Biogenic Homoeopathy Health Care

Biogenic Homoeopathy Health Care We are dedicated to the permanent silencing of deleterious gene clusters that play a critical role in the development of pathological conditions.

Successful Case: Epidermoid CystThis patient came to us with an epidermoid cyst.Through proper individualized Homoeopath...
19/08/2025

Successful Case: Epidermoid Cyst
This patient came to us with an epidermoid cyst.
Through proper individualized Homoeopathic treatment, the cyst has been cured successfully — without surgery.
Biogenic Homoeopathy Health Care

হাড়ের ব্যথা বা হাড় ক্ষয়ের সমস্যায় ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার আগে সতর্কতা:কিডনিতে পাথর: শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম ...
17/06/2025

হাড়ের ব্যথা বা হাড় ক্ষয়ের সমস্যায় ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার আগে সতর্কতা:
কিডনিতে পাথর: শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম প্রস্রাবের মাধ্যমে বের না হলে তা কিডনিতে জমে ক্যালসিয়াম অক্সালেট পাথর তৈরি করতে পারে।

হৃদযন্ত্রের ঝুঁকি: রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে (হাইপারক্যালসেমিয়া) এটি হার্টের রক্তনালী শক্ত করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

থাইরয়েড/প্যারাথাইরয়েড গ্রন্থির সমস্যা: প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থির অসুখে (হাইপারপ্যারাথাইরয়েডিজম) রক্তে ক্যালসিয়াম বেড়ে যায়, যা হাড় ক্ষয় ও কিডনি রোগের কারণ হয়।

অন্যান্য মেটাবলিক সমস্যা: ভিটামিন ডি-এর অভাব বা কিডনি রোগ থাকলে ক্যালসিয়াম সঠিকভাবে শোষিত হয় না, ফলে রক্তে ক্যালসিয়াম জমে বিষক্রিয়া তৈরি করতে পারে।

সঠিক পদ্ধতি: কী করবেন?
✅ প্রথমে ডাক্তারের পরামর্শ নিন ।
✅ সিরাম ক্যালসিয়াম পরিক্ষা করে ঘাটতি থাকলে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন ডাক্তারের পরামর্শ মত ।

13/06/2025

Stye Homoeopathic Repertory Guide | Dr. Noman Ahmad

অনেক সময় শিশুর গলার নিচে বা পাশে চামড়ার নিচে ছোট একটি গাঁট বা ফোলা দেখা যায়। এটি সাধারণত Cervical Lymphadenopathy — যা ভ...
30/04/2025

অনেক সময় শিশুর গলার নিচে বা পাশে চামড়ার নিচে ছোট একটি গাঁট বা ফোলা দেখা যায়। এটি সাধারণত Cervical Lymphadenopathy — যা ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে হতে পারে।

🔎 সাধারণ বৈশিষ্ট্য:

নরম ও নড়াচড়া করে

ব্যথাবিহীন

জ্বর বা ওজন কমা নেই

⏳ অনেক সময় এটি নিজে থেকেই সেরে যায়, তবে গাঁটটি যদি বড় হয়, ব্যথা করে বা জ্বর আসে — তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

08/01/2025
Ongoing Homoeopathic Treatment for Impetigo in a 6-Year-Old Child. On 28/11/24, I began treatment for a 6-year-old child...
17/12/2024

Ongoing Homoeopathic Treatment for Impetigo in a 6-Year-Old Child.

On 28/11/24, I began treatment for a 6-year-old child diagnosed with impetigo, a contagious bacterial skin infection. The child presented with honey-colored crusts around the nose.

Just this one prescription, the child has shown 90% improvement, Alhamdulillah. The treatment is ongoing, and we’re continuing with hygiene precautions to support full recovery.

আপনি কি গাউট বা রিউমাটিজম (আরথ্রাইটিস) সমস্যায় ভুগছেন?এমনকি শরীরের জয়েন্টে তীব্র ব্যথা ও ফোলাভাব অনুভব করছেন? হোমিওপ্য...
19/11/2024

আপনি কি গাউট বা রিউমাটিজম (আরথ্রাইটিস) সমস্যায় ভুগছেন?
এমনকি শরীরের জয়েন্টে তীব্র ব্যথা ও ফোলাভাব অনুভব করছেন? হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে সঠিক সমাধান দিতে পারে।

গাউট (Gout) এর উপসর্গ:
তীব্র ব্যথা ও ফোলা (বিশেষত পায়ে বা হাঁটুতে)
গরম এবং সংবেদনশীলতা অনুভব করা
মুত্রের অ্যাসিডের কারণে ফোলা বা বেরিয়ার মত অনুভূতি
গাঁটে ব্যথা ও লালচে হওয়া

রিউমাটিজম (Rheumatism) এর উপসর্গ:
জয়েন্টে ব্যথা এবং ফোলা
অঙ্গপ্রত্যঙ্গের শক্তি কমে যাওয়া বা অমনীয়তা (বিশেষত সকালে)
শরীরে অস্বস্তি এবং ক্লান্তি অনুভব করা
দীর্ঘস্থায়ী ব্যথা এবং ফোলা যেগুলি প্রথাগত চিকিৎসায় কমে না

হোমিওপ্যাথি চিকিৎসার সুবিধা:
কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দীর্ঘমেয়াদী উপশম
গাউট ও রিউমাটিজমের ব্যথা ও ফোলাভাব দ্রুত কমায়
শরীরের প্রাকৃতিক সুস্থতা প্রক্রিয়া উন্নত করে

Hibiscus rosa sinensis
12/11/2024

Hibiscus rosa sinensis

ব্রন (Acne)  তেমন কোন গুরুতর সমস্যা না কিন্তু দেখতে নিজের কাছে অস্বস্তি লাগে। প্রকারভেদ : #একনি_ভলগারিস:ভাতের ন্যায় মেদ ...
10/11/2024

ব্রন (Acne) তেমন কোন গুরুতর সমস্যা না কিন্তু দেখতে নিজের কাছে অস্বস্তি লাগে।
প্রকারভেদ :

#একনি_ভলগারিস:ভাতের ন্যায় মেদ বের হয়।আকার ক্ষুদ্র হয়।

#একনি_ইন্ডুরেটা:কঠিন ধরনের পুঁজ হয় ক্ষুদ্র স্ফোটকের আকার ধারন করে।পুঁজ বের হলেও দাগ রয়ে যায়।

#একনি_রেজিওলা:এগুলো উজ্জ্বল লাল বর্ণ হয় সহজে যেতে চায় না।

#একনি_টিউবারকুলেটা:25-50 বয়সে এটি হয়ে থাকে।নানা অনিয়মের কারনে এটি 6/7 বছর পর্যন্ত থাকে।ডাঃবেয়ার বলেন এটি আরোগ্য করা কঠিন হয়ে পরে কারন যুবক যুবতীরা প্রায়শ আহার বিহার মানে না।

#কমেডোনস:কালো বিন্দুর মত দাগ ভাতের মত বের হয় আর স্থানটি উঁচু হয়।

হোমিওপ্যাথি ঔষধ ব্যবস্থা:

১. কেলি_ব্রোম 30/200 শক্তি।বুকে পিঠে মুখে ছোট ছোট হয়।ছেলেদের জন্য এটি সেরা।

২. ক্যালকেরিয়া_ফস:10এম/50 এম শক্তি এক মাত্রাই যথেষ্ট যুবতী মেয়েদের।হালকা পাতলা গঠন।

৩. ক্যালকেরিয়া_পিক:6/30 শক্তি যৌবনে ছেলে মেয়েদের সেরা কার্যকর।

৪. নাক্স_ভম:200 শক্তি।অলস বদরাগী,কষা থাকলে বা অল্প হলেও শান্তি পেলাম না এরকম হলে সেব্য।

৫.সালফার_আয়োড 200 শক্তি।ব্রণে পুজ জমে টাটানী ব্যাথায় সেরা।দুই সপ্তাহ পরে 1 এম এক মাত্রা।

৬. এসিড_পিক 6/30 শক্তি।অতি ইন্দ্রিয় চালনা পীড়ার কারন হলে সবচেয়ে কার্যকর।স্নায়ুবিক দূর্বলতাসহ।

৭. রেডিয়াম 200।পুরাতন রক্তিম মুখব্রণ হলে দুই মাত্রা পনের দিন অন্তর যথেষ্ট।

৮. এন্টিম_ক্রুড:10 এম শক্তি।সারা শরীরে ব্রণ ভাতের মত বের হয় ।চুনের মত সাদা জিহ্বা ।

৯. পালসেটিলা 200 শক্তি।শান্ত স্বভাব অভিমানী মেয়েদের যৌবনে মুখ ব্রণ হলে।পরে উচ্চ শক্তি মাসে একবার।

১০. বোবিষ্টা 6/30 শক্তি।কসমেটিক ব্যাবহারে ব্রণ হয়।

১১. হাইপেরিকাম 200 শক্তি।দুই এক মাত্রা ব্রণ টিপে অবস্থা শোচনীয় হলে।

১২. সালফার 1 এম শক্তি।কষা থাকলেই ব্রণ ।গোসল করতে চায় না।মিষ্টি প্রিয়।খসখসে চামড়া গরমভাব হলে বেশ ফলপ্রসু।

১৩. নেট্রাম_মিউর:200 শক্তি।মুখ সব সময় তৈলাক্ত।লবন খাওয়ার ঝোক।গরম সহ্য হয় না।রোঁদে গেলে মাথায় যন্ত্রনা এমন হলে অব্যর্থ।

১৪. সেনগুইনারিয়া 30/200 শক্তি।মাসিকের সময় রক্তস্রাব কম হয় এবং ব্রণের মত গুটি দেখা দিলে কার্যকর।

১৫. আর্নিকা 30/200 শক্তি।ব্রন টিপে পুজ বের করে কাল দাগ পরলে 30 শক্তি সেরা।বহু পরিক্ষিত।

এছাড়া বেলিসপার মাদার।বারবেরিস একুই মাদারটি বেশ ভাল কাজ করে।বায়োকেমিক ক্যালকেরিয়া ফস 3×,কেলি মিউর 6× সাদা জিহ্বা হলে ভাল কাজ করে।

06/05/2024
20/03/2024

আঞ্জনি (Stye) চোখের পাতায় ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। এর ফলে চোখের পাপড়ির প্রান্তে লাল নরম ছোট্ট দানা দেখা যায়।[চোখের পাতার বাইরের বা ভিতরের অংশ আক্রান্ত হতে পারে।

চিকিৎসা নেয়ার জন্য চেম্বারের ঠিকানায় যোগাযোগ করুন। অথবা কল করুন 01913-396312
Your Health, We care ✅
ডা. নোমান আহমদ

19/03/2024

টনসিলের প্রদাহকে টনসিলাইটিস বলে। রোগের প্রাথমিক অবস্থায় এলে বেশিরভাগ কেইস ভাল করা যায়।
চিকিৎসা নেযার জন্য চেম্বারের ঠিকানায় যোগাযোগ করুন। অথবা কল করুন 01913-396312

Your Health, We care ✅
Dr. Noman Ahmad

Address

Gazipur

Opening Hours

Monday 10:00 - 13:00
17:00 - 21:00
Tuesday 10:00 - 13:00
17:00 - 21:00
Wednesday 10:00 - 13:00
17:00 - 21:00
Thursday 10:00 - 13:00
17:00 - 21:00
Friday 09:00 - 12:00
17:00 - 21:00
Saturday 10:00 - 13:00
17:00 - 21:00
Sunday 10:00 - 13:00
17:00 - 21:00

Telephone

+8801718515383

Alerts

Be the first to know and let us send you an email when Biogenic Homoeopathy Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category