20/08/2025
#মাইগ্রেন কোন ভং না, জমিদারী অসুখও না
ইচ্ছা করেও কেউ মাইগ্রেন বাধায় না।
যার আছে সে জানে মাইগ্রেন কি জিনিস !!
সহমর্মীতা না দেখাতে পারেন ক্রিটিসাইজ করে রোগীর জীবন জাহা-ন্নাম বানাবেন না !!
মাইগ্রেন এমন এক অভি-শাপ যা দুইটা মিনিট রোদে গেলে বাড়ে,গরম পড়লে বাড়ে, স্ট্রেস নিলে বাড়ে। রান্নাঘরে গেলে বাড়ে, শীতের দমকা হাওয়া নাকে লাগলে বাড়ে।
চোখে দুম করে লাইট পড়লে বাড়ে। খুব জোরে কোথাও সাউন্ড হলে বাড়ে, জার্নি করলে বাড়ে। রুটিন মাফিক খাবার খেতে বা গোসল দশটা মিনিট দেরী করে করলেও বাড়ে !!
যারা মাইগ্রেনের রোগী তারা কোন কনর্সাটে যেতে পারি না। বিয়েবাড়ির লাইটিং এর সামনে দাড়াতে পারে না, এসি বাসে চড়তে পারে না, রান্নাঘরে যে দাড়াতে পারে না এটাও কাউকে বোঝাতে পারে না !
কোন লেভেলের যন্ত্রণা সহ্য করার পর ছেলেটা এত কঠিক একটা সিধান্ত নিয়েছে চিন্তাও করতে পারছি না।
📌 #সময় থাকতে সুচিকিৎসা নিন, হোমিওপ্যাথিতে মাইগ্রেন অনেক ক্ষেত্রেই স্থায়ীভাবে ভালো হয়ে যায়, তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন। মাইগ্রেন এক ধরনের ক্রনিক নিউরোলজিক্যাল সমস্যা, যার মূল কারণ অনেকগুলো হতে পারে— যেমন হজমের সমস্যা, হরমোনাল ইমব্যালান্স, স্ট্রেস, স্নায়বিক অতিসংবেদনশীলতা, ঘুমের ব্যাঘাত ইত্যাদি।
হোমিওপ্যাথিতে মাইগ্রেনকে শুধু "ব্যথা" হিসেবে না দেখে পুরো রোগীকে (শরীর, মন, অভ্যাস, ইতিহাস সবকিছু) বিচার করে ওষুধ দেওয়া হয়।
Homeopath Ayesha Rakhi
Gazipur Homeopathic Medical College & Hospital
হোমিও চর্চা - Homoeo Practice