Dr Mahabub Rakib

  • Home
  • Dr Mahabub Rakib

Dr Mahabub Rakib Assalamu alaikum everyone. I’m a Medical studnet.I actually make videos on Medical Science,Mental Health and Self Learning. Thanks in advance.

If you like my works,then please do support and pray for me.

এটা সাত বছর বয়সী একটা বাচ্চার খাদ্যনালীর ছবি, যা কৃমির জন্য ব্লক (Intestinal obstruction) হয়ে পঁচে যায় এবং শেষ পর্যন্ত ক...
11/06/2025

এটা সাত বছর বয়সী একটা বাচ্চার খাদ্যনালীর ছবি, যা কৃমির জন্য ব্লক (Intestinal obstruction) হয়ে পঁচে যায় এবং শেষ পর্যন্ত কেটে ফেলে দিতে হয়েছে।

কৃমি শিশুদের প্রা*ণনাশেরও কারণ হতে পারে। তাই প্রতি ৩/৪ মাস অন্তর শিশুকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ঔষধ সেবন করান।

উল্লেখ্য, কৃমির ঔষধের সাথে গরম -ঠান্ডা, আকাশের মেঘ তুফান ও সময়ের সাথে কোন সম্পর্ক নেই। এগুলো নিতান্তই কুসংস্কার।

২ বছরের পর থেকেই ক্রিমির মেডিসিন দেয়া যায়।১ বছরের পরে ক্রিমি দেখা গেলেও মেডিসিন দেয়া যাবে।

Collected

10/04/2024

সবার ঈদ ভালো কাটুক।

এখন ওয়ার্ডে/ হাসপাতালে যখন কোনো বয়স্ক মহিলা অথবা স্ট্রোকের প্যাশেন্ট দেখি বা ম্যানেজ করি…আম্মুর চেহারাটা সামনে ভাসে… আল্...
02/04/2024

এখন ওয়ার্ডে/ হাসপাতালে যখন কোনো বয়স্ক মহিলা অথবা স্ট্রোকের প্যাশেন্ট দেখি বা ম্যানেজ করি…আম্মুর চেহারাটা সামনে ভাসে…
আল্লাহ সকল মাদেরকে ভালো রাখুক।(আমিন)

আম্নুর সাথে আমার শেষ ছবি এটি…

এইতো কয়দিন আগেও একটা সময় ছিল সকালে ভোরবেলা ফজরের নামাযের সময় উঠে আম্নুকে ফোন দেয়া হতো, অথবা আম্নু ফোন দিত আমাকে…

সন্ধার পর আমার সকল ব্যস্ততা শেষ করে ৮ঃ৩০ এর পর আম্নুর সাথে কথা হতো প্রতিদিন…এটা মিস হতো না…কারন আম্নু খুব তাড়াতাড়ি ঘুমায়ে যেতো রাতে…

আম্নুকে নিয়ে কিছু লিখবো না ভেবেছিলাম…

আম্নুদেরকে নিয়ে কিছু লিখে শেষ করা যায়?
যায় না।

খারাপ লাগলেও নিজের মধ্যেই চেপে রেখে মুখে হাসি দিয়ে চলতেছি অনেক দিন…
১৫দিন হয়ে গেল…কিন্তু মনে হচ্ছে ১৫বছর…

আমার খারাপ সময় গেলে, কিছু নিয়ে সমস্যায় পরলে….আগের মতো আম্নুকে ফোন দিয়ে কান্না করতে পারতেছি না অনেক দিন…

আম্নু রাতের ঔষধ খেয়ে শুইছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারি না এখন আর!!!

আমাকে আর কেউ বলে না, “বাবা,হোন্ডা একটু আস্তে চালাবা,বেশি স্পিড উঠাবা না”

সত্যি কথা বলতে আমার যতো খারাপ লাগা,ভালো লাগা,ভালো কাজ,খারাপ কাজ,পারসোনাল লাইফ…সবকিছু আমার আম্নু আর আমার বোন জানে…তবে আম্নু বেশি…
এমন কিছু নাই যেটা আম্নু জানতো না!

কিছু নিয়ে ডিপ্রসনে ভুগলে আম্নু চলে আসতো আমার কাছে…
আজ অনেক দিন আম্নু আমার হোস্টেলেও আসে না…

কিছু হলেই আম্নুর সাথে শেয়ার করতাম…মনটা ভালো হয়ে যেতো…
কত্তবার যে আম্নকে জড়ায়ে ধরে কান্না করছি লাইফে…হিসেব নেই…

ঐদিন যখন আম্নুকে দাফন করানো হলো…আমি আম্নুর সেই ৩ফিট মাটির নিচের ঘরে নেমে আম্নুকে শোয়ালাম,তখনই মনটাকে পাথর বানিয়ে ফেলেছিলাম…

আল্লাহ্ তা’আলার কাছে চলে গেলেন আম্নু খুব তাড়াতাড়ি…
ইনশাআল্লাহ্ আম্নু ভালোই থাকবেন…

আম্নুর একটা স্বপ্ন ছিল আমাকে নিয়ে…
বড় ডাক্তার হয়ে যেন গরীব মানুষদের জন্য সবসময় ভালো কিছু করে যেতে পারি…
জীবনের একটাই ইচ্ছা আমার…আমি যেন আম্নুর এই স্বপ্ন পূরন করতে পারি…ইনশাআল্লাহ্।

আল্লাহ্ তা’আলা যেন আম্নুকে জান্নাতুল ফেরদাউস দান করেন সবাই এই দোআ করবেন….(আমিন)

কৃতজ্ঞতা পোস্টঃ আজকে রাতে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে আমি মাদ্রাসার ২ জনকে ( জোবাইদ ও আশিক) নিয়ে যাই। খাওয়া শেষে ...
06/02/2024

কৃতজ্ঞতা পোস্টঃ

আজকে রাতে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে আমি মাদ্রাসার ২ জনকে ( জোবাইদ ও আশিক) নিয়ে যাই। খাওয়া শেষে বিল দিয়ে চলে আসার সময় রেস্টুরেন্টের মালিক হটাৎ বললেন
“ভাইয়া আপনি যে বাচ্চাগুলোকে খাওয়ালেন ওনারা আপনার আত্নীয়?
বললাম “না ভাইয়া,আমার মেডিকেলের সাথেই এক মাদ্রাসায়
পড়ে ওরা।”
ওনি বললেন “হ্যা, আপনার ভিডিও দেখি আমি…
কিছু যদি মনে না করেন আমি চাচ্ছিলাম বাচ্চা ২ জনের জন্য কিছু খাবার পার্ছেল করে দিতে।”
আমি বললাম “হ্যা ভাইয়া অবশ্যই, ওরা অনেক খুশি হবে।”
আরও কিছুক্ষন কথা হলো।
ওনার ব্যবহার দেখে খুবই ভালো লাগলো।

চলে আসলাম, জোবাইদ আর আশিক অনেক খুশি।
তাদের পক্ষ থেকে ধন্যবাদ ওই রেস্টুরেন্টের ভাইয়াকে।❤️

01/02/2024

Alhamdulillah…
ভেবেছিলাম হ্য়তো কাজটা সম্পন্ন করতে পারবো না…কিন্তু আপনাদের সহযোগিতায় বাচ্চাদের সবার জন্য জুব্বা,আইডি কার্ড,ব্যাজ তৈরি করে দিতে পেরেছি।
আলহামদুলিল্লাহ❤️

15/01/2024

প্রায় ৬ বছর ১মাস ধরে আছি এই মেডিকেল কলেজের বয়েস হোস্টেলে…আর মাত্র কিছুদিন আছি এখানে…
হয়তো অনেক অনেক বছর পর এই ছোট ছোট মেমোরীগুলো দেখে ভালো লাগবে💔

হঠাৎ ৩ বছর পর গিটার হাতে নেয়া…

আজ বাইক ছাড়া রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখা ওনার সাথে…আমার দাদীর মতো প্রায় সেইম টু সেইম ওনি…এই শীতে ওজন মাপার যন্ত্র ...
08/01/2024

আজ বাইক ছাড়া রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখা ওনার সাথে…
আমার দাদীর মতো প্রায় সেইম টু সেইম ওনি…

এই শীতে ওজন মাপার যন্ত্র সামনে নিয়ে বসে আছে…
কথা বললাম অনেকক্ষন, ফোন নাম্বার চাইলো…দিয়ে আসলাম…বললেন আমার মেডিকেলে নাকি আসবেন ওনি❤️

ততোটুকু ধনী যদি হতে পারতাম যতটুকু হইলে ওনার মতো বয়স্ক কাউকে যেন এত কষ্ট করতে না হয়!!!

May Allah bless…

রাত প্রায় ১১ঃ৩০…হুজুরকে সাথে নিয়ে এতিমখানার বাচ্চাদের ড্রেস,আইডি কার্ড…সব কিনে অর্ডার দিয়ে আসলাম… Alhamdulillah ❤️
03/01/2024

রাত প্রায় ১১ঃ৩০…
হুজুরকে সাথে নিয়ে এতিমখানার বাচ্চাদের ড্রেস,আইডি কার্ড…সব কিনে অর্ডার দিয়ে আসলাম…

Alhamdulillah ❤️

03/01/2024

আলহামদুলিল্লাহ বছরের শেষ এবং নতুন বছরের প্রথম দিনটি সুন্দরভাবে পালন।

এই চাচা একটি মসসজিদের মোয়াজ্জিন…ওনার সাথে পরিচয় বেশ কয়েকমাস আগেই। ওনার হার্টের সমস্যা এবং আরোও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছ...
10/12/2023

এই চাচা একটি মসসজিদের মোয়াজ্জিন…ওনার সাথে পরিচয় বেশ কয়েকমাস আগেই। ওনার হার্টের সমস্যা এবং আরোও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। যার কারনে ওনার প্রতি মাসে প্রায় ৬/৭হাজার টাকার ঔষধই খেতে হয়। কিন্তু ওনি পারেন না আর্থিক সমস্যার কারনে।

ওনি আমার মেডিকেলে আসেন মাঝে মাঝেই বিভিন্ন সাহায্য-সহযোগিতার জন্যে। যতটুকু পারি আমি চেষ্টা করি সাহায্য করতে।

আজকে হঠাৎ বিকেল ৩টার দিকে মেডিকেলে এসে ফোন দিয়ে বলতেছিলেন…

“বাবা, তোমার জন্যে কবুতরের মাংস, কাতল মাছ আর কিছু খাবার রান্না করে নিয়ে আসছিলাম বাড়ি থেকে, তোমার চাচী নিজের হাতে রান্না করে দিছে”।


আমি শুনে অবাক এবং আমার প্রতি ওনার এতো মোহাব্বত দেখে এতোবেশি খুশি হলাম যেটা লিখে প্রকাশ করার মতো না।
আর কিছু না বলি…

আল্লাহ চাচাকে সবসময় ভালো রাখুক।(আমিন)

কাউকে ব্লাড দিলে আমার মায়ের টেনশনের সীমানা থাকতো না, আম্মুকে কয়েকবার বলে কয়ে রাজি করানো লাগতো… আজকে President Abdul Hami...
04/12/2023

কাউকে ব্লাড দিলে আমার মায়ের টেনশনের সীমানা থাকতো না, আম্মুকে কয়েকবার বলে কয়ে রাজি করানো লাগতো… আজকে President Abdul Hamid Medical College এ একজনকে ব্লাড দিয়ে আসলাম, কিন্তু আমার মায়ের আজ কোনো টেনশন নেই,নেই তার বার বার ফোন করে খোজ নেয়া...

হয়তো উপর থেকে ছেলেকে ঠিকই দেখছেন তিনি…

কি অদ্ভুত জীবন...তাই না?
সময়ের সাথে সবই বদলে যায়?

তেলের পাম্পে তেল নিচ্ছিলাম বাইকে...বাইকের সিটে মাঝখানে বসা ওর নাম মাজিদ...প্রায়ই এই পিচ্চিরে পাই তেল নেয়ার সময়... ও এই প...
23/11/2023

তেলের পাম্পে তেল নিচ্ছিলাম বাইকে...

বাইকের সিটে মাঝখানে বসা ওর নাম মাজিদ...প্রায়ই এই পিচ্চিরে পাই তেল নেয়ার সময়... ও এই পাম্পে কাজ করে। আমাকেও মেবি চিনে ফেলছে এতোদিনে।

আজকে তেল নেয়া শেষে আমাকে বলতেছিল...

"ভাইয়া আপনি কোথায় যাবেন? আমি একটু বাড়িতে যাইতাম, দুপুরে খাই নাই, খাইতে যাব,গোসল করবো। আর আপনার বাইকে উঠার শখ আমার!"

তখন বাজে প্রায় বিকেল ৪ঃ৩০...ভাবছিলাম এখনো বেচারা না খেয়ে!!!

ওর সাথে আর এক পিচ্চি ছিল, ভদ্র ছেলে।
দুজনেই সেই খুশি বাইক রাইড পেয়ে❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mahabub Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Mahabub Rakib:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram