ফ্রী ইন্টারনেট ও সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য সমূহ

  • Home
  • Bangladesh
  • Galachipa
  • ফ্রী ইন্টারনেট ও সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য সমূহ

ফ্রী ইন্টারনেট ও সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য সমূহ এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠ?

গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে সংগঠনের কিছু কর্মী
05/12/2016

গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে সংগঠনের কিছু কর্মী

অসহায় শিশুদের সাথে সংগঠনের কিছু কর্মী
05/11/2016

অসহায় শিশুদের সাথে সংগঠনের কিছু কর্মী

আলোর সন্ধানে সংগঠনের কিছু কর্মী
05/11/2016

আলোর সন্ধানে সংগঠনের কিছু কর্মী

সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে কিছু কার্যক্রম
05/11/2016

সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে কিছু কার্যক্রম

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জবাইকৃত পশুর রক্ত ও অপ্রয়োজনীয় অংশ রাস্তায় বা যেখানে সেখানে না ফেলা হয় এবং পরিবেশ সংরক্ষণ কর...
10/09/2016

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জবাইকৃত পশুর রক্ত ও অপ্রয়োজনীয় অংশ রাস্তায় বা যেখানে সেখানে না ফেলা হয় এবং পরিবেশ সংরক্ষণ করা হয় এই কারণে আলোর সন্ধানের পক্ষ থেকে ব্যাগ বিতরন কর্মসূচি পালন করা হয়েছে। গলাচিপা উপজেলা চেয়ারম্যান জনাব সামসুজ্জামান লিকন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উক্ত কর্মসূচি শুরু করা হয়। উক্ত কর্মসূচিতে আলোর সন্ধানের সকল সদস্যরা উপস্থিত ছিল।

29/07/2016

অ‌তি জরু‌রি এ নে‌গে‌টিভ রক্ত দরকার
আপনার অথবা আপনার কাছে আসে অথবা আপনার পাশে থাকে,অর্থাৎ আপনার আশেপাশে কারো যদি এ নেগেটিভ(A-) রক্ত থাকে তাহলে একজন রোগীর জরুরী প্রয়োজনে রক্ত দিতে এগিয়ে আসুন প্লিজ।
ঢাকার বাইরে দেশের যেকোন জায়গায় থাকলে সেখান থেকে রক্ত যোগাড় করার ব্যবস্থা করা হবে। যেভাবেই হোক এ নেগেটিভ রক্ত প্রয়োজন।
যোগাযোগ:01862546006... dhaka medical

24/07/2016

এভাবে সাধারণ মানুষের ভোগান্তি সারা বছর ধরে চলতে পারে না! বিগত প্রায় ১ বছর ধরে গলাচিপা খেয়াঘাট,ফেরিঘাট, লঞ্চঘাটের এরকম বেহাল দশা। বিগত কয়েক মাস ধরে বিভিন্ন উচ্চ মহলে দাবী জানানোর পরে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক বারে বারে নিউজ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয় নি। গলাচিপা খেয়াঘাট, ফেরিঘাট, লঞ্চঘাটকে দ্রুত সংস্কার এবং সাধারন মানুষের যাতায়াতের উপযোগী করে গড়ে তোলার দাবিতে আগামী সোমবার ( ২৫ জুলাই, ২০১৬) সকাল ৯: ৩০ টায় এক মানব বন্ধন কর্মসূচী আহবান করা হয়েছে । স্থানঃ থানার সামনে। আপনারা সকলে আমন্ত্রীত।
আজ সরোজিনে পরিদর্শন করেন ইঞ্জিয়ার কাওসার নাঈম রেজা শুভ্র। রুবায়েত হাসান রাসেল ( সভাপতি, আলোর সন্ধানে) সাকিব হাসান ( প্রতিষ্ঠাতা সভাপতি, গলাচিপা ছাত্র কল্যাণ পরিষদ) জাহিদ হাসান জনি ( সাংগঠনিক সম্পাদক, গলাচিপা সেচ্ছাসেবী ছাত্র কল্যাণ সমিতি) খেয়া ঘাটের আবুল কালাম এবং ফরিদ। মানব বন্ধনের পড়ে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এর কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হবে।
তার পড়ে সভাই মিলে স্ব-শরীরে সেচ্ছায় শ্রমের মাধ্যমে কাজ করে গলাচিপা লঞ্চঘাটের রাস্তাটি করে দেওয়া হবে। উক্ত সেচ্ছা মূলক প্রোগ্রামে আপনারা সকলে আমন্ত্রিত।

আমন্ত্রেঃ
★ ইঞ্জিয়ার নাঈম রেজা শুভ্র,
গলাচিপা সাধারন মানুষের পক্ষে।
উক্ত প্রোগ্রামে একাত্ততা ঘোষণা এবং সার্বিক সহযোগীতায় থাকবেন
১. গলাচিপা ছাত্র কল্যাণ পরিষদ।
২. আলোর সন্ধানে।
৩. গলাচিপা সেচ্ছাসেবী ছাত্র কল্যাণ সমিতি।

আলোর সন্ধানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন এবং দরিদ্র শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা ঽয়। এই অনুষ্ঠানে ...
25/06/2016

আলোর সন্ধানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন এবং দরিদ্র শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা ঽয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মু: সামসুজ্জামান লিকন (চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গলাচিপা)। এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত করেন জনাব মু: রুবায়েত হাসান রাসেল (সভাপতি, আলোর সন্ধানে, গলাচিপা)।

স্বাধীন (আলোর সন্ধানে)

সহকারী কমিশনার  (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গলাচিপা মহোদয়ের শেষ কার্যদিবসে সৌজন্য সাক্ষাত শেষে    গলাচিপা ডিগ্রি কল...
19/05/2016

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গলাচিপা মহোদয়ের শেষ কার্যদিবসে সৌজন্য সাক্ষাত শেষে গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহোদয় ও গলাচিপা হাসপাতালের নার্স সুপারভাইজার এবং আলোর সন্ধানের সভাপতি রুবায়েত হাসান রাসেল ও উপদেষ্টা রিয়াজ স্যার এবং আলোর সন্ধানের সদস্যরা ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানাচ্ছে।
Admin..

29/04/2016
20/04/2016
18/04/2016

আলোর সন্ধানের সকল সদস্যকে আবারো নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি..... এবং সবাইকে বলছি পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের ম্যাগাজিন অনুষ্ঠান "রামনাবাদের তীরে "" আগামীকাল বিকাল ৫.০০ মিনিটে অনুষ্ঠিত হইবে....তাই সকল সদস্য কে সকাল ৯টার সময় high school বর্ডিং এ উপস্থিত থাকার জন্য বলা হয়েছে......
অনুরধক্রমে সভাপতি ও উপদেষ্টা মন্ডলি.............
নাঈম আহম্মেদ ফেলুদা............... আলোর সন্ধানে.............

পহেলা বৈশাখের কিছু ছবি
18/04/2016

পহেলা বৈশাখের কিছু ছবি

08/04/2016

সম্মানিত সদস্যরা, আসসালামু আলাইকু
১লা বৈশাখ উপলক্ষে আমাদের কার্যক্রম :-
১।অসহায় শিশুদের নিয়ে পান্তা ইলিশ ভোজন (সকল সদস্যকে ১০০ টাকা করে চাঁদা দিতে হবে)।
২।মেলায় গনসচেতনতা মূলক লিফলেট লাগান।
৩।মেলায় ম্যাগাজিন অনুষ্ঠান "আলোকিত সন্ধা "করা হবে।
যেসকল সদস্য অনুষ্ঠানে অংশগ্রহন করবেন তারা আগামীকাল ৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০০ ঘটিকার সময় high school এ উপস্থিত হবেন।কালকে থেকে practice করান হবে।

Amr mot a "YES"
06/04/2016

Amr mot a "YES"

02/04/2016

পহেলা বৈশাখ, ইতিহাসঃ
ভারতবর্ষে মুঘল সম্রাজ্য প্রতিষ্ঠার পর
সম্রাটরা হিজরী পঞ্জিকা
অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায়
করত। কিন্তু হিজরি সন চাঁদের উপর
নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের
সাথে মিলত না। এতে অসময়ে
কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে
বাধ্য করতে হত। খাজনা আদায়ে
সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট
আকবর বাংলা সনের প্রবর্তন করেন।
তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে
সংস্কার আনার আদেশ দেন।
সম্রাটের আদেশ মতে তৎকালীন
বাংলার বিখ্যাত
জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ
ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং
আরবি হিজরী সনের উপর ভিত্তি
করে নতুন বাংলা সনের নিয়ম
বিনির্মাণ করেন। ১৫৮৪
খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ
থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে
এই গণনা পদ্ধতি কার্যকর করা হয়
আকবরের সিংহাসন আরোহণের সময়
(৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই
সনের নাম ছিল ফসলি সন, পরে
বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে
পরিচিত হয়।
সুত্রঃ উইকিপিডিয়া..
আকবরের শাসনামলে আকবর প্রাথমিক
অবস্থায় একজন ধর্মপ্রান মুসলিম
ছিলেন, কিন্তু কালক্রমে হারেমের
অভ্যন্তরের রাজপুত এবং হিন্দু
রানীদের প্ররোচনা এবং তৎকালিন
হিন্দুদের আবেদনে ও সে এক বিকল্প
সন খুঁজছিল। হিন্দুদের অভিযোগ ছিল,
যেহেতু হিজরি সন অনুসারে রাস্ট্র
পরিচালনা করা হচ্ছে সেহেতু
তাদের পুজা অচ্চনায় সমস্যা হচ্ছে।
আনন্দনাথ রায়ও ঠিক এমনটাই
বলেছিল -
'আকবর বাদশাহর রাজত্বকালে হিন্দু
সম্প্রদায় বাদশাহের কাছে জ্ঞাপন
করে, আমাদের ধর্মকর্ম সম্পর্কীয়
অনুষ্ঠানে হিজরি সন ব্যবহার করতে
ইচ্ছা করি না। আপনি আমাদের জন্য
পৃথক সন নির্দিষ্ট করে দিন। আকবর
হিন্দু প্রজার মনোরঞ্জনার্থে
হিজরি সন থেকে দশ-এগার বছর
কমিয়ে এলাহি সন নামে একটি
সনের প্রচলন করেন। যা আমাদের
বঙ্গদেশের সন বলে চলে আসছে।
Nayim Ahmed (Feluda)

আলোর সন্ধান ও গলাচিপা ছাত্র কল্যাণ পরিষদের  যৌথ উদ্যোগে আগামি কাল  হাইস্কুল রোডে......"সোহাগী জাহান তনু" হত্যার সুষ্ঠ বি...
01/04/2016

আলোর সন্ধান ও গলাচিপা ছাত্র কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আগামি কাল
হাইস্কুল রোডে......
"সোহাগী জাহান তনু" হত্যার সুষ্ঠ বিচারের জন্য সকলের ঐক্য ও মানব বন্ধন করা হবে......
আমাদের একটাই দাবি...
"তনু হত্যার বিচার চাই"

Address

Galachipa

Alerts

Be the first to know and let us send you an email when ফ্রী ইন্টারনেট ও সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য সমূহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram