16/02/2022
সায়াটিকার ব্যথা হোমিওপ্যাথি চিকিৎসায় খুব সহজে নিরাময় হয়ে যায়।
সায়াটিকা : কোমর ব্যথায় যারা ভুগছেন তারা অনেকেই এই শব্দটির সাথে পরিচিত। সায়াটিক নার্ভ বা স্নায়ু যা মাজার নিচের অংশ থেকে বের হয়ে পাছা বা নিতম্ব অতিক্রম করে পায়ের পেছন দিক দিয়ে গোড়ালি পর্যন্ত যায়।কোমরের হার(ডিক্স)যদি তার জায়গা থেকে সরে যায়(PLID) এবং ফ্যাসেট জয়েন্টে যদি প্রদাহ হয় তবে সায়াটিক নার্ভে প্রদাহ সৃষ্টি করে।ফলে এই স্নায়ুর চলার পথে যেকোনো জায়গায় ব্যথা হতে পারে।
রোগের লক্ষণ:
শিরদাঁড়া এবং কোমরের অংশে ব্যথা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।সায়াটিকার ব্যথা কোমর ও পায়ে হতে পারে। রোগীর পায়ে অনুভূতি কমে (অবস লাগা)যাওয়াসহ ঝিনঝিন করতে পারে।এছাড়া তীব্র ব্যথাসহ মাংসপেশীর টেনে ধরা ভাব দেখা যায়।এক্ষেত্রে রোগী সোজা হয়ে হাঁটতে পারেনা।
চিকিৎসা :
এ রোগে হোমিওপ্যাথি ঔষধ সেবনের পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে খুব সহজেই আরোগ্য লাভ হবে ইনশাল্লাহ।