Homoeo pathy Doctor

Homoeo pathy Doctor Dr.Mohammad Din islam(Dinu). D,H,M,S in homeopathy(B,H,M,S)Dhaka. Biochemist and P,D,T(B,H,F,H)Dhaka

02/12/2025
02/12/2025


⭐ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ৫টি সবচেয়ে কার্যকর উপায়

1️⃣ খাবার নিয়ন্ত্রণ

চিনি, মিষ্টি, সফট ড্রিংক সম্পূর্ণ এড়িয়ে চলুন

পরিমিত ভাত, রুটি; বেশি শাকসবজি ও আঁশযুক্ত খাবার

দিনে বহুবার অল্প অল্প করে খাবার

2️⃣ নিয়মিত ব্যায়াম

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা

হালকা ফিজিক্যাল এক্টিভিটি ব্লাড সুগার স্থির রাখতে সাহায্য করে

3️⃣ মানসিক চাপ কমানো

স্ট্রেস বাড়লে সুগারও বাড়ে

নিয়মিত দোয়া–যিকির, মেডিটেশন, হালকা ব্যায়াম করুন

4️⃣ পর্যাপ্ত পানি পান

শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে

দিনে ৬–৮ গ্লাস পানি

5️⃣ নিয়মিত ব্লাড সুগার চেক

খাবারের আগে বা পরে নিয়মিত সুগার চেক করুন

সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিন

---

🩺 হোমিওপ্যাথি (রোগীর লক্ষণভেদে)

নিয়মিত চিকিৎসকের পরামর্শে কিছু ব্যবহৃত ঔষধ:

Syzygium jambolanum Q – অতিরিক্ত পিপাসা, খাওয়ার পর সুগার বেড়ে যাওয়া

Gymnema sylvestre Q – ক্ষুধা কমা বা খুব বেশি ক্ষুধা

Phosphoric Acid – দুর্বলতা, মানসিক ক্লান্তি

Uranium Nitricum – বারবার প্রস্রাব, অতিরিক্ত দুর্বলতা

ব্যবহার অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে।

মহান মুক্তিযুদ্ধের  প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী মহামান্য রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মহোদয়ের ছোট ভাই,  মহান মু...
01/12/2025

মহান মুক্তিযুদ্ধের প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী মহামান্য রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মহোদয়ের ছোট ভাই, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু সাহেবের দশম মৃত্যুবার্ষিকীতে সকলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি।

আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

বছর ঘুরে আবার এসেছে বাঙালির অহংকার বিজয়ের মাস ডিসেম্বর। হাজার বছরের ইতিহাসে বাঙালি তার আত্মপরিচয়, স্বাধীনতা ও স্বাধীন পত...
01/12/2025

বছর ঘুরে আবার এসেছে বাঙালির অহংকার বিজয়ের মাস ডিসেম্বর।

হাজার বছরের ইতিহাসে বাঙালি তার আত্মপরিচয়, স্বাধীনতা ও স্বাধীন পতাকা পেয়েছিল এই মাসে।

বিজয়ের এই মাসে পুরো বাঙালি জাতিই শ্রদ্ধা ভরে স্মরণ করবে মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী বীর শহীদদের যাদের মহান ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বিজয়।

আর বিজয়ের এই মাসে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালির ইতিহাসের মহান নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার দৃড় নেতৃত্বে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

01/12/2025

#সুস্বাস্থ্য #ভালোথাকুকপৃথিবী #সচেতনতা #সেবাই_ধর্ম
Medorrhinum – ডাঃ টেইলর কেন্ট (Kent) অনুযায়ী পরিচিতি

Medorrhinum হলো একটি শক্তিশালী sycotic miasm remedy। ডাঃ কেন্ট এটিকে এমন রোগীদের প্রধান ওষধ বলেছেন যাদের দেহে গোপন, দীর্ঘস্থায়ী, পুনঃপুনঃ ফিরে আসা রোগপ্রবণতা থাকে।

🌿 Kent’s Keynotes (মূল লক্ষণ)

১. থ্রিল, উত্তেজনা ও তাড়াহুড়া (Hurry & Restlessness)

রোগী সবসময় তাড়াহুড়া করে, কাজ শেষ করতে পারে না।

অস্থিরতা, দ্রুত চলাফেরা, কথা–বার্তায় গতি বেশি।

২. ভুলে যাওয়া (Forgetfulness) – Kent এর অন্যতম লক্ষণ

কথার মাঝে ভুলে যায় কি বলতে চেয়েছিল।

নাম, জায়গা, কাজ—সব সহজ তথ্য ভুলে যায়।

৩. রাতেই বেশি খারাপ (Worse at Night)

রাত বাড়ার সঙ্গে সঙ্গে উপসর্গ তীব্র হয়।

সকালের দিকে কিছুটা আরাম।

৪. তীব্র কামভাব বা যৌন-উত্তেজনা (Sexual Excitability)

Kent স্পষ্ট উল্লেখ করেছেন—
যৌন অঙ্গ–সংক্রান্ত সব প্রদাহ, জ্বালা, ঘন ঘন সমস্যা—Medorrhinum প্রধান।

৫. ঠান্ডা পানিতে আরাম (Better by cold water)

ঠান্ডা জল মুখে দিলে বা ধুয়ে নিলে আরাম।

গরমে কষ্ট বাড়ে, ঠান্ডায় শান্তি পায়।

৬. হাঁটুতে ব্যথা ও শিশুর মতো ভঙ্গি (Childlike Posture)

Kent উল্লেখিত বিশেষ লক্ষণ—

হাঁটু গেড়ে বুক জড়িয়ে ধরে বসে থাকতে চায় (knee-chest position)।

শিশুদের মধ্যে এই ভঙ্গি অধিক দেখা যায়।

৭. চর্মরোগ, বার বার সংক্রমণ (Recurring skin troubles)

একজিমা, স্যাঁতসেঁতে ঘা, ত্বকে দাগ, চুলকানি—পুনঃপুনঃ ফিরে আসে।

গোপন রোগের ইতিহাস থাকলে আরও স্পষ্ট।

8. Deep-seated chronic disease (কেন্টের প্রধান থিম)

Kent বলছেন—
“Medorrhinum goes to the bottom of deep constitutional troubles.”
অর্থাৎ গভীর, বংশগত, দীর্ঘস্থায়ী রোগপ্রবণতা–যুক্ত রোগী।

🌿 ডাঃ Kent এর প্রধান প্রয়োগ (Clinical Uses)

১. দীর্ঘস্থায়ী সাইনাস, শ্বাসকষ্ট, অ্যাজমা

রাতের দিকে বাড়ে

স্যাঁতসেঁতে জায়গায় সমস্যা বাড়ে

ঠান্ডা পানিতে আরাম

২. মহিলা রোগ (Females)

অনিয়মিত মাসিক

প্রচুর সাদা স্রাব (thick, acrid)

ডিম্বাশয় ব্যথা, chronic pelvic infections

৩. পুরুষ রোগ (Males)

বার বার ইউরিনারি ইনফেকশন

যৌন দুর্বলতা বা অতিরিক্ত উত্তেজনা

painful urination

৪. নার্ভাস সিস্টেম

তীব্র অস্থিরতা

শক্তি হ্রাস

রাতে চিন্তা বাড়ে ও মন খারাপ

৫. Skin & Rheumatism

চর্মরোগ ফিরে আসে

হাঁটু ব্যথা

আঙ্গুল শক্ত হয়ে যাওয়া

আর্দ্র আবহাওয়ায় ব্যথা বাড়ে

🌿 Kent’s Modalities (কোথায় ভাল–কোথায় খারাপ)

খারাপ: রাত, আর্দ্র আবহাওয়া, গরম, দিনে দিনে ক্লান্তি

ভাল: ঠান্ডা পানি, সমুদ্রতীরবর্তী আবহাওয়া, শীতল বাতাস

🌿 শক্তি (Potency) – Materia Medica Reference অনুযায়ী

২০০C – সাধারণ ক্রনিক রোগে

১M / 10M – গভীর constitution–এ
(এটি শুধু materia medica–র বর্ণনা; ব্যবহার একজন যোগ্য চিকিৎসক নির্ধারণ করবেন।

30/11/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Kunabari, Ambag Road, Near Of PN Composite, Ltd
Gazipur
1700

Telephone

+8801719604039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homoeo pathy Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homoeo pathy Doctor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category