02/04/2024
এখন ওয়ার্ডে/ হাসপাতালে যখন কোনো বয়স্ক মহিলা অথবা স্ট্রোকের প্যাশেন্ট দেখি বা ম্যানেজ করি…আম্মুর চেহারাটা সামনে ভাসে…
আল্লাহ সকল মাদেরকে ভালো রাখুক।(আমিন)
আম্নুর সাথে আমার শেষ ছবি এটি…
এইতো কয়দিন আগেও একটা সময় ছিল সকালে ভোরবেলা ফজরের নামাযের সময় উঠে আম্নুকে ফোন দেয়া হতো, অথবা আম্নু ফোন দিত আমাকে…
সন্ধার পর আমার সকল ব্যস্ততা শেষ করে ৮ঃ৩০ এর পর আম্নুর সাথে কথা হতো প্রতিদিন…এটা মিস হতো না…কারন আম্নু খুব তাড়াতাড়ি ঘুমায়ে যেতো রাতে…
আম্নুকে নিয়ে কিছু লিখবো না ভেবেছিলাম…
আম্নুদেরকে নিয়ে কিছু লিখে শেষ করা যায়?
যায় না।
খারাপ লাগলেও নিজের মধ্যেই চেপে রেখে মুখে হাসি দিয়ে চলতেছি অনেক দিন…
১৫দিন হয়ে গেল…কিন্তু মনে হচ্ছে ১৫বছর…
আমার খারাপ সময় গেলে, কিছু নিয়ে সমস্যায় পরলে….আগের মতো আম্নুকে ফোন দিয়ে কান্না করতে পারতেছি না অনেক দিন…
আম্নু রাতের ঔষধ খেয়ে শুইছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারি না এখন আর!!!
আমাকে আর কেউ বলে না, “বাবা,হোন্ডা একটু আস্তে চালাবা,বেশি স্পিড উঠাবা না”
সত্যি কথা বলতে আমার যতো খারাপ লাগা,ভালো লাগা,ভালো কাজ,খারাপ কাজ,পারসোনাল লাইফ…সবকিছু আমার আম্নু আর আমার বোন জানে…তবে আম্নু বেশি…
এমন কিছু নাই যেটা আম্নু জানতো না!
কিছু নিয়ে ডিপ্রসনে ভুগলে আম্নু চলে আসতো আমার কাছে…
আজ অনেক দিন আম্নু আমার হোস্টেলেও আসে না…
কিছু হলেই আম্নুর সাথে শেয়ার করতাম…মনটা ভালো হয়ে যেতো…
কত্তবার যে আম্নকে জড়ায়ে ধরে কান্না করছি লাইফে…হিসেব নেই…
ঐদিন যখন আম্নুকে দাফন করানো হলো…আমি আম্নুর সেই ৩ফিট মাটির নিচের ঘরে নেমে আম্নুকে শোয়ালাম,তখনই মনটাকে পাথর বানিয়ে ফেলেছিলাম…
আল্লাহ্ তা’আলার কাছে চলে গেলেন আম্নু খুব তাড়াতাড়ি…
ইনশাআল্লাহ্ আম্নু ভালোই থাকবেন…
আম্নুর একটা স্বপ্ন ছিল আমাকে নিয়ে…
বড় ডাক্তার হয়ে যেন গরীব মানুষদের জন্য সবসময় ভালো কিছু করে যেতে পারি…
জীবনের একটাই ইচ্ছা আমার…আমি যেন আম্নুর এই স্বপ্ন পূরন করতে পারি…ইনশাআল্লাহ্।
আল্লাহ্ তা’আলা যেন আম্নুকে জান্নাতুল ফেরদাউস দান করেন সবাই এই দোআ করবেন….(আমিন)