Janani Medical Point

  • Home
  • Janani Medical Point

Janani Medical Point পাইলস,পলিপাস,হিজামা, সুন্নতে খাৎনা সহ -আপনার স্বাস্থ্য সেবার অনন্য প্রতিষ্ঠান,

09/07/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সবাই এই পোস্টটি শেয়ার করবেন , যাতে সব বাচ্চাগুলো পায় ❤️আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।জাতীয় ভিটামিন এ প্লাস  ক্যাম্...
07/03/2025

সবাই এই পোস্টটি শেয়ার করবেন , যাতে সব বাচ্চাগুলো পায় ❤️
আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো
অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন
যারা পোস্ট দেখছেন অবশেষে শেয়ার করে দিবেন যাতে সবাই খাওয়াতে পারে 🥰

31/12/2024

সুস্থ পরিবার, সুস্থ জীবন! জননী মেডিকেল পয়েন্টে আপনার সকল স্বাস্থ্য সমস্যার সমাধান!

#জননীমেডিকেলপয়েন্ট #স্বাস্থ্য #পরিবার #চিকিৎসা #ডাঃআব্দুল্লাহ

13/12/2024

শীতকালে শিশুদের পানি বেশি করে খাওয়াতে হবে যেহেতু ঠান্ডার কারণে পানির পিপাসা কম লাগে এসময়। অন্যথায় বাচ্চার পায়খানা কষা হতে পারে

শিশু স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে  আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ উপকৃত হবেন।
12/12/2024

শিশু স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ উপকৃত হবেন।

04/09/2024

শিশুকে অসতর্কভাবে দুধ পান করানো বিশেষ করে ঘুমানো অবস্থায় ভুল পদ্ধতিতে দুধ পান করালে দুধের কিছু অংশ শিশুর নাক বা মুখের মধ্যে থেকে কানে পৌঁছে ইনফেকশন তৈরি হতে পারে

♥️🇧🇩আবহাওয়া ও দূষণগত কারণে ঠান্ডাজনিত রোগ বাড়ছে। বিশেষ করে চলমান আবহাওয়ার কারণে দেশের অনেক মানুষ সর্দি-কাশিতে ভুগছেন। বে...
02/07/2024

♥️🇧🇩আবহাওয়া ও দূষণগত কারণে ঠান্ডাজনিত রোগ বাড়ছে। বিশেষ করে চলমান আবহাওয়ার কারণে দেশের অনেক মানুষ সর্দি-কাশিতে ভুগছেন। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।আমাদের কাছে অনেক শিশু আসে যাদের বার বার ও অনেক দিন পর্যন্ত ঠান্ডা কাশি লেগে থাকে।ঠান্ডা কাশি কে কিভাবে প্রতিরোধ করতে হবে,কখন চিকিৎসক দের কাছে নিয়ে আসতে হবে আসুন জেনে নেই।

♥️♥️ঘন ঘন সর্দি প্রতিরোধে যা করতে হবে তা হলো :

🇧🇩 ধুলাবালি থেকে দূরে থাকা। বাইরে বের হলে মাস্ক বা নাকে রুমাল ব্যবহার করা।

🇧🇩 আইসক্রিম ও ফ্রিজের পানি শুধু শীতে নয়, সারা বছরই পরিহার করা।

🇧🇩বাচ্চারা বাথরুমে অনেকক্ষণ ধরে থাকেতে চায়, সেটা পরিহার করা।

🇧🇩চুলা ও সিগারেটের ধোঁয়া, মশার কয়েল থেকে শিশুদের দূরে রাখা।

🇧🇩নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা।

🇧🇩 স্কুল বা বাইরে থেকে এসে ঘামে ভেজা জামা দ্রুত পাল্টে ফেলা।

🇧🇩স্যাঁতসেঁতে বদ্ধঘরে এই রোগ বেশি হয়, তাই আলো-বাতাসপূর্ণ পরিবেশে বাচ্চাকে রাখা।

♥️♥️কখন চিকিৎসকের কাছে যাবেন
ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি—এগুলো শিশুদের খুবই সাধারণ সমস্যা। তাই অধিকাংশ সময়ই এসব সমস্যায় চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। যথাযথ যত্ন ও বিশ্রামেই শিশু সুস্থ হয়ে ওঠে। তবে যদি নিম্নোক্ত লক্ষণগুলো দেখা দেয়, সে ক্ষেত্রে শিশুকে চিকিৎসকের কাছে নিতে হবে।

🇧🇩সাত দিনের বেশি সময় ধরে শিশু যদি শুকনা কাশিতে ভোগে।

🇧🇩যদি কাশির সঙ্গে সর্দি ও জ্বর থাকে।

🇧🇩শ্বাস নেওয়ার সময় যদি কোনো ধরনের আওয়াজ হয় এবং বার বার কাশি হতে থাকে।

🇧🇩যদি আক্রান্ত শিশুর ক্ষুধা এবং ওজন কমে যায়।

🇧🇩কাশির কারণে যদি শিশু ঘুমাতে না পারে।

🇧🇩শ্বাসকষ্ট দেখা দিলে, যেমন—দ্রুত শ্বাস বা বুকের নিচের অংশ ভিতরের দিকে ঢুকে যেতে থাকলে।

চিকিৎসকঃ আব্দুল্লাহ - এ আর
জননী মেডিকেল পয়েন্ট

02/07/2024

১০০% গ্যারান্টি সহকারে নাকের মাংস বৃদ্ধির সমাধান করা হয়
জননী মেডিকেল পয়েন্ট
দশমাইল বাজার,ফুলবাড়ীয়া

02/07/2024

I gained 40 followers, created 54 posts and received 87 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

🇧🇩আমাকে অনেকে প্রশ্ন করে কৃমির ঔষধ  নিয়ে, আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 🇧🇩কৃমির ঔষধ...
12/06/2024

🇧🇩আমাকে অনেকে প্রশ্ন করে কৃমির ঔষধ নিয়ে, আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

🇧🇩কৃমির ঔষধ কি গরমে খাওয়া যাবে?

🌹কৃমির ওষুধ দিনে না রাতে খাবেন, ঠাণ্ডা না গরম পরিবেশে খাবেন, তাতে কোনো সমস্যা নেই। কৃমির ওষুধ খেলে যে শরীর গরম হয়ে যাবে বা গরম পরিবেশে খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে বা শরীরের কোনো ক্ষতি হবে তা নয়। আধুনিক কালে কৃমির ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম

🇧🇩কৃমির ঔষধ কতো বয়স থেকে খাওয়া যাবে।

🌹এক বছরের পর থেকে কিছু কিছু কৃমির ঔষধ খাওয়া যাবে।কিছু ঔষধ দুই বছরের পর থেকে খাওয়া যাবে।

🇧🇩কৃমি কি মলদ্বার দিয়ে বের হবে?

🌹কৃমির ঔষধ খাওয়ার পর কৃমি মরে গিয়ে পায়খানার সাথে বের হয়ে যায়।আলাদা ভাবে দেখা যায় না।

🇧🇩কৃমির কারনে কি বদহজম হয়?

🌹কৃমির ঔষধ নিয়মিত না খেলে অনেক ধরনের সমস্যা হতে পারে - বদহজম, পেট ফোলা,খাওয়ার রুচি কমে যাওয়া,পেট ব্যথা,বমি বমি ভাব,এলার্জি,অপুষ্টি, আরো অনেক ধরনের সমস্যা হতে পারে।

🇧🇩কৃমির ঔষধ কি পরিবারের সবাই একসাথে খেতে হবে?
🌹কৃমির ঔষধ সবাই একসাথে খেতে হবে।

🇧🇩গর্ভাবস্থায় কি কৃমির ঔষধ খাওয়া যাবে?

🌹 প্রথম ৩ মাস কৃমির ঔষধ খাওয়া যাবে না। পরের ৬ মাস ডাক্তারের পরামর্শে কিছু ঔষধ সেবন করা যায়।

🇧🇩কৃমির ঔষধ কয় মাস পর পর খেতে হবে?

🌹প্রতি তিন মাস পর পর পরিবারের সকলে মিলে কৃমির ওষুধ খাওয়া ভাল। ওষুধের ধরণ অনুযায়ী কোন ডোজে খেতে হবে তা চিকিৎসকের কাছে জেনে নিতে হবে।

🇧🇩বুকের দুধ খাওয়াচ্ছে এরকম মা কি কৃমির ওষুধ খেতে পারবে?

🌹বাচ্চার মা যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তারা কৃমির ঔষধ খেতে পারবে।

লেখা: ©
ডা.মো:মোরশেদ আলম স্যার
সহযোগী অধ্যাপক শিশু বিভাগ CiMCH
কনসালট্যান্ট ল্যাবএইড।

10/06/2024

শিশুদের খেলনা দিতে হয় তাদের বয়সের হিসেবে। যেসব খেলনায় ভয়ংকর আওয়াজ হয়, সেগুলো থেকে শিশুর শ্রবণক্ষমতা নষ্ট হতে পারে।

তারযুক্ত খেলনা বা ভাঙা খেলনা শিশুদের থেকে দূরে রাখুন। শিশুদের হাতে ভুলেও লোহার খেলনা দেবেন না। প্লাস্টিকের খেলনা দিলেও তা নিয়মিত সাবান-পানি দিয়ে পরিস্কার করবেন।

08/06/2024

ভিটামিন-এ এর অভাবে শিশুদের বারবার বদহজম, প্রশ্রাবে ইনফেকশন ও রাতকানা রোগ ও ত্বক খসখসে হতে পারে

Address


Telephone

+8801647370899

Website

https://youtube.com/@JananiMedicalPoint?si=oyDppkFOBKx6l3eU

Alerts

Be the first to know and let us send you an email when Janani Medical Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Janani Medical Point:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share

সহজ বাজার

সকল দেশের সকল মানুষের জীবনের প্রধান মৌলিক চাহিদা হল ৩টি - অন্ন, বস্ত্র আর বাসস্থান। আর এসব চাহিদা পূরনে হিমসিম খাচ্ছেন দেশের আপামর জনসাধারন, প্রতারিত হচ্ছেন দোকান ও ফেরীওয়ালাদের কাছ হতেও । সঠিক মূল্য না জানার কারণে পন্য ক্রয়ে গ্রাহককে বেশি দাম দিতে হচ্ছে ।এছাড়াও চাহিদার পন্যটি খুজে পাওয়াও মুশকিল হয়ে দাড়িয়েছে কারো কারো জন্য । সেই সাথে ভেজাল পণ্যের খপ্পরে পরার ভয়টা তো আর দূরে ফেলে দেয়া যায় না । সব মিলিয়ে আমাদের মৌলিক চাহিদা পূরনের পাশাপাশি প্রতিটি ঘরে ১ ঘন্টায় পন্যটি ফ্রি পৌছে দিয়ে ShohozBazar.Com এক ধাপ এগিয়ে ।