24/07/2016
এভাবে সাধারণ মানুষের ভোগান্তি সারা বছর ধরে চলতে পারে না! বিগত প্রায় ১ বছর ধরে গলাচিপা খেয়াঘাট,ফেরিঘাট, লঞ্চঘাটের এরকম বেহাল দশা। বিগত কয়েক মাস ধরে বিভিন্ন উচ্চ মহলে দাবী জানানোর পরে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক বারে বারে নিউজ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয় নি। গলাচিপা খেয়াঘাট, ফেরিঘাট, লঞ্চঘাটকে দ্রুত সংস্কার এবং সাধারন মানুষের যাতায়াতের উপযোগী করে গড়ে তোলার দাবিতে আগামী সোমবার ( ২৫ জুলাই, ২০১৬) সকাল ৯: ৩০ টায় এক মানব বন্ধন কর্মসূচী আহবান করা হয়েছে । স্থানঃ থানার সামনে। আপনারা সকলে আমন্ত্রীত।
আজ সরোজিনে পরিদর্শন করেন ইঞ্জিয়ার কাওসার নাঈম রেজা শুভ্র। রুবায়েত হাসান রাসেল ( সভাপতি, আলোর সন্ধানে) সাকিব হাসান ( প্রতিষ্ঠাতা সভাপতি, গলাচিপা ছাত্র কল্যাণ পরিষদ) জাহিদ হাসান জনি ( সাংগঠনিক সম্পাদক, গলাচিপা সেচ্ছাসেবী ছাত্র কল্যাণ সমিতি) খেয়া ঘাটের আবুল কালাম এবং ফরিদ। মানব বন্ধনের পড়ে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এর কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হবে।
তার পড়ে সভাই মিলে স্ব-শরীরে সেচ্ছায় শ্রমের মাধ্যমে কাজ করে গলাচিপা লঞ্চঘাটের রাস্তাটি করে দেওয়া হবে। উক্ত সেচ্ছা মূলক প্রোগ্রামে আপনারা সকলে আমন্ত্রিত।
আমন্ত্রেঃ
★ ইঞ্জিয়ার নাঈম রেজা শুভ্র,
গলাচিপা সাধারন মানুষের পক্ষে।
উক্ত প্রোগ্রামে একাত্ততা ঘোষণা এবং সার্বিক সহযোগীতায় থাকবেন
১. গলাচিপা ছাত্র কল্যাণ পরিষদ।
২. আলোর সন্ধানে।
৩. গলাচিপা সেচ্ছাসেবী ছাত্র কল্যাণ সমিতি।