Online Haat

Online Haat Health Food & Household Products Store

Natural পন্য ব্যবহারের পাশাপাশি নিচের কাজগুলো অন্তত একমাস এই রুটিন মেনে চলুন। পন্য বা যেকোন পরামর্শ পেতে যোগাযোগ করুন। W...
26/08/2025

Natural পন্য ব্যবহারের পাশাপাশি নিচের কাজগুলো অন্তত একমাস এই রুটিন মেনে চলুন।
পন্য বা যেকোন পরামর্শ পেতে যোগাযোগ করুন।
Whatsapp : 01575-283576

১. ঘুম থেকে উঠবেন ভোর সাড়ে চারটায়৷

২. দুই গ্লাস পানি হালকা গরম করুন৷ গরম না করতে পারলে নরমাল তাপমাত্রা হলেও হবে৷ ভুলেও ঠান্ডা পানি বা ফ্রীজের পানি নেবেন না৷ প্রথম গ্লাস পানি খেয়ে ফেলুন। পরের গ্লাস পানিতে কিছু লেবুর রস চিপে দিন। ওটাও খেয়ে ফেলুন৷ এই পানি খাওয়ার আগে ব্রাশ করা যাবে না৷

৩. পানি খাওয়া শেষ হলে ওয়াশরুমে যান। ব্রাশ করুন। ফ্রেশ হোন৷ পবিত্র হোন, অজু করুন।

৪. এবার যে যার ধর্মমতে প্রার্থনায় বসুন৷

৫. প্রার্থনা শেষে একটু কালোজিরা চিবিয়ে খান৷ তারপর একটু মধু খান।

৬. এবার বই নিয়ে বসুন৷ ধর্মীয় গ্রন্থ বা নন ফিকশন, প্রেরণামূলক কিছু। অন্তত দশ পৃষ্ঠা পড়তে চেষ্টা করুন৷ এটা সারাদিন আপনাকে ইতিবাচক ভাইব দেবে।

৭. এবার বাইরে যান৷ মুক্ত বাতাসে হাঁটতে হবে আধাঘন্টা৷ গ্রাম বা মফস্বলের মানুষের জন্য তাজা বাতাস পাওয়া সুবিধা৷ শহরের অধিবাসীদের জন্য মুশকিল৷ পার্কে গেলে ভালো, নাহলে ছাদে যান৷ আধাঘন্টা ফ্রী হ্যান্ড এক্সারসাইজ করুন৷ এ সময় বুক ভরে শ্বাস নিন৷ ধীরে ধীরে ছাড়ুন৷ কয়েকবার এমন করুন। ব্যায়াম করাই লাগবে।

৬. এবার এসে গোসল করে ফেলুন৷ তারপর সকালের নাস্তা৷ নাস্তায় রাখতে চেষ্টা করুন ডিম সেদ্ধ, খেজুর দুই তিনটা, ভেজানো কাঠবাদাম চারটা৷ এটুকু হলেই সারাদিনের শক্তির জন্য যথেষ্ট। শুধু পানি ছাড়া আর কিছু না খেলেও চলে৷

৭. এবার আপনার পেশাগত কাজে বেরিয়ে পড়ুন। ঋতু অনুযায়ী স্বাচ্ছন্দ্যের পোশাক পরুন। বাইরে মাস্ক পরা ভালো৷ বিষাক্ত ধুলোবালি ফুসফুসে যাতে না যায়।

৮. সারাদিনের খাবারে চিনি পুরোপুরি ত্যাগ করুন৷ কোমল পানীয় তো ধরবেনই না, চা কফিতেও চিনি দেবেন না।

৯. ভাজাপোড়া খাবেন না৷ শিঙাড়া, সমুচা, পুরি, পিয়াজু, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, বার্গার এসব জিনিস পুরোপুরি হারাম ঘোষণা করুন৷ খেতে ইচ্ছে করলে কলা খাবেন, পেয়ারা খাবেন। দাম এগুলোর কম, তবে দারুণ স্বাস্থ্যকর।
খাবারে পর্যাপ্ত সবুজ শাক সবজি রাখুন৷ ভাতের পরিমাণ কম রাখবেন। পেট ভরে খাবেন না। কিছুটা খালি যাতে থাকে।

১০. সারাদিনে বেশ কয়েকবার হাত মুখ ধোয়া ভালো৷ যারা মুসলিম তাদের তো অজু করাই লাগে, অন্যরাও চোখে মুখে পানির ঝাপটা দিন।

১১. কাজ শেষে বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিন৷ রাত সাড়ে আটটা নয়টার মধ্যে রাতের খাবার শেষ করুন। পরিবারের সবার সাথে একসাথে খেলে ভালো, আপনি দূরে থাকলে একাই খেতে হবে, বা আপনার রুমমেট, মেসমেট যিনি থাকবে, তার সাথে খান৷

১২. খাওয়ার পর কিছুটা হাঁটা ভালো৷ ভালো হয় এশার নামাজ খাওয়ার পর আদায় করলে। তাহলে একসাথে ব্যায়ামটা হয়ে যায়৷ ডাইজেস্টের জন্য ভালো।

১৩. এবার ফোন টিপুন৷ সোশাল মিডিয়াতে কেউ জরুরি মেসেজ দিলে উত্তর দিন। আপনজনদের খোঁজখবর নিন৷ দিনের খবরাখবর দেখুন। পছন্দের অনুষ্ঠান দেখতে পারেন। এই সময়ে লেখালেখি করতে পারেন৷ ডায়েরিতে দিনের ঘটনাগুলো লিখুন৷ বা বিশেষ কোনো অনুভূতি যা আপনাকে নাড়া দেয়৷ কোনো স্মৃতিকথা। লেখালেখির অভ্যাস থাকা দারুণ ব্যাপার৷

১৪. ঘুমাতে চেষ্টা করুন রাত দশটা সাড়ে দশটার মধ্যে৷ ঘুমের এক ঘন্টা আগে ফোন বা সকল ডিভাইসের স্ক্রিন বন্ধ করুন৷ তখন কাগজের বই খুলতে পারেন৷ অথবা অডিওবুক শুনতে পারেন৷ পছন্দের জনরার গল্প শুনলেন, বা প্রিয় বক্তার আলোচনা বা পডকাস্ট৷ এগুলো শুনতে হবে৷ স্ক্রিনে চোখ রেখে দেখা যাবে না৷ কানে ইয়ারফোন দিয়ে শুনবেন না৷ সহনীয় মাত্রার সাউন্ডে স্পীকারে শুনুন৷ শুনতে শুনতেই ঘুম এসে যাবে৷
________________
এই রুটিনটা একটি মাস অনুসরণ করুন৷ যদি জীবন ইতিবাচকভাবে বদলে না যায়, যদি শারীরিক ও মানসিক সুস্থতা না আসে, তাহলে আপনার ইচ্ছামতো রুটিনে ফিরে যাইয়েন৷ একটা মাস কষ্ট করে এই রুটিনটা মেনে দেখুন প্রিয় বন্ধু।

#সংগৃহীত

 # # # আসসালামু আলাইকুম**ইনসুলিন ব্যবহারকারী রোগীরা ইনশাআল্লাহ মাত্র ১ থেকে ৪ সপ্তাহের মধ্যেই ইনসুলিন মুক্ত জীবন উপহার প...
17/08/2025

# # # আসসালামু আলাইকুম

**ইনসুলিন ব্যবহারকারী রোগীরা ইনশাআল্লাহ মাত্র ১ থেকে ৪ সপ্তাহের মধ্যেই ইনসুলিন মুক্ত জীবন উপহার পাবেন।**

শুধু ডায়াবেটিস নয়, আমরা আরও যেসব সমস্যার চিকিৎসা দিয়ে থাকি:
১. ডায়াবেটিস
২. এ্যাজমা
৩. পাইলস
৪. গ্যাস্ট্রিক ও আলসার
৫. বাত-ব্যাথা
৬. হার্ট, লিভার ও কিডনি সমস্যা
৭. দীর্ঘদিনের আমাশয়
৮. যৌন সমস্যা
৯. অতিরিক্ত মেদ
১০. স্ত্রী রোগ
১১. উচ্চ রক্তচাপ
১২. হেপাটাইটিস-বি
১৩. এলার্জি ও চর্মরোগ
১৪. কোষ্ঠকাঠিন্য
১৫. ক্ষুধামন্দা ইত্যাদি

---

# # # আমাদের বিশেষত্ব

✅ ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান **Index Laboratory Ayu Ltd.**
✅ ইতোমধ্যে লক্ষাধিক রোগী ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, যৌন সমস্যা, রক্তচাপসহ নানান সমস্যায় সুস্থ হয়েছেন।

---

# # # DIBEDEX (ডাইবিডিক্স)

**INDEX Laboratory** কর্তৃক বিশ্বমানের একটি আয়ুর্বেদিক ঔষধ।
এর প্রধান কাজ হলো শরীরে ইনসুলিন উৎপাদনকারী অঙ্গগুলোকে সক্রিয় করা। নিয়মিত ব্যবহার করলে শরীর নিজে থেকেই ইনসুলিন তৈরি করতে শুরু করবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। ফলে একসময় আর কোনো ইনসুলিন বা ঔষধের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ।

---

# # # স্বাভাবিক ডায়াবেটিসের মাত্রা

A. খালি পেটে: **5.6 – 6.9 mmol/L**
B. খাবারের ২ ঘণ্টা পরে: **7.8 – 11.1 mmol/L**

---

# # # সতর্কতাঃ

✅ অবশ্যই নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।
✅ প্রয়োজনে আমাদের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

---

ধন্যবাদ 🌿
**Index Laboratory** – সুস্থ জীবনের বিশ্বস্ত ঠিকানা।

---
# # # পরামর্শ ও যোগাযোগ

👉 ঔষধ সেবন বিধি ও বিশেষজ্ঞ পরামর্শের জন্য যোগাযোগ করুন:
📞 Whatsapp: 01575-283576

আমরা ঘুমকে প্রায়ই অবহেলা করি। ভাবি, একটু কম ঘুম হলে তেমন কিছু হবে না।কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ঘুম শুধু বিশ্রামের স...
15/08/2025

আমরা ঘুমকে প্রায়ই অবহেলা করি। ভাবি, একটু কম ঘুম হলে তেমন কিছু হবে না।
কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ঘুম শুধু বিশ্রামের সময় নয়, এটি আমাদের মস্তিষ্কের পরিচ্ছন্নতা ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পর্ব। যখন আমরা ঘুমাই, তখন মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে, ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে এবং স্মৃতিকে সংগঠিত করে। কিন্তু ঘুমের অভাবে এই প্রক্রিয়াগুলো ব্যাহত হয়, এমনকি ভয়ঙ্করভাবে উল্টেও যেতে পারে। গবেষণা বলছে, পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের কোষগুলো এতটাই সক্রিয় হয়ে ওঠে যে তারা নিজেদেরই ক্ষতি করতে শুরু করে, নিজের কাঠামো ধ্বংস করে ফেলে।

- ভালো ঘুমে মস্তিষ্কের কোষগুলো বিষাক্ত পদার্থ সরিয়ে ফেলে।

- ঘুম কম হলে, এই কোষগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে নিজেদেরই ক্ষতি করে।

- অ্যাস্ট্রোসাইট কোষ "স্নায়ু সংযোগ" খেয়ে ফেলতে পারে—মনে রাখার ক্ষমতা কমে।

- মাইক্রোগ্লিয়াল কোষের অতিরিক্ত কাজ অ্যালঝাইমারের ঝুঁকি বাড়ায়।

- পর্যাপ্ত ঘুম না হলে, মস্তিষ্ক ধীরে ধীরে নিজের কাঠামো নষ্ট করতে শুরু করে।

বিভিন্ন কারনে যাদের ঘুমের সমস্যা আছে তারা আমাদের নিচের পন্য ব্যবহার করুন। এটা কোন ঘুমের মেডিসিন না। এটি আপনার ব্রেনকে শান্ত করবে। ফলে ঘুম এমনিতেই হবে।
পন্য বা ফ্রি প্রেসক্রিপশন করে নিতে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

আপনার কিডনি চুপচাপ নষ্ট হয়ে যাচ্ছে এই ১০টি ভুলে! আপনি কি সতর্ক?(পোষ্টটি পড়তে ১ মিনিট সময় দিন – এই তথ্য আপনার জীবন বাঁচ...
02/08/2025

আপনার কিডনি চুপচাপ নষ্ট হয়ে যাচ্ছে এই ১০টি ভুলে! আপনি কি সতর্ক?
(পোষ্টটি পড়তে ১ মিনিট সময় দিন – এই তথ্য আপনার জীবন বাঁচাতে পারে!)

আপনার কিডনি দুইটা। কিন্তু সচরাচর যখন বোঝা যায় যে কিডনিতে সমস্যা হয়েছে, তখন অনেক দেরি হয়ে যায়। কিডনি নষ্ট হওয়ার লক্ষণগুলো এতটাই নীরব যে আপনি টেরই পান না।

আজ জানুন কিডনি নষ্ট হওয়ার ১০টি অদৃশ্য কারণ – যেগুলো আমরা প্রতিদিন নিজের অজান্তেই করে যাচ্ছি:

⚠️ ১. পর্যাপ্ত পানি না খাওয়া
কিডনি টক্সিন ছেঁকে বের করে। পানি কম খেলে বর্জ্য জমে থেকে কিডনিকে ধ্বংস করে।

⚠️ ২. অতিরিক্ত লবণ খাওয়া
সাবধান! প্রতিদিনের খাবারে বেশি লবণ কিডনির রক্তনালীতে চাপ সৃষ্টি করে।

⚠️ ৩. নিয়মিত ব্যথার ওষুধ খাওয়া
প্যারাসিটামল, আইবুপ্রোফেন প্রভৃতি ওষুধ দীর্ঘমেয়াদে কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।

⚠️ ৪. ইউরিন চেপে রাখা
প্রস্রাব চেপে রাখার অভ্যাস কিডনি ইনফেকশন ও দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়।

⚠️ ৫. মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া
চিনি বেশি খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে – যা কিডনি ফেইলিউরের অন্যতম কারণ।

⚠️ ৬. বেশি প্রোটিন ডায়েট
বডি বানাতে বেশি প্রোটিন খাচ্ছেন? অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ ফেলে।

⚠️ ৭. এলকোহল ও ধূমপান
এই দুটি কিডনি কোষ ধ্বংস করে ও রক্ত সঞ্চালন ব্যাহত করে।

⚠️ ৮. উচ্চ রক্তচাপ অবহেলা করা
হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ না করলে কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়।

⚠️ ৯. কম ঘুমানো ও স্ট্রেস
ঘুম ও মানসিক চাপ সরাসরি কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়।

⚠️ ১০. অনিয়মিত চিকিৎসা বা চেকআপ না করা
বেশিরভাগ মানুষ কিডনি রোগ ধরা পড়লে খুব দেরিতে চিকিৎসা নেন। এতে ফেইলিউর নিশ্চিত হয়ে যায়।

✅ কী করবেন এখনই?
🔹 প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন
🔹 প্রস্রাব আটকে রাখবেন না
🔹 বছরে একবার কিডনি ফাংশন টেস্ট করুন
🔹 ব্লাড প্রেসার, সুগার নিয়ন্ত্রণে রাখুন
🔹 অকারণে ওষুধ খাবেন না

💡 আপনার শরীরের ‘নীরব সৈনিক’ হলো কিডনি। যত্ন না নিলে সে চুপচাপ ধ্বংস হয়ে যাবে।

📤 এই পোস্টটি শেয়ার করুন — আপনার এক শেয়ার হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে!

আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে নিচের পন্য গুলো ব্যবহার করুন।
মনে রাখবেন: চিকিৎসা মানে শুরু Drug নয়।
Dicepline, Diet, Drug এর সমন্বয়।
পরামর্শ ও পন্য পেতে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

যদি আপনি টানা ৩০ দিন ধরে প্রতিদিন ডিম খান:আপনার মস্তিষ্কের শক্তি বাড়বে কারণ ডিমে কোলিন (Choline) নামক একটি বিশেষ উপাদান...
31/07/2025

যদি আপনি টানা ৩০ দিন ধরে প্রতিদিন ডিম খান:
আপনার মস্তিষ্কের শক্তি বাড়বে কারণ ডিমে কোলিন (Choline) নামক একটি বিশেষ উপাদান রয়েছে যা ফ্যাটি লিভার প্রতিরোধ করতে সাহায্য করে।
ডিমে থাকা আরেকটি জিনিস হলো কোলেস্টেরল। কোলেস্টেরল হলো আপনার সমস্ত সেক্স হরমোন—যেমন টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং কর্টিসলের মতো স্ট্রেস হরমোন তৈরির কাঁচামাল।
ডিম আসলে ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সাহায্য করে।
ডিমে দুটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে: লুটেইন এবং জিয়াজ্যানথিন। এগুলো চোখের ভেতরে নীল আলো প্রবেশ করতে বাধা দেয়, তাই এগুলো ম্যাকুলার ডিজেনারেশনের মতো সমস্যা থেকে সুরক্ষা দেয়।
এবং সবশেষে, ডিমে প্রচুর পরিমাণে সালফার থাকে। সালফার আপনার চুলকে সুন্দর, চকচকে এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করবে।
প্রতিদিন কমপক্ষে ২ টা সিদ্ধ ডিম খাবেন কুসুম সহ....

Beetech Communication OPC হলো একটি ডিজিটাল মার্কেটিং সেবাদানকারী প্রতিষ্ঠান যা ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি কোন ব্যাং...
28/07/2025

Beetech Communication OPC হলো একটি ডিজিটাল মার্কেটিং সেবাদানকারী প্রতিষ্ঠান যা ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি কোন ব্যাংক, NGO, MLM বা বিনিয়োগভিত্তিক আর্থিক সংস্থা নয়। সাধারণ ক্রেতা ও ব্যবসায়ী উভয়কেই আর্থিকভাবে উপকৃত করার লক্ষ্য নিয়ে কাজ করে থাকে।
এটা কোন ইনভেস্টিং সাইট না। এটা বাংলাদেশ সরকার অনুমোদিত একটি লিমিটেড কোম্পানী। যেখানে আপনি আপনার বিজনেস করে ইনকাম করবেন। শুধু মাত্র ফ্রী নিবন্ধন করে আপনার শহর এবং গ্রামের ভিতর যতো গুলো বিটেক আউটলেট আছে অথবা বিটেক ওয়েবসাইট থেকে নিত্য প্রয়োজনীয় যেকোন ধরনের বাজার করলেই দোকান থেকে প্রাপ্য ক্যাশব্যাক কাষ্টমার এর বিটেক আইডিতে পয়েন্ট আকারে জমা হতে থাকবে। ৬ টাকায় ১ পয়েন্ট। যখনি ১০০ পয়েন্ট হয়ে যাবে,, ঠিক তখনি আপনি ক্লাব মেম্বার। আর ক্লাব মেম্বার হয়ে গেলেই ১৩ টি বোনাস নিশ্চিত।পর্যায়ক্রমে ১৩ বোনাসে ১৬ লাখ ৩৮ হাজার ২০০ টাকা নিশ্চিত।
এখুনি ফ্রী নিবন্ধন করুন। আর মন ভরে বাজার করুন। কেননা আপনি কেনাকাটায় যা ব্যয় করবেন তা শতগুণ বেশি হয়ে আপনার কাছেই ফেরত আসবে। যা আপনার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।
আর কোন আজেবাজে সাইটে কাজ করে সময় নষ্ট করবেন না। একাউন্টটা করতে নক দিন।
রেজিস্টার লিংকঃ
https://beetc24.com/index.php?route=account/register&ref=272675
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
Whatsapp: 01575-283576

দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ্ঞান কি বলে? চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক...
27/07/2025

দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ্ঞান কি বলে? চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয় :

(১) দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোন চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু বের হতে পারে না। বরং তা উপর দিকে উঠে যায়। ফলে অস্থিরতা বাড়ে, রক্ত চাপ বাড়ে, হৃদযন্ত্রে স্পন্দন বাড়ে, খাদ্যনালী দিয়ে বার বার হিক্কা আসতে থাকে।

(২) দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই ওসব দূষিত পদার্থ বের হয়ে যায়।

(৩) দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয়।

(৪) দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে।

(৫) যারা নিয়মিত দাড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনী রোগ হবেই।

(৬) দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌন শক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম ও তেনা তেনা হয়ে যায় এবং সহজে সোজা ও শক্ত হতে চায় না। উত্তেজনার সময় যদিও শক্ত হয় কিছুক্ষন পর কিছু বের না হতেই তা আবার ছোট ও নরম হয়ে যায়।

(৭) দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিবেশ দূষিত হয়। সেই দূষিত বায়ু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে।

(৮) দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে।

স্বাস্থ্য বিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রস্রাব করা উচিত।

অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) চৌদ্দশত বছর আগেই দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন।

“ওমর (রা:) বলেন- নবী(স:) কোন একদিন আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, হে ওমর তুমি কখনই দাঁড়িয়ে প্রস্রাব করবে না। এরপর আমি আর কখনই দাঁড়িয়ে প্রস্রাব করিনি”। (তিরমীযি হাদীস/১২)।

যাদের প্রস্রাবের সমস্যা আক্সহ্ব তারা দ্রুত আমাদের ন্যাচারাল পন্য ব্যবহার করুন।
ডাক্তারের ফ্রি পরামর্শ ও পন্য পেতে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

26/07/2025

দেশের বিভিন্ন থানা এবং ইউনিয়ন পর্যায়ে ব্যবসায়ীক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে কমিশন ভিত্তিক ডিলার/রিসেলার/এফিলিয়েট মার্কেটার/অনলাইন মার্কেটার/অফলাইন মার্কেটার নিয়োগ চলছে। যারা মেডিসিন, হেলথ কেয়ার এবং বিউটি কেয়ার পন্য নিয়ে ইনকামের পাশাপাশি মানুষের সেবা করতে চান তাদের জন্য অপূর্ব সুযোগ।
সুবিধা সমূহঃ
 ফ্রি ট্রেনিং এর সুবিধা
 অফলাইন/অনলাইন ট্রেনিং
 লাইফ টাইম সাপোর্ট
 ক্যাশঅন ডেলিভারীতে পন্য প্রাপ্তির সুযোগ
 ডিলার পয়েন্টে ডাক্তারের সাপোর্ট
 কম টাকায়/বিনা টাকায় ব্যবসা করার সুযোগ

যোগাযোগঃ
Whatsapp: 01575-283576

আজকে কিছু পন্য জামালপুর পাঠাইলাম।কেউ মেডিসিনের ডিলার নিতে চাইলে বা ব্যবসা বা কাজ করতে চাইলে যোগাযোগ করুন। Whatsapp 01575...
23/07/2025

আজকে কিছু পন্য জামালপুর পাঠাইলাম।
কেউ মেডিসিনের ডিলার নিতে চাইলে বা ব্যবসা বা কাজ করতে চাইলে যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

👉 DXN Lineman (DXN Lion's Mane) মূলত একটি হেলদি হার্বাল ফুড সাপ্লিমেন্ট, যার প্রধান উপাদান হলো Lion’s Mane Mushroom (Her...
20/07/2025

👉 DXN Lineman (DXN Lion's Mane) মূলত একটি হেলদি হার্বাল ফুড সাপ্লিমেন্ট, যার প্রধান উপাদান হলো Lion’s Mane Mushroom (Hericium erinaceus)। এটি বহু আগে থেকেই চীন, জাপান ও কোরিয়ান ট্র্যাডিশনাল মেডিসিনে ব্যবহৃত হয়ে আসছে ব্রেন, নার্ভ ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য।

চলুন, এর উপকারিতাগুলো একনজরে দেখে নিই:

🦁 DXN Lineman / Lion’s Mane এর উপকারিতা

📌 মস্তিষ্ক ও স্মৃতিশক্তির উন্নতি

নিউরন পুনর্গঠন করে স্মৃতিশক্তি বাড়ায়।

আলঝেইমার, পারকিনসন এবং নার্ভ ডিজঅর্ডার প্রতিরোধে সাহায্য করে।

স্ট্রোকের পর মস্তিষ্কের সেল রিপেয়ার করে।

📌 নার্ভাস সিস্টেম সুস্থ রাখে

নার্ভ সেল ড্যামেজ রিপেয়ার করে।

নার্ভ রিল্যাক্স করে দুশ্চিন্তা, হতাশা ও মানসিক চাপ কমায়।

ঘুমের সমস্যা দূর করে মানসিক প্রশান্তি আনে।

📌 ইমিউন সিস্টেম উন্নত করে

দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে সুরক্ষা দেয়।

📌 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য

ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে।

ডায়াবেটিক নার্ভ ড্যামেজ প্রতিরোধ করে।

📌 ক্যান্সার প্রতিরোধে সহায়ক

কিছু গবেষণায় দেখা গেছে, Lion’s Mane শরীরে ক্যান্সার সেল গ্রোথ স্লো করে।

📌 পাচন ক্ষমতা উন্নত করে

হজমশক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিক-অ্যাসিড ব্যালেন্স করে।

📌 শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি

দুর্বলতা কমায়, এনার্জি বাড়ায়।

⚙️ কীভাবে খেতে হয়

দিনে ১-২ বার খাবারের আগে বা পরে ১-২ ক্যাপসুল।

অথবা বিশেষ প্রয়োজনে DXN কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী।

কারা খেতে পারবেন?

স্টুডেন্ট, যাদের মনোযোগ কম।

যারা মানসিক চাপ, দুশ্চিন্তায় ভুগছেন।

বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে এমন ব্যক্তিরা।

ডায়াবেটিক রোগী।

স্ট্রোক বা নার্ভ সমস্যায় ভোগা রোগী।

যাদের ঘুমের সমস্যা রয়েছে।

যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন।
Whatsapp 01575-283576

" 🌿🌿DXN Tea Tree Cream🌿🌿"---------------------------------(Made in Malaysia)Spot  আমাদের জীবনে একটা বড় সমস্যা‼️ আজকাল যে...
14/07/2025

" 🌿🌿DXN Tea Tree Cream🌿🌿"
---------------------------------
(Made in Malaysia)

Spot আমাদের জীবনে একটা বড় সমস্যা‼️ আজকাল যেসব spot removal cream আছে ওইসব ব্যবহার করলে নানা রকম সাইড ইফেক্ট হয়‼️ ⚠️☠️এমনকি ক্যান্সার ও হয়☠️⚠️‼️
তাই Dxn নিয়ে এলো tea tree cream🌵🌵

এটা tea tree এর নির্যাস ও alovera থেকে তৈরি‼️ যার ফলে spot remove এ, এর অবদান অতুলণীয়। এর কোন সাইড ইফেক্ট নাই।

🌿সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এই ক্রিম🌿

🌹 এর উপকারিতাঃ🌹

🌹তিল জাতীয় দাগ দূর করে।❗
🌹মাতৃকালীন পেটের দাগ দূর করে❗
🌹শরীরের যে কোন ফাটা দাগ দূর করে❗
🌹pimples এর দাগ দূর করে❗
🌹পাতলা হয়ে যাওয়া স্কিন repair করে❗
🌹স্কিনকে মশ্চারাইজ করে❗

🌹স্কিনের যে কোন সমস্যা দূর করে❗
🌹একনি সমস্যা দূর করে❗
🌹স্কিনের ছিদ্র টাইট করতে সাহায্য করবে❗
🌹স্কিনের ব্রণের ক্ষত চিহ্ন দূর করবে❗
🌹স্কিনের বলিরেখা ও বয়সের ছাপ দূর করবে❗
🌹ত্বকের ভিটামিনের অভাব পূরণ করবে❗

ব্যবহারবিধিঃ

প্রতিদিন রাতে বা দিনে যে কোনো সময় ভালো ক্লিনার বা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ও মুছে নিন। এবার ক্রিমটি পরিমান মত হাতে নিয়ে স্কিনে আলতো করে ব্যবহার করুন।

কারো লাগলে ইনবক্স করতে পারেন।
কুরিয়ার পাঠানো যাবে।

Whatsapp 01575-283576

Address

Auchpara, Khapara Road, Ward-54, Tongi Poschim Thana
Gazipur
1712

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 10:00
Sunday 06:00 - 10:00

Telephone

+8801575283576

Alerts

Be the first to know and let us send you an email when Online Haat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Online Haat:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram