25/09/2025
‼️রক্ত গ্রহণ জীবন বাচায়, রক্ত ফেলে দিয়েও কী জীবন বাচানো যায়❓
‼️ Can menstruation be natural venesection❓
‼️ কেন মহিলাদের মধ্যে Hemochromatosis তুলনামূলকভাবে দেরিতে বা কম হয়?
👉 কারণ:
Hemochromatosis হলো iron overload disorder, যেখানে শরীরে অতিরিক্ত iron জমে যায়।
Result of iron overload:
Diabetes mellitus
Cirrhosis of liver
Arthropathy
Hypogonadotrophic hypogonadism
পুরুষদের ক্ষেত্রে iron loss খুব কম হয়, তাই iron দ্রুত জমতে থাকে।
মহিলাদের ক্ষেত্রে menstruation (মাসিক রক্তপাত) এবং pregnancy → নিয়মিতভাবে কিছুটা iron loss হয়।
এর ফলে তাদের শরীরে iron overload হওয়ার গতি ধীর হয়।
👉 ফলাফল:
পুরুষদের মধ্যে রোগ সাধারণত ৩০–৪০ বছর বয়সে প্রকাশ পায়।
মহিলাদের মধ্যে সাধারণত রজঃনিবৃত্তি (menopause) এর পর বেশি দেখা যায়, যখন আর নিয়মিত iron loss হয় না।
📌 Key point:
👉 Menstruation = natural venesection → iron overload কমে যায় → এজন্য মহিলাদের মধ্যে Hemochromatosis অপেক্ষাকৃত কম বা দেরিতে প্রকাশ পায়।