Oliullah Farabi

Oliullah Farabi “সব কিছুতেই সৌন্দর্য আছে, কিন্তু সবাই তা দেখতে পায় না।”
(1)

জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসাসহ সকল প্যারানরমাল সমস্যার শরিয়াহসম্মত চিকিৎসার জন্য "রুকইয়াহ এবং হিজামা সেন্টার"

শেষ ছুটির আবেদন 💔
22/07/2025

শেষ ছুটির আবেদন 💔

দুপুরের খাবার রেডি করে অপেক্ষা করা মা গুলো এই বেদনার ভার কিভাবে সইবে..? #মাইলস্টোন
21/07/2025

দুপুরের খাবার রেডি করে অপেক্ষা করা মা গুলো এই বেদনার ভার কিভাবে সইবে..?

#মাইলস্টোন

17/07/2025

১৬ বছরে যেগুলো শিখিয়ে গেছেন এগুলোই এখন আপনাদের উপর প্রয়োগ হচ্ছে ধৈর্য দরুন।

17/07/2025

বিগত ১৬ বছর যাবত রোজা রেখেছি
অনেক কষ্ট হচ্ছে 😭
দ্রুত ইফতারের ব্যবস্থা করুন 😋

ত্রান সামগ্রী বিতরণের পর কালি বাক্স গুলো বিক্রি করে হিসাব দিল শায়েখ আহমাদুল্লাহ (হাফিঃ)আর হজ্জের পর বেচে যাওয়া টাকার হিস...
16/07/2025

ত্রান সামগ্রী বিতরণের পর কালি বাক্স গুলো বিক্রি করে হিসাব দিল শায়েখ আহমাদুল্লাহ (হাফিঃ)

আর হজ্জের পর বেচে যাওয়া টাকার হিসাব করে ফেরত দিলেন ডঃ আ.ফ.ম খালিদ হুসাইন (হাফিঃ)

একটু ভাবুন যদি আমাদের দেশে আগামিতে এরকম ব্যক্তিরা নেতৃত্ব দেয় তাহলে আমরা এবং আমাদের দেশ কতটা নিরাপদ এবং পরিবর্তন হওয়া সম্ভব!

আসুন সবাই নতুন বাংলাদেশ গড়ার সপ্ন দেখি।


11/07/2025

কোরানের আইন বাস্তবায়ন করা বর্তমানে সময়ের দাবি।

দুরন্ত শৈশব ছিল আমার, মাঠ–ঘাট  দাপিয়ে বেড়ানো, সীমান্তরেখা পেরিয়ে ভিনদেশে ঢুকে পড়া, পাখির বাসা-ডিম-ছানার প্রতি তীব্র আকর্...
03/07/2025

দুরন্ত শৈশব ছিল আমার, মাঠ–ঘাট দাপিয়ে বেড়ানো, সীমান্তরেখা পেরিয়ে ভিনদেশে ঢুকে পড়া, পাখির বাসা-ডিম-ছানার প্রতি তীব্র আকর্ষণ, বর্ষা ধোয়া বিকেলে দলবল আর কুকুরের পাল নিয়ে শিয়াল-বেজিদের পিছু ধাওয়া, ছিপ-বড়শি দিয়ে জলা মাঠে মাছ ধরা—শৈশবের এই নস্টালজিয়া আজও তাড়া করে ফেরে, মাঝরাতে ঘুমের ঘোরে হাতছানি দেয় হারিয়ে যাওয়া স্মৃতিরা।

আমার শৈশব কেটেছে এক ছোট্ট গ্রামে — নাম তার কাগজুর। যেখানে সকাল মানে ছিল মোরগের ডাক, আর বিকেল মানেই ধানখেতের মাঝখান দিয়ে হাওয়া খাওয়া। গ্রামে ঘড়ির সময় কেউ মানতো না, সূর্য উঠলেই দিন শুরু, আর ডুবে গেলেই রাত।

আমাদের বাড়ির পাশেই ছিল একটা নদী। গ্রীষ্মকাল এলেই আমরা বন্ধুরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়তাম পানিতে। কার কেমন সাঁতার, তাতে কিছু আসে যায় না। ঠাঁই ঠাঁই শব্দে শুধু হাসির ঝিলিক ছড়িয়ে যেত চারপাশে।

বিকেল হলেই শুরু হতো হাডুডু, বৌচি, গুলতি দিয়ে পাখি মারা কিংবা বালির ভিতর গুপ্তধন খোঁজার খেলা। পা ভেঙে যেত, জামা ছিঁড়ে যেত, কিন্তু আনন্দ কমতো না একটুও।

গ্রামের মাটির ঘ্রাণ, গরুর গাড়ির শব্দ, মাঠে ছুটে বেড়ানো, খেজুর গাছের রসের অপেক্ষায় ভোরবেলা উঠে যাওয়া — সবই ছিল শৈশবের অবিচ্ছেদ্য অংশ। বাজারে গেলে এক টাকায় দিতেন খৈনির মোয়া, আর সেটা নিয়েই চলতো সবার সঙ্গে ভাগাভাগি।

সন্ধ্যা নামলেই কুয়াশায় ভরে যেত মাঠঘাট। সবাই বাসায় ফিরত — কেউ খালি হাতে, কেউ গলা জুড়ে বুনো ফুলের মালা নিয়ে। রান্নাঘর থেকে ভেসে আসত খুন্তির শব্দ, আর আম্মার ডাক — “তাড়াতাড়ি হাতমুখ ধুয়ে খেতে আয়!”

আমার গ্রামের শৈশব মানেই ছিল প্রকৃতির কোলে, ভালোবাসার ছায়ায় বেড়ে ওঠা এক সোনালি সময়। সেখানে ছিল না ইন্টারনেট, ছিল না মোবাইল — কিন্তু ছিল প্রকৃতি, মায়া, বন্ধুত্ব, আর নির্মল আনন্দ।

আজ শহরের কংক্রিটের ভিড়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে এখনো টের পাই, খালি পায়ে মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়ার অনুভবটা। গ্রাম তো ছাড়লাম, কিন্তু শৈশব? সেটা এখনো বুকের ভেতরই বেঁচে আছে।



#গ্রাম

“ধীরে চলা কোনো ব্যাপার না, যতক্ষণ না আপনি থেমে যান। — Confucius
29/06/2025

“ধীরে চলা কোনো ব্যাপার না, যতক্ষণ না আপনি থেমে যান।

— Confucius



হে আল্লাহ আপনি তৌফিক দিন
23/06/2025

হে আল্লাহ আপনি তৌফিক দিন


সবর #সবর
23/06/2025

সবর

#সবর

একটু অপেক্ষা করলে কি হয়..?
22/06/2025

একটু অপেক্ষা করলে কি হয়..?

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Oliullah Farabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Oliullah Farabi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram