Eram Digital Diagnostic Center

Eram Digital Diagnostic Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eram Digital Diagnostic Center, Medical and health, তরগাও, কাপাসিয়া, গাজিপুর।, Gazipur.

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া, গাজীপুর। এপেন্ডিসেক্টমি অপারেশন হয়েছে।সার্জন - ডা. রায়হান কবির স্যার। অপারেশন এবং ...
20/09/2025

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া, গাজীপুর।
এপেন্ডিসেক্টমি অপারেশন হয়েছে।
সার্জন - ডা. রায়হান কবির স্যার। অপারেশন এবং সিজারিয়ান অপারেশনের জন্য
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া, চলে আসুন।

19/09/2025
কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।যাতায়াত বাবদ খরচের বিষয়টা আগে কলে বলে নেবেন তাহলে তার আগ্রহ...
31/08/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
যাতায়াত বাবদ খরচের বিষয়টা আগে কলে বলে নেবেন তাহলে তার আগ্রহটা আরো বাড়বে!
প্লিজ

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য
কথা টা কি মিথ্যা বলছি ভাই

অযথা বারতি খরচ কেন করবেন?
30/08/2025

অযথা বারতি খরচ কেন করবেন?

29/08/2025
ইরাম ডিজিটাল ডায়াগনস্টিক ডিজিটাল এক্স- রে।কাপাসিয়া একমাত্র জার্মানী হিটাচি মেশিন।
27/08/2025

ইরাম ডিজিটাল ডায়াগনস্টিক ডিজিটাল এক্স- রে।
কাপাসিয়া একমাত্র জার্মানী হিটাচি মেশিন।

23/08/2025

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম,
ইরাম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,তরগাও মেডিকেল মোর, কাপাসিয়া, গাজীপুর

সুখবর সুখবর সুখবর
এখন থেকে ইরাম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে
প্রতি বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রোগী দেখবেনঃ

ডা. ঝিমি সরকার তনু

এমবিবিএস (ডিইউ), সি-আল্ট্রা (ঢাকা) সিসিডি (বারডেম), পিজিটি (গাইনী এন্ড অবস্) ঢাকা মেডিকেল কলেজ।
জেনারেল ফিজিশিয়ান
গাইনী, মেডিসিন, মা ও শিশু চর্ম রোগে বিশেষ অভিজ্ঞ

ইরাম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন সকাল ১০ টা থেকে দূপুর ২ টা পর্যন্ত আরও রোগী দেখবেনঃ

বন্ধাত্ব, গাইনী, মেডিসিন, মা ও শিশু চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ
ডাঃ সিন্তিয়া রহমান

এমবিবিএস (ডিইউ), সিসিডি (বারডেম) সিএমইউ (আল্ট্রাসনোগ্রাম) পিজিটি (গাইনি এন্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

রোগী দেখার সময়: প্রতি সনি ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দূপূর ২ টা পর্যন্ত।
এছাড়াও ইরাম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে
প্রতি সোমবার ও বুধবার ডাইবেটিস রুগিদের বিনা ভিজিটে চিকিৎসা দেয়া হয়।

ডাঃ জাহিদ হাসান

এমবিবিএস (ডিইউ), পিজিটি (মেডিসিন) সিসিডি (বারডেম), সিএমইউ (আল্ট্রা) শাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

ডা:মো: জাকির আলম
এমবিবিএস (ডিইউ), পিজিটি (মেডিসিন) সিসিডি (বারডেম), সিএমইউ (আল্ট্রা),ডিওসি চর্ম ও যৌন
রুগী দেখবেন প্রতি রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।
মনে রাখবেন রোগী দেখার স্থানঃ
ইরাম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,সরকারি হাসপাতাল মসজিদের পূর্ব পার্শে,তরগাঁও,কাপাসিয়া,
গাজীপুর।

অগ্রীম সিরিয়ালের জন্য কল করুনঃ
01756-000360


ইরাম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সেবা সমূহঃ

*4D কালার ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম

*কাপাসিয়ায় একমাএ জার্মানি হিটাচী ডিজিটাল এক্স-রে

** ১২ চ্যানেল ই.সি.জি (কোরিয়ান অটো রিপোর্ট)

ইকো- কার্ডিওগ্রাম

বিঃদ্রঃ সকল প্রকার প্যাথলজী পরীক্ষায় থাকছে ৩০% পর্যন্ত ছাড়।

তাই সুচিকিৎসা এবং সুপরামর্শ পেতে আজই চলে আসুন ইরাম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার

ধন্যবাদ

নেত্রকোনা  মুক্তিযোদ্ধারের হাসপাতাল ,তারিখ ১৮/৮/২৫/(৯টা,২৫ মিনিট)নেত্রকোনার একটি প্রাইভেট হাসপাতালে এই বাচ্চার জন্ম হয়!২...
18/08/2025

নেত্রকোনা মুক্তিযোদ্ধারের হাসপাতাল ,তারিখ ১৮/৮/২৫/(৯টা,২৫ মিনিট)নেত্রকোনার একটি প্রাইভেট হাসপাতালে এই বাচ্চার জন্ম হয়!
২ঘন্টা পর মারা যায়😥😥😥

👉ছবি সংগৃহীত।

আমাদের ডিজিটাল এক্স রে
18/08/2025

আমাদের ডিজিটাল এক্স রে

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগেপাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে...
16/08/2025

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে

পাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে এগুলো ।

আমাদের কাছে রোগী এসেছে এইভাবে... রক্ত পরিসঞ্চালনের একটু rare এবং delayed complication , TRANSFUSION ASSOCIATED GRAFT VERSUS HOST DISEASE, যদিও বই বলে এটা খুব rare complication, কিন্তু বাস্তবে এখন আর এটা এতো rare নাই এবং এর পরিণতি ৯৭-৯৯% ক্ষেত্রে খুব খারাপ, মৃ*ত্যু।

তাই সাবধান হোন, নিকট আত্মীয় ( বিশেষত 1st degree relatives) থেকে রক্ত নেয়া ও আত্মীয় কে রক্ত দেয়া থেকে বিরত থাকুন।

Dr. Nirjharini Joarder
Consultant
Transfusion Medicine.

✅ যাদের বাসায় ডায়বেটিস রোগী আছে দয়া করে পোস্টটি পড়বেন।🙏নিজের অভিজ্ঞতা থেকে বলছিঃ- রুগীর সন্তানের লেখা একটি কপি: মা ডায়াব...
18/06/2025

✅ যাদের বাসায় ডায়বেটিস রোগী আছে দয়া করে পোস্টটি পড়বেন।🙏
নিজের অভিজ্ঞতা থেকে বলছিঃ-
রুগীর সন্তানের লেখা একটি কপি: মা ডায়াবেটিক পেশেন্ট😔 উনি ২০১৮ সাল থেকে ডাঃ মোঃ লুৎফুল কবীর লিমন স্যারের চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ করে আমার মায়ের ইনসুলিন পুশ করার জায়গাগুলো অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, ব্যথা হয় এবং ভীষণ জ্বালাপোড়া করে। এইদিকে সুগার লেভেলও হাই হয়ে যায়। সাথে সাথে মাকে স্যারের কাছে পাঠিয়ে দিলাম। উনি বললো পুশ করা জায়গাগুলোতে ইনফেকশন হয়েছে। এন্টিবায়োটিক সাজেস্ট করলো, ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিলো এবং ১০ দিন পর চেক-আপ এর জন্য ডাকলো।

৩ দিন হয়ে গেল কিন্তু সমস্যাগুলো কমার পরিবর্তে আরও বেড়ে গেলো আর শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়লো। তাই আজ আবার বাবাকে বললাম মাকে স্যারের চেম্বারে নিয়ে যেতে।

কিছুক্ষণ পরেই ফোন আসলো, মা যে ইনসুলিন ইউজ করে সেটা নিয়ে স্যার আমাকে ডাকলো। দৌঁড়ে গেলাম পপুলারে, স্যারের চেম্বারে। সাথে সাথে স্যার ইনসুলিনটা নিয়ে দেখলো এবং বললো এটা নষ্ট।😐(কারণটা পরে বলছি) আর আমাকে পপুলারের পাশের একটা দোকান থেকে ইনসুলিন নিয়ে আসতে বললো।

নতুন ইনসুলিন নিয়ে যাওয়ার পর উনি বললেন, "এই দ্যাখো, নষ্ট ইনসুলিনটা ঝাঁকি দিলে বোতলের গায়ে দানা দানা আকারে লেগে থাকে আর যেটা ইনসুলিন নষ্ট নয় সেটা ঝাঁকি দিলে বোতলের গায়ে কোনো প্রকার দানা লেগে থাকে না, একদম পরিস্কার দেখা যায়। আমার কাছে ইদানিং এমন অনেক পেশেন্ট আসছে যাদের অধিকাংশেরই ইনসুলিন নিয়ে সমস্যা হচ্ছে। নেক্সট টাইম ভালোভাবে দেখে কিনতে হবে।"😊

অধিকাংশ ডায়াবেটিক পেশেন্ট Mixtard- 30 ইউজ করে। তাই এই ইনসুলিন কেনার সময় সকলকে সাবধান থাকার অনুরোধ জানাচ্ছি।

আগের ইনসুলিনটা মা এর শরীরে কাজ করেনি বরং আরো ক্ষতি করেছে। তাই ইনসুলিনে মেয়াদ উত্তীর্ণের তারিখ ঠিক দেয়া থাকলেও নষ্ট কি না সেটা যাচাই করে নেয়া উচিত।🙂

Address

তরগাও, কাপাসিয়া, গাজিপুর।
Gazipur
1730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eram Digital Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram