Umar Medical

Umar Medical ইউনানী মেডিসিন'স ফিজিশিয়ান

13/10/2025

⚡ শরীরে Electrolytes কমে গেলে কী হয়? ⚡

🌿 একটু জানুন নিজের সুস্থতার জন্য…

🧠 Electrolytes হচ্ছে শরীরের এমন কিছু খনিজ পদার্থ (Sodium, Potassium, Calcium, Magnesium ইত্যাদি)
যেগুলো শরীরের পানি, নার্ভ ও পেশির ভারসাম্য ঠিক রাখে।

⚠️ Electrolytes কমে গেলে লক্ষণ:
💢 পেশিতে টান বা ব্যথা (Muscle cramp / spasm)
😴 দুর্বলতা বা মাথা ঘোরা
💓 হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়মিত হওয়া
🥵 অতিরিক্ত গরমে ক্লান্তি বা dehydration

🌿 কেন কমে যায়:
🚶 অতিরিক্ত ঘাম
💧 পানির অভাব
💊 ডিউরেটিক বা কিছু ওষুধ
🍽️ অপুষ্টিকর খাদ্য

💡 সমাধান কী?
✅ প্রচুর পানি পান করুন
✅ ORS / Electral solution পান করুন
✅ ফলমূল ও সবজি খান (বিশেষ করে কলা, ডাবের পানি, দুধ 🥛🍌🥥)
✅ মানসিক চাপ কমান, পর্যাপ্ত ঘুম নিন 😌

⚕️ মনে রাখবেন:
> 💧 শরীরে ইলেক্ট্রোলাইট ঠিক থাকলে, শক্তি ও সুস্থতা ঠিক থাকে!



জনস্বার্থে: উমার মেডিকেল সেন্টার
দারুল ইসলাম ট্রাস্ট, টঙ্গী, গাজীপুর।

05/10/2025

🦟 ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার 🌿

⚠️ ডেঙ্গু রোগের লক্ষণ (Symptoms):

1. 🤒 উচ্চ জ্বর — হঠাৎ 104°F পর্যন্ত জ্বর ওঠে।
2. 🤕 মাথাব্যথা — চোখের পেছনে ব্যথা অনুভূত হয়।
3. 💪 গাঁট ও মাংসপেশিতে ব্যথা — শরীর ভেঙে যাওয়া মতো লাগে।
4. 🌡️ ত্বকে র‍্যাশ বা ফুসকুড়ি — লাল দাগ বা র‍্যাশ দেখা দেয়।
5. 🤢 বমি ভাব ও বমি — খাবার খেতে ইচ্ছা করে না।
6. 🩸 নাক, মাড়ি বা ত্বকে রক্তক্ষরণ — জটিল অবস্থায় রক্তপাত হতে পারে।
7. 😩 অত্যধিক ক্লান্তি — শরীরে দুর্বলতা ও অবসাদ দেখা দেয়।

🌿 প্রতিকার ও যত্ন (Treatment & Care):

1. 💧 পর্যাপ্ত পানি পান করুন — শরীরে পানিশূন্যতা রোধ করে।
2. 🍲 তরল খাবার খান — স্যুপ, ডাবের পানি, জুস ইত্যাদি।
3. 🛏️ পুরো বিশ্রাম নিন — পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম জরুরি।
4. 💊 ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন — নিজে থেকে কোনো ব্যথার ওষুধ খাবেন না (বিশেষ করে Aspirin বা Ibuprofen নয়)।
5. 🧃 ইলেকট্রোলাইট ও স্যালাইন নিন — ডিহাইড্রেশন কমায়।
6. 🚫 মশার কামড় থেকে বাঁচুন — মশারি, কয়েল, স্প্রে ব্যবহার করুন।

🩺 বিশেষ সতর্কতা:
👉 জ্বর ৩ দিনের বেশি থাকলে বা রক্তপাত হলে অবিলম্বে হাসপাতালে যান।
👉 নিয়মিত প্লেটলেট ও হেমাটোক্রিট পরীক্ষা করান।

#ডেঙ্গু #স্বাস্থ্য_পরামর্শ 🌿💚

জনস্বার্থে উমার মেডিকেল সেন্টার;

04/10/2025

🧠 প্রোস্টেট এনলার্জমেন্ট (Prostate Enlargement / BPH)

🌿 🔹 কারণ (Causes):
👴 বয়স বৃদ্ধি: ৫০ বছরের পর হরমোনের পরিবর্তনের কারণে প্রোস্টেট বড় হতে থাকে।
⚖️ হরমোনের ভারসাম্যহীনতা: টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের অনুপাত বদলে গেলে প্রোস্টেট বৃদ্ধি পায়।
🧬 বংশগত কারণ: পরিবারের কারও এ সমস্যা থাকলে ঝুঁকি বাড়ে।
🚬 অস্বাস্থ্যকর অভ্যাস: ধূমপান, মদ্যপান ও দীর্ঘক্ষণ বসে থাকা।
🦠 প্রদাহ বা সংক্রমণ: প্রোস্টেটাইটিস (Prostatitis) থাকলে ফুলে যেতে পারে।

🚨 🔹 লক্ষণ (Symptoms):
🚽 বারবার প্রস্রাবের বেগ, বিশেষ করে রাতে।
⏳ প্রস্রাব শুরু হতে দেরি হওয়া।
💧 দুর্বল প্রস্রাব প্রবাহ বা থেমে থেমে আসা।
🫗 প্রস্রাব শেষে ফোঁটা ফোঁটা পড়া।
🔥 প্রস্রাবের সময় জ্বালাপোড়া।
😣 মূত্রাশয় সম্পূর্ণ খালি না হওয়ার অনুভূতি।

🍎 🔹 প্রতিরোধের উপায় (Prevention Tips):
🚶‍♂️ নিয়মিত হাঁটুন ও হালকা ব্যায়াম করুন।
🚫 ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন।
💧 দিনে পর্যাপ্ত পানি পান করুন, কিন্তু রাতে শোয়ার আগে কম।
🥦 আঁশযুক্ত খাবার ও সবজি খান।
🕰️ প্রস্রাব চেপে রাখবেন না। 🧊 শরীর ঠান্ডা রাখুন ও নিচের অংশে ঠান্ডা লাগা এড়িয়ে চলুন।

📌 #প্রোস্টেট_এনলার্জ #ইউনানী_চিকিৎসা #স্বাস্থ্য_পরামর্শ

পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ইউনানী ওষুধ সেবন করতে যোগাযোগ করুন;

03/10/2025

✨ গ্যাস্ট্রিক থেকে বাঁচার ৩টি উপায় ✨

1️⃣ খাবারের অভ্যাস ঠিক করা 🥗🍲
ঝাল 🌶️, তেলেভাজা 🍟 ও মশলাদার খাবার কমান।
সময়মতো অল্প অল্প করে খান ⏰🍴

2️⃣ পানি ও স্বাস্থ্যকর খাবার 💧🍎
প্রচুর পানি পান করুন 🥤
শাকসবজি 🥦, ফলমূল 🍌 বেশি খান।

3️⃣ অভ্যাস পরিবর্তন 🚶‍♂️🚭
ধূমপান 🚭 ও অ্যালকোহল 🍷 এড়িয়ে চলুন।
খাওয়ার পরপরই শোবেন না ❌, হালকা হাঁটাহাঁটি করুন 🚶‍♀️

👉 এগুলো মানলে গ্যাস্ট্রিক থেকে অনেকটা মুক্তি পাবেন ইনশাআল্লাহ 🌿

🔖 #গ্যাস্ট্রিক #স্বাস্থ্য #পেটের_সমস্যা #হেলথটিপস #স্বাস্থ্যসেবা

20/09/2025

🦟 ডেঙ্গুর লক্ষণ (Symptoms)
✨ হঠাৎ করে উচ্চ জ্বর 🤒 (১০২–১০৪°F পর্যন্ত)
✨ প্রচণ্ড মাথাব্যথা 🤕
✨ চোখের পিছনে ব্যথা 👀⚡
✨ শরীর, জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা 💪🦵
✨ বমি ভাব বা বমি 🤢🤮
✨ চামড়ায় লালচে ফুসকুড়ি বা দাগ 🟥
✨ হাত-পা অবশ বা দুর্বলতা 🛌
✨ নাক-মুখ বা মাড়ি থেকে রক্তপাত (গুরুতর ক্ষেত্রে) 🩸
✨ অতিরিক্ত দুর্বলতা 😴

💊 প্রতিকার / করণীয় (Treatment & Prevention)

🏥 করণীয়
✅ প্রচুর বিশ্রাম নিন 🛌
✅ বেশি করে পানি ও তরল পান করুন 💧🥤 (ORS, স্যুপ, ফলের রস)
✅ জ্বর কমাতে প্যারাসিটামল ব্যবহার করা যায় 💊 (ডাক্তারের পরামর্শে)
❌ এসপিরিন বা আইবুপ্রোফেন খাওয়া যাবে না 🚫
✅ খাবারে সহজপাচ্য হালকা খাদ্য গ্রহণ করুন 🍲
✅ রক্তের প্লাটিলেট কমে গেলে অবিলম্বে হাসপাতালে ভর্তি হতে হবে 🏥

🛡️ প্রতিরোধ ব্যবস্থা
🦟 মশার কামড় থেকে বাঁচুন (মশারি ব্যবহার করুন) 🛏️
🦟 ঘরের আশেপাশে পানি জমতে দেবেন না 🚰
🦟 ফুলদানি, টায়ার, ড্রাম ইত্যাদিতে পানি জমে থাকলে নিয়মিত পরিষ্কার করুন 🧹
🦟 শরীর ঢেকে রাখে এমন পোশাক পরুন 👕👖
🦟 মশা repellant ব্যবহার করুন 🧴

জনস্বার্থে;
উমার মেডিকেল সেন্টার,
বায়তুল হামদুলিল্লাহ, দারুল ইসলাম ট্রাস্ট আবাসন, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা রোড, উত্তর আউচপাড়া, টঙ্গী গাজীপুর।
০১৯১৩-৮৮১১৯৬

19/09/2025

📖 ✨🍯 মধুর উপকারিতা 🍯✨ 📖

➤ 🛡️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
➤ 🤧➡️😊 গলা ব্যথা ও কাশি কমায়
➤ 🍽️👌 হজম শক্তি বৃদ্ধি করে
➤ ⚡💪 শরীরকে শক্তি ও সতেজ রাখে
➤ 🩹🩺 ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে
➤ ✨😊 ত্বককে সুন্দর ও উজ্জ্বল করে
➤ 😴💤 ঘুম ভালো হতে সহায়তা করে

৩ কেজি মধু অর্ডারে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি
01913-881196

19/09/2025

৩ কেজি মধু 🍯 অর্ডারে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি

📢✨ রাকসুর নির্বাচনে উপলক্ষে চাকের মধুর স্পেশাল অফার ✨📢🍯 মধুর উপকারিতা 🍯🌿 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 🛡️🌿 গলা ব্যথা ও কাশ...
16/09/2025

📢✨ রাকসুর নির্বাচনে উপলক্ষে চাকের মধুর স্পেশাল অফার ✨📢

🍯 মধুর উপকারিতা 🍯
🌿 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 🛡️
🌿 গলা ব্যথা ও কাশি কমায় 🤧➡️😊
🌿 ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে 🩹
🌿 হজমশক্তি উন্নত করে 🍽️
🌿 ত্বক ও সৌন্দর্যে উপকারী 🌸
🌿 শক্তি যোগায় ⚡

🎁 বিশেষ অফার:
👉 ১ কেজি মধু = ডেলিভারি চার্জ ফ্রি 🚚

📞 অর্ডার করতে কল করুন: 01913881196
📲 অথবা WhatsApp-এ মেসেজ দিন 👉 এখানে ক্লিক করুন

📢✨ ডাকসুর নির্বাচনে উপলক্ষে চাকের মধুর স্পেশাল অফার ✨📢🍯 মধুর উপকারিতা 🍯🌿 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 🛡️🌿 গলা ব্যথা ও কাশ...
09/09/2025

📢✨ ডাকসুর নির্বাচনে উপলক্ষে চাকের মধুর স্পেশাল অফার ✨📢

🍯 মধুর উপকারিতা 🍯
🌿 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 🛡️
🌿 গলা ব্যথা ও কাশি কমায় 🤧➡️😊
🌿 ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে 🩹
🌿 হজমশক্তি উন্নত করে 🍽️
🌿 ত্বক ও সৌন্দর্যে উপকারী 🌸
🌿 শক্তি যোগায় ⚡

🎁 বিশেষ অফার:
👉 ১ কেজি মধু = ডেলিভারি চার্জ ফ্রি 🚚

📞 অর্ডার করতে কল করুন: 01913881196
📲 অথবা WhatsApp-এ মেসেজ দিন 👉 এখানে ক্লিক করুন

🌳 বট বৃক্ষের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা👉 বট বীর্য গাঢ়কারক ও স্তম্ভক হিসেবে বিশেষ কার্যকরী।👉 বটের ঝুড়ি, কষ ও বীজ ব...
11/05/2025

🌳 বট বৃক্ষের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা

👉 বট বীর্য গাঢ়কারক ও স্তম্ভক হিসেবে বিশেষ কার্যকরী।
👉 বটের ঝুড়ি, কষ ও বীজ বীর্য স্তম্ভক ও গাঢ় কারক এবং স্বপ্নদোষ নাশক।
👉 প্রধান অঙ্গ সমূহের শক্তি বর্ধক ও কামােত্তেজক।
👉 চিনি ও দুধসহ বটের ঝুড়ি স্বামী-স্ত্রী কিছুদিন সেবনে গর্ভসঞ্চারে সহায়ক হয়।
👉 অর্শ রােগ ও পুরাতন ক্ষতে অতিরিক্ত রস আসা নিবারক।
✅ বটের ঝুড়ি চুল বৰ্দ্ধক ও গােড়া শক্তকারক।
✅ এছাড়া রক্তরােধক ও ধাতু দূর্বলতা নাশক ।
✅ বটের কষ পায়ের ফাটানাশক।
✅পাতাটি আমাশয় এবং ডায়রিয়ার প্রতিকার করতে ।
ব্যবহৃত হয়।
👉 বটের ছাল দেহের মেদ কমায়।
👉 অন্তত শক্তিশালী নিরাপদ এবং দ্রুত কার্যকর।

তৈরি ফুড সাপ্লিমেন্ট পেতে যোগাযোগ করুন: উমার ন্যাচারাল হেল্থ কেয়ার সেন্টার,
দারুল ইসলাম ট্রাস্ট , টঙ্গী গাজীপুর।

গভর্নমেন্ট রেজিস্ট্রার্ড চিকিৎসক
হাকীম মোঃ উসমান গনি শাহ পরান
Call & Whatsapp 01715377865
ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/

এলার্জি , চুলকানি , এ্যাকজিমা, সোরিয়াসিসের ফুড সাপ্লিমেন্ট হিসেবে  ট্যাবলেট ও তেল তৈরি করেছি। সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি...
01/03/2025

এলার্জি , চুলকানি , এ্যাকজিমা, সোরিয়াসিসের ফুড সাপ্লিমেন্ট হিসেবে ট্যাবলেট ও তেল তৈরি করেছি। সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে।
প্রয়োজনে : 01913-881196

Address

Gazipur
1711

Telephone

+8801913881196

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umar Medical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram