Fuel Up - team369

Fuel Up - team369 As like fuel is need to drive a car, similarly every parts of your body needs fuel to function properly.

By this Fuel Up page, we are supplying to you with the right nutrients from pure food & natural ingredients that need for your body as fuel to keep healthy 78 organs of your body & support your healthy living. We are providing patented nutritional and organic healthcare, skin care, personal care products from USA of optimum quality for your better health. Let's now maintain your status with healthy lifestyle & fullfil your nutritional gap by world best products.

আপনার ত্বকের শ্রেষ্ঠ বন্ধু!Sonya Soothing Gel Moisturizerশীত বা গ্রীষ্ম সব ঋতুতে আপনার মুখমন্ডলের ত্বককে আর্দ্র ও কোমলতা...
30/05/2023

আপনার ত্বকের শ্রেষ্ঠ বন্ধু!

Sonya Soothing Gel Moisturizer

শীত বা গ্রীষ্ম সব ঋতুতে আপনার মুখমন্ডলের ত্বককে আর্দ্র ও কোমলতার সাথে এক দারুণ অনুভূতি প্রদান করতে Forever living international এর সর্বশেষ আবিষ্কৃত অত্যাধুনিক Gel based formulation এ তৈরি Sonya soothing gel moisturizer পণ্যটি হতে পারে আপনার প্রকৃত বন্ধু।

যা Sonya daily skin care system package এর অন্তর্ভুক্ত। এতে আছে এলোভেরাসহ ১০ টিরও বেশি প্রাকৃতিক উপাদান।
যেমন: জোজোবা, আপেল, ডালিম, অলিভ, ডুমুর, তুত ফল, গিঙ্কো বিলোবা, মাশ রুম, কমলালেবু, ম্যান্ডারিন কমলা, ক্যামোমাইল ফুল, জেরানিয়াম ফুল, বার্গামট ফল ইত্যাদি। যা আপনার ত্বকে সঠিক পুষ্টি সরবরাহের মাধ্যমে ত্বকের সঠিক যত্নে অত্যন্ত কার্যকরী।

ভাবুন তো একবার এই সকল প্রাকৃতিক উপাদানের নির্যাস আপনার ত্বককে প্রাণবন্ত করে কি দারুন অনুভুতি প্রদান করতে পারে!

উপকারিতা:

👉 প্রধানত ত্বকের শুষ্কতা বা রূক্ষতা ভাব দূর করে ত্বককে রাখে আর্দ্র এবং কোমল।

👉 ত্বকের বলিরেখা, বয়সের ছাপ প্রতিরোধ করতে অত্যন্ত কার্যকরী।

👉 ত্বককে টানটান করে এবং মসৃণ করে।

👉 ধীরে ধীরে ত্বককে বেবি স্কিন এ পরিণত করে।

👉 ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

👉 ত্বকের গুরুত্বপূর্ণ পুষ্টি কোলাজেন এতে উপস্থিত যা ত্বকের প্রধান খাবার। এই কোলাজেন আপনার রূপের উন্নতি করে চেহারায় এনে দেয় বাড়তি সৌন্দর্য।

👉 ব্রণ, ব্ল্যাকহেডস, মুখে হওয়া কালো দাগ ও ছোপ প্রতিরোধে কার্যকরী।

অত্যাধুনিক Gel based formulation এ প্রস্তুত হওয়ার কারণে ত্বক দ্রুত এর পুষ্টি উপাদান শোষণ করে নিতে পারে এবং আপনাকে অতি দ্রুত কাঙ্খিত ফলাফল প্রদান করে, যা লোশনের চেয়েও অধিক কার্যকরী।

আমাদের Forever Soothing Gel Moisturizer পণ্যটি ইতোমধ্যেই গ্লোবাল বিউটি অ্যাওয়ার্ড ২০১৭ এবং গ্লোবাল মেকআপ অ্যাওয়ার্ড ২০২১ (সিলভার) লাভ করেছে।

ব্যবহারবিধি: দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় ফেসওয়াশ করে আপনার পুরো মুখে প্রয়োজনমতো আলতোভাবে লাগিয়ে দিন। যেহেতু এটি Gel Based তাই কোনো প্রকার ম্যাসাজ বা ঘষাঘষির প্রয়োজন নেই। সর্বোত্তম ফলাফলের জন্য Sonya Daily Skincare System এর সাথে ব্যবহার করুন।

জেনে রাখা ভালো যে, আমাদের ত্বকে কোলাজেন নামে একটি যৌগ তৈরি হয়। এই কোলাজেন ত্বককে টানটান এবং কোমল রাখে। ক্রমশ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়সের ছাপ মুখের ত্বকে স্পষ্ট হয়ে ওঠে৷ কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেন তৈরির স্বাভাবিক ক্ষমতা কমে আসে, ফলে ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। ত্বক ক্রমশ রুক্ষ হয়ে পড়ে, কোলাজেন কমে যাওয়ার ফলে ত্বক তার স্বাভাবিক টানটান ভাব হারিয়ে ফেলে, ত্বক ঝুলে যেতে শুরু করে।কিন্তু আমাদের সকল ময়েশ্চারাইজিং পন্যে আপনার ত্বকের এই অতি গুরুত্বপূর্ণ উপাদান কোলাজেন এর উপস্থিতি থাকে বিদায় এই Sonya Soothing Gel Moisturizer টিও কোলাজনের ঘাটতি সম্পূর্ণরূপে পূরণ করে আপনার চেহারায় তারুণ্য ভাব ধরে রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Made in USA
2 FL.OZ. (59mL)
Price: BDT 3254/-
U.S patent Nos. 6713095 & 6869624
USING THE BEST OF SCIENCE AND NATURE
Exclusively distributed by Forever Living Products®
7501 East McComick parkway, Scottsdale, Arizona 85258 USA.

04/10/2022

Fuel up YOURSELF BY natural FOOD.

আপনি জানেন কি, ভিটামিন-সি পানিতে দ্রবণীয় হওয়ার কারণে আমাদের শরীর ভিটামিন-সি কে দীর্ঘ সময় ধরে রাখতে পারেনা। আবার মানুষ...
17/09/2022

আপনি জানেন কি, ভিটামিন-সি পানিতে দ্রবণীয় হওয়ার কারণে আমাদের শরীর ভিটামিন-সি কে দীর্ঘ সময় ধরে রাখতে পারেনা। আবার মানুষের শরীর ভিটামিন-সি তৈরিও করতে পারে না, তাই আমাদের খাবার, পানীয় ও সম্পূরক খাদ্য (food supplement) থেকে প্রতিদিন ভিটামিন-সি গ্রহন করা প্রয়োজন হয়ে পড়ে।

বিজ্ঞান ভিত্তিক তথ্য মতে একটি সিগারেট সেবনে ২৫ মিলিগ্রাম ভিটামিন-সি ধ্বংস হয়। অতিরিক্ত মানসিক চাপ, ঔষধের অতিরিক্ত প্রয়োগ এবং পরিবেশগত বিপর্যয়ের কারণেও আমাদের শরীর ভিটামিন-সি শূন্য হয়ে যায়।

আপনার প্রতিদিনের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে আমাদের ফরএভার লিভিং এর অনন্য সংযোজন Forever Absorbent C.

📌বিশেষত্ব-
প্রতিটি ট্যাবলেটের ভিটামিন-সি কে শরীরের সম্পূর্ণ শোষণযোগ্য করার জন্য এতে যুক্ত করা হয়েছে Oat Bran যা উচ্চমানের পানিতে দ্রবণীয় ফাইবার।
প্রতিটি ট্যাবলেটে আছে ৫০০ মি.গ্রা."Oat Bran" এর সাথে পুরোপুরি ৬০ মি.গ্রা. ভিটামিন-সি এর মিশ্রন।

👉 এক নজরেঃ
✓ ফ্রি-রেডিক্যালস এর ক্ষতিকর প্রভাব থেকে মানব দেহের কোষকে সুরক্ষাকারী শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ।
✓ রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
✓ আবহাওয়া পরিবর্তনের ফলে সর্দি, কাশি, গলা ব্যাথা বা এলার্জি সংক্রম প্রতিরোধে সাহায্য করে।
✓ দেহ থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান গুলোকে বের করে দিতে দারুন সাহায্য করে।
✓ ত্বকের সুস্বাস্থ্য বজায় রেখে সুস্থ ও সুন্দর ত্বক ধরে রাখতে সাহায্য করে।
✓ ফুসফুসকে পরিষ্কার করে ফুসফুসের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে বিদায় ধূমপায়ী বা তামাকসেবীদের জন্য বিশেষভাবে উপকারী।
✓রেডিয়েশনের প্রভাব থেকে কোষকে সুরক্ষিত রাখতে কাজ করে।
✓ শরীরে আয়রণ শোষণের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে।
✓দাতের মাড়ি দিয়ে রক্ত পরা বন্ধ করে মাড়ি মজবুত করতে সাহায্য করে।
✓ হৃদপিণ্ড থেকে রক্ত ​​বহনকারী রক্তনালীগুলিকে (ধমনী) রিলাক্স বা শিথিল করে, যা উচ্চ রক্তচাপের মাত্রা কমাতে সাহায্য করে।
✓ চুলের মত কৈশিক নালী ভেঙে যাওয়া প্রতিরোধে সহায়তা করে।
✓ রক্তে ইউরিক এসিডের পরিমাণ কমিয়ে জয়েন্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে।
✓ যারা অতিরিক্ত মানসিক চাপে ভুগেন এবং অতিরিক্ত ওষুধ সেবন করেন তাদের অবশ্যই ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে এই Absorbent C ব্যবহার করা উচিত।
✓ বয়স বৃদ্ধির সাথে আপনার স্মৃতিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে।

পরিমাণ: ১০০ টি ট্যাবলেট (প্রতিটিতে আছে ৬০ মিলিগ্রাম ভিটামিন সি)

💊 ব্যবহারবিধি: ১ টি করে চুষে দিনে তিনবার।

যাদের জন্য বিশেষভাবে প্রয়োজন:
★ ধূমপায়ী বা তামাক সেবনকারী ব্যক্তি,
★ গর্ভবতী ও বাচ্চাকে দুধ পান করানো মায়েদের,
যারা সর্দি-কাশিতে ভুগেন,
★ যাদের সকালে ঘুম থেকে উঠার পর নাকে শ্লেষ্মা বা ঘন ঘন হাঁচি দেওয়ার প্রবণতা রয়েছে,
★ বয়স্ক ব্যক্তিদের।

Made in USA
100 tablets
Price: BDT 1769/-
USING THE BEST OF SCIENCE AND NATURE
Exclusively distributed by Forever Living Products®
7501 East McComick parkway, Scottsdale, Arizona 85258 USA

আপনি যদি আপনার হাড়ের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন, তাহলে অবশ্যই আপনি ফরএভার ক্যালসিয়ামকে আপনার পছন্দের তালিকায় রাখবেন।...
10/09/2022

আপনি যদি আপনার হাড়ের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন, তাহলে অবশ্যই আপনি ফরএভার ক্যালসিয়ামকে আপনার পছন্দের তালিকায় রাখবেন।

ফরএভার লিভিং আপনার জন্য তৈরি করেছে পেটেন্টকৃত di-calcium malate এবং bioavailability ফর্মুলায় সর্বোচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন Forever Calcium যা আপনাকে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন-ডি প্রদান করে আপনার হাড়ের সঠিক স্বাস্থ্য বজায় রাখতে সর্বোচ্চ সহযোগিতা করবে। শুধু তাই নয়, আপনার হাড়ের সকল পুষ্টির ঘাটতি পূরণ করতে ক্যালসিয়ামের সাথে এতে যুক্ত করা হয়েছে ম্যাগনেসিয়াম এবং জিংকের দারুন মিশ্রণ।

তাহলে এবার ফরেভার ক্যালসিয়াম গ্রহণ করুন, অস্টিওপোরোসিসের ঝুঁকি প্রতিরোধ করুন।

আপনি কি জানেন, ভিটামিন সি পানিতে দ্রবণীয় হওয়ার কারণে আমাদের দেহ ভিটামিন সি কে দীর্ঘ সময় ধরে রাখতে পারেনা। তাই প্রতিদি...
09/09/2022

আপনি কি জানেন, ভিটামিন সি পানিতে দ্রবণীয় হওয়ার কারণে আমাদের দেহ ভিটামিন সি কে দীর্ঘ সময় ধরে রাখতে পারেনা। তাই প্রতিদিন খাবারের মাধ্যমে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করা আমাদের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট আপনার প্রতিদিনের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি এর চাহিদা মেটাতে তৈরি করেছি Forever Absorbent C, যা আপনার প্রতিদিনের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে আপনার দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার স্বাস্থ্যকর জীবনধারা বজায় করতে সাহায্য করবে।

এবার আপনার কাঙ্ক্ষিত স্বাস্থ্যকর জীবন-যাপনের চাবি আপনারই হাতে - তা হলো পুষ্টিকর খাবার এবং শরীরচর্চা।
01/09/2022

এবার আপনার কাঙ্ক্ষিত স্বাস্থ্যকর জীবন-যাপনের চাবি আপনারই হাতে - তা হলো পুষ্টিকর খাবার এবং শরীরচর্চা।

Fuel ⛽ up yourself by FOREVER  Fill your week with all things amazing starting with this super green stick!Our fast-pace...
11/07/2022

Fuel ⛽ up yourself by FOREVER

Fill your week with all things amazing starting with this super green stick!

Our fast-paced lifestyles make it easy to reach for processed foods to eat on the go, but this could leave nutritional gaps in your diet. When life gets in the way, give your body a big boost of plant-based superfoods anytime, anywhere with Forever Supergreens™.

Inbox for learn more and purchase.

যখনি আপনি বাসা থেকে বের হবেন- সবার আগে আপনার নিউট্রিশনের ব্যাগে নিশ্চিত করুন প্রয়োজনীয় এই ত্রিশক্তিকে। পরিপূর্ণ এনার্জির...
08/07/2022

যখনি আপনি বাসা থেকে বের হবেন- সবার আগে
আপনার নিউট্রিশনের ব্যাগে নিশ্চিত করুন প্রয়োজনীয় এই ত্রিশক্তিকে।

পরিপূর্ণ এনার্জির জন্য আমার শ্রেষ্ঠ পছন্দ।

SAVE ORGAN - team369

05/07/2022

Use this product & enjoy its feelings.

  যার পরিপাকতন্ত্র যত সুস্থ, সে শারীরিকভাবে তত সুস্থ। তাই পরিপাকতন্ত্রের সুস্থ্যতার নিশ্চয়তায় Forever_Fiber হতে পারে আপন...
30/06/2022


যার পরিপাকতন্ত্র যত সুস্থ, সে শারীরিকভাবে তত সুস্থ। তাই পরিপাকতন্ত্রের সুস্থ্যতার নিশ্চয়তায় Forever_Fiber হতে পারে আপনার উত্তম সহায়তাকারী।

ফাইবার যা একটি অতি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান এবং যার রয়েছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতা।

আপনি কি আপনার দেহের প্রতিদিনের প্রয়োজনীয় পরিমাণ ফাইবারের (আঁশ জাতীয় খাবারের) যোগান দিচ্ছেন?

জানেন কি, বিশেষজ্ঞরা প্রতিদিন ৩০ গ্রাম ফাইবার খাওয়ার পরামর্শ দেন। কিন্তু এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, একজন মানুষ এর অর্ধেক পরিমাণ গ্রহণ করে।
‘ফরএভার লিভিং ইন্টারন্যাশনাল’ আপনার সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণ ফাইবারের সরবরাহ সহজলভ্য করেছে। আপনার দেহের প্রতিদিনের প্রয়োজনীয় ফাইবারের ঘাটতি পূরণ করতে ‘ফরএভার লিভিং’ এর চমৎকার সংযোজন ‘ফরএভার ফাইবার’ যা দেবে আপনাকে প্রতিদিনের ৫ গ্রাম দ্রবীভূত ফাইবারের নিশ্চয়তা এবং যেকোনো পানীয়ের সাথে মিশিয়ে পান করলে দিবে চার ধরনের ফাইবারের যোগান।

যদি ফরএভার ফাইবার খাবার গ্রহণের মাঝে গ্রহণ করা হয় তবে এটি আপনাকে পুষ্টি প্রদান করবে এবং আপনার ক্ষুদা কে নিয়ন্ত্রণ করে ক্যালরি গ্রহণে বাধা প্রদান করবে। এই ব্যবহারবিধি সাধারণত তাদের জন্য প্রযোজ্য যারা ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর মধ্যে আছেন এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও অনুশীলন করেন।

এক নজরে—
* চার ধরনের ফাইবারের নিশ্চয়তা দেয়।
* ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে কোলেস্টেরল লেভেলকে ভারসাম্যে রাখতে অত্যন্ত কার্যকরি।
* হৃদযন্ত্রের সুস্থতায় অত্যন্ত উপকারী।
* এতে রয়েছে প্রিবায়োটিক ফাইবার, যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার উৎপাদন বৃদ্ধি করে অন্ত্রের সুস্থতায় এবং সুস্থ হজম প্রক্রিয়ায় সহায়তা করে।
* ফাইবার ত্বকের জন্য উপকারী। শরীর থেকে ইস্ট ও ছত্রাক বের করে দেয় ফলে ব্রণ ও র‌্যাস প্রতিরোধেও সাহায্য করে।
* ওজন নিয়ন্ত্রণে ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে ক্যালরি গ্রহণে বাধা প্রদান করে।
* রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক রাখতে অত্যন্ত কার্যকরী।
* রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে।
* ফাইবার মলের পরিমাণ বৃদ্ধি করে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থকে মলাশয়ের মাধ্যমে বের করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে করে।
* ফাইবার খাবার হতে ম্যাক্রোমলিকিউলসের শোষণ প্রশমন এবং খাওয়ার পর অলসতা বা দুর্বলতা প্রশমিত করে।
* কোলনের (মলাশয়) স্বাস্থ্য ভালো রাখে এবং কোলন ক্যান্সার, অর্শ্ব—পাইলসের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ব্যবহারবিধিঃ
যাদের অনিয়ন্ত্রিত সুগার লেভেল বা ওজন বেশি — ১ গ্লাস নরমাল পানির সাথে ১ প্যাকেট ফাইবার ভালোভাবে মিশিয়ে দিনে ১ অথবা ২ বার খাবারের ৩০ মিনিট পূর্বে বা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গ্রহণ করুন। পাশাপাশি ভাতের পরিবর্তে হালকা খাবার (যেমন শুধু সবজি) বা আমাদের লাইট আল্ট্রা পণ্যের সাহায্য নিতে পারেন।

ওজন নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি ফাইবারের সকল উপকারিতা পেতে বিকালের জল খাবারে ১ গ্লাস নরমাল পানির সাথে ১ প্যাকেট ফাইবার ভালোভাবে মিশিয়ে পান করুন।

Forever Fiber ™ অন্যান্য ফুড সাপ্লিমেন্ট থেকে কমপক্ষে ৩০ মিনিট পূর্বে/পরে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ ফাইবার শরীরে তাদের শোষণকে প্রভাবিত করতে পারে। অবশ্যই ফাইবার খাওয়ার দিনগুলোতে খালি পেটে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান নিশ্চিত করবেন।

Made in USA
4 FL. OZ. (118mL)
Price: BDT 2321/-
U.S. patent No. 6713095 & 6869624
USING THE BEST OF SCIENCE AND NATURE
Exclusively distributed by Forever Living Products®
7501 East McComick parkway, Scottsdale, Arizona 85258 USA

এবার নিজের পারসোনালিটি বজায় থাকুক    এর সাথে।Stay all day Refreshment.আপনি আপনার দেহের দুর্গন্ধ দূর করতে গিয়ে শরীরে ক্য...
29/06/2022

এবার নিজের পারসোনালিটি বজায় থাকুক এর সাথে।

Stay all day Refreshment.

আপনি আপনার দেহের দুর্গন্ধ দূর করতে গিয়ে শরীরে ক্যান্সারের কোষের জন্ম দিচ্ছেন না তো?

অসচেতনভাবে ডিউডোরেন্ট/বডি স্প্রে ব্যবহারের ফলে উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। প্রায় সবাই ঘামের দুর্গন্ধ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য কোনো না কোনো ডিউডোরেন্ট/বডি স্প্রে ব্যবহার করে থাকে। কিন্তু আমরা অনেকেই জানিনা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় এই ডিউডোরেন্ট/বডি স্প্রে। প্রচলিত বাজারের প্রায় সমস্ত ডিউডোরেন্টে ব্যবহার করা হয় ক্ষতিকর ক্যামিকেল। এই ক্ষতিকর ক্যামিকেল ব্যবহারের ফলে আন্ডারআর্মকে মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যায় এবং বর্তমান সময়ে উল্লেখযোগ্য হারে স্তন ক্যান্সার বৃদ্ধির অন্যতম কারণ হলো এই ক্ষতিকর ক্যামিকেল। তাহলে আমরা কোন ডিউডোরেন্ট ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখবো?

Forever Living International আপনাকে সর্বোচ্চ সুরক্ষিত এবং কোনো প্রকার ক্ষতিকারক উপাদান Alcohol, Aluminium Salt বা Paraben ছাড়াই প্রকৃতির রাণী এলোভেরার সর্বোচ্চ প্রজাতি “এলো বারবাডেনসিস” এর চমৎকার গুণাগুণ সমৃদ্ধ সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত Aloe Ever-Shield Deodorant দিবে প্রাকৃতিকভাবে আপনাকে আন্ডার আর্মের ঘামের দুর্গন্ধ থেকে চমৎকার সুরক্ষা এবং এক সতেজ অনুভূতি।

এক নজরে —
* বগলে ব্যবহারে কাপড়ে ঘামের দাগ লাগে না এবং দুর্গন্ধ দূর করে।
* নিম্নাংশে ব্যবহারে অতিরিক্ত ঘামের কারণে আমাদের স্যাঁতসেতে ভাব দূর করে, চুলকানি প্রতিরোধ করে।
* ঘাড়ের কালো দাগ দূর করতে সাহায্য করে।
* মহিলাদের মাতৃত্বজনিত দাগ দূর করতে সাহায্য করে।
* পায়ের পাতায় ব্যবহারে, মোজা পড়ার কারণে পায়ের দুর্গন্ধ থেকে চমৎকার সুরক্ষা দেয়।
* শীতে পায়ের গোড়ালি ফাটা রোধ করে।
* ত্বকের যে কোনো স্থানের প্রাথমিক সমস্যা, এলার্জি বা চুলকানি উপশমে অত্যন্ত কার্যকর।
* Shave, Waxing করার পর ত্বকের যত্নে ব্যবহার করা যায়।
* ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কার্যকর যেহেতু মেথিলেটেড স্পিরিট বা অ্যালুমিনিয়াম সল্ট নেই।

তাহলে গরম এবং শীতে হতে পারে আপনার প্রথম বন্ধু Forever Aloe Ever Shield Deodorant.

#ব্যবহারবিধি: অন্য ডিওডোরেন্টের মতোই ব্যবহার করুন।

Made in USA
NET WT. 92.1g
Price: BDT 499/-
U.S Patent Nos. 6713095 & 6869624
USING THE BEST OF SCIENCE AND NATURE
Exclusively distributed by Forever Living Products®
7501 East McComick parkway, Scottsdale, Arizona 85258 USA

For your Overall performance 😊.
29/06/2022

For your Overall performance 😊.

Address

Kalibari Cross Road
Habiganj Sadar
3300

Telephone

+8801730640135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fuel Up - team369 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fuel Up - team369:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram