Selim Reza Primary Health care

Selim Reza Primary Health care Your health is your greast wealth. know your health status and take care of it.

শুভ সন্ধ্যা
20/06/2025

শুভ সন্ধ্যা

কৃষ্ণচূড়া গাছ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস।কৃষ্ণচূড়া গাছ যখন গ্রীস্মের দুপুরকে রঙ্গিন করে তোলে, তখন আমাদে...
20/05/2025

কৃষ্ণচূড়া গাছ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস।কৃষ্ণচূড়া গাছ যখন গ্রীস্মের দুপুরকে রঙ্গিন করে তোলে, তখন আমাদের মনে দারুন এক অনুভূতি শিহরণ ঘটায়।

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থ...
14/05/2025

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থেকে বের হওয়া রক্ত পান করে বাচ্চারা জীবন বাঁচায়।

পৃথিবীতে মায়ের সাথে তুলনা করার মতো কোনো বস্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এবং কোনদিন হবেও না। ভালো থাকুক পৃথিবীর সকল মা!

এর অর্থ, সবাই বুঝবে না।
14/05/2025

এর অর্থ, সবাই বুঝবে না।

বজ্রপাতে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে মেহগনিগাছ। মঙ্গলবার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের...
06/05/2025

বজ্রপাতে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে মেহগনিগাছ। মঙ্গলবার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে।

৬ এপ্রিল ২০২৫, পাবনা। ছবি: আজকের পত্রিকা।

উঁচু দালানকোটা নয়,কারো কারো স্বপ্ন এরকম ছোট্ট একটা বাড়ি।
03/05/2025

উঁচু দালানকোটা নয়,
কারো কারো স্বপ্ন এরকম ছোট্ট একটা বাড়ি।

16/09/2024

শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি করে যেসব ....খাবার .....
খেজুর, কলা ও ডালিম
কালো আঙ্গুর, কমলা এবং গাজর কচুর শাক, দুধ, ডিম, শিং মাছ এবং টেংরা মাছ।

06/03/2024

ফলো দিলে ফলো ব্যাক পাবেন। মিথ্যা কথা বলে ফলো নেই না। সবারই উদ্দেশ্য ফলোয়ার বাড়ানো।
ফলো টু ফলো।

কাঁচা/পাকা পেঁপে কেনউপকারী???১) পেঁপেতে ১২০ গ্রাম ক্যালরি২) ৩০ গ্রাম কার্বোহাইড্রেট৩) ৫ গ্রাম ফাইবার বা আঁশ ৪) ১৮ গ্রাম ...
05/03/2024

কাঁচা/পাকা পেঁপে কেন
উপকারী???
১) পেঁপেতে ১২০ গ্রাম ক্যালরি
২) ৩০ গ্রাম কার্বোহাইড্রেট
৩) ৫ গ্রাম ফাইবার বা আঁশ
৪) ১৮ গ্রাম প্রাকৃতিক চিনি
খেতে পারেন দিনের যেকোনো সময়, অ্যাসিডিটি প্রতিরোধে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পেঁপের সুনাম আছে।

পাইলসঃ পাইলস, যাকে অর্শ্বরোগও বলা হয়। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা...
05/03/2024

পাইলসঃ

পাইলস, যাকে অর্শ্বরোগও বলা হয়। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা থাকে, যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয় ।

পাইলসের প্রকারভেদঃ
১)অভ্যন্তরীণ পাইলস
২)বাহ্যিক পাইলস

#অভ্যন্তরীণ পাইলস: (৪)
#প্রথম পর্যায় - পাইলস ফুলে বাইরের দিকে বের হয়ে আসে না।

#দ্বিতীয় পর্যায় - মলমূত্র ত্যাগের পর পাইলস ফুলে বাইরের দিকে বের হয়ে আসে এবং তারপর আপনা-আপনি ঠিক হয়ে যায়।
#তৃতীয় পর্যায় - পাইলস ফুলে বাইরের দিকে বের হয়ে আসে এবং নিজে নিজে ঠিক করতে হয়।

#চতুর্থ পযার্য় - পাইলস ফুলে বাইরের দিকে বের হয়ে আসে বা প্রলেপস হয় এবং তা আর নিজে ঠিক হয় না বা করা যায় না।বাহ্যিক পাইলস:

#বাহ্যিক পাইলস মলদ্বারের বাইরের প্রান্তে ছোট ছোট গলদ গঠন করে।
-চুলকায়
-ব্যথা করে

পাইলসের কারণঃ
-দীর্ঘদিন কোষ্ঠকাঠিণ্যে
-পুরনো ডায়রিয়া
-মলত্যাগে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা
- পারিবারিক ইতিহাস
-আঁশযুক্ত খাবার কম খাওয়া
-স্থুলতা
-গর্ভকালীন সময়ে
-পায়ুপথে যৌনক্রিয়া
-যকৃত রোগ

পাইলসের লক্ষণঃ
-পায়ুপথ চুলকায়
-বসলে ব্যথা করে
-পায়খানার সঙ্গে টকটকে লাল রক্ত
-মলত্যাগে ব্যথা

#চিকিৎসাঃ
প্রথম পর্যায়ে মলম, ইনজেকশন সাহায্যেই রোগ নিরাময় করা সম্ভব।
-দৈনিক পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
-মল শক্ত হয় এসব খাবার থেকে দূরে থাকতে হবে।
-অতিরিক্ত গরুর মাংশ খাওয়া থেকে বিরত থাকতে হবে।
-পরিমাণ মতো আঁশযুক্ত খাবার নিয়মিত খেতে হবে।
-দরকার হলে ডাক্তারের কাছে গিয়ে পাইলস এর ঔষধ গ্রহণ করতে হবে।

শেষ কথা -
পায়ুপথের যেকোনো রোগকেই অধিকাংশ মানুষ পাইলস বলে জানে। কিন্তু পায়ুপথের রোগ মানেই পাইলস নয়।

Address

১০ তলা রোড, পেয়ারা বাগান মোড়, কোনাবাড়ী,গাজীপুর।
Gazipur
1346

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801768138098

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selim Reza Primary Health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Selim Reza Primary Health care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram