15/09/2025
হিজামায় যে কোন ব্যথা দুর হয়।
হাটু ব্যথা মূলত তিনটি কারণে বেশি হয়ে থাকে। আঘাতজনিত, ক্ষয়জনিত এবং বাতজনিত। আঘাতজনিত ব্যথা খেলাধুলার ইনজুরি বা কোনো দুর্ঘটনায় লিগামেন্টের আঘাত থেকে হাঁটু বা জয়েন্টে ব্যথা হতে থাকে। আবার হাঁটুর জয়েন্টের কাছে কারটিলিস নামের যে নরম হাড় থাকে, সেখানে ক্ষয় দেখা দিলে হাঁটুর ব্যথা হয়।
পিঠ থেকে শুরু করে কোমর পর্যন্ত ব্যথাকে সাধারণত ‘ব্যাক পেইন’ বলে অভিহিত করা হয়। সচরাচর প্রচুর মানুষ এই ব্যাক পেইনে ভোগেন। দৈনন্দিন জীবনযাপন, অনিয়মিত লাইফস্টাইল সহ বিভিন্ন বাজে অভ্যাসের কারণে যে কেউ ব্যাক পেইনে আক্রান্ত হতে পারে।
▂▂☘️▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
হিজামা করলে কি হয়.?
হিজামা করানোর ফলে
⦿ শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
⦿ ব্লাড সার্কুলেশন বাড়বে।
⦿ টক্সিন দূর হবে।
⦿ এনার্জি লেভেল বেড়ে যাবে।
⦿ যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
⦿ এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
⦿ নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
⦿ উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।
▂▂☘️▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
হিজামা কাপিং এক্সপার্টের তত্বাবধানে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া মহিলাদের জন্য রয়েছে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট থেরাপিস্ট।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
আমরা জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে অভিজ্ঞ হিজামা থেরাপিষ্ট দ্বারা #হিজামা / #কাপিং করিয়ে থাকি। হিজামার কোন সাইড ইফেক্ট নেই।অভিজ্ঞ হাতে হিজামা/কাপিং করালে কোন পার্শপ্রতিক্রিয়া পাবেন না ইনশাআল্লাহ।
যাদের শরিরে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যাথা নিয়ে ভূগতেছেন! তাদের জন্য এই ভিডিও ..
ফেয়ার হিজামা এন্ড মেডিকেল হল
মামার বাজার পয়েন্ট, জাফলং, গোয়াইনঘাট, সিলেট।
যোগাযোগ :- সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
🕛 ( নামাজের সময় ব্যথিত )
☎️⏩0️⃣1️⃣7️⃣1️⃣4️⃣6️⃣4️⃣2️⃣5️⃣2️⃣9️⃣
WS📲0️⃣1️⃣6️⃣3️⃣6️⃣0️⃣5️⃣8️⃣6️⃣8️⃣6️⃣