুমিল্লা  এখন থেকে আপনার আমার প্রিয় শহর চাঁদপুর  নিয়মিত চেম্বার করবেন - বার্ন,রিকন্সট্রাক্টিভ,প্লাস্টিক,ব্রেস...
16/08/2023

আর নয় ঢাকা,কুমিল্লা এখন থেকে আপনার আমার প্রিয় শহর চাঁদপুর নিয়মিত চেম্বার করবেন -

বার্ন,রিকন্সট্রাক্টিভ,প্লাস্টিক,ব্রেস্ট,ট্রমা,এসথেটিক এবং হ্যান্ড সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আমিনুর রশিদ সংগীত।

সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টার(ডায়বেটিক হাসপাতালের পাশে,কুমিল্লা রোড,চাঁদপুর) নিয়মিত চেম্বার করবেন।

যে সকল বিষয়ের রুগী দেখবেন -

১/ পোড়া রুগী - গরম পানি,তেল,তরকারি বা গরম তরল পদার্থ, আগুনে পোড়া,কারেন্ট এ পোড়া বা ইলেক্ট্রিক বার্ন,এসিড বা কেমিক্যাল বার্ন এর চিকিৎসা করা হয়।
২/ Post burn deformity
পোড়ার পর রুগী সুস্থ হলে- পোড়া জায়গার যত্ন ও পরবর্তী চিকিৎসা,পোড়া জায়গাতে যে টান টান ভাব আসে তার ফলে আঙ্গুল বা হাত পা টান খেয়ে বেকে যাওয়ার চিকিৎসা করা হয়।

৩/ Congenital anomailes
জন্মগত ত্রুটি - হাত পা এর আঙ্গুল জোড়া থাকা,রক্তনালি টিউমার,জন্মগত কালো দাগ ইত্যাদি এর চিকিৎসা করা হয়।

৪/ skin cancer
স্কিন ক্যান্সার হলে সেটা কেটে ফেলা এবং পূরন করা হয়।

৫/ Cleft lip and palate
জন্মগত ঠোঁট বা তালু কাটার চিকিৎসা এবং পরামর্শ দেয়া হয়
৬/Cancer
শরীরের বিভিন্ন জায়গাতে টিউমার/ক্যান্সার এর অপারেশন এবং পরবর্তী চিকিৎসা করা হয়।

৭/ Trauma Management
রোড এক্সিডেন্ট এর রুগী যাদের স্কিন এবং পেশী নস্ট হয়ে গেছে,রক্তনালি ছিড়ে যাওয়া ইত্যাদি এর জরুরি চিকিৎসা করা হয়।

৮/ Replantation Surgery
আঙ্গুল,হাত,পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তা জোড়া লাগানো হয়।

৯/ Breast Surgery
ব্রেস্ট এর নরমাল টিউমার,ক্যান্সার এর অপারেশন ব্রেস্ট ছোট,বড়,শেইপ পরিবর্তন করা হয়।

১০/ Diabetic foot
ডায়বেটিক রোগির পায়ের যত্ন এবং ক্ষত এর অপারেশন করা হয়।

১১/ pressure sore
দীর্ঘদিন বিছানায় পরে থাকায় রুগীর যে কোমরে,পায়ে বা পিঠে যে ঘা হয় তার অপারেশন করা হয়।
১২/ Facial mole/wart

মুখে ছোট ছোটকালো আচিল হয়ে থাকে। যা পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এর চিকিৎসা কসমেটিক/এসথেটিক সার্জারী করা হয়।

১৩/ Hair Transplantation
টাক মাথায় চুল বসানো হয়।

১৪/ Fat Grafting

পুড়ে বা আঘাতে শরীরের অনেক জায়গা নিচু হয়ে থাকে এই জায়গায় ফ্যাট/চর্বি বসিয়ে শেইফ/আকৃতি পরিবর্তন করা হয়।
১৫/ PRP Therapy
দীর্ঘদিন ধরে না শুকানো ঘা,চুল পড়ে যাওয়া,পোড়া দাগে PRP থেরাপি দিলে উপকার পাওয়ার চিকিৎসা দেয়া হয়।

১৬/ Abdominoplasty/tummy tuck operation

মোটা হয়ে যাওয়া বা বেবি হওয়ার পর পেট ঝুলে যাওয়ার জন্য সৌন্দর্যহানী হয়। তা কমিয়ে পেট এর শেইফ সুন্দর করা হয়।

১৭/ Liposucation
শরীর এর বাড়তি চর্বি ফেলে সৌন্দর্য বৃদ্ধি করা হয়।

07/06/2023

দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকার কারনে রোগীদের বেড সোর/প্রেসার সোর সমস্যা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন Dr. Aminur Rashid Sangeet

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ আমিনুর রশিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ আমিনুর রশিদ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

FOOD FAMILY FENI

আসসালামুআলাইক প্রিয় ফেনী বাসী গত ৪ নভেম্বর ২০২০ তারিখে প্রানের শহর ফেনীতে FOOD FAMILY FENI এর অগ্রযাত্রা শুরু হয়। আমারে মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ফেনী বাসীকে মানসম্মত হোমমেইড খাবার সরবরাহ করা। চারদিকে ভেজালের মধ্যে মানসম্মত বাসার তৈরী খাবার পৌছে দেয়াটা আমাদের দায়িত্ব।