
09/04/2024
"আমি মু'স'লিম হবো" শুনেই দুর্বল হয়ে পড়বেন না বোন!
"আমি মুসলিম হবো" এই একটা কথাই এখন হাজার হাজার বোনের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বোন আমার এটা তো তাদের ফাঁ"দ ব্যাতিত অন্য কিছুই নয়। কোনো হি *ন্দু ছেলে এসে যদি আপনাকে বলে, সে ইসলাম সম্পর্কে জানতে চায়, ইসলাম তার ভালো লাগে, নামাজ, রোজা, কুরআন ইসলামের সবকিছুই তার ভালো লাগে, এমনকি সে আপনার বিশ্বাস অর্জনের জন্য কিছু সূরা হাদীসও মুখস্ত করে আপনাকে শোনাতে পারে! অতপর সে বলবে সে মুসলিম হতে চায়! আর আপনিও নেকির আসায় এই কথায় দু'র্বল হয়ে পড়বেন! ওয়াল্লাহি, এটাই তাদের ফাঁ"দ, এটাই ।
তারা মুসলিম হতে চায় কিন্তু কোনো কোনো ইমামের নিকট যায় না, কোনো আলেমদের কাছে যায় না। তারা শুধু মুসলিম মেয়েদের থেকেই ইসলাম সম্পর্কে জানতে চায়, তাদের থেকেই ইসলাম গ্রহণ করতে আসে। চিনে রাখুন বোনেরা, এগুলো ভন্ড হি" ন্দু: ত্ববাদী মা: লাউ *উন ব্যাতিত আর কেউ না।
আর বোন আমার, এত সহজেই দুর্বল হয়ে পড়বেন না। আপনার তো কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলাই জায়েজ নেই। মনে রাখবেন, আল্লাহ্ পাক আপনার ওপর এই দায়িত্ব দেননি। আপনাকে বলা হয়নি কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে, তাকে ইসলামের দাওয়াত দিতে! কেউ যদি সত্যই ইসলামকে ভালোবাসে, ইসলাম গ্রহণ করতে চায় তাহলে সে আপনার কাছে না বোন; ইমাম, আলেমদের কাছে যাবে। তাদের হাতেই কালেমা পড়বে।
তাদের উদ্দেশ্যই আপনাকে ভোলানো, আপনার দ্বীনের প্রতি দুর্বলতাকে কাজে লাগানো, অতপর আপনাকে তাদের নোং" রা ফাঁ*দে ফেলানো! যার শেষ পরিণতি ভ"য়া বহ!
বোন আমার, আপনারা কি নিজেদের মর্যাদা ভুলে গেছেন! ভুলে গেছেন আপনি কত টা মূল্যবান! আপনি মূল্যবান বলেই আপনার সুরক্ষায়, আপনার ইজ্জ"ত আব্রু'র হেফাজতে রবের এত আয়োজন, রবের এত বিধি নিষেধ। আপনি মূল্যবান বলেই আপনার হেফাজতে মহান আল্লাহ্ পাকের নির্দেশে নিয়োজিত এই উম্মাহর ভাইয়েরা। বোন আমার, আপনি শুধু ইসলামের সকল বিধি নিষেধ মেনে চলুন আর স"তর্ক থাকুন, বাকি দায়িত্ব উম্মাহর এই ভাইদের ইনশা আল্লাহু আজিজ।