The White Army

The White Army Mainly Fun but also important information

What a  design...!!Designer: Muhammad Saad Ahmed.
30/05/2025

What a design...!!

Designer: Muhammad Saad Ahmed.

30/05/2025

চাকরি হতে অবসরের পর মসজিদে বসে তাসবিহ টিপে ফেরেশতা হবার চেয়ে চাকরি অবস্থায় ঘুষ, দুর্নীতি, মোনাফেকি , জালেমি পরিহার করা সর্বোত্তম।

আজকের তরুণ প্রজন্মের অনেকেই জানে না:– দক্ষিণ তালপট্টি দ্বীপের ইতিহাস কী?– কেন পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল?– কোন...
30/05/2025

আজকের তরুণ প্রজন্মের অনেকেই জানে না:
– দক্ষিণ তালপট্টি দ্বীপের ইতিহাস কী?
– কেন পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল?
– কোনো রাষ্ট্র কীভাবে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করে থাকে?

এসব প্রশ্নের উত্তর জানা জরুরি, কারণ সেগুলো কেবল কাগজের তথ্য নয়—জাতীয় নিরাপত্তা, ভূকৌশল, কূটনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার সঙ্গে জড়িত।

জিয়াউর রহমান কেবল একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি একটি নির্দিষ্ট নিরাপত্তাবলয় নির্মাণ করেছিলেন বলে অনেকের বিশ্বাস। তাঁর অপসারণ শুধু একজন ব্যক্তির অপসারণ নয়, বরং একটি রাজনীতিক কাঠামো ও দর্শনের ভাঙনও ছিল।

আজকের প্রজন্মকে জানতে হবে, চিন্তা করতে দিতে হবে। কারণ ইতিহাস ভুললে ভবিষ্যৎ নিরাপদ থাকে না।

গাইনী ওয়ার্ড প্লেসমেন্টের প্রথম দিন- ৭০+ এক বয়স্ক মহিলা ge***al prolapse নিয়ে প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি। হিস্ট্রি...
18/05/2025

গাইনী ওয়ার্ড প্লেসমেন্টের প্রথম দিন- ৭০+ এক বয়স্ক মহিলা ge***al prolapse নিয়ে প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি। হিস্ট্রিতে জানালেন তার ১৫ জন ছেলে মেয়ে আছে, ২ বছর ধরে সমস্যা কিন্তু ছেলেরা ট্রিটমেন্ট করেনি,এবার বেশি অসুবিধা হওয়ায় হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে গেছে। নার্স দের সুবাদে জানতে পারলাম যে তার ছেলেরা তাকে শুধু ভর্তি করিয়ে রেখে গেছে,তারপর ১৫ দিনে একবারো দেখতে আসেনি, তার সাথে কেও ছিল না।

অপারেশনের আগে পেশেন্ট stable হওয়ার পরিবর্তে আরো বেশি unstable হয়ে গেছে।সেদিন বিস্মিত হয়ে বলেছিলাম, ১৫ জন ছেলে মেয়ে,নাতি নাতনি নিশ্চয়ই আছে,এতোজন থাকার পরেও আপনার সাথে হাসপাতালে থাকার মতো কেও নাই! অথচ কোন অভিযোগ না করে বললো,অপারেশনের দিন আসবে। এটা হয়তো খুব সাধারণ ঘটনা। হাসপাতালে এরকম হাজার খানেক ঘটনা থাকে,হয়তো এর চেয়েও খুব খারাপ।

অথচ,ফেসবুকে ঢুকলেই দেখি নারী আন্দোলন হচ্ছে, সম্পত্তিতে সমান অধিকারের কথা হচ্ছে,অবৈধ সম্পর্কের বৈধতা চাওয়া হচ্ছে। অথচ আন্দোলন হওয়া উচিত ছিল সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে,নারী নির্যাতন নিয়ে,ধর্ষন নিয়ে,উচ্চশিক্ষায় নারীর অবদান নিয়ে, নিরাপত্তা নিয়ে, ইভটিজিং নিয়ে। কিন্তু!!

আর ছবির মতো অবহেলার ঘটনা তো নিত্যদিনের ঘটনা...

13/04/2025

সবসময় শুনি ভুল চিকিৎসা, ডাক্তারের অবহেলায় রোগী মারা গেছে, কিন্তু রোগীর লোকের অবহেলায় কত রোগী মারা যায় তার কি কোন হিসেব আছে..??---

~ উপজেলায় ইমার্জেন্সি নাইট ডিউটি ছিল। প্রচন্ড শ্বাসকস্ট নিয়ে এক চাচা মিয়া ভর্তি ছিলেন। সাড়ে ৮টায় রোগী দেখে আসলাম, রোগীর লোককে বললাম রোগীর অবস্থা ভালোনা সদর হাসপাতালে নিতে হবে। তারা যাবেনা এখানেই থাকবে।
রাত ১০টার দিকে নার্স আবার কল দিলো স্যার রোগীর অবস্থা ভালোনা, আবার গেলাম এবার রোগীর লোকই নাই, সবাই বাড়ি চলে গেছে। কল দিলাম, তাদের জবাব সকালে আসবে। রোগীকে এখনি নিয়ে যেতে হবে বললাম, তারা বলল সকালে এসে নিয়ে যাবে।
তারপর মোটামুটি রাত ৪টা পর্যন্ত ইমার্জেন্সি আর হাসপাতালের ৩ তলা দৌড়াদৌডি করে কাটলো। আমাদের পক্ষে যা ওষুধ সম্ভব , নেবুলাইজেশন, হাই ফ্লো অক্সিজেন যা যা দেয়া যায় সবই দিলাম। এর মাঝে রোগীর লোক আর ফোনই ধরেনাই। রাত দুইটায় একবার ধরেছিল, বললাম এখনি আসতে হবে, আমাদের পক্ষে এর বেশি কিছু করা সম্ভব না,যে কোন সময় খারাপ কিছু হয়ে যাবে। তাদের এক কথা রাতটা কাটান এত রাতে কিভাবে আসবো বলে কেটে যে দিল আর কলই ধরলোনা ।

রাত ৪টায় চাচা মিয়া মারা যায়। তারা লাশ নিতে আসে সকাল ৭টা ৩০ এ।

নাইট শেষ করে বাড়িতে এসে মাত্র ঘুমিয়েছি, ১০টার দিকে আরএমও ভাইয়া ফোন দিলেন, কাল রাতে একটা রোগী মারা গেছে, ওটা নিয়ে ঝামেলা হচ্ছে, রোগীর লোক অনেক লোক নিয়ে আসছে, স্থানীয় নেতা নিয়ে আসছে, অবহেলায় নাকি রোগী মারা গেছে ।
ঘটনা কি?
আমি পুরো ঘটনা খুলে বললাম।
নেতারাও শুনলো ঘটনা, লোকজন শান্ত হল।
এর পর রোগীর লোক মাফ চেয়ে বিদায় নিল।

Dr.Ashfaqul Asif

আমার ফিলিস্তিনি রুমমেট ডা. মোহাম্মদ। সিলেট মেডিকেলে আমরা একসাথে পড়েছি। বাংলাদেশ থেকে ডাক্তারী পাশ করে সে নিজ ভূমি ফিলিস্...
06/04/2025

আমার ফিলিস্তিনি রুমমেট ডা. মোহাম্মদ। সিলেট মেডিকেলে আমরা একসাথে পড়েছি।

বাংলাদেশ থেকে ডাক্তারী পাশ করে সে নিজ ভূমি ফিলিস্তিনে গাইনী বিভাগে কাজ শুরু করে। ফিলিস্তিনি হাজারো শিশু তার হাতেই দুনিয়া দেখেছে। মোহাম্মদদের মৃত্যু হলেও ইহুদীদের কাছে মাথা নত করবে না। এটা তাদেরই ভূমি। ফিলিস্তিনি শিশুরা ক্ষুধার জ্বালায় আল্লাহর কাছে মৃত্যুর জন্য ফরিয়াদ করছে। কারণ জান্নাতে অনেক খাবার আছে।

কাল রাতে মোহাম্মদের সাথে কথা হয়েছে। আমি একটু পর পর মেসেজে মোহাম্মদ মেসেঞ্জারে Last Active কত সময় আগে ছিল সেটা চেক করি। তার মৃত্যুর খবর তো পৃথিবীর কোনো নিউজ চ্যানেলে আমি পাবো না।

আল্লাহ আমাকে নবীজির যুগে কেনো পাঠাইলা না? ২০০ কোটি অথর্ব মুসলিমের চাইতে আমি তো একজন ফিলিস্তিনি; হামাস; হুতি; হিযবুল্লাহ কিংবা ইরানী যোদ্ধা হতে বেশি পছন্দ করবো।

আল্লাহ আমাদের শাসনকর্তাদের হেদায়েত দাও।

-Masud Jahan

05/04/2025

দশ-এগারো বছরের একটা ছেলে তার বন্ধুরে গালি দিতেছে, 'তর মায়েরে **'।
যারে গালি দিছে, সে কিছু মনে করল না। সে দাত কেলায়ে পাল্টা গালি দিল 'তর মায়েরেই **'
আশপাশে, রাস্তা-ঘাটের কমন একটা দৃশ্য। প্রতিদিনই দুই-চারটা দেখি। পরস্পরের মায়েরে *** চাওয়া ছেলে বা মানুষগুলোর বয়স সাত-আট থেকে শুরু করে পঞ্চাশ-ষাটের মধ্যে। ইনফ্যাক্ট, বুড়াগুলার মুখ থেকে শুনে শুনেই ছোটগুলা শেখে।

কিন্তু এরাই আবার বাপরে নিয়ে কিছু বললে, ঘাড়ের রগ ফুলায়ে হুংকার ছাড়ে, 'খবরদার! বাপ তুইলা কথা কবি না!'

কী ভয়ংকর একটা ব্যাপার নর্মালাইজ হয়ে গেছে!

-Ratul Khan

02/04/2025

তখন এফ সি পি এস করে সবে প্র‍্যাক্টিস শুরু করেছি, চিটাগং মেডিকেলে পোস্টিং, চেম্বারও মেডিকেলের কাছেই। সপ্তাহে তিনদিন বসি, টুকটাক রোগী আসে, মনোযোগ দিয়ে দেখি। এক সন্ধ্যায় একজন এলেন, বছর তিরিশের সুঠাম সুগৌর সুদর্শন চেহারার একজন, একটা কোম্পানিতে চাকুরী করেন। তিনদিনের জ্বর, গায়ে ব্যাথা। প্যারাসিটামল খেয়েছেন, একখানা এন্টিবায়োটিকও শুরু করে দিয়েছেন নিজ থেকেই। সকাল থেকে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে, তাই এসেছেন। দেখেশুনে মনে হলো ডেঙ্গু হতে পারে, দাঁতের মাড়ি দেখে কেমন যেন লাগলো। তাড়াতাড়ি রক্ত পরীক্ষা লিখে রিপোর্ট নিয়ে যোগাযোগ করতে বললাম। পরদিন তিনি এলেন রিপোর্ট নিয়ে, সাথে তাঁর ছোট ভাই। রিপোর্ট খুলে দেখে আমার বুকটা একেবারে ধ্বক করে উঠলো! খুবই খারাপ প্রকৃতির ব্লাড ক্যান্সার! রক্তের ভেতর ক্যান্সার কোষ একেবারে থিক থিক করছে। সাথে সাথেই তাঁকে মেডিকেলে পাঠিয়ে দিয়ে সেদিন খুব মন খারাপ করেই বাসায় ফিরেছি।

পরদিন সকাল সকাল মেডিকেলে গিয়েই চলে গিয়েছি ইউনিট টু তে। ছাত্রদের পরীক্ষা আছে। তো পরীক্ষার জন্য রোগী বাছাই করছি, হঠাৎ দেখি গতকালের রোগীর ভাই, বারান্দার দরোজার কাছে দাঁড়িয়ে। তাকে দেখেই কাছে গিয়ে তাঁর ভাইয়ের কথা জিজ্ঞেস করাতে তিনি হাত বাড়িয়ে দেখালেন পাশের স্ট্রেচারের দিকে। আমি হতভম্ব হয়ে এগিয়ে মাথার চাদর সরিয়ে দেখলাম মানুষটি চলে গেছেন না ফেরার দেশে। কিছুক্ষণ আগেই। কপালে হাত রাখলাম, এখনো গরম! আহা! কাল রাতেও বাহ্যিক ভাবে একেবারে সুস্থ মানুষটির কি অদ্ভুত বিদায়! জীবন এতো অনিশ্চিত!!

কাল বিকেলে ফেসবুক ঘাটাঘাটি করছি। একজন চিকিৎসক, তাঁর নামটি খুব সুন্দর এবং খানিকটা অপ্রচলিত, তাই বিভিন্ন বিষয়ে তাঁর কমেন্ট আমার চোখে পড়ে। আমার অনেক ছোট। ঢাকার বাইরের একটা মেডিকেল কলেজে লেকচারার হিসেবে আছেন, একটা ছোট্ট মিষ্টি মেয়ের মা। একেবারে সুস্থ একজন মানুষ, কদিন আগেই এক সপ্তাহের একটা ট্রেইনিং করেছেন। হুট করেই, একেবারে আকস্মিকভাবেই তাঁর ফুসফুসের ক্যান্সার ধরা পড়লো, যা ইতিমধ্যেই ছড়িয়ে গেছে তাঁর যকৃৎ , মস্তিষ্ক আর হাড়ে! অর্থাৎ স্টেজ ফোর ক্যান্সার! এতোটুকু জানান না দিয়ে ছড়িয়ে পড়েছে সব জায়গায়।

অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কিভাবে সচেতন থাকতে পারি, আগে থেকে বুঝতে পারি। অনেক ক্ষেত্রেই লক্ষ্মণ দেখে বোঝা যায়, কিন্তু কখনো কখনো মৃত্যু হানা দেয় একেবারে অতর্কিতে, নিঃশব্দ পায়ে। কি অনিশ্চিত এই জীবন। এক সেকেন্ডের ভরসা নাই! অথচ এই জীবন নিয়ে কতো আয়োজন, কতো পরিকল্পনা, কতো চিন্তা ভাবনা! ক্ষমতার লড়াই, অর্থবিত্তের বড়াই! অথচ আপনি বিশাল কেষ্ট বিষ্টু হতে পারেন, হতে পারেন অর্ধ পৃথিবীর অধিশ্বর কিংবা বিশাল সাম্রাজ্যের অধিকারী, কিন্তু আসলে কি জেতা যায়? শুধু মৃত্যুর কাছেই আপনি ঢাল নেই তলোয়ার নেই, এক নিধিরাম সর্দার হয়ে থাকবেন, জীবন আসলেই বড়ো অনিশ্চিত!!

-Dr.Shahnoor Sarmin

Voice Change..!!!
22/10/2024

Voice Change..!!!

22/10/2024

নাশতা না খেয়ে হৈচৈ করার কারণে চাকরি হারান ২৫২ এসআই

22/10/2024

আপনি যত বেশি জেনুইন হবেন, জগতে তত বেশি পস্তাবেন।

আপনি যদি পড়াশোনায় একটু ভালো ও পারিবারিকভাবে দায়িত্ববান হন তাহলে পুরো পরিবার আপনার ওপর পাহাড়সমান এক্সপেকটেশন নিয়ে বসে থাকবে। এক্সপেকটেশন ফুলফিল করতে না পারলে আপনি দুনিয়ার সবচেয়ে ব্যর্থ মানুষ হিসেবে ভূষিত হবেন।

আপনি যদি কর্মক্ষেত্রে রেস্পন্সিবল হন, আপনার ওপর আরো কাজ চাপানো হবে। নিজের যোগ্যতায় যদি ভালো করেন বাকিদের চক্ষুশূল হবেন। দিনশেষে কর্মক্ষেত্র বা সহকর্মী কেউই আপনার আবদান মনে রাখবে না।

আপনি যদি ভালোমতো পড়াশোনা করে ভালো রেজাল্ট করেন তাহলে আপনি আতেল হিসেবে গণ্য হবেন৷ পরীক্ষায় নিজের মূল্যবান সময় নষ্ট করে আরেকজনকে না দেখানোর অপরাধে ভীষণ স্বার্থপর হিসেবে পরিচিতি পাবেন।

আপনি যদি রিলেশনশিপে অনেস্ট ও সিরিয়াস হন, তাহলে টেকেন ফর গ্র‍্যান্টেড হয়ে যাবেন। আপনার পার্টনার বুঝে যাবে সে যাই করুক না কেন, আপনি তাকে ক্ষমা করে দেবেন। আপনার ইমোশোনের বিশেষ কোন মূল্য তার কাছে থাকবে না।

কোথাও নিয়ম মেনে লাইন ধরে দাঁড়ালে দেখবেন আপনার সামনে কত মানুষ এসে ঢুকে গেছে। লেন মেনে গাড়ি চালালে দেখবেন রং ওয়েতে গাড়ি আপনার আগে চলে যাচ্ছে৷ এমন উদাহরণ সারাদিন ভুড়ি ভুড়ি দেয়া যাবে।

বেপরোয়া, দায়িত্বহীন, তেলবাজ, ফাঁকিবাজ, গলাবাজ, ডমিন্যান্ট, সুযোগ-সন্ধানী, অনিয়মানুবর্তী, কূটনা না হলে পদে পদে পিষ্ট হতে থাকবেন। যত বেশি জেনুইন হবেন, তত বেশি মানুষের দ্বারা ব্যবহৃত হবেন। যত বেশি ফেক আর কেয়ারলেস হবেন, তত বেশি উন্নতি করবেন। জেনুইন আপনি না পারবেন কিছু করতে, না পারবেন ওদের মত হতে। বারবার বিবেকের কাছে আটকে যাবেন। এটাই আপনার নিয়তি।

®Safayat Polok

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The White Army posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share