01/11/2025
#জন্ডিস ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা
#জন্ডিস মানেই শরীর, চোখ ও প্রস্রাবের রঙ হলুদ — কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে লিভারের বড় বিপদ!
চলো জেনে নিই জন্ডিস সম্পর্কে বিস্তারিত ও হোমিওপ্যাথিতে কীভাবে এর সমাধান সম্ভব
🩸 কী এই জন্ডিস?
জন্ডিস হলো এমন এক অবস্থা, যখন রক্তে বিলিরুবিন নামের পদার্থ বেড়ে যায়। এর ফলে ত্বক, চোখ ও মূত্রের রঙ হলুদ হয়ে যায়।
এর মূল কারণ হলো — লিভারের অসুস্থতা, পিত্তনালীর বাধা বা রক্তের কণিকা ভেঙে যাওয়া।
⚠️ জন্ডিসের সাধারণ উপসর্গ
চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া
গা-গরম লাগা, দুর্বলতা
বমি বমি ভাব ও খিদে না পাওয়া
প্রস্রাব গাঢ় হলুদ
মল ফ্যাকাশে বা সাদা রঙের
🧠 প্রধান কারণ
ভাইরাল হেপাটাইটিস (Hepatitis A, B, C)
অতিরিক্ত মদ্যপান
ফ্যাটি লিভার
পিত্তনালীর পাথর
বিষাক্ত ওষুধের প্রভাব
হোমিওপ্যাথিক চিকিৎসা:
হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ নির্ধারণ করা হয়। নিচে সবচেয়ে কার্যকর কিছু ওষুধ উল্লেখ করা হলো —
১) Chelidonium Majus
🔸 ডান দিকের লিভারে ব্যথা, চোখ হলুদ
🔸 মুখে তিক্ত স্বাদ, খিদে না থাকা
২) Carduus Marianus
🔸 ফ্যাটি লিভার বা মদ্যপানের কারণে লিভার ক্ষত
🔸 তীব্র মাথাব্যথা, বমি ভাব
৩) Nux Vomica
🔸 অতিরিক্ত খাবার, মদ বা ওষুধে লিভারের ক্ষতি
🔸 তিক্ত মুখ, বদহজম
৪) Mercurius Dulcis
🔸 শিশুদের জন্ডিসে কার্যকর
🔸 হালকা হলুদ ভাব, দুর্বলতা
৫) China Officinalis
🔸 দুর্বলতা, রক্তশূন্যতা
🔸 জন্ডিসের পর শরীর ফুরিয়ে যাওয়া
৬) Lycopodium Clavatum
🔸 ডান দিকের লিভার ফুলে যাওয়া,
গ্যাস ও পেট ফাপা
🍎 খাদ্য ও যত্ন
✅ প্রচুর পানি ও ডাবের পানি পান করুন
✅ তেল-চর্বি ও মদ্যপান পরিহার করুন
✅ হালকা খাবার যেমন ভাত, সবজি, স্যুপ, ফল খান
✅ পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন
⚠️ সতর্কতা:
নিজে থেকে ওষুধ না খেয়ে অবশ্যই যোগ্য হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নিন।
💚 উপসংহার:
জন্ডিস ভয়ংকর নয়, যদি সময়মতো যত্ন নেওয়া হয়।
সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনই পারে লিভারকে পুনরায় সুস্থ করে তুলতে।
হোমিও তে এই রোগের সু- চিকিৎসা করা হয়।
👉জার্মান হোমিও কমপ্লেক্স
বোর্ড বাজার = গাজীপুর
ডাঃ মো: হারুনুর রশিদ
ডি. এইচ. এম. এস. ঢাক।
রেজিষ্ট্রেশন নং - ২১১৭৭ Imo/whatsapp 01963-895602
ভালো থাকুন সুস্থ থাকুন।
হোমিও কনসালটেন্ট।
#লিভার_যত্ন #স্বাস্থ্যটিপস