কল্যাণের শপথ সংগঠন বাংলাদেশ -KssBangladesh

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • কল্যাণের শপথ সংগঠন বাংলাদেশ -KssBangladesh

কল্যাণের শপথ সংগঠন বাংলাদেশ -KssBangladesh সামাজিক সংগঠন - Welfare pledge Organizations -Bangladesh

"আমি মু'স'লিম হবো" শুনেই দুর্বল হয়ে পড়বেন না বোন!"আমি মুসলিম হবো" এই একটা কথাই এখন হাজার হাজার বোনের জীবনের কাল হয়ে দ...
09/04/2024

"আমি মু'স'লিম হবো" শুনেই দুর্বল হয়ে পড়বেন না বোন!

"আমি মুসলিম হবো" এই একটা কথাই এখন হাজার হাজার বোনের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বোন আমার এটা তো তাদের ফাঁ"দ ব্যাতিত অন্য কিছুই নয়। কোনো হি *ন্দু ছেলে এসে যদি আপনাকে বলে, সে ইসলাম সম্পর্কে জানতে চায়, ইসলাম তার ভালো লাগে, নামাজ, রোজা, কুরআন ইসলামের সবকিছুই তার ভালো লাগে, এমনকি সে আপনার বিশ্বাস অর্জনের জন্য কিছু সূরা হাদীসও মুখস্ত করে আপনাকে শোনাতে পারে! অতপর সে বলবে সে মুসলিম হতে চায়! আর আপনিও নেকির আসায় এই কথায় দু'র্বল হয়ে পড়বেন! ওয়াল্লাহি, এটাই তাদের ফাঁ"দ, এটাই ।

তারা মুসলিম হতে চায় কিন্তু কোনো কোনো ইমামের নিকট যায় না, কোনো আলেমদের কাছে যায় না। তারা শুধু মুসলিম মেয়েদের থেকেই ইসলাম সম্পর্কে জানতে চায়, তাদের থেকেই ইসলাম গ্রহণ করতে আসে। চিনে রাখুন বোনেরা, এগুলো ভন্ড হি" ন্দু: ত্ববাদী মা: লাউ *উন ব্যাতিত আর কেউ না।

আর বোন আমার, এত সহজেই দুর্বল হয়ে পড়বেন না। আপনার তো কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলাই জায়েজ নেই। মনে রাখবেন, আল্লাহ্ পাক আপনার ওপর এই দায়িত্ব দেননি। আপনাকে বলা হয়নি কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে, তাকে ইসলামের দাওয়াত দিতে! কেউ যদি সত্যই ইসলামকে ভালোবাসে, ইসলাম গ্রহণ করতে চায় তাহলে সে আপনার কাছে না বোন; ইমাম, আলেমদের কাছে যাবে। তাদের হাতেই কালেমা পড়বে।

তাদের উদ্দেশ্যই আপনাকে ভোলানো, আপনার দ্বীনের প্রতি দুর্বলতাকে কাজে লাগানো, অতপর আপনাকে তাদের নোং" রা ফাঁ*দে ফেলানো! যার শেষ পরিণতি ভ"য়া বহ!

বোন আমার, আপনারা কি নিজেদের মর্যাদা ভুলে গেছেন! ভুলে গেছেন আপনি কত টা মূল্যবান! আপনি মূল্যবান বলেই আপনার সুরক্ষায়, আপনার ইজ্জ"ত আব্রু'র হেফাজতে রবের এত আয়োজন, রবের এত বিধি নিষেধ। আপনি মূল্যবান বলেই আপনার হেফাজতে মহান আল্লাহ্ পাকের নির্দেশে নিয়োজিত এই উম্মাহর ভাইয়েরা। বোন আমার, আপনি শুধু ইসলামের সকল বিধি নিষেধ মেনে চলুন আর স"তর্ক থাকুন, বাকি দায়িত্ব উম্মাহর এই ভাইদের ইনশা আল্লাহু আজিজ।

আলহামদুলিল্লাহ❤️একটি অসুস্থ বাচ্চাকে বাচ্চার অপারেশন এর জন্যকল্যাণের শপথ সংগঠন বাংলাদেশ -KssBangladesh   এর সকল সদস্যের ...
09/04/2024

আলহামদুলিল্লাহ❤️
একটি অসুস্থ বাচ্চাকে বাচ্চার অপারেশন এর জন্য
কল্যাণের শপথ সংগঠন বাংলাদেশ -KssBangladesh এর সকল সদস্যের প্রচেষ্টায়
তার পরিবারের কাছে (২৮ হাজার ২ শত টাকা) হস্তান্তর করা হয়🌹❤️❤️
আসুন আমারা সবাই জান্নাতি ফুলকে বাচাতে এগিয়ে আসি ইনশাআল্লাহ

বিকাশ ও নগদ:01907814922

♦️একটি মানবিক আবেদন♦️দয়া করে সবাই জান্নাতি ফুল বাচাতে এগিয়ে আসি ইনশাআল্লাহ 😥😥বিকাশ ও নগদ:01907814922আপনার একটু অর্থ সাহা...
05/04/2024

♦️একটি মানবিক আবেদন♦️
দয়া করে সবাই জান্নাতি ফুল বাচাতে এগিয়ে আসি ইনশাআল্লাহ 😥😥
বিকাশ ও নগদ:01907814922
আপনার একটু অর্থ সাহায্যে বাচঁতে পারে একটি শিশুর প্রাণ।

গত ২৮/০৩/২০২৪ রাত ২ টায় ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আমার ছোট ভাইয়ের বাবা(মো: আতিকার রহমান) একটি নবজাতকের বাবা হন।নবজাতক ভূমিষ্ট হলে দেখতে পারেন যে, নবজাতকের প্রসাব-পায়খানার কোনো রাস্তা নেই।তারপর নবজাতকের পরিবার বিষয়টি উক্ত হসপিটালের ডাক্তার /নার্স কে জানায়, ইমারজেন্সি তারা ঢাকার আরেকটি স্বনামধন্য হসপিটালে রেফার করে এবং নবজাতক কে আইসিইউ তে পাঠিয়ে দেয় রাত ৩ টার দিকে।

গত ২৯-০৩-২০২৪ রোজ শুক্রবার দুপুর ২ টায় হসপিটাল কতৃপক্ষ নবজাতকের পরিবারের কাছে নবজাতক কে হস্তান্তর করে। নবজাতকের প্রসাব-পায়খানা নাভি দিয়ে বের হয়ে যাওয়ার ফলে কর্মরত চিকিৎসক অপারেশনের কথা বলে।
উক্ত অপারেশন করাতে নবজাতকের পরিবারের ৪-৫ লাখ টাকা খরচ হতে পারে।
নবজাতকের পরিবার অতিসাধারণ হওয়ায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।

কেউ যদি সাহায্য করতে চান তাহলে্ নিজের সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করবেন**

সাহায্যের জন্য- 01907814922(বিকাশ/নগদ)

আপনারা কম বেশি যে যা পারেন তাই দিয়ে আমাদের সহযোগিতা করুন।

সকলেই এই পোস্ট বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে আরও মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে।

~তোমরা কি মনে করো যে, (হিসাব-নিকাশ ছাড়াই) তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে?”-সূরা কিয়ামাহ, আয়াত ৩৬
07/03/2024

~তোমরা কি মনে করো যে,
(হিসাব-নিকাশ ছাড়াই) তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে?”
-সূরা কিয়ামাহ, আয়াত ৩৬

হাফিজাহুল্লাহ
02/03/2024

হাফিজাহুল্লাহ

02/03/2024

ভুলে গেলেন নাকি?

আবার উদরে ঢালছি কোক!
28/02/2024

আবার উদরে ঢালছি কোক!

22/02/2024
🌹আলহামদুলিল্লাহ❤️আলহামদুলিল্লাহ 🌹অভিনন্দন ও শুভ কামনা রইলোকোরআন প্রতিযোগিতায় আবারো ১ম স্থান অধিকারী হাফেজ সালেহ আহমদ তা...
15/01/2024

🌹আলহামদুলিল্লাহ❤️আলহামদুলিল্লাহ 🌹
অভিনন্দন ও শুভ কামনা রইলো
কোরআন প্রতিযোগিতায় আবারো ১ম স্থান অধিকারী হাফেজ সালেহ আহমদ তাকরিম এর প্রতি❤️
তোমার জন্য আজ গর্বিত বাংলাদেশ !!

বিয়ে বাড়িতে গিয়ে "খাবার" নিয়ে সমালোচনা করবেন না। কারণ ওই দিন কিছু কিছু "বাবা" তাঁর সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনাদের ...
12/01/2024

বিয়ে বাড়িতে গিয়ে "খাবার" নিয়ে সমালোচনা করবেন না। কারণ ওই দিন কিছু কিছু "বাবা" তাঁর সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেন।🚫❌

উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ হাজার হাজার আলেমের সেরেতাজ, ফেনী দারুল উলুম ওলামা বাজার মাদ্রাসার মহাপরিচালক ও শাইখুল হাদ...
03/01/2024

উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ হাজার হাজার আলেমের সেরেতাজ, ফেনী দারুল উলুম ওলামা বাজার মাদ্রাসার মহাপরিচালক ও শাইখুল হাদিস, প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব হাফিজাহুল্লাহ গুরতর অসুস্থ হয়ে ফেনী আল-কেমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ তা'আলা হুজুরের পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং তার ছায়া আমাদের মাঝে দীর্ঘায়ু করুন। আমিন।।

প্রিয় মাতৃভূমি জামালপুর  ফেসবুক ও মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা - বাংলাদেশ এর উদ্যোগে❤️মানবিক উদ্যোগ নিতে হলে থাকা চাই স...
28/12/2023

প্রিয় মাতৃভূমি জামালপুর ফেসবুক
ও মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা - বাংলাদেশ
এর উদ্যোগে
❤️মানবিক উদ্যোগ নিতে হলে থাকা চাই সৎ সাহস এবং মহৎ উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করার মানসিকতা।
তাহলেই যে কোন ভাবে মহান আল্লাহ এই মহৎ উদ্দেশ্য সফল করেন
এটার প্রমাণ আমরাই
মেলান্দহ রেল স্টেশনে আজ ২৬/১২/২৩ রোজ মঙ্গলবার উদ্বোধন করা হলো।
🌹প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপের প্রধান উপদেষ্টা
জনাব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল
Bulbul Ashraful
এবং
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামপুর উপজেলার
🟩 মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সাধারণ সম্পাদক
🟩 জনাব আশিকুর রহমান আশিক
এবং মেলান্দহ উপজেলার সকল মানবিক সহজোদ্ধাগন।
❤️মানবতার দেয়াল ও মানবতার লাইব্রেরীর বিষয়ে
আমি সকলের নিকট প্রত্যাশা করবো সব সময় এই দুইটি উদ্যোগের খুঁজ নেয়া হয়।
বই , কাপড় ইত্যাদি দিয়ে সব সময় সুন্দর মানবিক আলোটি জ্বালিয়ে রাখা।
বই পড়ার অভ্যাস তৈরি করতে পারলে স্টেশনে আগত অপেক্ষমান যাত্রীরা সময় কাটানোর সুন্দর একটা মাধ্যম খুজে পাবে।

🔵এই মানবিক উদ্যোগের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সার্বিক সহযোগিতা করেছেন , উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
বিশেষ করে জনাব মোঃ নজরুল ইসলাম ভাই
Md Nazrul Islam Jamalpur
এই প্রোগ্রাম বাস্তবায়নে সকল প্রকার পরিশ্রম করেছেন
তার প্রতি দোয়া রইলো।
আসুন ছোট হোক প্রতিদিন একটি করে মানবিক কাজ করি।

আমাদের জয়গান মানবতার কল্যাণ
জয় হোক মানবতার

এক হয়েছে মুক্তিকামী বীর জনতারুখবে তাদের সাধ্যকার🙋‍♂️❤️১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস❤️ বাংলার বাঙালির ঐতিহাসিক মুক্ত দিবসযাদ...
16/12/2023

এক হয়েছে মুক্তিকামী বীর জনতা
রুখবে তাদের সাধ্যকার🙋‍♂️
❤️১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস❤️
বাংলার বাঙালির ঐতিহাসিক মুক্ত দিবস
যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিজয়ী জাতি
তাদেরক জানাই হাজারো সালাম ও বিনম্র শ্রদ্ধা
ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কে জানাই বাংলার বিজয় দিবসের বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন 🌹🌹

😥১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস😥একাত্তরে পাক হানাদার বাহিনীর হাতে শহীদজাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইলো অকৃত্রিম শ্রদ...
14/12/2023

😥১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস😥
একাত্তরে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা❤️🌹
শুভেচ্ছান্তে
Ibrahim Hossain Durjoy
❤️সভাপতি❤️
জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ
টঙ্গী সরকারি কলেজ -গাজীপুুর
💚প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক💚
কল্যাণের শপথ সংগঠন -বাংলাদেশ ।

শোক সংবাদ!ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুল গণী রহ. ইনতিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😥 ...
29/11/2023

শোক সংবাদ!
ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুল গণী রহ. ইনতিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😥
কল্যাণের শপথ সংগঠন -বাংলাদেশ । এর পুরো পরিবার শোকাহত
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক🤲🤲

Address

Dhaka
Gazipur
KSSBDESP

Telephone

+8801907814922

Website

Alerts

Be the first to know and let us send you an email when কল্যাণের শপথ সংগঠন বাংলাদেশ -KssBangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কল্যাণের শপথ সংগঠন বাংলাদেশ -KssBangladesh:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram