05/12/2025
থাইরয়েড ক্যান্সার, শুরু হয় ব্যথা হীন ফোলা থেকে
থাইরয়েড ক্যান্সার তখনই শুরু হয় যখন থাইরয়েড গ্রন্থির কিছু কোষের জিনগত পরিবর্তন ঘটে এবং তারা স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা হারিয়ে ফেলে। এই কোষগুলো সাধারণত ফোলিকুলার স্তরের অংশ, যা হরমোন উৎপাদনের মাধ্যমে দেহের বিপাক নিয়ন্ত্রণ করে। প্রথম পরিবর্তনটি সাধারণত তখনই ঘটে যখন নির্দিষ্ট জিন পরিবর্তিত হয়, যা কোষের বৃদ্ধি-সংক্রান্ত সংকেতে সাড়া দেওয়ার ধরন বদলে দেয়। এই পরিবর্তিত জিনগুলো কোষকে স্বাভাবিকের তুলনায় বেশি বার বিভাজিত হতে বাধ্য করে। কোষ বিভাজনের ফলে এর “ত্রুটিপূর্ণ নির্দেশনা” নতুন কোষেও ছড়িয়ে পড়ে এবং গ্রন্থির ভিতরে অস্বাভাবিক কোষের একটি ছোট দল তৈরি হয়।