"Swasti" Homoeo & Alternative Centre

"Swasti" Homoeo & Alternative Centre *Homeopathy *Acupressure Therapy *Counselling *Jogasana*Ayurveda

23/09/2022
রোগী পোষ্ট : ৮Another successful result achieved.Therapy has been applied on Mrs. Ripali,  age 55 years (right side in t...
23/09/2022

রোগী পোষ্ট : ৮

Another successful result achieved.

Therapy has been applied on Mrs. Ripali, age 55 years (right side in the photo). Suffering from thighs pain, hip joints pain, lower back pain. Also she has pain in her right shoulder.

After 4th session she started to feel better and after having 8th session she stopped her complaining regarding pain.

thanks
Swapan Paul

13/07/2022

ফিজিক্যাল থেরাপী :

"স্বস্তি হোমিও এন্ড অল্টারনেটিভ সেন্টার"-এ হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি ফিজিক্যাল থেরাপী দেয়ার ব্যবস্থা রয়েছে। সাকসেস রেট খুবই ভালো; বিশেষ করে Lower Back Pain / Lumbar Sacrum disorder -এর ক্ষেত্রে।

যোগাযোগ :
01852033842
৬৭-৬৮, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০।

পরিচালনায় :
ডা: স্বপন পাল
ডি.এইচ.এম.এস. (ঢাকা)
ট্রেইন্ড ইন আকুপ্রেসার থেরাপি
ট্রেইন্ড ইন ইয়োগা

রোগী পোষ্ট : ৭ :নাম- সোহেল রানা, বয়স-৪১কোমড়ে ব্যথা, ব্যথা দুই পা-এর সামনের দিকে উপরের অংশে নেমে আসে। বেশীক্ষণ হাটলে পা ঝ...
25/12/2021

রোগী পোষ্ট : ৭ :

নাম- সোহেল রানা,
বয়স-৪১

কোমড়ে ব্যথা, ব্যথা দুই পা-এর সামনের দিকে উপরের অংশে নেমে আসে। বেশীক্ষণ হাটলে পা ঝিনঝিন করে, সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় কষ্ট (পায়ে) হয়।

সোহেল ভাই বগুড়া থাকেন। ডা: আমিন স্যারের রুগী। ডা: আমিন স্যার বললেন সোহেল ভাই তিন দিন ঢাকায় থাকবেন। এই তিন দিন থেরাপি দিয়ে যতটুকু সম্ভব আরাম দেয়া যায়, দ্যাখেন।

সোহেল ভাই আমার থেকে প্রায় ৬-৭ ইঞ্চি বেশী লম্বা। বেশ শক্ত সামর্থ্য ব্যক্তি, কিন্তু অসুস্থতা উনাকে কাবু করে ফেলেছিল।

১৯, ২০, ২১ শে ডিসেম্বর থেরাপি দেয়া হল। স্বস্তি ও তৃপ্তি নিয়ে বগুড়ায় বাড়ীতে চলে গেলেন।

++++++++++++++++++++++++++

ডা: স্বপন পাল
(ডি.এইচ.এম.এস.)
স্বস্তি হোমিও এন্ড অল্টারনেটিভ সেন্টার
ঢাকা-১০০০।
ফোন : ০১৮৫২০৩৩৮৪২

রোগী পোষ্ট : ৬ :সুনীলদা (সুনীল চন্দ্র হালদার, কবিরাজ); DAMS। বয়স ৭০। Frozen Shoulder, ডান হাত। সাথে Lower Back pain। দুই...
24/12/2021

রোগী পোষ্ট : ৬ :

সুনীলদা
(সুনীল চন্দ্র হালদার, কবিরাজ);
DAMS।
বয়স ৭০।
Frozen Shoulder, ডান হাত।
সাথে Lower Back pain।
দুইবার কোমড়ে আঘাত পাওয়ার ঘটনা আছে।

প্রচন্ড উৎসাহী এক ব্যক্তি। এই বয়সেও যুবকের মতো কাজ করে চলেছেন। গোপালগঞ্জে থাকেন। নিজস্ব বাগানে ঔষধি গাছের পরিচর্যা করেন। উনার বাগানে উৎপাদিত বেশ কিছু ভেষজ উদ্ভিদ আমি ব্যবহার করেছি।
নিজস্ব চেম্বারে রুগীও দেখেন।

ঢাকায় মাঝে মাঝে আসেন ভেষজসহ আনুষাঙ্গিক জিনিস কিনতে। এবার ঢাকায় আসার আগে দাদা অনুরোধ করলেন থেরাপি দিয়ে দিতে। ডান হাত তুলতে অসুবিধা হচ্ছে।

আমার চেম্বারে ২০, ২১, ২২, ২৩ শে ডিসেম্বর থেরাপি নিলেন।

বাকীটুকু ছবিতে,,,,,,
++++++++++++++++++++++++++++

ডা: স্বপন পাল
স্বস্তি হোমিও এন্ড অল্টারনেটিভ সেন্টার
ঢাকা-১০০০।
ফোন: ০১৮৫২০৩৩৮৪২

রুগী পোষ্ট : ৫ :নাম : মানিক মিয়া (ছবির ডান পার্শ্বে) বয়স ৫৪ বৎসর। ফিল্ড ওয়ার্কার। কাঁধে ব্যাগ ঝুলাতে হয়, মটরসাইকেল চড়তে ...
16/12/2021

রুগী পোষ্ট : ৫ :

নাম : মানিক মিয়া (ছবির ডান পার্শ্বে)
বয়স ৫৪ বৎসর।
ফিল্ড ওয়ার্কার।
কাঁধে ব্যাগ ঝুলাতে হয়,
মটরসাইকেল চড়তে হয়।

লোয়ার ব্যাক পেইন, ডান কাঁধ ব্যথা, ডান হাত পিছন দিকে নিতে পারতেন না, বাম হাটুতে ব্যথা ইত্যাদি। পুরানো রোগ / সমস্যা। ডাক্তার কোমড়ে বেল্ট বাঁধতে বলেছেন। Straightened Lumbar curvature

ডা: আমিন স্যারের পরামর্শে ১৩/১২/২০২১ তারিখ থেরাপি দেয়া শুরু করি। ৩ টি সেশন (১৫/১২/২০২১ পর্যন্ত) থেরাপি দেয়ার পরই উনি সুস্থবোধ করছেন।
শরীর হালকা অনুভব করছেন, বাড়ী চলে গেছেন। বাড়ী থেকে ফিরে আরও ৩ টি সেশন থারপি নিবেন,,, বলে গেলেন। সাথে হোমিও ঔষধ।।।।।

স্বস্তি থেরাপির জয় হোক💓
+++++++++++++++++

ডা: স্বপন পাল
ডি.এইচ.এম.এস (ঢাকা)
স্বস্তি হোমিও এন্ড অল্টারনেটিভ সেন্টার
ঢাকা।
ফোন : ০১৮৫২০৩৩৮৪২

রুগী পোষ্ট : ৪ :রুগীর নাম মো: সোহাগ (ছবিতে ডান পার্শ্বে)। বয়স : ১৮ বছর।  Amyotrophic disease. মোটর নিউরন ডিজিজ।  "কোন ঔষ...
14/12/2021

রুগী পোষ্ট : ৪ :

রুগীর নাম মো: সোহাগ (ছবিতে ডান পার্শ্বে)। বয়স : ১৮ বছর। Amyotrophic disease.
মোটর নিউরন ডিজিজ। "কোন ঔষধ নেই" ডাক্তার বলে দিয়েছে।

২৯/০৭/২০২১-এ, ডা: আমিন স্যার (ছবিতে মাঝখানে) থেরাপি দিতে বললেন।
রুগী ডান হাতের কনুই থেকে আঙ্গুলগুলো পর্যন্ত শক্তি পাচ্ছিল না। সমস্ত শক্তি ডান কনুই তে এসে আটকে যাচ্ছিল। কনুই থেকে হাতের তালু পর্যন্ত মাংসপেশী বেশ ঢিলেভাব। হাত মুঠো করতে গেলে আঙ্গুলগুলো প্রত্যেক আঙ্গুলের ১ম কর পর্যন্ত আনতে পারছিল। যাহোক থেরাপি শুরু করা হল। বলেছিলাম ৭-৮ টি সেশন থেরাপি নেয়ার পর যদি মনে হয় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তবে যেন থেরাপি চালিয়ে যায়।

৮ সেশন থেরাপি (২৪/০৮/২০২১ পর্যন্ত, থেরাপির পাশাপাশি কিছু হাতের ব্যায়াম করানো হচ্ছিল) নেয়ার পর দেখা গেল কব্জিতে জোর পাচ্ছে, হাত মুঠ করলে আঙ্গুলগুলো (মধ্যমা বাদে) হাতের তালে এসে স্পর্শ করছে। এরপর থেরাপিতে ভাটা,,,, ১৫ দিনে ১ বার বা কম। অবস্থা পূর্বের জায়গায় ফেরৎ যেতে থাকে। ডিসেম্বর (২০২১) মাস থেকে আবার রেগুলার থেরাপি নিচ্ছে, আবার ভালো বোধ করছে।

ডা: আমিন স্যার কিছু হোমিও ঔষধ দেয়া শুরু করেছেন। দেখা যাক, থেরাপি + হোমিও ঔষধ মিলে কতটুকু ফলাফল পাওয়া যায়।
অল্প বয়সী, ভদ্র, সুন্দর একটি ছেলে,,, ঈশ্বর মঙ্গল করুক,,,

++++++++
ডা: স্বপন পাল
ডি.এইচ.এম.এস (ঢাকা)
স্বস্তি হোমিও এন্ড অল্টারনেটিভ সেন্টার
ঢাকা-১০০০।
ফোন : ০১৮৫২০৩৩৮৪২

রোগী পোষ্ট : ৩ :নুর খান। বয়স ৪৭ বছর।২০১৩ সালের মাঝামাঝি মটর সাইকেল অ্যাক্সিডেন্টে কোমড়ে আঘাত পান। ২০১৪ সালে ছাদে পা পিছল...
24/11/2021

রোগী পোষ্ট : ৩ :

নুর খান। বয়স ৪৭ বছর।
২০১৩ সালের মাঝামাঝি মটর সাইকেল অ্যাক্সিডেন্টে কোমড়ে আঘাত পান। ২০১৪ সালে ছাদে পা পিছলে আঘাত পান এবং একই বছরে সিঁড়ি থেকে পড়ে ব্যথা পান। ঔষধ খেয়ে ভাল বোধ করেন।
২০১৬ সালে প্রথম তীব্র ব্যথা অনুভব করেন, ২০১৮ সালে কোমড়ের ব্যথা তীব্রতর হয়। মেডিকেল ডাক্তার বলেন ঔষধে ভালো না হলে "সার্জারী" করতে হবে। প্রচুর পেইন কিলার গ্রহণ করেন, ঘুমের সমস্যা দেখা দেয়,,,,,,,,,

২০১৯ সালে রোগী ডা: আমিন স্যারের (হোমিওপ্যাথ) কাছে চিকিৎসার জন্য আসেন। MRI করান। স্যারের দেয়া ঔষধ খেয়ে ভালই ছিলেন কিন্তু অস্বস্তি থেকেই যাচ্ছিল। তখন ডা: আমিন স্যার রোগীকে হোমিও চিকিৎসার পাশাপাশি ফিজিক্যাল থেরাপি নিতে পরামর্শ দেন এবং আমার সাথে যোগাযোগ করতে বলেন।
৩রা নভেম্বর ২০২১ থেরাপি দেয়া শুরু হয়।
২য় থেরাপি থেকে রোগীর অস্বস্তি কমে যেতে থাকে। তবে রোগীর আগ্রহে এখন পর্যন্ত ১০ সেশন থেরাপি সম্পন্ন হয়েছে। রোগীর ব্যথা দূর হওয়ার পাশাপাশি শরীর ও মনে উৎফুল্লতা এসেছে। রাতে ভালো ঘুম হচ্ছে। চেয়ারে বসে ঠিকমত কাজ করতে পারছে।

(রোগীর অনুমতি নিয়ে ছবি শেয়ার করা হল)
💓

ডা: স্বপন পাল
ডি.এইচ.এম.এস (ঢাকা)
স্বস্তি হোমিও এন্ড অল্টারনেটিভ সেন্টার
ঢাকা।
ফোন : ০১৮৫২০৩৩৮৪২

রোগী পোষ্ট : ২ :রোগীর নাম ওজিফা বেগম। বয়স ৪০ বছর। মহিলা। আকতার ভাইয়ের শাশুড়ি।  ডা: আমিন স্যারের পেশেন্ট। L-S spine-এ সমস...
09/11/2021

রোগী পোষ্ট : ২ :

রোগীর নাম ওজিফা বেগম। বয়স ৪০ বছর। মহিলা। আকতার ভাইয়ের শাশুড়ি। ডা: আমিন স্যারের পেশেন্ট।

L-S spine-এ সমস্যা। গ্রামে থাকেন। কোমড়, পায়ের পিছনে প্রচন্ড ব্যথা। স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। বাথরুম করার সময় বসতে কষ্ট, উঠতে আরও কষ্ট।

ডা: আমিন স্যারের অনুরোধে ধলপুরে আকতার ভাইয়ের বাসায় ১৪/১০/২০২১ থেকে ১৯/১০/২০২১ পর্যন্ত মোট ৫ সেশন আকুপ্রেসার থেরাপি দেয়া হয়। প্রথম দিন থেরাপি দেয়ার পর ব্যথা বৃদ্ধি পায়। দ্বিতীয় দিনে অল্প একটু ব্যথা কমে। রুগী মুখ কালো করে ছিল।

কিন্তু তৃতীয় দিনের থেরাপির শেষে রুগীর মুখে হাসি দেখা যায়। ৪র্থ ও ৫ম দিনের থেরাপি শেষে রুগী বাঁকা হয়ে হাত দিয়ে পায়ের আঙ্গুল ছুতে পারল, সহজে বাথরুম করার মতে বসতে পারল।
কয়েকটি যোগাসন শিখিয়ে দেয়া হল।

(রুগীর ছবি শেয়ার করা সম্ভব হল না, দু:খিত।)

স্বপন পাল
ডি.এইচ.এম.এস.
স্বস্তি হোমিও এন্ড অল্টারনেটিভ সেন্টার
৬৭-৬৮, পুরানা পল্টন লাইন
ঢাকা-১০০০।

Address

৬৭-৬৮, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
Dhaka

Opening Hours

Monday 10:30 - 17:00
Tuesday 10:30 - 17:00
Wednesday 10:30 - 17:00
Thursday 10:30 - 17:00
Saturday 10:30 - 17:00
Sunday 10:30 - 17:00

Telephone

+8801852033842

Website

Alerts

Be the first to know and let us send you an email when "Swasti" Homoeo & Alternative Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to "Swasti" Homoeo & Alternative Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram