Dr. Tanvir Ahamed

Dr. Tanvir Ahamed MBBS, MPH, MCGP, FCGP (Family Medicine)
BMDC Reg: A-137950

08/07/2025

#দাদ_ও_খোসপাঁচড়ার_বিরুদ্ধে_অপচিকিৎসাকে_না_বলুনন: #রায়হানের_সুস্থতার_গল্প...... (রোগীর অনুমতি নিয়ে পোস্টটি করা)
নড়াইলের লোহাগড়ার ছোট্ট রায়হান। তার শরীরের বিভিন্ন স্থানে দাদ (Tinea Corporis) এবং খোসপাঁচড়ার (Scabies) প্রকোপ ছিল ভয়াবহ। দীর্ঘ সময় ধরে সে হোমিওপ্যাথ এবং স্থানীয় পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছিল, কিন্তু কোনো উন্নতিই দেখা যাচ্ছিল না। গত মাসে HSF NGO-এর স্বেচ্ছাসেবকদের মাধ্যমে রায়হানের খবর আমার কাছে পৌঁছায়। আল্লাহর অশেষ রহমতে, মাত্র এক মাসের চিকিৎসায় রায়হানের ৮০% চর্মরোগ সেরে উঠেছে! ইন শা আল্লাহ, আর কিছুদিন আমার তত্ত্বাবধানে থাকলে বাকি সমস্যাটুকুও সম্পূর্ণ দূর হয়ে যাবে। রায়হানের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

---

#হাতুড়ে_চিকিৎসকদের_থেকে_সাবধান!

রায়হানের এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ভুল চিকিৎসার ফল কতটা ভয়াবহ হতে পারে। চর্মরোগ বা যেকোনো শারীরিক সমস্যায় হাতুড়ে ডাক্তারদের কাছে গিয়ে সময় এবং অর্থ নষ্ট না করে, দ্রুত একজন **এমবিবিএস ডাক্তারের** পরামর্শ নিন। আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ – সঠিক চিকিৎসকের কাছে গিয়ে এর যত্ন নিন।

---

আপনার বা আপনার পরিচিত কারো যদি এমন সমস্যা থাকে, তবে দেরি না করে আজই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সঠিক চিকিৎসা আপনাকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে।

"চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে""বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম""চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"এসব গল্প এখন অ...
17/06/2025

"চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে"
"বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম"
"চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা — আমাদের বয়সী একজন — ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে।

আপনি যাই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র ১৫ হাজার — ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা! ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেনপক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিক্যালি পসিবল? রোদ, বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ৩০ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা।

লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?

চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বি-টু-বি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।

কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth. আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা "চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি", ভিতরে থাকে ১ বছরে আয় সর্বসাকুল্যে ৩ লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র ২৫ হাজার টাকা কামায়, এটা নিয়ে আবার নিউজও হয়!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত ৫ বছরে নিউজ তো কম দেখেননি, আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি! প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, চানাচুর বেচে ওই ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।

26/05/2025

আজ HSF NGO-এর ফ্রি হেলথ ক্যাম্পে আরো একজন অস্বাভাবিক হাত কাঁপার রোগী পেলাম (Essential Tremor)। এই রোগী গত দু'বছর ধরে হাতে অস্বাভাবিক কম্পন অনুভব করছেন। তার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা নেই, কিন্তু কোমরে হাড় ক্ষয় এবং শরীরে জ্বালাপোড়ার অভিযোগ আছে।

প্রাথমিকভাবে এটি "এসেনশিয়াল ট্রেমর" হতে পারে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ না থাকা এবং হাতে নড়াচড়ার সময় কম্পন বাড়ার বিষয়টি এসেনশিয়াল ট্রেমরের দিকেই ইঙ্গিত করে।

তবে, রোগীর হাড় ক্ষয় এবং জ্বালাপোড়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে থাইরয়েড সমস্যা, ভিটামিনের অভাব, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, বা নার্ভের সমস্যাও সম্ভাব্য কারণ হতে পারে।

এ ধরনের পেশেন্ট পরিপূর্ণ চিকিৎসা পেলে আগের থেকে অনেকটাই সুস্থ দিন যাপন করতে পারে।

৭০ বছর দীর্ঘ এক জীবনকাল বাজপাখির। তবে জীবনের চল্লিশটি বছর পার হতেই তার সামনে এসে দাঁড়ায় এক কঠিন বাঁক, এক জীবন-মরণের সিদ্...
12/05/2025

৭০ বছর দীর্ঘ এক জীবনকাল বাজপাখির। তবে জীবনের চল্লিশটি বছর পার হতেই তার সামনে এসে দাঁড়ায় এক কঠিন বাঁক, এক জীবন-মরণের সিদ্ধান্ত! এই সময়ে তার শরীরের তিনটি গুরুত্বপূর্ণ শক্তি দুর্বল হয়ে পড়ে:

১. শিকার ধরার তীক্ষ্ণ নখর: শিকারকে আঁকড়ে ধরার ক্ষমতা হারিয়ে ফেলে তার পায়ের দুর্বল নখগুলো।
২. খাবার ছেঁড়ার ইস্পাত-কঠিন ঠোঁট: শিকার ছিঁড়ে খাওয়ার জন্য প্রয়োজনীয় মজবুত ঠোঁট ভোঁতা হয়ে যায়।
৩. উড়ে বেড়ানোর শক্তিশালী ডানা: আকাশে ভর করে উড়তে এবং শিকারের জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা কমে আসে তার ডানার।

এমতাবস্থায়, শিকার খুঁজে নেওয়া, শিকার ধরা এবং নিজের ক্ষুধা নিবারণ—এই তিনটি মৌলিক কাজই তার জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ে। তখন তার সামনে খোলা থাকে তিনটি পথ:

১. আত্মহনন: পরাজয় মেনে নিয়ে স্বেচ্ছামৃত্যুকে বেছে নেওয়া।
২. পরভুক: শকুনের মতো অন্যের ফেলে দেওয়া মৃতদেহ ভক্ষণ করে জীবনধারণ করা।
৩. পুনর্জন্ম: আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তির বলে নিজেকে নতুন করে সৃষ্টি করা।

দৃঢ়চেতা বাজপাখি বেছে নেয় তৃতীয় পথটি—সংগ্রামের পথ। সে উড়ে যায় এক সুউচ্চ পাহাড়চূড়ায়, যেখানে সে শুরু করে নতুন করে বেঁচে থাকার যুদ্ধ।

প্রথম ধাপে, সে পাথরের উপর বারবার আঘাত করে নিজের পুরনো ঠোঁট ও নখ ভেঙে ফেলে। এরপর অপেক্ষা করে নতুন, শক্তিশালী ঠোঁট ও নখ গজানোর জন্য।

নতুন ঠোঁট আর নখ যখন পরিপূর্ণতা পায়, তখন সে তার শরীরেরworn out পালকগুলো ছিঁড়ে ফেলে। এই ভয়ানক কষ্ট সহ্য করে সে অপেক্ষা করে নতুন পালকের জন্য।

প্রায় ১৫০ দিনের এক কঠিন পরীক্ষার পর, বাজপাখি ফিরে পায় তার নবজীবন। সে হয়ে ওঠে আগের চেয়েও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, আগের চেয়েও ক্ষিপ্র এবং শক্তিশালী।

জীবনে এমন সময় আসতেই পারে যখন সময় এবং ভাগ্য—উভয়ই আপনার প্রতিকূলে অবস্থান নেয়! কিন্তু এর অর্থ এই নয় যে আপনার দ্বারা আর কিছুই সম্ভব নয়। ঘুরে দাঁড়ানোর জন্য বাজপাখির এই দৃষ্টান্ত হতে পারে আপনার জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস।

08/05/2025

🩸 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৫ 🩸
"প্রতিপাদ্য বিষয় থ্যালাসেমিয়ার জন্যে সামাজিক ঐক্য গড়ি ,রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি"
আজ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে হিউম্যান সেফটি ফাউন্ডেশন(HSF) এর আয়োজনে একটি বিশেষ থ্যালাসেমিয়া সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. তানভীর আহমেদ(এম বি বি এস), জেনারেল ফিজিশিয়ান, HSF, যিনি উপস্থিত গ্রামবাসীদের সামনে অত্যন্ত সহজ ও বোধগম্য ভাষায় থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন কীভাবে একটি রক্ত পরীক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে এই দুরারোগ্য বংশগত রোগ থেকে বাঁচাতে পারে।

📌 অংশগ্রহণকারীরা মনোযোগ সহকারে তথ্যগুলো গ্রহণ করেন এবং থ্যালাসেমিয়া নিয়ে তাদের নানা প্রশ্নের উত্তর পান।
📌 আলোচনায় উঠে আসে, বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা কতটা জরুরি এবং আক্রান্ত শিশুদের জন্য জীবনমান উন্নয়নে কীভাবে কাজ করা যায়।

#ফ্রিমেডিক্যালক্যাম্প #সাস্থসেবা #ডাঃতানভিরআহমেদ

🩸 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৫ 🩸  "প্রতিপাদ্য বিষয় থ্যালাসেমিয়ার জন্যে সামাজিক ঐক্য গড়ি ,রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি" আ...
08/05/2025

🩸 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৫ 🩸
"প্রতিপাদ্য বিষয় থ্যালাসেমিয়ার জন্যে সামাজিক ঐক্য গড়ি ,রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি"
আজ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে হিউম্যান সেফটি ফাউন্ডেশন(HSF) এর আয়োজনে একটি বিশেষ থ্যালাসেমিয়া সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. তানভীর আহমেদ(এম বি বি এস), জেনারেল ফিজিশিয়ান, HSF, যিনি উপস্থিত গ্রামবাসীদের সামনে অত্যন্ত সহজ ও বোধগম্য ভাষায় থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন কীভাবে একটি রক্ত পরীক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে এই দুরারোগ্য বংশগত রোগ থেকে বাঁচাতে পারে।

📌 অংশগ্রহণকারীরা মনোযোগ সহকারে তথ্যগুলো গ্রহণ করেন এবং থ্যালাসেমিয়া নিয়ে তাদের নানা প্রশ্নের উত্তর পান।
📌 আলোচনায় উঠে আসে, বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা কতটা জরুরি এবং আক্রান্ত শিশুদের জন্য জীবনমান উন্নয়নে কীভাবে কাজ করা যায়।

#ফ্রিমেডিক্যালক্যাম্প #সাস্থসেবা

আমার চেম্বার সমূহের লিষ্ট:ফাতেমা জেনারেল হসপিটাল (নড়াইল) Lab-Aid (Savar Branch) অনলাইনে দেখাতে চাইলে:Clear Concept Hospi...
06/05/2025

আমার চেম্বার সমূহের লিষ্ট:
ফাতেমা জেনারেল হসপিটাল (নড়াইল)
Lab-Aid (Savar Branch)
অনলাইনে দেখাতে চাইলে:
Clear Concept
Hospitalin

Address

Dhaka

Telephone

+8801642113599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tanvir Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tanvir Ahamed:

Share