Garman Homeo Hall

Garman Homeo  Hall THIS PAGE IS FOR HEALTH CARE IN HMIOPHATHY MEDICINE

29/08/2023

একটি জীবন রক্ষাকারী ঔষধ।

29/08/2023

ডেঙ্গু জ্বরে, চুপ করে পড়ে থাকে, বেশি পরিমান পানি পান করে, পায়খানা হয় না, জিহ্বা সাদা প্রলেপ, বায়োনিয়া ২০০ তিন ঘন্টা পর পর অব্যর্থ।
ডাঃ মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন
টঙ্গী, বনমালা, গাজীপুর।

29/08/2023

শিশুদের ডেঙ্গু জ্বরে, পিপাসা না থাকলে, চুপকরে পড়ে থাকলে, পায়খানা স্বাভাবিক, জেলসেমিয়াম ৫ ঘন্টা পর পর
অব্যর্থ।
ডাঃ মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন

21/07/2023

বাদশাহ ফাহাদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিমগাছের চারা। বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদীর আরাফাতের মরুদ্যান ছায়াসিক্ত করতে পাঠিয়েছিলেন ২০০০০ নিমগাছের চারা।

সৌদি সরকারও নিমগাছের বিশেষ উপহারকে আনন্দের সাথে গ্রহণ করে সেসব গাছের উৎপাদন জারি রাখতে সেদেশে অনেক নার্সারি স্থাপন করে দিয়েছিলেন। জিয়াউর রহমান তৎকালীন সৌদি বাদশাহ খালেদ ইবনে আবদুল আজিজকে আনুষ্ঠানিক পত্র মারফত অনুরোধ করেছিলেন যেন আরাফাতের নিমগাছের পরিচর্যার ভার সৌদি প্রশাসন প্রবাসী বাংলাদেশীদের হাতেই অর্পণ করেন। সেই থেকে আজ পর্যন্ত এসব নিমগাছের রক্ষণাবেক্ষণে আরব প্রবাসী বাঙালিরাই নিয়োজিত আছে। সৌদি সরকার কর্তৃক স্থাপিত নার্সারিসমূহতেও বাংলাদেশিরাই কর্মরত। সৌদী সরকার জিয়াউর রহমানের নাম স্মরণযোগ্য করে রাখার জন্য নিমগাছগুলোর নাম রেখেছে ‘জিয়া দরখৎ’ বা ‘জিয়া গাছ’।

আরাফাতের মরুর বুকে এখন লাখ লাখ সবুজ নিমগাছ। আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে অসংখ্য নিমগাছ। সৌদি আরবে এখন এসব গাছকে সবাই চেনে ‘জিয়া ট্রি’ হিসেবেই। আরবিতে কেউ কেউ বলেন, ‘জিয়া সাজারাহ’। হাজীরা এই নিমগাছের শীতল ছায়ায় হজ পালন করেন। প্রচণ্ড গরমে নিমগাছের বাতাস তাদের প্রাণ জুড়িয়ে দেয়। আরাফাতের ময়দানের জাবালে রহমতে (রহমতের পাহাড়) উঠে চার দিকে তাকালে দেখা যায়, পাহাড়ঘেরা বিশাল এলাকাজুড়ে শুধু নিমগাছ আর নিমগাছ।

বাদশাহকে নিমগাছ উপহার দেয়ার সময় জিয়াউর রহমান বলেছিলেন, ‘গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার।’ বাদশাহ ফাহাদ বহু দেশ থেকে বহু মূল্যবান উপহার পেয়েছেন; কিন্তু এমন মূল্যবান উপহার আর পাননি। আবেগে আপ্লুত বাদশাহ জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে। তিনি বলেন, ‘আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু। তিনি বাংলাদেশের উন্নয়নে অর্থ সাহায্য দিতে চান।’ জিয়াউর রহমান এ সময় বলেন, ‘আমাদের দেশের মানুষ গরিব, কিন্তু তারা পরিশ্রম করতে জানে। আপনার দেশের উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার। একটি নব্য স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান, তবে আমার দেশের বেকার মানুষদের কাজ দিন।’ বাদশাহ ফাহাদ রাজি হলেন। উন্মোচিত হলো

20/07/2023

ডেঙ্গু জ্বরের চিকিৎসা করা হয়। জার্মান হোমিও হল, বনমালা রেলগেইট, টঙ্গী, গাজীপুর।
যোগাযোগ: 01857070137

04/10/2022
দাদ / চর্ম রোগদাদের মহৌষধ হইল নেট্রাম সালফ 200 অথবা বেসিলিনাম 1000 শক্তি ১৫ দিন অন্তর ব্যবহার ১ মাত্রা।নেট্রাম সালফ জল ...
02/10/2022

দাদ / চর্ম রোগ

দাদের মহৌষধ হইল নেট্রাম সালফ 200 অথবা বেসিলিনাম 1000 শক্তি ১৫ দিন অন্তর ব্যবহার ১ মাত্রা।
নেট্রাম সালফ
জল জলাভূমি ও জলীয়খাদ্যে বৃদ্ধি। নেট্রাম সালফ একটি সুগভির শক্তিশালি ঔষধ, সাইকোসিস ইহার প্রকৃষ্ট কর্মক্ষেত্র কিন্তু সিফিলিসের ক্ষেত্রেও ইহার ব্যাবহার দেখাযায়। প্রাপ্ত বা অর্জিত দোষে স্ত্রী ‍পুরুষের মধ্যে যে সকল উপসর্গ দেখাদেয় তাহাদের তো কথাই নাই। বংশগত উপসর্গে শিশুরা যখন হাফানী নিমুনিয়া প্রভৃতি নানাবিদ উপসর্গে কষ্ট পাইতে থাকে তখন ও ইহা সমাধিক ফলপদ।থুজা। (মেডো)
স্বপ্নে ও সে চারদিকে জ্বল দখিত থাকে, যেন জ্বলে সাতার দিতাছে, উড়িয়া যাইবার স্বপ্ন ও নেট্রামসালফে খুব বেশি। বর্ষাকাল বিষ্টির জল জলো হাওয়া জলা যায়গা তাহার পরম শত্রু। ঠান্ডা জ্বল ঠান্ডা খাদ্য খাইলে উদারময়। ফলমুল খাইলে দুধ খাইলে উদারময়।আলু সহ্য হয়না আটা ময়দা সাবু শ্বেতসার বিশিষ্ট খাদ্য সহ্য হয় না।
নেট্রাম সালফের ২য় কথাঃ
বিরক্ত, বিষন্নভাব ও আত্মহত্যার ইচ্ছা। নেট্রাম সালফের রুগি বন্ধু বান্ধব পছন্দ করে না । গান বাজনা পছন্দ করে না মাংশ ও রুটিতে অনিচ্ছা, প্রতকালে মলত্যাগ মলত্যাগে প্রচুর বায়ু নিঃসরন। হাপানী ও ভোরবেলায় বৃদ্ধি, ঋতুস্রাব প্রাতকালে বৃদ্ধি পায়। উদারময়ে উপশম।
নেট্রমসালফ সম্পর্কে এই কথা বিশেষ করিয়া মনে রাখিবেন যে,
সে কখনো শাক শবজি সহ্য করিতে পারে না, বিশেষ করিয়া যে সকল শাক সবজিতে জলের ভাগ বেশি।যেমন ফালন শাক, পুই শাক, বাধা কপি ইত্যাদি, খাইলে অসুস্থ হইয়া পড়ে। বর্ষায় বৃদ্ধি, প্রাত কালিন মলত্যাগের সহিত প্রচুর বায়ূ নিঃসরন, শাক সবজি সহ্য হয়না তাহলে নেট্রামসালফ অদ্ধিতীয়। নখপচিয়া যায়। থুজা ও নেট্রাম সালফ িএকই লক্ষন, কিন্তু থুজা মৃত মানুষের সপ্ন,সঙ্গ প্রিয়তা, ও বদ্ধমূল ধারনা।
আর নেট্রম সালফ এ নিঃস্বঙ্গ প্রিয়তা, আত্মহত্যার ইচ্ছা,গান বাজনায় বিরক্তি প্রধান বৈশিষ্ট। সাতার কাটার সপ্ন উড়িয়া যাবার স্বপ্ন। ক্রদ্ধ ভাব।

বেসিলিনাম ১০০০ শক্তি
টিইভারকুলিনাম এর সহযোগী ্ওষধ, এনিটসরিক। অল্পে ঠান্ডা লাগে,পুজ কিংবা চটা পানির মত কিছু বের হলে ইহা উপকারী।

2। ছুলি/ ছইদঃ
ইহাতে এনাকাডিয়াম ২০০ ইতে উচ্ছ শক্তি খুব সুন্দর ফল দেয়। থুজা ২০০ হইতে উচ্চ শক্তি নিশ্চিত আরোগ্য কারি। আর্সে সালফ ফ্লেভাম ২০০ সাপ্তাহে একবার প্রযোজ্য। কমোক্লেডিয়া ২০০, সাপ্তাহে একবার প্রযোজ্য। পরিস্কার পরিচ্ছন্নতা ভালোবাসে এমন বোগীকে আর্সেনিক হাজার, সাপ্তাহে একমাত্রা সুন্দর ফল দেয়।

৩। গোলাকার চাকা চাকা দাদে সিপিয়া ২০০ সাপ্তাহে ১ বার অব্যর্থ। চাকা গুলো মিলিত ভাবে থাকিলে টেলুরিয়াম ২০০ ভাল ফল দেয়। মুখে বা শরীরের দাদে টেলিরিয়াম ভাল ঔষধ। দাদে থুজা বা নেট্রম মিউর ২০০ সুন্দর ঔষধ। ‍শিশুর মাথায় দাদ ডলকামারা ৩০ (ডাঃ টাইলার)। এইছাড়া কেলিফস 6x ২ বড়ি দিন ২/৩ বার আশ্চার্য ফল দেয়। দিনকানায়- ফাইজস্টীগামা ৩০ ‍দিন ২ বার। রাত কানায় লাইকোপডিয়াম ২০০ শক্তি ৩দিন পরপর ১ মাত্রা। দিন কানায় বোথ্রপস ৩০, ১২ ঘন্টা অন্তর সুন্দর কাজ করে।
৪। দাগঃ
শরীরে জন্ম দাগে বেলিস পেরেণিস মাদার, বাহ্য প্রয়োগ। কালো দাগে থুজা।লাল দাগে কমোক্লেডিয়া ৩০/২০০ থেকে ব্যবহার্য।
৫। শীতকালে দেহে শুকনা আশের মত চর্মরোগ যহা গীষ্মকালে থাকেনা, দেখাদিলে সরিনাম ২০০, একমাত্রা ১৫ দিন অন্তর ব্যবহার করবেন। ব্যার্থ হলে আর্সেনিক আয়োড ২০০, একমাত্রা সাপ্তাহ পরপর ভালো ফল দেয়।

self pictureডাঃ মাওলানা মোঃ নাছির উদ্দিন, তিনি ১৯৮৮ সালের ফেব্রুয়ারী মাসের ছয় তারিখে নোয়াখালী জেলার উন্দানিয়া গ্রামে এক ...
28/09/2022

self pictureডাঃ মাওলানা মোঃ নাছির উদ্দিন, তিনি ১৯৮৮ সালের ফেব্রুয়ারী মাসের ছয় তারিখে নোয়াখালী জেলার উন্দানিয়া গ্রামে এক সম্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। বাল্যকাল থেকেই অত্যান্ত মেধাবী ও প্রতিবা সম্পন্ন ছিলেন । তিনি উন্দানিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। ৫ম শ্রেণী পাশ করে তিনি পরিকোট মাদ্রাসায় নুরাণী বিভাগে ভর্তি হন, এবং ২০০৩ সালে কানকির হাট ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এস এস সি পাস করেন। তিনি লক্ষীপুর জেলার ঐতিহ্যবাহি টুমচর ইসলামিয়া থেকে আলিম , এইচ এস সি পাস করেন ২০০৫ সালে। নোয়াখালীর খলিলুর রহমান কামিল মাদ্রাসা থেকে ফাজিল, বি এ ডিগ্রি লাভ করেন। ২০০৯ সালে টঙ্গি শাখা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে তিনি কামিল এম এ ডিগ্রি লাভ করেন। তিনি ২০১১ সালে ণূরানী প্রশিক্ষন কোস সম্পুর্ণ করেন। এবং শিক্ষক প্রশিক্ষন কেন্দ্রে খেদমত করেন। ২০১১ সালের ১৭ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একাধারে প্রতিষ্ঠা করেন কানকির হাট, নুরে আহমদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ২০১৩ সালে। তিনি ২০১৮ সালে নোয়াখালী হোমিওপ্যাথি কলেজ থেকে, হোমিওপ্যাথি ডি এইচ এম এস ডিগ্রি লাভ করেন, প্রতিষ্ঠা করেন জার্মান হোমিও হল।
২০২২ সালে তিনি টঙ্গি বনমালা রোডে একটি হোমিওপ্যাথি লেব্রেটরী প্রতিষ্ঠা করেন।
তিনি একজন সফল শিক্ষক, ডাক্তার, ও জন সেবক।

.

আবারো মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করলাম, সবাই দোয়া করবেন।
17/08/2022

আবারো মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করলাম, সবাই দোয়া করবেন।

মেয়েদের দাড়ি ও গোঁফ নিয়ে আর নয় চিন্তা, হোমিও চিকিৎসায় সম্পুর্ন নিরাময় হয়। যোগাযোগ,জার্মান হোমিও হল, দৌলখাঁড় বাজার, লাঙ্গ...
19/04/2021

মেয়েদের দাড়ি ও গোঁফ নিয়ে আর নয় চিন্তা, হোমিও চিকিৎসায় সম্পুর্ন নিরাময় হয়। যোগাযোগ,জার্মান হোমিও হল, দৌলখাঁড় বাজার, লাঙ্গলকোট, কুমিল্লা। ডাঃ মোহাম্মদ নাছির উদ্দীন। মোবাঃ 01710476312

Address

জার্মান হোমিও হল, বনমালা রেলগেইট, টঙ্গি, গাজিপুর।
Gazipur
1700

Telephone

+8801857070137

Website

Alerts

Be the first to know and let us send you an email when Garman Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Garman Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram