02/10/2022
দাদ / চর্ম রোগ
দাদের মহৌষধ হইল নেট্রাম সালফ 200 অথবা বেসিলিনাম 1000 শক্তি ১৫ দিন অন্তর ব্যবহার ১ মাত্রা।
নেট্রাম সালফ
জল জলাভূমি ও জলীয়খাদ্যে বৃদ্ধি। নেট্রাম সালফ একটি সুগভির শক্তিশালি ঔষধ, সাইকোসিস ইহার প্রকৃষ্ট কর্মক্ষেত্র কিন্তু সিফিলিসের ক্ষেত্রেও ইহার ব্যাবহার দেখাযায়। প্রাপ্ত বা অর্জিত দোষে স্ত্রী পুরুষের মধ্যে যে সকল উপসর্গ দেখাদেয় তাহাদের তো কথাই নাই। বংশগত উপসর্গে শিশুরা যখন হাফানী নিমুনিয়া প্রভৃতি নানাবিদ উপসর্গে কষ্ট পাইতে থাকে তখন ও ইহা সমাধিক ফলপদ।থুজা। (মেডো)
স্বপ্নে ও সে চারদিকে জ্বল দখিত থাকে, যেন জ্বলে সাতার দিতাছে, উড়িয়া যাইবার স্বপ্ন ও নেট্রামসালফে খুব বেশি। বর্ষাকাল বিষ্টির জল জলো হাওয়া জলা যায়গা তাহার পরম শত্রু। ঠান্ডা জ্বল ঠান্ডা খাদ্য খাইলে উদারময়। ফলমুল খাইলে দুধ খাইলে উদারময়।আলু সহ্য হয়না আটা ময়দা সাবু শ্বেতসার বিশিষ্ট খাদ্য সহ্য হয় না।
নেট্রাম সালফের ২য় কথাঃ
বিরক্ত, বিষন্নভাব ও আত্মহত্যার ইচ্ছা। নেট্রাম সালফের রুগি বন্ধু বান্ধব পছন্দ করে না । গান বাজনা পছন্দ করে না মাংশ ও রুটিতে অনিচ্ছা, প্রতকালে মলত্যাগ মলত্যাগে প্রচুর বায়ু নিঃসরন। হাপানী ও ভোরবেলায় বৃদ্ধি, ঋতুস্রাব প্রাতকালে বৃদ্ধি পায়। উদারময়ে উপশম।
নেট্রমসালফ সম্পর্কে এই কথা বিশেষ করিয়া মনে রাখিবেন যে,
সে কখনো শাক শবজি সহ্য করিতে পারে না, বিশেষ করিয়া যে সকল শাক সবজিতে জলের ভাগ বেশি।যেমন ফালন শাক, পুই শাক, বাধা কপি ইত্যাদি, খাইলে অসুস্থ হইয়া পড়ে। বর্ষায় বৃদ্ধি, প্রাত কালিন মলত্যাগের সহিত প্রচুর বায়ূ নিঃসরন, শাক সবজি সহ্য হয়না তাহলে নেট্রামসালফ অদ্ধিতীয়। নখপচিয়া যায়। থুজা ও নেট্রাম সালফ িএকই লক্ষন, কিন্তু থুজা মৃত মানুষের সপ্ন,সঙ্গ প্রিয়তা, ও বদ্ধমূল ধারনা।
আর নেট্রম সালফ এ নিঃস্বঙ্গ প্রিয়তা, আত্মহত্যার ইচ্ছা,গান বাজনায় বিরক্তি প্রধান বৈশিষ্ট। সাতার কাটার সপ্ন উড়িয়া যাবার স্বপ্ন। ক্রদ্ধ ভাব।
বেসিলিনাম ১০০০ শক্তি
টিইভারকুলিনাম এর সহযোগী ্ওষধ, এনিটসরিক। অল্পে ঠান্ডা লাগে,পুজ কিংবা চটা পানির মত কিছু বের হলে ইহা উপকারী।
2। ছুলি/ ছইদঃ
ইহাতে এনাকাডিয়াম ২০০ ইতে উচ্ছ শক্তি খুব সুন্দর ফল দেয়। থুজা ২০০ হইতে উচ্চ শক্তি নিশ্চিত আরোগ্য কারি। আর্সে সালফ ফ্লেভাম ২০০ সাপ্তাহে একবার প্রযোজ্য। কমোক্লেডিয়া ২০০, সাপ্তাহে একবার প্রযোজ্য। পরিস্কার পরিচ্ছন্নতা ভালোবাসে এমন বোগীকে আর্সেনিক হাজার, সাপ্তাহে একমাত্রা সুন্দর ফল দেয়।
৩। গোলাকার চাকা চাকা দাদে সিপিয়া ২০০ সাপ্তাহে ১ বার অব্যর্থ। চাকা গুলো মিলিত ভাবে থাকিলে টেলুরিয়াম ২০০ ভাল ফল দেয়। মুখে বা শরীরের দাদে টেলিরিয়াম ভাল ঔষধ। দাদে থুজা বা নেট্রম মিউর ২০০ সুন্দর ঔষধ। শিশুর মাথায় দাদ ডলকামারা ৩০ (ডাঃ টাইলার)। এইছাড়া কেলিফস 6x ২ বড়ি দিন ২/৩ বার আশ্চার্য ফল দেয়। দিনকানায়- ফাইজস্টীগামা ৩০ দিন ২ বার। রাত কানায় লাইকোপডিয়াম ২০০ শক্তি ৩দিন পরপর ১ মাত্রা। দিন কানায় বোথ্রপস ৩০, ১২ ঘন্টা অন্তর সুন্দর কাজ করে।
৪। দাগঃ
শরীরে জন্ম দাগে বেলিস পেরেণিস মাদার, বাহ্য প্রয়োগ। কালো দাগে থুজা।লাল দাগে কমোক্লেডিয়া ৩০/২০০ থেকে ব্যবহার্য।
৫। শীতকালে দেহে শুকনা আশের মত চর্মরোগ যহা গীষ্মকালে থাকেনা, দেখাদিলে সরিনাম ২০০, একমাত্রা ১৫ দিন অন্তর ব্যবহার করবেন। ব্যার্থ হলে আর্সেনিক আয়োড ২০০, একমাত্রা সাপ্তাহ পরপর ভালো ফল দেয়।