01/10/2025
                                            ✅ গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া টের না পেলে করণীয় ✅
🤰 গর্ভকালীন সময়ে বাচ্চার নড়াচড়া মায়ের জন্য এক বিশেষ অনুভূতি, একইসাথে এটি বাচ্চার সুস্থতারও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
👉 যদি হঠাৎ করে বাচ্চার নড়াচড়া কমে যায় বা একেবারেই টের না পান, তাহলে করণীয়ঃ
🔹 বাঁ পাশে শুয়ে শান্তভাবে খেয়াল করুন।
🔹 এক গ্লাস ঠান্ডা পানি বা হালকা মিষ্টি জাতীয় খাবার খেয়ে অপেক্ষা করুন।
🔹 ২ ঘণ্টার মধ্যে অন্তত ১০ বার নড়াচড়া অনুভূত হওয়ার কথা।
🔹 যদি তবুও নড়াচড়া না পান – অবিলম্বে নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
⚠️ সতর্কতা: বাচ্চার নড়াচড়া হঠাৎ বন্ধ হয়ে যাওয়া একটি জরুরি চিকিৎসাজনিত অবস্থা হতে পারে। দেরি করবেন না।
🌿 সুস্থ মা, সুস্থ শিশু ❤️