Dr.Saiful Islam Ponir

Dr.Saiful Islam Ponir MBBS(CoMC)
FCPS -P2 -GASTROENTEROLOGY

26/01/2025

টপিক:CKD

06/12/2023

ডাক্টার দেখানোর সাধারণ গাইডলাইন:
1.শুরুতে একজন এমবিবিএস ডক্টর দেখান,আপনার সমস্যা অনুসারে আপনাকে সঠিক কনসালট্যান্ট এর কাছে রেফার করতে পারবে.
2.প্রফেসর,অ্যাসোসিয়েট প্রফেসর ,অ্যাসিস্ট্যান্ট প্রফেসর,ডিপার্টমেন্ট হেড,বিসিএস এগুলা কোনো ক্লিনিক্যাল ডিগ্রী নয়..এগুলা তাদের পদবী মাত্র..যেমন প্রফেসর ওনি ওই বিষয় এর শিক্ষক যেমন মেডিসিন বা সার্জারি যেটা অন্যান্য শিক্ষকদের মতোই (বাংলা কিংবা ইংলিশ) এটার সাথে ক্লিনক্যালি ভাল খারাপ হওয়ার কিছু নাই.বিসিএস একটা সরকারি চাকরির টাইটেল মাত্র এর চেয়ে বেশি কোনো যোগ্যতা নয় এটি.
3.ডক্টর দেখানোর ক্ষেত্রে আপনার সমস্যা অনুসারে বিশেষজ্ঞ দেখাবেন,এর জন্য একজন এমবিবিএস ডক্টর এর সাহায্য নিতে পারেন.সময় টাকা দুটোই বাঁচবে.এফসিপিএস, এমডি, এমএস সবগুলোই সমমান এর ডিগ্রী কনসালট্যান্ট এবং সবাই যথেষ্ট ক্যাপাবল ।।
4.ডাক্তারি করা একটা মানুষিক ক্যাপাবিলিটি এর ব্যাপার,কেও দিনে 50/60 রোগী 3/4 ঘণ্টায় দেখে তার রোগ নির্ণয় এবং রোগের সঠিক চিকিৎসা দেয়া দুষ্কর.. বিশেষজ্ঞ দেখালে যিনি কম রোগী দেখেন,প্রচুর সময় দেন,রোগ সম্পর্কে আপনাকে অবগত করেন তাদের কাছে যাবেন..সবাই অনেক পড়াশোনা করে অনেক কাজ শিখেই বিশেষজ্ঞ হয়েছেন.সবাই প্রচুর জ্ঞানী তার নিজ বিষয় এ..বিখ্যাত কারো কাছে গিয়ে দিন দিন এর পর সময় নষ্ট.তারপর 2 mintue এর জন্য সময় দিবে..

নিয়ম মেনে চলুন এবং দেশ এর ডাক্টারদের উপর বিশ্বাস রাখুন

05/12/2023

আমাদের দেশ এর স্বাস্থ্য ব্যাবস্থা খারাপ হওয়ার কারণ একমাত্র ডক্টর দের খামখেয়ালী নয়,এর পেছনে একটা বিরাট দুষ্ট চক্র কাজ করতেছে।।মানুষ বড় বড় কর্পোরেট হসপিটাল এ যাওয়ার আগে ব্যাঙের ছাতা এর ক্লিনিক গুলুতে ভীর করে প্রাথমিক চিকিৎসার জন্য।। কিন্তু তারা এই ক্লিনিক এ একলা যায় না,কোনো ফার্মেসি মান DMF পল্লী,দালাল ধরে নিয়ে যায়,তখন এই দালাল দের ডিমান্ড থাকে ৫ থেকে ১০ হাজার টাকার পরীক্ষা নিরীক্ষা দেয়া।সেখান থেকে তারা ৫০% কমিশন পায়।।এটাই তাদের ধান্দা।।ডক্টর না চাইলেও এগুলা দেয়া লাগে এবং দোষ এর ভাগীদার হয়।।এদের টার্গেট মূলত গরীব কম শিক্ষিত মানুষ গুলা।।এই দালাল ব্যাবস্থা না থাকলে পরীক্ষা নিরীক্ষা খরচ ৫০% কমানো সম্ভব।।
এর থেকে বাঁচার উপায় হলো 1.একজন এমবিবিএস ডক্টর কাছে যাওয়া 2.নিজে দায়ীত্বে হসপিটাল এ যাওয়া,সব বড় হসপিটাল এই ভালো ডক্টর বসেন,3.কেও যদি বলি অমুক হসপিটাল ভালো তমুক হসপিটাল ভালো তাহলেই ভাববেন সে একজন দালাল স্পেশালি সে যদি ফার্মেসি, ডিএমএফ বা পল্লী হয়ে থাকে।।তারা শুধু আপনাকে ভয় দেখিয়ে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবে।।
বিডি তে অনেক ভালো ডক্টর আছেন।।ভালো সেবা রোগ ধরতে হলে যার সিরিয়াল কম,অপেক্ষাকৃত কম বয়স্ক ডক্টর দেখান অনেক ভালো সার্ভিস পাবেন।। লিজেন্ডারি অনেক লম্বা সিরিয়াল ৩/৪ মাস পর সিরিয়াল পাওয়া যায় এমন ডক্টর পরিহার করুন।। আশা করি ইন্ডিয়া যাওয়ার প্রবণতা কমবে।।
লিখাটা বড় কিন্ত এটা আপনার এবং আপনার পরিবার এর অনেক টাকা এবং সময় বাঁচাতে পারে।।

03/12/2023

পৃথিবীর সব চেয়ে পুরাতন নন ড্রাগ নেশা হল লবণ,বর্তমান যুগে সাদা চিনি।।দুটোই অতিরিক্ত গ্রহণে হৃদরোগ, ডায়াবেটিস,অতিরিক্ত ওজন সহ বিধ সমস্যাতে ভুগতে পারেন।।প্রতিদিন ৬গ্রাম এর বেশি লবণ পরিহার করুন,সাদা চিনি না খেতে পারলেই ভালো।।মিষ্টি কিছু খেতে মনে চাইলে গুর খেতে পারেন।।
প্রতিদিন নিয়মিত ৩০ মিনিট হাঁটুন।।

30/11/2023

আজকে থেকে ঠিক ১০০ বৎসর আগে ইন্দো চিনা রিজিয়ন এ গড় আয়ু কাল ছিলো ৩০.২ বৎসর। আমাদের একটা কমন ভুল ধারনা হলো আগের যুগ এর মানুষ বেশি দিন বাঁচতো এবং আধুনিক যুগ এর মত এত জটিল রোগ ছিল না। ব্যাপারটা কি আসলেই তাই, মোটেও না। বরং রোগ গুলো ধরা পড়ত না, আগেই মারা যেত। সে যুগে হোমিও ইউনানী আয়ুর্বেদিক ছিল কিন্তু তারা রোগ নিরাময়ে কখনোই সফল ছিল না। ঠিক ১০০ পর বর্তমানে বাংলাদেশ এ গড় আয়ু ৭৩.৫৭ বৎসর। এই অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে কেবল আধুনিক চিকিৎসা (Mordern medicine) ব্যাবস্থা। তাই নিজের সঠিক চিকিৎসার জন্যে যেটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত সুচিকিৎসা গ্রহণ করবেন, এই আশাই এ রইলো। নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও রাখুন। বাকিটা আল্লাহ ভরসা।

😃🙏🏻
30/08/2023

😃🙏🏻

Address

Gazipur

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Saiful Islam Ponir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category