25/10/2025
🎯 জনসচেতনতামূলক বার্তা
🏥 আয়াত মডার্ন হাসপাতাল
⚠️ সম্প্রতি আমাদের চেম্বারে একজন রোগী এসেছেন — ফুটবল কানে আঘাত লেগে তার কানের পর্দা ফেটে গেছে।
এই ধরনের দুর্ঘটনা খুব সাধারণ হলেও, অনেকেই বিষয়টিকে হালকাভাবে নেয়।
👂 মনে রাখবেন:
কানে সরাসরি আঘাত লাগলে কানের পর্দা ফেটে যেতে পারে, ফলে শ্রবণশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
নিজে নিজে কোনো কিছু ঢোকানো, তেল বা ওষুধ ব্যবহার করা খুবই বিপজ্জনক।
এমন হলে দ্রুত ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সময়মতো চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই কান সম্পূর্ণ সুস্থ হয়ে যায়।
🩺 আপনার সচেতনতা আপনার সুস্থতার প্রথম ধাপ।
📍 আয়াত মডার্ন হাসপাতাল – নিরাপদ চিকিৎসার বিশ্বস্ত ঠিকানা