13/08/2025
ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়াকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
১২ আগস্ট ২০২৫, বাংলাদেশের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন ও বিকাশে অনন্য অবদান রেখে চলেছেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লী, খ্যাতিমান শিক্ষানুরাগী এবং মানবতাবাদী চিকিৎসক ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া। তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া, হামদর্দ পাবলিক কলেজ (ঢাকা) সহ অসংখ্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে পরিচালিত হচ্ছে। তাঁর নিরলস প্রচেষ্টা দেশের সর্বস্তরের মানুষের জন্য মানসম্মত শিক্ষা এবং সুলভ, কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
সম্প্রতি তাঁকে নিয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কর্তৃক সংঘটিত অবমাননাকর কর্মকাণ্ড ও পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে উত্তাল হয়ে ওঠে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাস। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মানজারুল আলম, পিএইচডি, এমআইইইই। সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. খায়রুল আলম (ইউনানি মেডিসিন বিভাগ), অধ্যাপক ড. বাবুল আক্তার (বিভাগীয় প্রধান, আয়ুর্বেদিক মেডিসিন) এবং মোহম্মদ নজরুল ইসলাম, এমডি (বিভাগীয় প্রধান, ইউনানি মেডিসিন)।
প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষা, চিকিৎসা ও মানবতার ক্ষেত্রে ড. ইউছুফ হারুন ভূঁইয়ার অবদান, নেতৃত্ব ও সুনাম তুলে ধরেই অপপ্রচারকারীদের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, ড. ইউছুফ হারুন ভূঁইয়া কেবল একজন সফল সংগঠকই নন, বরং তিনি দেশের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা-শিক্ষার বিস্তার ও অগ্রযাত্রার প্রতীক।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাঁরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দেশের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা-শিক্ষার অগ্রগতিতে ড. ইউছুফ হারুন ভূঁইয়ার অবদানকে জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
ইউনান তিব্বিয়া কলেজ ফেনী।