
20/01/2025
_শিক্ষিত দুই পরিবারের দুটো ফুটফুটে বাচ্চা। ডায়রিয়ায় আক্রান্ত হলো।
ORS প্যাকেট এনে খাওয়ানো হলো। কিন্তুু অত্যন্ত দুঃখজনক 500 মি.লি. পানিতে স্যালাইন না গুলিয়ে ছোট্ট কাপের পানিতে একটু একটু করে গুলিয়ে খাওয়ানো হলো স্যালাইন।
অনেক চেষ্টা করেও বাঁচানো গেলো না বাচ্চাকে।।
ভাবতে কষ্ট হয় আজও আমরা স্যালাইন বানানো শিখলাম না।
দয়া করে 500মি.লি. পানিতে পুরো এক পেকেট স্যালাইন গুলবেন।
১২ ঘন্টার মধ্যে শেষ না হলে ফেলে দিবেন। সামান্য ভুলে অসমান্য জীবন হারিয়ে যেতে পারে।
তখন কিন্তুু সেই দুটো বাচ্চার মা বাবার মত চিৎকার করে কেঁদেও কোন লাভ হবে না।
খাবার স্যালাইনে যে লবণ থাকে তা মেইনলি সোডিয়াম ও ক্লোরাইড। সোডিয়াম শরীরের মধ্যে ১৩৫-১৪৫ mmol/L লেভেলে থাকে। আপনি যদি এক প্যাকেট খাবার স্যালাইন আধা লিটার পানির চেয়ে কম পানিতে গুলান। এই সোডিয়াম লেভেল অনেক বেশি মাত্রায় তৈরি হবে স্যালাইন সলুশ্যন।
কারন Solute বেশি, Solvent পানি কম।। যা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বিশেষ করে শরীরে মাত্রা ১৬০ ক্রস করলে প্রায় Lethal লেভেলে চলে যায়।
সিম্পটম হিসেবে প্রকাশ পায়- Thirst, Muscle Twitching, Brain Damage... অবশেষে মৃত্যু।।
সামান্য অসচেতনতা, শিশুর মৃত্যুর কারণ হতে পারে।।