13/01/2024
Proper use of internet -
অনেকে বলে যে google নাকি সব শুনে। আসলেও কী google আমাদের সব কথা শুনে? Ad - এর সাথে আমরা সবাই পরিচিত। Facebook,Youtube, Google, App সবজায়গাতেই এই Ad আসে, যা আমাদের জন্য বিরক্তিকর একটা ব্যাপার। যেই Algorithms এর ভিত্তিতে তারা আমাদেরকে Ad দেখায়, সেটাকে আমরা নিজেদের প্রয়োজনে ব্যাবহার করতে পারি। আমরা যখন কোনো ঘড়ির দোকানে যাই, বাসায় এসে Facebook এ দেখা যাবে ঘড়ির Ad আসতেছে। মানে তারা আমাদের ফোনের লোকেশন ট্র্যাক করছে। কয়েকদিন আগে এক বন্ধুর সাথে আলোচনা করছিলাম finland এ পড়তে যাওয়া নিয়ে। কিছুক্ষণ পর তার ফেসবুকে finland এ পড়তে যাওয়া নিয়ে বাংলাদেশের এক এজেন্সির Ad এসেছে। মানে তারা আমাদের মাইক্রোফোন পর্যন্ত ট্র্যাক করছে। আমাদের কথা শুনছে। আমরা হয়তো এই বিষয়গুলোকে খেয়ালই করি না। অনেকে এটাকে নেতিবাচক হিসেবে দেখলেও আমরা কিন্তু তাদের পাতা এই জালকে নিজেদের কাজেই ব্যাবহার করতে পারি। ব্যাপারটা হবে তারা জাল পাতে আমাদের ধরতে, কিন্তু এখন আমরা তাদের সেই জালকে ধরবো মাছ ধরার জন্য।
Paul Coelho এর একটা উক্তি আছে - "when yoou really want something, the whole universe will conspire on your favor." আমরা যখন সত্যিই কিছু পেতে চাই, তখন পুরো মহাবিশ্ব আমাদের পথ দেখাতে থাকে। এই উক্তিটিকে কৃত্রিমভাবে সত্যে রূপ দেয়া যেতে পারে, তাদের সেই পাতানো জালকে ব্যাবহার করে। ধরি, আমি আমেরিকা যাবো পড়ালেখার জন্য। কিন্তু এই বিষয় এ আমার তেমন কোনো ধারণা নেই, ব্রাউজিং করেও কাক্ষিত তথ্য পাই নি। আমি যদি আমার বন্ধুদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করি বা কয়েকবার গুগলে সার্চ দেই,তখন Facebook /google অটোমেটিক আমাদের এই বিষয় এ তথ্য দিতে থাকবে Ad এর মাধ্যমে। অন্যভাবে বললে তারা আমাদের রাস্তাটাকে সহজ করে দিবে। তেমনিভাবে আমরা যদি কোনো research এর কাজে থাকি এবং এই বিষয় নিয়ে বন্ধুদের আড্ডায় আলোচনা করি বা কারো সাথে text message করি, তবে গুগল বা ফেসবুক আমাদের সেই বিষয় এ অনেক তথ্য দিতে থাকবে Ad এর মাধ্যমে বা কন্টেন্ট এর মাধ্যমে।
যেভাবে ইন্টারনেট ব্যবহার করে আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি -
আমরা যদি প্রতিদিন আমাদের ইচ্ছাগুলোকে google notesএ লিখে রাখি, তাহলে সেই ইচ্ছাগুলো পূরণ করার পথ খুব সহজেই পেয়ে যাবো, আর সেটা দেখাবে গুগল বা ফেসবুক তাদের এড এর মাধ্যমে।
ইন্টারনেটকে ব্যাবহার করতে জানলে কোনো কিছুই বিরক্তিকর বা ক্ষতিকর নয় বরং জীবন আরো সহজ হয়ে যাবে। শুধু ইন্টারনেটের সঠিক ব্যাবহার জানতে হবে।
মো. ইমন হোসেন
মনোবিজ্ঞান বিভাগ,
ঢাকা কলেজ।