দাদু হোমিও হল

দাদু হোমিও হল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দাদু হোমিও হল, Doctor, Poil, Habiganj Sadar.

09/12/2024
দ্রুত বীর্যপাতভয় ও লজ্জা নয়সঠিক রোগ নির্ণয় এবং সে অনুযায়ী চিকিৎসা ও কাউন্সেলিং গ্রহনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসায় প্র...
03/05/2024

দ্রুত বীর্যপাত
ভয় ও লজ্জা নয়
সঠিক রোগ নির্ণয় এবং সে অনুযায়ী চিকিৎসা ও কাউন্সেলিং গ্রহনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রায় শতভাগ রোগী দ্রুত বীর্যপাত থেকে স্বাভাবিক জীবনে ফিরছে। তাই ভয় বা লজ্জা পেয়ে রোগ না লুকিয়ে দ্রুত সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
আমরা বিদেশি ঔষধের মাধ্যমে রোগীকে লক্ষণ ভিত্তিক সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে থাকি।
পরামর্শ ক্রমে,
দাদু হোমিওহল
পইল নতুন বাজার, হবিগঞ্জ।
প্রয়োজনে🥁☎️০১৭৪৩০০৩৩৫২

রোগ নিয়ে লজ্জা নয়। গোপনীয়তা  বজায় রাখবেন ঠিক কিন্তু   একজন  ডাক্তার এর  সান্নিধ্যে যেয়ে তার সামাধান করাই শ্রেয়।তাতে করে ...
09/02/2024

রোগ নিয়ে লজ্জা নয়। গোপনীয়তা বজায় রাখবেন ঠিক কিন্তু একজন ডাক্তার এর সান্নিধ্যে যেয়ে তার সামাধান করাই শ্রেয়।
তাতে করে আপনি সুস্থতা ফিরে পাবেন 🙂
অনেকেই এই সব সমস্যার কারনে আত্নহত্যাও করতে প্রস্তুতি নিয়ে থাকেন। so I say u should do not it.
এই সব ভুল সিদ্ধান্তঃ না নিয়ে ওষুধ সেবন করেন ।
আজকের আলোচনায় যৌন সমস্যা সমাধান।




যৌন সমস্যায় ভুগছেন?

আপনি কি জানেন,, সমস্যা হতেই পারে
বসে না থেকে সুন্দর সমাধান দিয়ে আপনি আপনার দাম্পত্য জীবন সুখী রাখতে পারেন।।

পুরুষত্বহীনতা যা পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতাকে বুঝায়।
যা সমাজে প্রকট আকার ধারন করেছে। এতে উঠিতি বয়সের যুবকরা হতাশ। এ সমস্যা যে কোন বয়সেই হতে পারে, সে ক্ষেএে লজ্জা, অবহেলা, আজ কাল, না করে জটিল হওয়ার পূর্বেই দ্রুত চিকিৎসা নেয়া আবশ্যক।

কারণঃ অতিরিক্ত কু-অভ্যাস ( হস্তমৈথুন, পর্নছবি,) যৌনবাহিত রোগ( সিফিলিস, গনোরিয়া).রক্তে সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা, ডায়াবেটিস, দুশ্চিন্তা,টেনশন, অভসাদ, ও অ-পুষ্টি, যৌনরোগ বাএইডস ভীতি, সেক্স-এডুকেশের অভাব, বয়সের পার্থক্য, পার্টনারকে অপছন্দ(দেহ-সৌষ্ঠব,ত্বক, মূখশ্রী,আচরন, ব্যক্তিত্ব),নারীর ত্রুটিপূর্ণ যৌনাসন, মানসিক ও শারীরিক সম্যসা।
অনেকই হাতুড়ে ডাক্তার, ক্যান্ভাচারের নিকট থেকে হরমোন ইন্জেকশন, টেবলেট অনুমোদনহীন ক্ষতিকর ঔষধ সেবন করে,এর পার্শ্ব-প্রতিক্রিয়ায় পুরুষত্বহীনর আশন্কা অনেক বেশী যা থেকে আরোগ্য কঠিন।
যৌন সমস্যার মধ্যে আরো রয়েছে স্বপ্নদোষ সমস্যা, লিঙ্গ অকেজো,ক্ষুদ্রাকৃতি, লিঙ্গের অসারতা, ইচ্ছা লোপ, বিবাহ ভীতি
এসব সমস্যায় ‘হোমিওপ্যাথি’বেশ কার্যকরভাবে কাজ করে। এর কোনো বিরূপ পাশ্ব্য প্রতিক্রিয়াও নেই। লজ্জা ও জড়তা ঝেড়ে ফেলে খোলা মনে ডাঃ এর সাথে আলাপ করুন। এ সমস্যা খুবই সাধারণ এবং এর সফল চিকিৎসাও রয়েছে।

হোমিওপ্যাথি চিকিৎসা
হোমিও ঔষধ পুরুষত্বহীনতা বা যৌনরোগের সহজ এবং স্বল্প খরচে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন পাকৃতিক ভাবে শতভাগ আরোগ্য করে, অন্যদিকে মহিলাদেরও যৌন দুরবলতা, যৌনকর্মে ‍অনীহা ইত্যাদি থাকতে পারে এবং হোমিওপ্যাথিতে তারও চমৎকার চিকিৎসা আছে।

এই রোগের জন্য হোমিওপ্যাথিক Best medicine ।
so i say take treatment homeopathic medicine and get Magic result ..

পরামর্শ ক্রমে,
দাদু হোমিওহল

ডা:-শিপন আচার্য্য(ডি.এইচ.এম.এস)ঢাকা।
প্রচার সম্পাদক
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি, হবিগঞ্জ জেলা শাখা।
চেম্বার, পইল নতুন বাজার, হবিগঞ্জ।
প্রয়োজন 📞০১৭৪৩০০৩৩৫২

রোগীর নাম:-হিহাসিন মিয়া   বয়স:-৭+থানা,জেলা :-হবিগঞ্জ সদর। গ্রাম :- পইল।রোগীটা দীর্ঘ ২/৩ বছর  যাবত এই সমস্যায় ভুগতাছে এর ...
26/10/2023

রোগীর নাম:-হিহাসিন মিয়া
বয়স:-৭+
থানা,জেলা :-হবিগঞ্জ সদর।
গ্রাম :- পইল।
রোগীটা দীর্ঘ ২/৩ বছর যাবত এই সমস্যায় ভুগতাছে এর ভিতরে অনেক এ্যালপ্যাথি /হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন কিন্তু কোন পরিবর্তন নেয়। আজ আমার কাছে এসেছে , আমি লক্ষন বুঝে ওষুধ প্রয়োগ করেছি, সৃষ্টি কর্তার কৃপায় আমি আশাবাদী রোগীটা সুস্থ হয়ে ওঠবে।

হোমিওপ্যাথিতে রোগের নই, রোগীর চিকিৎসা করা হয়।

চেম্বার,
দাদু হোমিওহল
ডা:-শিপন আচার্য্য (ডি. এইচ.এম. এস)ঢাকা।
প্রচার সম্পাদক
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি, হবিগঞ্জ জেলা শাখা।
পইল নতুন বাজার, হবিগঞ্জ
প্রয়োজনে📞০১৭৪৩০০৩৩৫২।

দাঁতের ক্ষয় রোগ ও দাঁত ব্যথার হোমিওপ্যাথি চিকিৎসা:-ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগ হচ্ছে দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া ...
12/10/2023

দাঁতের ক্ষয় রোগ ও দাঁত ব্যথার হোমিওপ্যাথি চিকিৎসা:-
ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগ হচ্ছে দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া বা দাঁত ক্ষয়ে যাওয়া। এ রোগ হলে দাঁতে তীব্র ব্যথা হয়। গ্রামে-গঞ্জে সাধারণভাবে একে দাঁতের পোকা খাওয়া বলে। আসলে দাঁতে পোকা হওয়া বলে কোন রোগ নেই। আজকের আলোচনায় দাঁতের ক্ষয় রোগ ও দাঁত ব্যথার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
👉দাঁতের ক্ষয় রোগ কেন হয়:-
দাঁতে ক্ষয় হয় মূলত তিনটি কারণে। যথাঃ

১। শর্করা বা চিনি জাতীয় খাদ্য বেশী পরিমানে খেলে।
২। নিয়মিত সঠিকভাবে দাঁত পরিষ্কার না করলে।
৩। দাঁতের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে অর্থাৎ ফ্লোরাইড ও ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে।

চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য মুখের ভেতরে দীর্ঘ সময় থাকলে তা মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া বাস করে তার সাথে মিশে অম্ল বা এসিড নিঃসরণ করে। এই এসিড ধীরে ধীরে দাঁতের বাইরে সবচেয়ে শক্ত আবরণ এনামেলকে ক্ষয় করে। এই ক্ষয়কেই বলে দন্ত বা দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ।

এছাড়া খাবার খাওয়ার পর দাঁত নিয়মিত পরিষ্কার না করলে খাদ্য কণা দাঁতের ফাঁকে জমা হয়ে এক প্রকার স্তর তৈরী করে। এই স্তরের ভেতর মুখের জীবাণুগুলো তাদের আবাস তৈরী করে। যা পরবর্তীকালে এসিড বা অম্ল তৈরী করে দাঁত ক্ষয় করতে সাহায্য করে।

দাঁতের রোগ প্রতিরোধ শক্তি কমে গেলেও সহজে দাঁতের ক্ষয় হয়।

দাঁতের ক্ষয় রোগ -এর লক্ষণ ও উপসর্গ:-
দাঁতে গর্ত হয়ে যায়।
দাঁতের মুকুটের কোনো কোনো অংশ কালো হয়ে যায়।
দাঁতে তীব্র ব্যথা হয়।
ঠান্ডা পানি বা গরম কিছু খেলে দাঁতে ব্যথা ও শিরশির করে।
দাঁতের গোড়া থেকে পুঁজ পড়ে।
মুখে দুর্গন্ধ হয়।
দাঁতের কোন প্রকার সমস্যা দেখা দিলে হয় দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত।
পরামর্শ ক্রমে,
দাদু হোমিওহল
ডা:- শিপন আচার্য্য।(ডি. এইচ.এম.এস)ঢাকা।
পইল নতুন বাজার, হবিগঞ্জ
প্রয়োজনে 📞০১৭৪৩০০৩৩৫২

হোমিওপ্যাথি লক্ষন ভিওিক চিকিৎসা,  রোগের নই, রোগীর চিকিৎসা করা হয়।                      দাদু হোমিওহল                    ড...
12/10/2023

হোমিওপ্যাথি লক্ষন ভিওিক চিকিৎসা, রোগের নই, রোগীর চিকিৎসা করা হয়।
দাদু হোমিওহল
ডা:-শিপন আচার্য্য
পইল নতুন বাজার, হবিগঞ্জ।
প্রয়োজনে০১৭৪৩০০৩৩৫২

আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষন ভিওিক চিকিৎসা, রোগের চিকিৎসা  নই,রোগী র চিকিৎসা করা হয়।পরামর্শ ক্রমে,                  ...
06/06/2023

আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষন ভিওিক চিকিৎসা, রোগের চিকিৎসা নই,রোগী র চিকিৎসা করা হয়।
পরামর্শ ক্রমে,
দাদু হোমিওহল
ডাঃ-শিপন আচার্য্য(ডি.এইচ.এম.এস)ঢাকা
প্রচার সম্পাদক
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি, হবিগঞ্জ জেলা শাখা।
চেম্বার, পইল নতুন বাজার, হবিগঞ্জ।
প্রয়োজন📞০১৭৪৩০০৩৩৫২

***   ছুলি রোগঃ কারণ,লক্ষণ ও প্রতিকার,হোমিওপ্যাথি চিকিৎসা। **ছুলি ফাঙ্গাস বা ছত্রাক জনিত ত্বকের একটি রোগ।স্থানীয় ভাবে এট...
03/05/2023

*** ছুলি রোগঃ কারণ,লক্ষণ ও প্রতিকার,হোমিওপ্যাথি চিকিৎসা। **

ছুলি ফাঙ্গাস বা ছত্রাক জনিত ত্বকের একটি রোগ।স্থানীয় ভাবে এটি “ছউদ/ছইদ/ছলম/কদম” নামেও পরিচিত।মেডিকেলীও ভাষায় একে Tinea Versicilor/Pityriasis versicolor বলা হয়।এটি Malassezia Furfur নামক একপ্রকার ঈস্ট দ্বারা হয়ে থাকে।

ছুলি কোথায় হয়ঃ

শরীরের বুক,পিঠ,গলা,হাত ও অন্যান্য উন্মুক্ত অংশে বেশি দেখা যায়।তবে কোন কোন সময় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মুখেও দেখা দিতে পারে।

ছুলি রোগের লক্ষণঃ

আক্রান্ত স্থানে সাদা বা বাদামি গাঢ় বা হালকা ছোট ছোট ছোপ ছোপ দাগের মতো দেখা দেয়।সাধারণত ফর্সা ত্বকে গাঢ় (গোলাপী/খয়েরী), শ্যামলা ত্বকে হালকা রঙের হয়।অনেকগুলি ছোপ ছোপ দাগ একসাথে হয়ে বড় দাগের সৃষ্টি করতে পারে।গরম বাড়লে চুলকানো বা জ্বালাপোড়া বেড়ে যেতে পারে।সংক্রমণ অনেক বেশী হলে চামড়া উঠতে পারে।তবে শীতকালে ছুলি অনেকটাই কমে যায়।

**ছুলি রোগের কারণঃ

👉 গরম,,আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়া।

👉 প্রচুর ঘাম হওয়া।

👉তৈলাক্ত ত্বক।

👉 দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে।

👉এন্টিবায়োটিক জাতীয় ওষুধ অনেকদিন যাবত সেবন করলে।

👉রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে।

👉অনিয়ন্ত্রিত ডায়াবেটিস।

👉সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে বা তার ব্যবহৃত জিনিসপত্র শেয়ার করলে।

👉যেখানে অধিক লোক বসবাস করে,যেমনঃ জেলখানা, হোস্টেল,ব্যারাক,মাদ্রাসা ইত্যাদি।

👉 গ্রীষ্ম ও বর্ষাকেলে বেশী হয়।

ছুলি প্রতিরোধে করনীয়ঃ

১) গরমকালে ঢিলেঢালা, পাতলা ও সুতি পোশাক পরিধান করা।

২) শরীরের যেসব স্থানে ঘাম বেশি হয়,সেসব স্থান বারবার ধুয়ে পরিষ্কার ও শুকনো রাখা।গরমের দিনে রোজ একবার বা দুবার গোসল করা।

৩) গোসলের পর গা ভালো করে শুকিয়ে নেওয়া।

৪) ঘর্মাক্ত অবস্থায় বেশিক্ষণ না থাকা। ঘামে ভেজা পোশাক তাড়াতাড়ি পাল্টে ফেলা।না ধুয়ে আর ব্যবহার না করা।

৫) রোদে গেলে ছাতা ও সানব্লক ব্যবহার করা।

৬) ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা।

৭) দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড সেবন পরিহার করা।

৮) পুষ্টিকর খাবার খাওয়া।

৯) প্রচুর পানি পান করা।

১০) অন্যের ব্যবহৃত তোয়ালে,গামছা,গামছা ইত্যাদি ব্যবহার না করা।

১১) একই ক্ষুরে একাধিক ব্যক্তি মাথা বা দাঁড়ি না কামানো ।

১২) স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়ায় যথেষ্ট পরিস্কার পরিচ্ছন্ন থাকা।

১৩) পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ছুলি থেকে মুক্তির মহৌষধ।

👉ছুলি রোগ নির্ণয়ঃ

সাধারণত আক্রান্ত জায়গা দেখেই রোগ নির্ণয় করা যায়।তবে ক্ষেত্র বিশেষে ত্বকের ফাংগাস পরীক্ষা করতে হতে পারে।

**ছুলি রোগের চিকিৎসাঃ

যথেষ্ট সাবধানতার পরেও যদি ছুলি রোগে আক্রান্ত হন,তবে চিন্তার কিছু নেই।সঠিক হোমিওচিকিৎসায় ছুলি নিরাময় হয়। তাই অভিজ্ঞ একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপূর্ন হন।

পরামর্শ ক্রমে,
দাদু হোমিওহল
ডাঃ-শিপন আচার্য্য (ডি.এইচ.এম.এস)ঢাকা।
প্রচার সম্পাদক
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি, হবিগঞ্জ জেলা শাখা।

চেম্বারঃ-পইল নতুন বাজার, হবিগঞ্জ।
যোগাযোগ ০১৭৪৩০০৩৩৫২

***বন্ধ্যাত্বের চিকিৎসায় হোমিও সমাধান👍👍 স্ত্রীলোকের সন্তান উৎপাদনের ক্ষমতার অভাবকে বন্ধাত্ব বলে এবং দুই বৎসর বা তার থেকে...
25/04/2023

***বন্ধ্যাত্বের চিকিৎসায় হোমিও সমাধান👍👍 স্ত্রীলোকের সন্তান উৎপাদনের ক্ষমতার অভাবকে বন্ধাত্ব বলে এবং দুই বৎসর বা তার থেকে বেশি সময় চেষ্টা করার পড়েও গর্ভধারণে ব্যার্থ হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বন্ধ্যত্ব বলে।
৮% দম্পতি বন্ধ্যত্বের শিকার হন। বন্ধ্যত্ব স্বামী বা স্ত্রী উভয়ের কারণে হতে পারে।
বন্ধ্যত্ব দু ধরনের যথাঃ-
প্রাথমিক বন্ধ্যত্ব, বিবাহের পর সকল সুবিধা থাকা সত্ত্বেও কখনই গর্ভধারণ না হওয়াকে প্রাথমিক বন্ধ্যত্ব বলে,পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যত্ব ( কোন মহিলা প্রথম বার গর্ভধারণের পর দ্বিতীয় বার আর যদি গর্ভধারণ করতে না পারে তবে তাকে পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যত্ব বলে।

কারণ: বন্ধ্যত্ব স্বামী বা স্ত্রী যে কোন একজনের কারণে হতে পারে। কিন্তু আমাদের সমাজে অন্যায় ভাবে শুধুমাত্র স্ত্রীদেরকে দোষারোপ করা হয় এমন কি কোন কোন ক্ষেত্রে স্বামীকে দ্বিতীয় বা তৃতীয় বিয়েতে উৎসাহিত করা হয়।

(১)স্বামীর কারণে বন্ধ্যত্বঃ-
* স্বামীর বীর্যে প্রয়োজনীয় সংখ্যক শুক্রাণু না থাকলে।
*মৃত শুক্রাণু বা শুক্রাণু বিহীন বীর্যের কারণে একটি অণ্ডকোষ/লুপ্ত প্রায় অণ্ডকোষ/অণ্ডকোষ জন্মগত ভাবে না থাকলে।
* অণ্ডকোষের প্রদাহ, মাম্পস বা গলা ফুলা রোগের প্রদাহের কারণে।
* বিকৃত শুক্রাণু থাকলে।
*যৌন ক্রিয়ায় অক্ষম হলে।
* শুক্রাণু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তাপ ও পরিবেষ অণ্ড কোষে না থাকলে।
* যৌনাঙ্গে যক্ষ্মা, গনোরিয়া প্রভৃতি রোগ থাকলে।

(২)স্ত্রীর কারণে বন্ধ্যত্বঃ-
* যদি জরায়ুর আকার ছোট হয়। ডিম্বাশয় যদি সঠিক ভাবে কাজ না করে। মাসিকের গণ্ডগোল থাকলে।
* বস্তি কোটরের প্রদাহ হলে। *বংশগত*জরায়ুতে টিউমার হলে।*যক্ষ্মা গনোরিয়া ইত্যাদি রোগ হলে..

উল্লেখিত কারণগুলো ছাড়াও স্ত্রীর ডিম্ব ক্ষরণের সময় যৌনমিলন না হলে গর্ভধারণ হয় না।

রোগ নির্ণয়ে পরীক্ষাঃ-
বন্ধ্যত্বের কারণ নির্ণয়ে প্রথমে স্বামীর বীর্য পরীক্ষা করে দেখতে হবে। এবং স্বামীর শারীরিক পরীক্ষা করে দেখতে হবে। যদি কোন অসুবিধা ধরা না পড়ে তখন স্ত্রীকে পরীক্ষা করতে হবে। স্ত্রীর পরীক্ষাগুলো ব্যয়বহুল বিধায় প্রথমে স্বামীকে পরীক্ষা করা উচিত।
পরামর্শ ক্রমেঃ- দাদু হোমিওহল
ডাঃশিপন আচার্য্য
ডি.এইচ.এম এস,বি.এইচ.বি(ঢাকা)
প্রচার সম্পাদক
হ্যানিম্যান হোমিওপ্যাথিক সোসাইটি, হবিগঞ্জ জেলা শাখা।
চেম্বারঃ-পইল নতুন বাজার, হবিগঞ্জ। মোবাঃ-০১৭৪৩০০৩৩৫২

Address

Poil
Habiganj Sadar
3300

Telephone

+8801743003352

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাদু হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category