28/09/2025
🩸 আজ ২৮ সেপ্টেম্বর – বিশ্ব জলাতঙ্ক দিবস 🩸
💔 জলাতঙ্ক একটি প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু প্রতি বছর এখনো হাজারো মানুষ অকালেই প্রাণ হারায় শুধুমাত্র সচেতনতার অভাবে। সবচেয়ে কষ্টের বিষয় হলো—একবার জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পেলে এর আর কোনো চিকিৎসা নেই।
✨ সুসংবাদ হলো, সময়মতো ভ্যাকসিন নেওয়া এবং কুকুরকে টিকা দেওয়া দ্বারা এই রোগকে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব।
👉 তাই আসুন আজকের দিনে আমরা শপথ করি:
✔️ কুকুর-বিড়ালকে নিয়মিত টিকা দেব
✔️ কামড়ালে বা আঁচড়ালে দ্রুত ক্ষত ধুয়ে ভ্যাকসিন নেব
✔️ পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সচেতন করব
🌍 একসাথে আমরা জলাতঙ্কমুক্ত পৃথিবী গড়তে পারি।
কারণ— প্রতিরোধই জীবন বাঁচানোর একমাত্র উপায়। ❤️
#বিশ্বজলাতঙ্কদিবস #সচেতনতাইপ্রতিরোধ