
18/06/2025
✅ যাদের বাসায় ডায়বেটিস রোগী আছে দয়া করে পোস্টটি পড়বেন।🙏
নিজের অভিজ্ঞতা থেকে বলছিঃ-
রুগীর সন্তানের লেখা একটি কপি: মা ডায়াবেটিক পেশেন্ট😔 উনি ২০১৮ সাল থেকে ডাঃ মোঃ লুৎফুল কবীর লিমন স্যারের চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ করে আমার মায়ের ইনসুলিন পুশ করার জায়গাগুলো অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, ব্যথা হয় এবং ভীষণ জ্বালাপোড়া করে। এইদিকে সুগার লেভেলও হাই হয়ে যায়। সাথে সাথে মাকে স্যারের কাছে পাঠিয়ে দিলাম। উনি বললো পুশ করা জায়গাগুলোতে ইনফেকশন হয়েছে। এন্টিবায়োটিক সাজেস্ট করলো, ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিলো এবং ১০ দিন পর চেক-আপ এর জন্য ডাকলো।
৩ দিন হয়ে গেল কিন্তু সমস্যাগুলো কমার পরিবর্তে আরও বেড়ে গেলো আর শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়লো। তাই আজ আবার বাবাকে বললাম মাকে স্যারের চেম্বারে নিয়ে যেতে।
কিছুক্ষণ পরেই ফোন আসলো, মা যে ইনসুলিন ইউজ করে সেটা নিয়ে স্যার আমাকে ডাকলো। দৌঁড়ে গেলাম পপুলারে, স্যারের চেম্বারে। সাথে সাথে স্যার ইনসুলিনটা নিয়ে দেখলো এবং বললো এটা নষ্ট।😐(কারণটা পরে বলছি) আর আমাকে পপুলারের পাশের একটা দোকান থেকে ইনসুলিন নিয়ে আসতে বললো।
নতুন ইনসুলিন নিয়ে যাওয়ার পর উনি বললেন, "এই দ্যাখো, নষ্ট ইনসুলিনটা ঝাঁকি দিলে বোতলের গায়ে দানা দানা আকারে লেগে থাকে আর যেটা ইনসুলিন নষ্ট নয় সেটা ঝাঁকি দিলে বোতলের গায়ে কোনো প্রকার দানা লেগে থাকে না, একদম পরিস্কার দেখা যায়। আমার কাছে ইদানিং এমন অনেক পেশেন্ট আসছে যাদের অধিকাংশেরই ইনসুলিন নিয়ে সমস্যা হচ্ছে। নেক্সট টাইম ভালোভাবে দেখে কিনতে হবে।"😊
অধিকাংশ ডায়াবেটিক পেশেন্ট Mixtard- 30 ইউজ করে। তাই এই ইনসুলিন কেনার সময় সকলকে সাবধান থাকার অনুরোধ জানাচ্ছি।
আগের ইনসুলিনটা মা এর শরীরে কাজ করেনি বরং আরো ক্ষতি করেছে। তাই ইনসুলিনে মেয়াদ উত্তীর্ণের তারিখ ঠিক দেয়া থাকলেও নষ্ট কি না সেটা যাচাই করে নেয়া উচিত।🙂