Plasma Blood Society Habigonj

Plasma Blood Society Habigonj Through our mobile and website, we provide blood donations across Bangladesh with few tabs on fingertips.

Plasma Blood Society Habigonj is a Non-Government, Non-Political Volunteer Society and our Motto is to Seek the pleasure of Almighty Allah by Saving Human lives via facilitating blood transfusion. We try our level best to meet 100% blood requirements voluntarily throughout Bangladesh. We have a database of volunteers across the country willing to donate blood who can be reached through this app an

d our website. For this purpose, we also conduct different seminars and motivational sessions in colleges, universities, and local communities. We also create awareness among the youth of the country. We aim at ensuring access to a safe and sufficient supply of blood and creating acceptability & accessibility in local communities for a voluntary donation of blood.

অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার❤️
23/04/2022

অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার❤️

খুব ইমার্জেন্সি প্রয়োজনে একজন পুলশি সদস্যের বোনকে রোজা অবস্থায়ই ব্লাড দেয় প্রিয় আবির❤️।ডোনারের প্রতি উনাদের আন্তরিকতা ছি...
22/04/2022

খুব ইমার্জেন্সি প্রয়োজনে একজন পুলশি সদস্যের বোনকে রোজা অবস্থায়ই ব্লাড দেয় প্রিয় আবির❤️।

ডোনারের প্রতি উনাদের আন্তরিকতা ছিলো মনে রাখার মতো।আমাদের হসপিটালে রেখে বললেন আপনারা একটু থাকেন আমি আসতেছি। ১৫/২০ মিনিট পরেই দেখা যায় এক রিক্সায় অনেক গুলো ফল নিয়ে উনি হাজির।একই রিক্সায়ই ডোনারকে একবারে বাসা পর্যন্ত পৌঁছে দেন।আমাদের ও সবার ডোনারদের প্রতি এইরকম আন্তরিকতা হওয়া উচিৎ।তাহলেই ডোনররা ব্লাড দিতে আরো উৎসাহ পাবে। খুব কম সংখ্যক মানুষই ডোনারের প্রতি পূর্ণ আন্তরিকতা দেখান।

সারাদিন রোজা রেখে ডিউটি করে সব ক্লান্তিকে দূরে ঠেলে এক অসুস্থ ব্যক্তিকে ব্লাড দিয়ে মানবতার হাত বাড়ান হবিগঞ্জ কারারক্ষী প...
17/04/2022

সারাদিন রোজা রেখে ডিউটি করে সব ক্লান্তিকে দূরে ঠেলে এক অসুস্থ ব্যক্তিকে ব্লাড দিয়ে মানবতার হাত বাড়ান হবিগঞ্জ কারারক্ষী পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম রুবেল ।
অনেক ভালবাসা রইলো প্রিয় ভাই❤️

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ১☞ ডোনারের যাতায়াত খরচ২☞ যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার ...
15/04/2022

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১☞ ডোনারের যাতায়াত খরচ
২☞ যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩☞ ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।
আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

গতকালই খুব কঠিন পরিস্থিতিতে ব্লাড ম্যানেজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো হবিগঞ্জ  সদর থানার পুলিশ সদস্য প্রিয় Ahmed Mamun। আজ...
15/04/2022

গতকালই খুব কঠিন পরিস্থিতিতে ব্লাড ম্যানেজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো হবিগঞ্জ সদর থানার পুলিশ সদস্য প্রিয় Ahmed Mamun।
আজ ও খুব ইমার্জেন্সি প্রয়োজনে কল দিলে, নিজেই মহুর্তে হসপিটালে এসে প্রথম বার ব্লাড দিয়ে যায় প্রিয় ভাইটি❤️।

ধন্যবাদ ভাই জান। আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক। ছবি প্রকাশে অনিচ্ছুক।
13/04/2022

ধন্যবাদ ভাই জান।
আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক।
ছবি প্রকাশে অনিচ্ছুক।

ধন্যবাদ ভাই জান। আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক।
13/04/2022

ধন্যবাদ ভাই জান।
আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক।

১৬ তম বারের মতো একজন অসহায় মানুষের পাশে দাড়ালেন  প্লাজমা ব্লাড সোসাইটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম ভাই
06/04/2022

১৬ তম বারের মতো একজন অসহায় মানুষের পাশে দাড়ালেন প্লাজমা ব্লাড সোসাইটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম ভাই

ধন্যবাদ ভাই জান। ছবি প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক।
06/04/2022

ধন্যবাদ ভাই জান।
ছবি প্রকাশে অনিচ্ছুক।
আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক।

ধন্যবাদ বন্ধু। আল্লাহ তোমার রক্ত দানকে কবুল করুক।
06/04/2022

ধন্যবাদ বন্ধু।
আল্লাহ তোমার রক্ত দানকে কবুল করুক।

ধন্যবাদ ভাই জান।আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক।
06/04/2022

ধন্যবাদ ভাই জান।
আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক।

ধন্যবাদ মামা।আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক।
06/04/2022

ধন্যবাদ মামা।
আল্লাহ আপনার রক্ত দানকে কবুল করুক।

ধন্যবাদ ছোট ভাই আমার। আল্লাহ তোমার রক্ত দানকে কবুল করুক।
06/04/2022

ধন্যবাদ ছোট ভাই আমার।
আল্লাহ তোমার রক্ত দানকে কবুল করুক।

Address

Sayestanagar R/A
Habiganj
3300

Telephone

+8801712361017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Plasma Blood Society Habigonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share