Dr. Ashiqul Muhit Khan

Dr. Ashiqul Muhit Khan ডা. মো আশিকুল মোহিত খান
এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য)
জুনিয়র কনসালটেন্ট
জেলা সদর হাসপাতাল হবিগঞ্জ

27/01/2025
🚨নিপাহ ভাইরাস সতর্কতা: খেজুড়ের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকুন🚫দুঃখজনকভাবে খেজুড়ের কাঁচা রস খাওয়ার বিরুদ্ধে ব্যাপক সতর্ক ...
26/12/2024

🚨নিপাহ ভাইরাস সতর্কতা: খেজুড়ের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকুন🚫

দুঃখজনকভাবে খেজুড়ের কাঁচা রস খাওয়ার বিরুদ্ধে ব্যাপক সতর্ক বার্তা প্রচারের পরও প্রতি বছর শীতের সময়ে এটি ক্রয়-বিক্রয় ও খাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ⚠️খেজুড়ের কাঁচা রস, পশু-পাখির আধখাওয়া ফল খেলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হবার আশঙ্কা থাকে। এই রোগটি সংক্রামক, যাতে মৃত্যুহার ৭০ শতাংশের বেশি।

🔴বাংলাদেশে গত ২৪ বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত ৩৪৩ জনের মধ্যে মাত্র ৯৮ জন জীবিত আছেন। এই সংক্রামক রোগটির বৈশ্বিক মহামারী ঘটানোর ক্ষমতা রয়েছে।

📢লোভনীয় সব বিজ্ঞাপনের মাধ্যমে খেজুড়ের কাঁচা রস নিরাপদ উপায়ে সংগ্রহের ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে দেখা যায়। মনে রাখবেন, বাঁশের বানা, নেট ইত্যাদি ব্যবহার করে খেজুড়ের রসকে নিপাহ ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ রাখা সম্ভব নয়।

❌চলুন নিপাহ ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা খেজুড়ের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকি ও অন্যকেও খেতে নিষেধ করি!

#নিপাহ_ভাইরাস #মহামারী #খেজুর_রস #খেজুররস #নিপাহ

স্বপ্ন দেখি স্বপ্ন দেখাতে ভালোবাসি, সালেহ আহমেদ নক আউট ফুটবল টুর্নামেন্টে আগামীকাল আমার দল "ডা. আশিক এন্ড ফ্রেন্ডস এফসি,...
06/12/2024

স্বপ্ন দেখি
স্বপ্ন দেখাতে ভালোবাসি,

সালেহ আহমেদ নক আউট ফুটবল টুর্নামেন্টে আগামীকাল আমার দল

"ডা. আশিক এন্ড ফ্রেন্ডস এফসি,বানিয়াচং " নিয়ে মাঠে নামছি মেগা ফাইনালে,

প্রতিপক্ষ শক্তিশালী জিরুন্ডা ফুটবল একাদশ, লাখাই
আমার বানিয়াচংয়ের ভাই বেরাদার বন্ধু ছোট ভাই -শুভাকাংগীদের নিয়ে৷

সময় -- বিকেল ২.৩০ ঘটিকা
০৭/১২/২০২৪ রোজ শনিবার
আধুনিক স্টেডিয়াম,হবিগঞ্জ

সময় স্বল্পতায় সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি
সবাইকে আগামীকাল খেলা দেখার আমন্ত্রণ জানাই ৷
আপনাদের উপস্থিতি আমাদের দলকে উজ্জীবিত করবে৷

আলহামদুলিল্লাহ, ফাইনাল কনফার্ম  🤲আমরা  "ডাঃ আশিক এন্ড ফ্রেন্ডস এফ'সি বানিয়াচং (৩-০) গোলে ম্যাচ জিতলাম ✌️সবাইকে অনেক অনেক...
04/12/2024

আলহামদুলিল্লাহ, ফাইনাল কনফার্ম 🤲
আমরা "ডাঃ আশিক এন্ড ফ্রেন্ডস এফ'সি বানিয়াচং (৩-০) গোলে ম্যাচ জিতলাম ✌️

সবাইকে অনেক অনেক ধন্যবাদ মাঠ এবং মাঠের বাইরে থেকে অকুন্ঠ সমর্থন দেয়ার জন্য

সিলেট বিভাগের মধ্যে আমাদের হবিগঞ্জে সবচেয়ে বেশী ডেংগু আক্রান্ত রোগী তাই সাবধানে থাকবেনজ্বর হলেই ভাইরাল জ্বর না ভেবে চিকি...
26/11/2024

সিলেট বিভাগের মধ্যে আমাদের হবিগঞ্জে সবচেয়ে বেশী ডেংগু আক্রান্ত রোগী
তাই সাবধানে থাকবেন
জ্বর হলেই ভাইরাল জ্বর না ভেবে চিকিৎসক দেখাবেন

সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার  সিরিয়ালের জন্য যোগাযোগ করুন +8801300-938973±8801300-938958+880 1300-516778
15/11/2024

সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন
+8801300-938973
±8801300-938958
+880 1300-516778

16/06/2024

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ উল আজহা ৷ আপনাদের জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক ।

ঈদ মোবারক😊😊

12/06/2024

কুরবানীর পশু শোঅফ আর দাম ছড়িয়ে
খুব জিতছি এবার কুরবানী কিনে !
গোশের দামের সাথে পরতা করছি!
এরকম ভাবনার কুরবানী হবে?

তাই পশু কেনার আগেই ফাইনাল করুন ভাবনা!

লোক দেখানো কোন ভাবেই শরীয়া মোতাবেক গ্রহণযোগ্য না৷
আপনার কুরবানী আল্লাহ যেন কবুল করেন সে ব্যবস্থার দিকে বেশী নজর দিন ৷

Please stop showing your cow
May Allah accept the sacrifices of all of us.

24/05/2024

এই তীব্র গরমে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকুন ৷

সাথে প্রচুর পরিমানে পানি,শরবত পান করুন ৷

বিশেষ করে বয়স্ক,গর্ভবতী মহিলা ও শিশুদের হাইড্রেশনের দিকে খেয়াল রাখুন ৷

এনার্জি ড্রিংকস,কোল্ড ড্রিংকস খাবেন না কিন্তু,

এগুলো পানির বিকল্প না,
পানিশুন্য শরীরে এগুলো বিষমাত্র ৷

25/04/2024
05/02/2024

নিজের শরীরের যত্ন নিন।
একমাত্র সুস্থ শরীর হলো নিজের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট।
অন্য কোন কিছুই আপনাকে কমফোর্ট দিতে পারবে না।

Address

Town Hall Road
Habiganj

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+8801674102080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ashiqul Muhit Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ashiqul Muhit Khan:

Share

Category