23/05/2025
এই ছবিতে শত শত টেপওয়ার্মের লার্ভা একটি রোগীর শরীরজুড়ে ছড়িয়ে রয়েছে, বিশেষ করে নিতম্ব অঞ্চলে ঘনভাবে অবস্থান করছে। এটি সিস্টিসারকোসিস (cysticercosis) নামক এক মারাত্মক পরজীবী সংক্রমণের উদাহরণ, যা টেপওয়ার্মের ডিমে সংক্রমিত কাঁচা বা কম সেদ্ধ খাওয়ার ফলে হয়ে থাকে।
সিস্টিসারকোসিস হলো Taenia solium নামক শুকরের ফিতাকৃমির লার্ভা দ্বারা সৃষ্ট এক পরজীবী সংক্রমণ। এটি ঘটে দূষিত খাবার বা পানি থেকে ফিতাকৃমির ডিম খাওয়ার ফলে। ডিম থেকে বের হওয়া লার্ভা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন টিস্যুতে ছড়িয়ে পড়ে—বিশেষ করে পেশি, চোখ, ত্বক ও মস্তিষ্কে।
প্রতিরোধের উপায়:
কাঁচা বা কম রান্না করা খাওয়া থেকে বিরত থাকুন।
ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলুন।
খাবার ও পানির নিরাপত্তা নিশ্চিত করুন।
চিকিৎসা:
এই রোগে সাধারণত অ্যালবেনডাজল (Albendazole) বা প্রাযিকুয়ান্টেল (Praziquantel) জাতীয় অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ ব্যবহার করা হয়। প্রয়োজনে প্রদাহরোধী ওষুধ ও সার্জারিও লাগতে পারে, নির্ভর করে সংক্রমণের স্থান ও মাত্রার ওপর।
সংগৃহীত