Rysul Islam Mahmood

Rysul Islam Mahmood নিজেকে খুজে পাওয়া এক পরিপূর্ণ পথিক।

29/06/2025

শাহবাগী নাকি পর্দা করা আম চান?

কমেন্ট করে জানান।

24/06/2025

সাপাহারের আম্রপালি আমের যে স্বাদ, AI চলে আসছে আম্রপালি আমের স্বাদ নিতে আপনি অপেক্ষা করছেন কেনো?

আপনার পরিবারের জন্য সাপাহার এর বিখ্যাত আম্রপালি আম নিতে এখনি অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.agrowdesh.com
অথবা আমাদের হোয়াটস এপ করুন 01998-717577

এইটা হইলো নেগেটিভ মার্কেটিং, এই যেমন আমারে কয়েকদিন ধইরা এক মার্কেটার বলতেছে প্রোডাক্ট দেখানোর সময় বলবেন agroWdesh এর আম ...
22/06/2025

এইটা হইলো নেগেটিভ মার্কেটিং, এই যেমন আমারে কয়েকদিন ধইরা এক মার্কেটার বলতেছে প্রোডাক্ট দেখানোর সময় বলবেন agroWdesh এর আম হইলো দেশের সেরা আম। এই আম খাইলে জান্নাতি খাওনের স্বাদ পাওয়া যায়। বিশেষ কইরা আম্রপালি আম।

রাজশাহির আম নিয়ে একটা ছোট সংবাদ!
19/06/2025

রাজশাহির আম নিয়ে একটা ছোট সংবাদ!

15/06/2025

দেশি কিছু ছাগলের বর্ননা দেই।

দেশি ছাগল ০১- রাজশাহিতে আমের মণ তো ২৫০০ টাকা আপনার এখানে ৪৮০০ টাকা ক্যান? এই ছাগলেরা মনে করে রাজাশাহি থেকে আম উড়ে উড়ে ঢাকায় এসে তাদের কোলে পড়বে।

দেশি ছাগল ০২: রাজশাহিতে আমের দাম ২০ টাক কেজি আপনারা ১০০ টাকা কেজিতে বিক্রি করছেন ক্যান? এই ক্যাটাগরিতে যে ছাগলেরা পরে এরা রাম পাঠা। এদের ধারণাই নাই বাংলাদেশে কত জাতের আম হয় এবং গুটি জাতের আমের দাম ২০ টাকা কেজি হলেও বাকি ভালো জাতের আমের দাম কখনই ৫০ টাকা কেজির নিচে খোদ রাজশাহিতেও কমে না।

দেশি ছাগল ০৩: কাচা আম পাঠাইছেন ক্যান? পাকা আম কই? - ওহে ছাগল, রাজশাহি থেকে পাকা আম প্যাকেট করে পাঠালে ঘরে বসে আম না আম পচা খাইতে হইতো।

এই সকল ছাগলেরা খাইবো ভ্যানের রিজেক্ট আম। আর অনলাইনে আইসা ছ্যাড়াবো আর বলব আমার এলাকায় তো আমের দাম এই সেই। আরে বেক্কল খাস তো বাগানের রিজেক্ট করা আম যে আম রাজশাহির কুত্তায় ও মুখে লয় না। ভালো আমের স্বাদের মূল্য কি বুঝবি রে তুই?

এক সহকর্মীর পরামর্শে কম দামে জুতা কিনতে যাই কচুক্ষেত। হঠাৎ দেখা বিশ্ববিদ্যালয়ের সেলিব্রেটি বড় ভাই Md Abdul Jabbar Mond...
14/06/2025

এক সহকর্মীর পরামর্শে কম দামে জুতা কিনতে যাই কচুক্ষেত। হঠাৎ দেখা বিশ্ববিদ্যালয়ের সেলিব্রেটি বড় ভাই

Md Abdul Jabbar Mondol এর সাথে। তিনিও সেখানে জুতা কিনতে গিয়েছেন। দেখলাম দামাদামি করে ১২৫০ টাকায় এক জোড়া সু নিলেন। ততক্ষণে চারপাশে ভিড় জমে গেছে, অনেকেই এগিয়ে এসে সেলফি তোলার আবদার করছেন, আর উনি হাসিমুখে সবার সাথে ছবি তুলছেন, কথা বলছেন। একটুও বিরক্তি দেখলাম না।

এর ফাঁকে টুকিটাকি কথাবার্তা বলছিলেন আমার সঙ্গে। পরে একটু নিরিবিলি জায়গায় গিয়ে বেশ কিছুক্ষণ গল্প করলেন। সবচেয়ে অবাক হলাম যাওয়ার সময়। আমি রিকশা ডেকে দিতে চাইলে, উনি বললেন রিকশায় যাব না। আমি ভাবলাম গাড়ি আছে। পরে দেখলাম শেয়ারে যে অটোগুলো চলে তাতে চড়ে বসলেন, বললেন ফোন দিও।

উনি চলে যাওয়ার পর আরেক অটোর কাছে শুনলাম ওনার গন্তব্যের ভাড়া ১০ টাকা, রিকশার কাছে শুনলাম ৪০টাকা। স্বল্প সময়ে একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেলেন।

ছবিতে আব্দুল জব্বার ভাইয়ের সাথে ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহাগ ফেরদৌস ভাই। পোস্টটি ভাইয়ের টাইমলাইন থেকে নেওয়া...

14/06/2025

ল্যাংড়া আমের অর্ডার নিচ্ছি কেজি ৮৯ টাকা মাত্র

সিজনের সেরা ল্যাংড়া আম পেতে অর্ডার করুন এখনই। আমাদের হোয়াটসঅ্যাপ 01998-717577

একজন আম ব্যবসায়ী সকাল বেলা উঠে দাত ব্রাশ করে আম খায়, অর্ডার নিতে নিতে ক্লান্ত হলে আম খায়, দুপুরের খাবারের সময় না পেলে আম...
14/06/2025

একজন আম ব্যবসায়ী সকাল বেলা উঠে দাত ব্রাশ করে আম খায়, অর্ডার নিতে নিতে ক্লান্ত হলে আম খায়, দুপুরের খাবারের সময় না পেলে আম খায়, বিকালের নাস্তায় আম খায়, রাতে ঘুমানোর আগে আবার আম খায়।

রাজশাহির এই ক্ষিরসাপাত এর কি যে মজা, নিজে না খাইলে বুঝবেন না। তাই তাড়াতাড়ি অর্ডার করেন। স্পেশাল অফার চলতেছে, ইনবক্স করে এখনই।

অথবা হোয়াটস এপ করুন 01998-717577 নাম্বারে।

13/06/2025

রাজশাহিতে আমের দাম ৪০ টাকা অনলাইনে ভাইটি আম ১২০/১৩০ টাকায় বিক্রি করে নাকি আজ কোটিপতি 🤣

বাগানের প্রিমিয়াম ফ্রেশ হিমসাগর আম নিতে চাইলে অর্ডার করুন এখনই আমাদের ওয়েবসাইট www.agrowdesh.com এ।

অথবা হোয়াটস অ্যাপ করুন 01998-717577

07/06/2025

ফ্রান্ৎস কাফকা(লেখক,অস্ট্রিয়া) কখনো বিয়ে করেননি এবং তাঁর কোনো সন্তানাদিও ছিল না।

তাঁর বয়স যখন ৪০, তখন একদিন তিনি বার্লিনের একটা পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফকা, দু’জনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তা।
কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তাঁরা দু’জনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন সেখানে।

**কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন। আর বললেন, ‘এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা’। সে চিঠিতে লেখা ছিল, ‘দয়া করে তুমি কেঁদো না। আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণকাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাব।’

এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত।

ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো। আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে, বলতেন সেই একই কথা, ‘চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা’, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব-ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে, যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত।

**এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, ‘এই নাও, তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল।’
মেয়েটি বললো, ‘এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়।’
কাফকা তখন মেয়েটিকে আরও একটা চিঠি দিলেন যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ‘ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি।’
ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল।

এর এক বছর বাদে কাফকা মারা যান।
বহু বছর বাদে, সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে সেই পুতুলটির ভিতরে একটি ছোট্ট চিঠি পায়। কাফকার সই করা ছোট্ট সে চিঠিটিতে লেখা ছিল,

‘Everything you love will probably be lost, but in the end, love will return in another way.

অর্থাৎ

"আপনি যা কিছু ভালবাসেন তা হয়তো একদিন হারিয়ে যাবে, তবে শেষ পর্যন্ত, ভালবাসা অন্য উপায়ে ফিরে আসবে।"

- সংগৃহীত

ভাগ্যের কী এক রহস্যময় খেলা! এই ছাগলটার জীবনাবসান হয়ে যাওয়ার কথা ছিলো গতবছরের কোরবানি ঈদে। অথচ ছাগলটা এখনও সহীহ ছালামতে ব...
06/06/2025

ভাগ্যের কী এক রহস্যময় খেলা! এই ছাগলটার জীবনাবসান হয়ে যাওয়ার কথা ছিলো গতবছরের কোরবানি ঈদে। অথচ ছাগলটা এখনও সহীহ ছালামতে বেঁচে আছে। তবে ওই ছাগল সংশ্লিষ্ট যারা ছিলো, তাদের সবার বারোটা বেজে গেছে ইতোমধ্যে! ওই ছাগলটাকে বিক্রি করা প্রতিষ্ঠান সাদেক এগ্রোর মালিক এখন জেলে, মোহাম্মদপুর বছিলায় সাদেক এগ্রোর যে খামার ছিলো, সেটাও অবৈধ স্থাপনা হওয়ায় উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছাগল ক্রেতা ইফাত মানে মতিউরের দ্বিতীয় পক্ষের ছেলে ও তার মা (মতিউরের দ্বিতীয় স্ত্রী) দেশ ছেড়ে পলাতক, দুর্নীতিবাজ এনবিআর কর্মকর্তা মতিউর ও তার প্রথম স্ত্রী (যে ছিলো নরসিংদীর রায়পুরার চেয়ারম্যান) দুইজনই এখন কারাগারে, তাদের নামে থাকা হাজার কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত!

যার হয়ে যাওয়ার কথা ছিলো কুরবানি, সে এখনও সুস্থ সুন্দর জীবনযাপন করছে, অথচ ওই ছাগলের সাথে জড়িত অন্যসবার চৌদ্দগুষ্ঠি উদ্ধার হয়ে গেছে!

এজন্যই আমি বলি, এই ছাগলটা হলো পশুকূলের G.O.A.T মানে Greatest Of All Time!😜

©Saiyed Abdullah

চট্টগ্রাম বন্দরের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। তিনি বলেন, "চট্টগ্রাম বন্দ...
06/06/2025

চট্টগ্রাম বন্দরের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত।

তিনি বলেন, "চট্টগ্রাম বন্দরের নাব্য সমস্যার স্থায়ী সমাধানের সুযোগ এখন আর নেই। বর্তমানে ২৬-২৭ ফুট (আট মিটারের মতো) গভীরতা পাওয়া যায়।

নদীর যে অংশে বাঁক রয়েছে, সেখান থেকে চট্টগ্রাম ইপিজেড দিয়ে কেটে চ্যানেলের গতিপথ পরিবর্তন করে দিতে পারলে একটা স্থায়ী সমাধান করা যেত।

অবকাঠামো গড়ে ওঠায় এ পদক্ষেপটিও এখন আর বাস্তবায়ন সম্ভব নয়। বলা যায় ৫০ বছর আগেই এ সুযোগ শেষ হয়ে গেছে।

নাব্য সংকটের কারণে ভারতের কলকাতা এখন পরিণত হয়েছে স্থানীয় নৌবন্দরে, একই অবস্থা নারায়ণগঞ্জ বন্দরেরও। চট্টগ্রাম বন্দরও এমন পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।"

বর্তমান বিশ্বে সমুদ্রপথে পণ্য পরিবহনে ব্যবহৃত হয় বড় আকারের জাহাজ, যেগুলোর প্রতিটি ১০ থেকে ২০ হাজার পর্যন্ত একক কনটেইনার পরিবহনে সক্ষম। এ ধরনের জাহাজ চলাচলের জন্য ১২ থেকে ১৫ মিটার পর্যন্ত গভীরতা দরকার হয়।

চট্টগ্রাম বন্দর চ্যানেলের গভীরতা কম হওয়ায় এ ধরনের বড় জাহাজ প্রবেশ করতে পারে না। বাংলাদেশগামী বড় জাহাজগুলো তাই প্রথমে সিঙ্গাপুর বা কলম্বোর মতো বন্দরে নোঙর করে।

সেখান থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর করা হয়, যেগুলোর ধারণক্ষমতা এক থেকে দুই হাজার একক কনটেইনার। আর এ প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

সিঙ্গাপুর বন্দরে ভিড়তে সক্ষম জাহাজের ড্রাফট বা গভীরতা (জাহাজের যে অংশ পানির নিচে থাকে) ১৬ মিটার পর্যন্ত।

শ্রীলংকার কলম্বো বন্দরের সর্বোচ্চ অনুমোদিত ড্রাফট বা গভীরতা ১৮ মিটার।

ভিয়েতনামের সায়গন বন্দরে সাড়ে ১১ মিটার পর্যন্ত। অন্যদিকে দেশটির কাই মেপ বন্দর বর্তমানে বিশ্বের বৃহৎ কনটেইনার জাহাজ পরিচালনাযোগ্য একটি গভীর সমুদ্রবন্দর, যেখানে ১৬ থেকে ১৮ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে প্রবেশ করতে পারে।

আর বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ গভীরতা সাড়ে নয় মিটার এবং যা কেবল জোয়ারের সময়ই পাওয়া যায়। ভাটার সময় গভীরতা নেমে আসে ছয়-সাত মিটারে।

এ নাব্য সীমাবদ্ধতায় বন্দরে বড় জাহাজ ভিড়তে পারে না। এ সংকট ছাড়াও কাস্টমসে জটিলতা এবং দেশের অর্থনৈতিক হাবগুলোর সঙ্গে দুর্বল সংযোগ চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মান থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বণিক বার্তা ও এনায়েত চৌধুরী।

Address

Dhaka

Telephone

+8801998717577

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rysul Islam Mahmood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rysul Islam Mahmood:

Share

Category