Anik Medical care

Anik Medical care সু-স্বাস্থ্য জীবন নিয়ে, সুন্দর ভবিষ্যৎ গড়ি। 💙
স্বাস্থ্য ও মেডিকেল টিপস পেতে সাথে থাকেন।

_শিক্ষিত দুই পরিবারের দুটো ফুটফুটে বাচ্চা। ডায়রিয়ায় আক্রান্ত হলো।ORS প্যাকেট এনে খাওয়ানো হলো। কিন্তুু অত্যন্ত দুঃখজনক 50...
20/01/2025

_শিক্ষিত দুই পরিবারের দুটো ফুটফুটে বাচ্চা। ডায়রিয়ায় আক্রান্ত হলো।

ORS প্যাকেট এনে খাওয়ানো হলো। কিন্তুু অত্যন্ত দুঃখজনক 500 মি.লি. পানিতে স্যালাইন না গুলিয়ে ছোট্ট কাপের পানিতে একটু একটু করে গুলিয়ে খাওয়ানো হলো স্যালাইন।
অনেক চেষ্টা করেও বাঁচানো গেলো না বাচ্চাকে।।

ভাবতে কষ্ট হয় আজও আমরা স্যালাইন বানানো শিখলাম না।
দয়া করে 500মি.লি. পানিতে পুরো এক পেকেট স্যালাইন গুলবেন।
১২ ঘন্টার মধ্যে শেষ না হলে ফেলে দিবেন। সামান্য ভুলে অসমান্য জীবন হারিয়ে যেতে পারে।
তখন কিন্তুু সেই দুটো বাচ্চার মা বাবার মত চিৎকার করে কেঁদেও কোন লাভ হবে না।

খাবার স্যালাইনে যে লবণ থাকে তা মেইনলি সোডিয়াম ও ক্লোরাইড। সোডিয়াম শরীরের মধ্যে ১৩৫-১৪৫ mmol/L লেভেলে থাকে। আপনি যদি এক প্যাকেট খাবার স্যালাইন আধা লিটার পানির চেয়ে কম পানিতে গুলান। এই সোডিয়াম লেভেল অনেক বেশি মাত্রায় তৈরি হবে স্যালাইন সলুশ্যন।
কারন Solute বেশি, Solvent পানি কম।। যা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বিশেষ করে শরীরে মাত্রা ১৬০ ক্রস করলে প্রায় Lethal লেভেলে চলে যায়।
সিম্পটম হিসেবে প্রকাশ পায়- Thirst, Muscle Twitching, Brain Damage... অবশেষে মৃত্যু।।
সামান্য অসচেতনতা, শিশুর মৃত্যুর কারণ হতে পারে।।

14/01/2025

লক্ষণ & থ্যালাসেমিয়ার লক্ষণ
ক্লান্তি
দুর্বলতা
ভঙ্গুর হাড়
ক্ষুধা কমে যাওয়া
ফ্যাকাশে বা হলুদ ত্বক
জন্ডিস
পেট ফুলে যাওয়া
গাঢ় প্রস্রাব
🩸💊

থ্যালাসেমিয়া কী?থ্যালাসেমিয়া হল একটি জন্মগত জেনেটিক অস্বাভাবিকতা যা অস্বাভাবিক হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার সংখ্যা...
14/01/2025

থ্যালাসেমিয়া কী?
থ্যালাসেমিয়া হল একটি জন্মগত জেনেটিক অস্বাভাবিকতা যা অস্বাভাবিক হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস দ্বারা চিহ্নিত করা হয়। থ্যালাসেমিয়া একটি দীর্ঘস্থায়ী রোগ যার আজীবন পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রয়োজন।

অস্থি মজ্জা হাড়ের টিস্যুগুলিকে বোঝায় যা রক্তের কোষ তৈরি করে: লোহিত রক্তকণিকা (আরবিসি), শ্বেত রক্তকণিকা (ডব্লিউবিসি) এবং প্লেটলেট। থ্যালাসেমিয়ায়, অস্থি মজ্জা অপর্যাপ্ত আরবিসি তৈরি করে, যার ফলে রক্তশূন্যতা হয়।

থ্যালাসেমিয়া কি
থ্যালাসেমিয়া কি

থ্যালাসেমিয়ার কারণ কী?
যখন একটি শিশু পিতামাতা বা উভয়ের কাছ থেকে একটি ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিন উত্তরাধিকারসূত্রে পায়, তখন শরীর ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠন করে। হিমোগ্লোবিন একটি আয়রন-বাইন্ডিং প্রোটিন যা আলফা এবং বিটা চেইনের সমন্বয়ে গঠিত। এই প্রোটিন গঠন অক্সিজেন বাঁধাই এবং বহন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রভাবিত জিনের ধরনের উপর নির্ভর করে, অস্বাভাবিক হিমোগ্লোবিনের পরিমাণ পরিবর্তিত হয়। অস্বাভাবিক হিমোগ্লোবিনের পরিমাণ যত বেশি, থ্যালাসেমিয়ার তীব্রতা তত বেশি।

অস্বাভাবিক হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন বহন করতে ব্যর্থ হয় এবং এর ফলে রক্তাল্পতা এবং এর সাথে সম্পর্কিত উপসর্গ দেখা দেয়। শরীর হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার বর্ধিত গঠনের সাথে এই পরিবর্তনের প্রতিক্রিয়া জানায়। এই অতিরিক্ত উৎপাদন-ড্রাইভের ফলে আরো উপসর্গ এবং জটিলতা দেখা দেয়।

থ্যালাসেমিয়া বিভিন্ন ধরনের কি কি?
জড়িত হিমোগ্লোবিন জিনের ধরণের উপর নির্ভর করে, থ্যালাসেমিয়াকে আলফা-থ্যালাসেমিয়া এবং বিটা-থ্যালাসেমিয়া হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। বিটা-থ্যালাসেমিয়া মেজর সবচেয়ে গুরুতর এবং সাধারণত শনাক্ত হয় যখন একটি শিশু খুব ছোট হয়।

রোগের তীব্রতার উপর ভিত্তি করে, এটি শ্রেণীবদ্ধ করা হয় -

থ্যালাসেমিয়া মাইনর (বৈশিষ্ট্য)
থ্যালাসেমিয়া মধ্যবর্তী
থ্যালাসেমিয়া মেজর
বিটা-থ্যালাসেমিয়া মেজর সবচেয়ে মারাত্মক ধরনের। এটি এমন একটি অবস্থা যেখানে দুটি বিটা-থ্যালাসেমিয়া জিন ত্রুটিপূর্ণ। এর ফলে গুরুতর রক্তাল্পতা শুরু হয় যা 4-6 মাস বয়সে শুরু হয়।

এক ধরণের জীবাণু সংক্রমণ হয়ে পায়ের তালুতে - এমন জটিলতা হতে পারে। ★ ভালোমত সাবান মেখে গোসল করে পা পরিচ্ছন্ন রাখতে হবে। ★ ধ...
14/01/2025

এক ধরণের জীবাণু সংক্রমণ হয়ে পায়ের তালুতে - এমন জটিলতা হতে পারে।

★ ভালোমত সাবান মেখে গোসল করে পা পরিচ্ছন্ন রাখতে হবে।
★ ধুলোমলিন রাস্তায় সতর্ক থাকতে হবে, সেগুলো যেন বেশী সময় লেগে না থাকে।
★ ভেজা অবস্থায় রাখা যাবে না, সবসময় শুকনো রাখতে হবে।
★জুতো মোজা ঘাম হলে টিস্যু বা রুমালে মুছে নিতে হবে।
★ খালিপায়ে হাঁটা যাবে না।
★ভালো মেডিসিনের ডোজ কমপ্লিট করতে হবে।
নিকটস্থ হাসপাতালে স্কিনের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক থেকে মেডিসিনের চিকিৎসা নিতে পারেন..
💙💊🩸

10/01/2025


★ বাংলাদেশে প্রথমবাব রিওভাইরাস (Reoviridae) শনাক্ত হয়েছে। [১০ জানুয়ারি, ২০২৫]
★ শনাক্তকারী: Institute of Epidemiology Disease Control And Research - IEDCR
★ এটি একটি RNA ভাইরাস, যা বিশ্বে প্রথম শনাক্ত হয় ১৯৫০ সালে।

10/01/2025

গর্ভাবস্থায় কত মাস পর্যন্ত স’হবাস করা উচিত? জেনে রাখুন তথ্যটি
গর্ভধারণ(Pregnancy) করার আগে পর্যন্ত সকল দম্পতিই সহবাস করে। কিন্তু অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরপাক খায় যে, গর্ভধারণ(Pregnancy) হলে কি সহবাস করা উচিত না উচিত না? অনেকেই মনে করেন গর্ভধারণ(Pregnancy) হয়ে গেলে আর সহবাস করা উচিত নয় আবার অনেক কাপল মনে করে গর্ভধারণেও সহবাস(Intercourse) করা যায়, ভয়ের কিছু নেই! এই নিয়ে অনেকের মনেই অনেক কনফিউশন থাকে। আজ আমরা এই প্রতিবেদনে জানবো যে গর্ভাবস্থায় আদৌ সহবাস করা যায় কিনা? আর এই বিষয়ে ডাক্তাররা কি বলেন।

আসুন দেখে নিই। বেশিরভাগ মেয়েদের মনেই এই প্রশ্নটা থাকে যে গর্ভাবস্থায় সহবাস(Intercourse) করা চলে কি না বা গর্ভাবস্থায় সহবাস করলে আগত শিশুর কোন ক্ষতি হয় কি না? এই বিষয়ে ডাক্তাররা বলছেন গর্ভাবস্থায় সহবাস করা নিরাপদ তবে সেটি প্রসব বেদনা শুরু হওয়ার আগে পর্যন্ত আরেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে শিশুটির উপর যেন কোন ভাবে চাপ(Pressure) না পড়ে। অর্থাৎ পেটের উপর চাপ দিয়ে কোনভাবেই যৌন মিলন(Sexual in*******se) করা যাবে না।এছাড়া অন্য যে কোন ভাবেই সহবাস করা যেতে পারে বেশ কিছুদিন পর্যন্ত। কিছু নিয়ম কানুন অনুসরণ করলে কোনো প্রকার বিপত্তির সম্ভাবনা থাকে না। সহবাসের সময় স্বাভাবিক নড়াচড়া গর্ভে থাকা শিশুর কোন ক্ষতি(Loss) করে না।

কারণ শিশুটি তলপেট এবং জরায়ুর শক্ত পেশী দিয়ে সুরক্ষিত(Protected) থাকে। এছাড়া জরায়ুর মুখ মিউকাস প্লাগ দ্বারা সীল করা থাকে যা শিশুকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। তাই শিশুটির কোনপ্রকার ক্ষতির সম্ভাবনাই থাকে না।তবে ডাক্তাররা জানাচ্ছেন যে গর্ভাবস্থায় সহবাস(Intercourse)কিছু ক্ষেত্রে নিরাপদ নাও হতে পারে। তাদের মতে যদি গর্ভধারণে কোন ধরনের জটিলতা থাকে এবং সেটি পরীক্ষায় ধরা পড়ে বা আগের কোনবারের গর্ভধারণে কোন জটিলতার শিকার হয়ে থাকেন তাহলে সহবাস(Intercourse) করা একদমই উচিত নয়। ডাক্তার ও বিজ্ঞানীদের মতো কিছু কিছু ক্ষেত্রে সহবাস করা উচিত নয়। সেগুলো কি কি? আসুন দেখে নিই।

১। যমজ সন্তানঃ যদি যমজ সন্তানের জন্ম হয় তাহলে সহবাস(Intercourse) করা উচিত নয়।

২। গর্ভপাতঃ যদি আগে গর্ভপাত(Abortion) করান বা এবারেও গর্ভপাত করানোর পরিকল্পনা থাকে তাহলে গর্ভাবস্থায় সহবাস করা উচিত নয়।

৩। ইনকম্পিটেন্ট সারভিক্সঃ যদি সারভিকাল ইনকম্পিটেন্সি বা ইনকম্পিটেন্ট সারভিক্স থাকে সেক্ষেত্রে সহবাস(Intercourse) করা উচিত নয়। ইনকম্পিটেন্ট সারভিক্স বলতে বোঝায় যখন জরায়ু মুখ স্বাভাবিক সময়ের অনেক আগেই খুলে যায়।

৪। সংক্রামক ব্যাধিঃ আপনার কিংবা আপনার স্বামীর কোন প্রকার সংক্রামক ব্যাধি থাকলে গর্ভাবস্থায় শারিরীক মিলন(Physical in*******se) থেকে বিরত থাকুন।

৫। প্রি-টার্ম বার্থ বা প্রি-টার্ম লেবারঃ যদি আগে প্রি-ম্যাচিউর শিশুর জন্ম দিয়ে থাকেন বা এবারের গর্ভধারণের প্রি-টার্ম লেবারের সম্ভাবনা থাকে তবে সহবাস(Intercourse) থেকে বিরত থাকা উচিত। এছাড়া গর্ভাবস্থায় শারিরীক মিলনের সময় যদি দেখেন যোনিপথ থেকে কোন তরল নির্গত হচ্ছে অস্বাভাবিক ভাবে বা আপনি খুবই ব্যথা(Pain) পাচ্ছেন বা কোন ব্যথা অনুভব করছেন তাহলে যত তাড়াতাড়ি পারুন ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের কথা মতো চলুন।

10/01/2025
10/01/2025

স্বাস্থ্য টিপস :
রাতের যে অভ্যাস আপনার ঘুম নষ্ট করে.....

১/ ঘুমাতে যাওয়ার আগে ভারি খাবার খাওয়া
২/বিছানায় কাজ করা
৩/ফোন ব্যবহার করা
৪/দিনে অতিরিক্ত ঘুমানো
৫/কঠোর ব্যায়াম করা
৬/অতিরিক্ত চা পান করা
৭/দেরিতে ঘুমাতে যাওয়া
সু-স্বাস্থ্য জীবন, সুন্দর ভবিষ্যৎ💙

10/01/2025

🌟 আপনার সুস্থতাই আপনার সম্পদ! 🌟

১️⃣ প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন:
৭-৮ ঘণ্টার ভালো ঘুম শরীর ও মনকে প্রশান্ত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২️⃣ সঠিক সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন:
নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস আপনাকে হজমের সমস্যাগুলো থেকে দূরে রাখবে।

৩️⃣ বিরতিতে পান করুন এক গ্লাস পানি:
প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। কম্পিউটার বা কাজের মাঝে ব্রেক নিয়ে এক গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।

৪️⃣ শারীরিক কার্যক্রম চালিয়ে যান:
নিয়মিত হাঁটা, সাইকেল চালানো বা ব্যায়াম করুন। এটি আপনার শরীরকে চাঙা রাখবে।

৫️⃣ নিজেকে সময় দিন:
দিন শেষে কিছু সময় নিজের জন্য রাখুন। ধ্যান, বই পড়া বা প্রকৃতির মাঝে সময় কাটান।

সুস্থ জীবন, সুন্দর ভবিষ্যৎ

Address

Feni
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik Medical care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram