Apex Diagnostic Center

Apex Diagnostic Center গাজীপুরে চিকিৎসা সেবায় এক আস্থার নাম।

থাইরয়েড কী?থাইরয়েড হলো গলার সামনের দিকে অবস্থিত একটি প্রজাপতির মতো দেখতে হরমোন উৎপাদনকারী গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়...
05/08/2025

থাইরয়েড কী?

থাইরয়েড হলো গলার সামনের দিকে অবস্থিত একটি প্রজাপতির মতো দেখতে হরমোন উৎপাদনকারী গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়া, ওজন, তাপমাত্রা, হৃদস্পন্দন, ঘুম ও মনোভাবের ওপর নিয়ন্ত্রণ রাখে।

থাইরয়েডের প্রধান হরমোন:

▪️ T3 (Triiodothyronine)

▪️ T4 (Thyroxine)

এই হরমোন দুটি শরীরকে সচল রাখে—অর্থাৎ কতটা শক্তি তৈরি হবে, কতটা দ্রুত শরীর কাজ করবে, তা নির্ধারণ করে।

থাইরয়েডের দুই প্রধান সমস্যা:

১. হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism)

যখন থাইরয়েড কম হরমোন তৈরি করে

লক্ষণ:

ক্লান্তিভাব

ওজন বেড়ে যাওয়া

ঠাণ্ডা লাগা

চুল পড়া ও ত্বক শুষ্ক হওয়া

মনোযোগে ঘাটতি ও বিষণ্নতা

মূল কারণ:

হ্যাশিমোটো ডিজিজ

আয়োডিনের ঘাটতি

থাইরয়েডের আংশিক অপসারণ

২. হাইপারথাইরয়েডিজম (Hyperthyroidism)

যখন থাইরয়েড অতিরিক্ত হরমোন তৈরি করে

লক্ষণ:

ঘাম হওয়া ও গরম লাগা

দ্রুত হৃদস্পন্দন

ওজন কমে যাওয়া

নার্ভাসনেস বা উদ্বিগ্নতা

ঘুমের সমস্যা

মূল কারণ:

গ্রেভস ডিজিজ

থাইরয়েড নডিউল

অতিরিক্ত আয়োডিন

থাইরয়েড সমস্যা নির্ণয়ের উপায়:

TSH, T3 ও T4 রক্ত পরীক্ষা

থাইরয়েড স্ক্যান ও আলট্রাসোনোগ্রাফি

অ্যান্টিবডি টেস্ট (Autoimmune সমস্যা শনাক্তে)

চিকিৎসা:

▪️ হাইপোথাইরয়েডিজমে: হরমোন রিপ্লেসমেন্ট ওষুধ (যেমন লেভোথাইরক্সিন)

▪️ হাইপারথাইরয়েডিজমে: অ্যান্টিথাইরয়েড ওষুধ, রেডিওআইডিন থেরাপি বা অপারেশন

যা মনে রাখা জরুরি:

১. থাইরয়েড সমস্যা থাকলে আজীবন নজরদারি দরকার।

২.নিয়মিত রক্তপরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে চলা উচিত।

৩.নিজের মতো করে ওষুধ শুরু বা বন্ধ করা বিপজ্জনক হতে পারে।

৪.স্বাস্থ্যকর জীবনযাপন ও মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখতে হবে।

৫.একটি সুস্থ জীবন শুরু হয় সঠিক জ্ঞান ও সচেতনতায়।

থাইরয়েডকে অবহেলা নয়—জেনে রাখুন, যত্ন নিন!

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬প্রাথমিক ভাবে ধারণা করা হয় 🔹 জ্বর বা ইনফেক...
23/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

ইতোমধ্যে ৭ জন ডোনারের কাছ থেকে ৪,৫০০ বর্গ সে.মি. ত্বক সংগ্রহ করেছে দেশের প্রথম 'স্কিন ব্যাঙ্ক'!জাতীয় বার্ন ও প্লাস্টিক ...
23/07/2025

ইতোমধ্যে ৭ জন ডোনারের কাছ থেকে ৪,৫০০ বর্গ সে.মি. ত্বক সংগ্রহ করেছে দেশের প্রথম 'স্কিন ব্যাঙ্ক'!

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সম্প্রতি দেশের প্রথম স্কিন ডোনেশন ইউনিট চালু করেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের (SGH) প্রযুক্তি সহায়তায় চালু হয় এটি। এই ইউনিটে কর্মরত আছেন ৮ জন ডক্টর এবং নার্স, যারা সবাই SGH থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।

প্রশ্ন হচ্ছে, কারা চামড়া দান করেন? না, মরণোত্তর নয়। বিভিন্ন সার্জারির দরুন যাদের অতিরিক্ত চামড়া সরিয়ে ফেলা হয় তারাই সেই চামড়াটুকু স্কিন ব্যাঙ্কে দান করেন। এমন কিছু সার্জারি— ওবেসিটি সার্জারি, অ্যাবডোমিনোপ্লাস্টি ইত্যাদি।

ছবি: বিডিনিউজ।

🌿 ফ্রি মেডিকেল ক্যাম্প – মানবতার পাশে এক উদ্যোগ 🌿আজ "রান ফর বেটার বাংলাদেশ" এর উদ্যোগে এবং এ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টার...
11/07/2025

🌿 ফ্রি মেডিকেল ক্যাম্প – মানবতার পাশে এক উদ্যোগ 🌿

আজ "রান ফর বেটার বাংলাদেশ" এর উদ্যোগে এবং এ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টার এর সহায়তায় অনুষ্ঠিত হলো এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প।

📍 লোকালয়ভিত্তিক এই আয়োজনের মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষ পাচ্ছেন বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও পরামর্শ।

👩‍⚕️ একজন রোগীর মুখের হাসি, একটি পরিবারে স্বস্তি—এটাই আমাদের প্রেরণা।
🤝 সবাইকে ধন্যবাদ জানাই যাঁরা সরাসরি বা পরোক্ষভাবে এই মহতী উদ্যোগে অংশ নিয়েছেন।

সেবার মাধ্যমে সমাজ গড়ি।

এ্যাপেক্স ডায়াগনষ্টিক সেন্টার
নিগাদ কমপ্লেক্স (ময়মনসিংহ রোড-পূর্ব পার্শ্বে, ২য় তলা) চান্দনা চৌরাস্তা, গাজীপুর।

যোগাযোগ :
তথ্য, পরামর্শ ও সিরিয়াল: 01963-505777

#এ্যাপেক্স_ডায়াগনষ্টিক
#বিশেষজ্ঞ_ডাক্তার
#গাজীপুর_চিকিৎসা
#স্বাস্থ্যসেবা
#ডায়াগনষ্টিক_সেন্টার

#বিশ্বস্ত_চিকিৎসা
#ফ্রি_মেডিকেল_ক্যাম্প
#রান_ফর_বেটার_বাংলাদেশ

#সেবা_সপ্তাহ
#স্বাস্থ্য_হোক_সবার_অধিকার

📢 ফ্রি মেডিকেল ক্যাম্প! 🩺আপনাদের সবার জন্য নিয়ে এসেছি একটি স্বাস্থ্য সচেতনতার মহতি উদ্যোগ।🗓 তারিখ: ১১ জুলাই ২০২৫, শুক্রব...
10/07/2025

📢 ফ্রি মেডিকেল ক্যাম্প! 🩺
আপনাদের সবার জন্য নিয়ে এসেছি একটি স্বাস্থ্য সচেতনতার মহতি উদ্যোগ।

🗓 তারিখ: ১১ জুলাই ২০২৫, শুক্রবার
📍 স্থান: গাজীপুর শাহিন পাথ স্কুল, টেকনগপাড়া, ১৮নং ওয়ার্ড, গাজীপুর মহানগর।

🎯 আয়োজক:
টেকনগপাড়া যুব ও সমাজ কল্যাণ সংঘ
🤝 সহযোগিতায়: এ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টার
🏅 সহায়তায়: RUN FOR BETTER BANGLADESH YOUTH FOUNDATION

🎁 সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা!

📌 আপনার পরিবার ও প্রতিবেশীদের সাথে নিয়ে আসুন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান।

এ্যাপেক্স ডায়াগনষ্টিক সেন্টার
নিগাদ কমপ্লেক্স (ময়মনসিংহ রোড-পূর্ব পার্শ্বে, ২য় তলা) চান্দনা চৌরাস্তা, গাজীপুর।

যোগাযোগ :
তথ্য, পরামর্শ ও সিরিয়াল: 01963-505777

#এ্যাপেক্স_ডায়াগনষ্টিক
#বিশেষজ্ঞ_ডাক্তার
#গাজীপুর_চিকিৎসা
#স্বাস্থ্যসেবা
#ডায়াগনষ্টিক_সেন্টার

#বিশ্বস্ত_চিকিৎসা
#স্বাস্থ্যসেবা #বিশ্বাসের_ঠিকানা
#সুস্থ থাকুন, #সচেতন হোন।
#ফ্রি_মেডিকেল_ক্যাম্প #স্বাস্থ্যসেবা #টেকনগপাড়া #গাজীপুর

🌟 স্বাগতম ও শুভেচ্ছা! 🌟আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জনাব খালিদ হাসান রানা আজ “এ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টার”-এর হেলথ ...
09/07/2025

🌟 স্বাগতম ও শুভেচ্ছা! 🌟

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জনাব খালিদ হাসান রানা আজ “এ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টার”-এর হেলথ কার্ড সংগ্রহ করেছেন ✅
এখন থেকে তিনি আমাদের সকল আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা উপভোগ করতে পারবেন 🏥💉

আপনিও চাইলে আজই সংগ্রহ করুন আপনার হেলথ কার্ড এবং নিশ্চিত করুন স্বাস্থ্য সুরক্ষা 📋❤️

📍বিশ্বাসের ঠিকানা — এ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টার

এ্যাপেক্স ডায়াগনষ্টিক সেন্টার
নিগাদ কমপ্লেক্স (ময়মনসিংহ রোড-পূর্ব পার্শ্বে, ২য় তলা) চান্দনা চৌরাস্তা, গাজীপুর।

যোগাযোগ :
তথ্য, পরামর্শ ও সিরিয়াল: 01963-505777

#এ্যাপেক্স_ডায়াগনষ্টিক
#বিশেষজ্ঞ_ডাক্তার
#গাজীপুর_চিকিৎসা
#স্বাস্থ্যসেবা
#ডায়াগনষ্টিক_সেন্টার

#বিশ্বস্ত_চিকিৎসা
#স্বাস্থ্যসেবা #বিশ্বাসের_ঠিকানা

আসসালামু আলাইকুম আগামীকাল নলজানী ওয়েলফেয়ার সোসাইটি ও Run For Better Bangladesh Youth Foundation  এর যৌথ আয়োজনে "ফ্রি মেড...
26/06/2025

আসসালামু আলাইকুম
আগামীকাল নলজানী ওয়েলফেয়ার সোসাইটি ও Run For Better Bangladesh Youth Foundation এর যৌথ আয়োজনে "ফ্রি মেডিকেল ক্যাম্প" অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে পুরুষ ও মহিলা ডাক্তারগণ রোগী দেখবেন।

স্থান: ব্রাইট স্টার স্কুল, বসির সড়ক, নলজানী।
তারিখ: ২৭/০৬/২৫ ইং
সময়: সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত।

বি: দ্র: আগত রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে।
সহযোগিতায়:
Apex Diagnostic Center

দেহের সব ক'টা সেল এ মাইটোকন্ড্রিয়া দেয়া হয়েছে। দেয়া হলোনা শুধু আরবিসিতে(Red blood cell)! কারণ, আরবিসি যদি একটা মাইটোকন্...
22/06/2025

দেহের সব ক'টা সেল এ মাইটোকন্ড্রিয়া দেয়া হয়েছে। দেয়া হলোনা শুধু আরবিসিতে(Red blood cell)! কারণ, আরবিসি যদি একটা মাইটোকন্ড্রিয়ার মালিক হয়ে যেতো, তাহলে ফুসফুস থেকে যে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে প্রতিটি টিস্যুতে, গন্তব্যে যাবার আগেই সে নিজে এটা খরচ করে ফেলতো (কারণ, কারো কাছে যদি একটা মাইটোকন্ড্রিয়া থাকে, তবে সে এটার সাহায্যে অক্সিজেন পুড়িয়ে এটিপি অর্থাৎ শক্তি তৈরি করে ফেলতে পারবে। এটা হচ্ছে একধরণের ইঞ্জিনের মতো)। আমাদের টিস্যুগুলো তখন আর অক্সিজেন পেতোনা।

🔵তুমি কেমন ডিজাইনার? এত নির্ভূল আর যৌক্তিক তোমার ডিজাইনগুলো।

সেন্ট্রিয়োল দেয়া হল সবখানে। শুধু দেয়া হলোনা নিউরন আর গ্লিয়াল সেল এ। যদি আমাদের ব্রেইনের সেল গুলোতে সেন্ট্রিওল থাকতো, তাহলে এই সেন্ট্রিওল প্রতিটি কোষকে বিভাজিত করে নতুন কোষ তৈরী করে ফেলতো। ফলস্বরূপ, আমরা যা তথ্য সঞ্চয় করে রেখেছি আমাদের মেমোরিতে, সব এক প্রেসে কেল্লাফতে!! পাওনাদারের টাকা পাওনাদারও ভূলে যেতো দেওনাদারও ভূলে যেতো!😁

🔵তুমি কেমন ডিজাইনার? এতো যৌক্তিক তোমার ডিজাইন।

আমি যখন পোস্টেরিওর থোরাসিক ওয়ালের (বক্ষপিঞ্জরের পিঠের দিকের দিকের অংশ) ব্লাড সাপ্লাই ধরলাম, আমি জানতে পারলাম- এখানে ডিসেন্ডিং থোরাসিক এওর্টা মোটাদাগে সবাইকে সাপ্লাই দিচ্ছে। কিন্তু ২ মিনিটের একটা খটকা আমার লাগলো। কারণ আমি জানি, লেফট হার্ট থেকে এওর্টা বের হয়ে কার্ভ করে শেষে যখন ডিসেন্ড করতে শুরু করেছে, ততক্ষণে উপরের দু'টি রিবস (পাঁজর) মিস হয়ে গেছে। আবার এটাও ভাবলাম যে, কেউ তো দিয়েছে নিশ্চই। না হয় ব্লাড ছাড়া কিভাবে চলবে রিবস দু'টি। না, কেউ এসে দিয়েছে। জেনে গেলাম। 'কস্টোসারভাইকাল ট্রাঙ্ক' নামের একজন নেমে এসে ঠিকই দিয়েছে! যে 'সাবক্ল্যভিয়ান আর্টারি' তাঁরতাঁর চলে যাচ্ছিল, কি দরকার পড়লো ঐখানে দুটো ব্রাঞ্চ ছেড়ে দেবার!
আমি স্তব্ধ হয়ে গেলাম এক মুহুর্তের জন্য! তখনকার অনুভুতি কি যে ছিলো, বলে বোঝাতে পারবোনা।

🔵তুমি কেমন ডিজাইনার? তোমার ডিজাইন এত জ্যামিতিক।

টেবিলের এক কোণায় একটি বই রেখে দিলে তিন থেকে চার দিন পর সেখানে ১ সেন্টিমিটার ধূলোর আস্তর পরে। অথচ প্রতিটা অবচেতন মনে টেনে নেয়া শ্বাসে আধা লিটারের মত বাতাস টেনে নিচ্ছি প্রতি মুহূর্তে। একটু জোরে টান দিলেতো এক লিটারই ঢুকে পড়ে। বাতাসে এত ধূলিকণা আর জীবাণু! তবু কি আশ্চর্য্য!! কেকের মত স্পঞ্জি আর সফট ফুসফুসটার কিছু হয়না। আস্তরও পড়েনা। পড়বে কি করে? পুরো ট্রাকিয়া আর নাসাল এয়ার ওয়ে জুড়ে রয়েছে সিলিয়ারি বিট! প্রাকৃতিক ঝাড়ুদার। প্রতিনিয়ত ঝাড়ুদিচ্ছে ধূলিকণাগুলোকে।

🔵তুমি এ কেমন ডিজাইনার? এত নির্ভূল, নিখুঁত আর যৌক্তিক তোমার ডিজাইন!

সুবহানাল্লাহ

"হে মানুষ সকল, তোমাদের কি এমন জিনিস যেটা তোমার রব থেকে তোমাকে গাফিল করে রেখেছে? অথচ তিনি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আর সামঞ্জস্য করে দিয়েছেন।"
------সূরা ইনফিত্বার (৫-৬)

“মূত্রের রং কি শরীরের অসুস্থতার ইঙ্গিত দেয়?”👉 দেখে নিন কোন রঙের মূত্র কোন সমস্যার লক্ষণ হতে পারে!🟡 হালকা হলুদ বা স্বচ্ছ ...
20/06/2025

“মূত্রের রং কি শরীরের অসুস্থতার ইঙ্গিত দেয়?”

👉 দেখে নিন কোন রঙের মূত্র কোন সমস্যার লক্ষণ হতে পারে!

🟡 হালকা হলুদ বা স্বচ্ছ হলুদ:
• স্বাভাবিক ও স্বাস্থ্যকর মূত্র।
• পর্যাপ্ত পানি পান করছেন।

🟠 গাঢ় হলুদ বা অ্যাম্বার রঙ:
• পানির ঘাটতি বা ডিহাইড্রেশন।
• বেশি ঘাম বা কম পানি খাওয়া।

🟧 কমলা রঙ:
• জন্ডিস হতে পারে।
• কিছু ওষুধ (যেমন: রিফ্যাম্পিসিন) বা ভিটামিন সাপ্লিমেন্ট।
• ডিহাইড্রেশন।

🟥 লাল বা গোলাপি:
• রক্ত থাকতে পারে (Hematuria) – যা কিডনি, মূত্রথলি বা ইউরিনারি ট্র্যাক্ট সমস্যার ইঙ্গিত হতে পারে।
• কিছু খাবার (যেমন বিটরুট) বা ওষুধ।

🟤 বাদামি বা কোলা রঙ:
• লিভার রোগ (যেমন: হেপাটাইটিস, সিরোসিস)।
• মায়োগ্লোবিনিউরিয়া (পেশি ক্ষয়)।
• জন্ডিস।

🟢 সবুজ বা নীলচে রঙ:
• বিরল, কিছু ওষুধ বা ইনফেকশন (যেমন: Pseudomonas ইনফেকশন) থেকে হতে পারে।
• কিছু খাবার রং।

⚪ দুধের মতো সাদা:
• ইউরিনে ফ্যাট বা ফসফেট থাকতে পারে।
• ইউরিনারি ইনফেকশন (UTI) বা কিডনিতে পাথর।

⚫ গাঢ় কালো:
• খুবই বিরল, ম্যালানোমা নামক ক্যানসার থেকে হতে পারে।

⚠️ কখন ডাক্তার দেখানো জরুরি:
• বারবার রক্ত মিশ্রিত মূত্র।
• মূত্রের রং দীর্ঘদিন অস্বাভাবিক থাকা।
• ব্যথা বা জ্বালাভাবের সাথে রঙ পরিবর্তন।

✅ পরামর্শ:
• দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন।
• মূত্রের রং অস্বাভাবিক দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে...
08/06/2025

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

©

04/06/2025

” লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌”

Address

Gazipur
1702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apex Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram