Hijama & Acu Therapy Center

Hijama & Acu Therapy Center Cupping / Hijama in Arabic Is an Ancient, Holistic Method for The Treatment Of A Variety Of Diseases. Acupuncture & Acu therapy is Modern Chinese Method.

In short These 3 type of Treatment known As (TCM). It means "Traditional Chinese Medicine". ১) পেশেন্ট কে অবশ্যই অন্তত দুই /এক দিন আগে ফোনে অথবা সরাসরি এসে এ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

২) BP High & Diabetics থাকলে কন্ট্রোল এ করে, হিজামা করতে আসবে।

৩) দুই এক মাসের মধ্যে যদি পেশেন্ট কোন এ্যাক্সিডেন্ট করে বা হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে তারা কমপক্ষে ৫/৬ পর হিজামা করাতে আসবে।

৪) পেশেন্ট কে ঢিলা ঢালা জামা, পায়জামা ও ভিতরে বক্সার পড়ে আসতে হবে।

৫) পেশেন্ট এর সাথে অবশ্য ই তার পরিবারের একজন মহিলা / পুরুষ আসবে (বাধ্যতামুলক)।

৬) যখন হিজামা করাতে আসবে সেই সময়ের কমপক্ষে ৩/৪ ঘন্টা আগে খাবার খাওয়া শেষ করে আসবে। এর মধ্যে যেন কিছু না খাওয়া হয়।

৭) হিজামা নিতে আসার আগে ফোন দিয়ে আসবে।

৮) হিজামা করার পর সেদিন প্রানীজ খাবার যেমন : মাছ, গোশত খাওয়া যাবে না। এক কথায় Animal Products.

৯) হিজামা করানোর আগেই গোসল করে আসতে হবে কারণ হিজামা করার পর ঐ দিন গোসল না করাই ভালো।

১০) হিজামা করার পর হিজামার স্থানে তেল, সাবান ব্যবহার করা যাবে না।

হিজামা নিন, ঔষধের উপর নির্ভরশীলতা কমান...
18/07/2025

হিজামা নিন, ঔষধের উপর নির্ভরশীলতা কমান...

হিজামা বা কাপিং থেরাপি হলো প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের বিশেষ কিছু অংশে কাপ বসিয়ে রক্তের প্রবাহ উন্নত করা ...
17/06/2025

হিজামা বা কাপিং থেরাপি হলো প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের বিশেষ কিছু অংশে কাপ বসিয়ে রক্তের প্রবাহ উন্নত করা হয়। এই পদ্ধতিতে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনা, ব্যথা কমানো, এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সমাধান করা করা হয়।হিজামা বা কাপিং থেরাপির মাধ্যমে যেসব সমস্যা সমাধান করা যেতে পারে:

১. ব্যথা এবং প্রদাহ (Pain and Inflammation):
মাইগ্রেন ও সাধারণ মাথাব্যথা
পিঠে, ঘাড়ে, এবং কাঁধে ব্যথা
আর্থ্রাইটিস বা গেঁটেবাত
পেশি ব্যথা এবং ক্লান্তি

২. শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা (Respiratory Issues):
এজমা (Asthma)
ব্রঙ্কাইটিস
সাইনাস সংক্রান্ত সমস্যা

৩. ত্বকের সমস্যা (Skin Issues):
একজিমা এবং সোরিয়াসিস
অ্যাকনে বা ব্রণের সমস্যা
ত্বকে রক্তের সঞ্চালন বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্যকর ত্বক পাওয়া যায়

৪. মানসিক চাপ ও উদ্বেগ (Mental and Emotional Health):
স্ট্রেস কমানো
উদ্বেগ এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে
স্লিপ ডিসঅর্ডার বা ঘুমের সমস্যা কমানো

৫. হজম সমস্যার সমাধান (Digestive Issues):
ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS)
পেট ফাঁপা এবং গ্যাস এর সমস্যা
কোষ্ঠকাঠিন্য ও হজম সমস্যা

৬. রক্ত সঞ্চালন বৃদ্ধি (Improved Blood Circulation):
রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরের বিষাক্ত পদার্থ সহজে বের করে দিতে সাহায্য করে।

৭. নারীদের শারীরিক সমস্যা (Women's Health):
মাসিকের ব্যথা (Menstrual Cramps)
হরমোনের ভারসাম্যহীনতা।
ক্যান্সার ছাড়া সকল রোগের চিকিৎসা হিজামায় রয়েছে।

 #হিজামা_নিন,  #সুস্থ_থাকুন, #ঔষধের_উপর_নির্ভরশীলতা_কমান
13/06/2025

#হিজামা_নিন,
#সুস্থ_থাকুন,
#ঔষধের_উপর_নির্ভরশীলতা_কমান

🏵️🏵️ আমার আজকের পেশেন্ট  মাইগ্রেন / মাথাব্যথা নিয়ে ভুগছিলো অনেকদিন যাবৎ এবং চোখে একটু কম দেখছে ইদানিং। তার মতে সে সব প্র...
22/05/2025

🏵️🏵️ আমার আজকের পেশেন্ট মাইগ্রেন / মাথাব্যথা নিয়ে ভুগছিলো অনেকদিন যাবৎ এবং চোখে একটু কম দেখছে ইদানিং। তার মতে সে সব প্রকার মেডিসিন ও সব কৌশল অবলম্বন করেছে কিন্তু মাথাব্যথা সারছে না। হিজামা/ কাপিং থেরাপি ই এখন তার শেষ ভরসা। যাহোক কাপিং করার সময় সে ঘুমিয়ে পরেছিলেন কারণ মাথা থেকে টক্সিন বেরিয়ে যাওয়াতে সে শান্তি ও আরাম বোধ করছিলো। আলহামদুলিল্লাহ সে ভালো আছে। কাপিং থেরাপিতে যে কত প্রকারের রোগ নিরাময় হয় সেটা যদি মানুষ জানতো তাহলে মেডিসিন এর উপর নির্ভরশীলতা কমে যেত অনেক।

🏵️🏵️ সুন্নতি চিকিৎসা হিজামা/কাপিং থেরাপি নিন, সুস্থ থাকুন।

17/05/2025

🏵️ক্যান্সার ছাড়া অন্য যেকোন রোগের চিকিৎসার চিকিৎসা হিজামায় রয়েছে। এটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি। হিজামা নিন, ঔষধের উপর নিরর্ভশীলতা কমান।

বিটরুট কেন খাবেন?? 👇👇উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটরুট অনেক উপকারী। এতে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে ও রক্...
11/03/2025

বিটরুট কেন খাবেন?? 👇👇
উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটরুট অনেক উপকারী। এতে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
বিটে থাকা লুটেইন অ্যান্টিঅক্সিডেন্ট চোখের সমস্যার ঝুঁকি কমায়। এতে রয়েছে ফাইটোকেমিক্যাল, যা চোখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু টিস্যুগুলোর শক্তি বৃদ্ধি করে।
এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে।
বিটে আছে টালাইন নামক প্রদাহ বিরোধী যৌগ, যা প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে।
এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
বিটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্তস্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে।
বিট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে।
কোলন ক্যানসার প্রতিরোধের জন্য বিট কার্যকরী সবজি।
পর্যাপ্ত পরিমাণে বিটরুটের জুস খেলে শরীরের টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
রক্তে কোলেস্টেরল বেশি থাকলে বিটের জুস তা কমাতে সাহায্য করে।
এতে বিটেইন থাকায় যকৃতে চর্বি জমতে দেয় না। খুব সহজেই শরীরকে ডিটক্সিফাই করে।
বিটরুটের পুষ্টি উপাদান ত্বক সুন্দর রাখে এবং চেহারায় বার্ধক্যের ছাপ কমায়।
বিটরুট শরীরের জন্য অনেক উপকারী হলেও একটানা নিয়মিত না খেয়ে সপ্তাহে ৪-৫ দিন খাওয়া ভালো।
যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য বিটরুট ক্ষতিকর। কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দেয়।
অনেকের বিটরুটে অ্যালার্জি হয়ে থাকে। যার ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি, জ্বালাপোড়া হতে পারে। অ্যালার্জির সমস্যা হলে এটি খাওয়া উচিত না।
যারা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন তাদের বিট খাওয়া থেকে বিরত থাকতে হবে।
ডায়াবেটিস থাকলে বিট খাওয়া যাবে না। বিটের গ্লাইসেমিক ইনডেক্স অত্যন্ত বেশি। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে দ্রুত।

10/03/2025
আমার আজকের পেশেন্ট ছিলো একটু অন্য রকম। সে নিজেই মেডিকেল স্টুডেন্ট কিন্তু হিজামায় বিশ্বাস করে এবং হিজামা নিয়ে সে সুস্থ বো...
29/11/2024

আমার আজকের পেশেন্ট ছিলো একটু অন্য রকম। সে নিজেই মেডিকেল স্টুডেন্ট কিন্তু হিজামায় বিশ্বাস করে এবং হিজামা নিয়ে সে সুস্থ বোধ করে বিধায় এসেছিলো হিজামা নিতে। শারীরিক সুস্থতার জন্য হিজামার বিকল্প নেই। হিজামা একটি সুন্নতি চিকিৎসা। হিজামা নিন সুস্থ থাকুন।

30/08/2024

🏵️🏵️ প্যানক্রিয়াজ এফেক্টেড হলেই যে ডায়বেটিস হয় ব্যাপার টা সবসময় এমনও নয়।
লিভার সব চেয়ে বড় ইন্টার্নাল অরগান যা রেগুলেটর হিসেবে কাজ করে।

আর্লি সাইন দেখে কিভাবে বুঝবেন লিভার ইনফ্লামেশন হচ্ছে এবং ডায়বেটিস হওয়ার চান্স রয়েছে⁉️

আকুপাংচার আপনার পেশেন্টের আর্লি ডায়াগ্নোসিস করতে হেল্প করবে, ফলে আপনি আরো অন্যান্য থেরাপিষ্টদের থেকে এগিয়ে থাকবেন।

🌸 হিজামা,কাপিং,আকুপাংচার এর সরাসরি এপোয়েনমেন্ট নিতে হোয়াইটস এ্যাপে যোগাযোগ করুন
📲: 01813-287378

🏵️🏵️ হিজামার পর ২৪ ঘন্টা পর্যন্ত রেড মিট এবং প্রোটিন জাতীয় খাবার কেনো খেতে বারন করা হয়⁉️>>> রেড মিট এবং প্রোটিন জাতীয় খা...
10/07/2024

🏵️🏵️ হিজামার পর ২৪ ঘন্টা পর্যন্ত রেড মিট এবং প্রোটিন জাতীয় খাবার কেনো খেতে বারন করা হয়⁉️

>>> রেড মিট এবং প্রোটিন জাতীয় খাবার ব্লাডের viscosity বাড়িয়ে দেয়, অথচ হিজামার উদ্দেশ্য থাকে ব্লাড সার্কুলেশন বাড়ানো। তাই ব্লাডের ঘনত্ব বাড়ায় এমন খাবার এভোয়েড করতে হবে নতুবা আশানুরূপ ফল নাও পাওয়া যেতে পারে।

কাপিং থেরাপি, ঐতিহ্যবাহী সুন্নত ঔষধের শিকড় সহ একটি প্রাচীন অনুশীলন, অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে:১. **ব্যথা উপশ...
30/05/2024

কাপিং থেরাপি, ঐতিহ্যবাহী সুন্নত ঔষধের শিকড় সহ একটি প্রাচীন অনুশীলন, অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে:

১. **ব্যথা উপশম**: কাপিং রক্ত চলাচল উন্নত করে এবং আক্রান্ত এলাকায় প্রদাহ হ্রাস করে ব্যথা উপশম করতে সাহায্য করে, বাত এবং পেশী ব্যথার মত অবস্থার জন্য এটি কার্যকর করে তোলে।

২। **পেশী শিথিলতা**: কাপ দ্বারা তৈরি সাকশন পেশী শিথিলতা বৃদ্ধি করে এবং দুশ্চিন্তা শিথিল করতে পারে, যা ক্রীড়াবিদ এবং দীর্ঘস্থায়ী চাপের ব্যক্তিদের জন্য উপকারী।

৩। ** ডিটক্সিফিকেশন **: লিম্ফ্যাটিক সিস্টেম উদ্দীপিত করে এবং সার্কুলেশন উন্নত করে শরীর থেকে টক্সিন অপসারণ সাহায্য।

৪. ** উন্নত ত্বকের স্বাস্থ্য**: রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং টক্সিন মুক্তি প্রচার করে, কাপিং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে পারে, ব্রণ এবং সেলুলাইটের মত অবস্থা হ্রাস করতে পারে।

৫। ** ইমিউন সিস্টেম সাপোর্ট**: থেরাপি রক্ত এবং লিম্ফ্যাটিক প্রবাহ বৃদ্ধি করে, সংক্রমণ বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৬. ** উদ্বেগ এবং চাপ হ্রাস**: কাপিং স্নায়ুতন্ত্রের উপর একটি শান্ত প্রভাব থাকতে পারে, উদ্বেগ এবং চাপের মাত্রা কমাতে সাহায্য করে।

৭. ** উন্নত হজজম**: এটি হজমের অঙ্গগুলিকে উদ্দীপিত করে এবং ভাল পুষ্টি শোষণ এবং পেটের ফাংশন প্রচার করে হজমের উন্নতি করতে পারে।

Address

Safiuddin Sarkar Academy Road, Auchpara, Ovijan: 69
Gazipur
1711

Alerts

Be the first to know and let us send you an email when Hijama & Acu Therapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama & Acu Therapy Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram