03/09/2025
✅ জিহবার রঙ অনুযায়ী রোগ ও সুস্থতার লক্ষণ
1️⃣ গোলাপি / হালকা লাল জিহ্বা
👉 শরীর সুস্থ ও রক্ত সঞ্চালন স্বাভাবিক।
2️⃣ অতিরিক্ত ফ্যাকাশে / সাদা জিহ্বা
👉 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), ভিটামিনের ঘাটতি, শরীরে দুর্বলতা।
3️⃣ গাঢ় লাল / উজ্জ্বল লাল জিহ্বা
👉 শরীরে অতিরিক্ত তাপ, জ্বর, সংক্রমণ বা প্রদাহের লক্ষণ।
4️⃣ হলদে আভাযুক্ত জিহ্বা
👉 লিভার বা পিত্তজনিত সমস্যা, হজমে গণ্ডগোল, পেটে গ্যাস বা এসিডিটি।
5️⃣ কালচে বা বেগুনি আভাযুক্ত জিহ্বা
👉 রক্ত সঞ্চালনে সমস্যা, অক্সিজেনের ঘাটতি, হৃদরোগ বা ফুসফুসজনিত অসুখের ইঙ্গিত।
6️⃣ শুকনো ও ফাটলযুক্ত জিহ্বা
👉 শরীরে পানিশূন্যতা, ভিটামিন বি কমপ্লেক্স বা আয়রনের ঘাটতি।
7️⃣ জিহ্বায় সাদা স্তর জমে থাকা
👉 হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা পেটে টক্সিন জমে থাকা।
📌 নোট:
এগুলো সাধারণ স্বাস্থ্যসংক্রান্ত লক্ষণ। সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি।
আমাদের থেরাপিস্ট/চিকিৎসক এর পরামর্শ নিয়ে সিরিয়াল পেতে যোগাযোগ করুন সরাসরি :- 01780-609746