DR.AL AMIN KAFI

DR.AL AMIN KAFI General Physician and Consultant Sonologist

01/05/2025
কাশি হলে monteukast, বুক ধড়পড় করলে propanolol, শরীর দুর্বল হলে স্যালাইন- এই বিদ্যা নিয়ে চিকিৎসক হওয়া যায় না.....এই রোগীর...
06/04/2025

কাশি হলে monteukast, বুক ধড়পড় করলে propanolol, শরীর দুর্বল হলে স্যালাইন- এই বিদ্যা নিয়ে চিকিৎসক হওয়া যায় না.....

এই রোগীর সমস্যা ছিল শুকনো কাশি। এর জন্য চিকিৎসা নিয়েছেন বাড়ির পাশে। রোগীর কাশির সাথে আরো সমস্যা ছিল বুক ধড়পড় করা এবং শারীরিক দুর্বলতা। রোগীর কোন জ্বর, খাবার অরুচি ছিল না।

এই রোগীর চিকিৎসায়
১) এন্টিবায়োটিক দিয়েছেন- যেটা এই রোগীর দরকার ছিল না। উন্নত দেশ গুলোতে এই ধরনের এন্টিবায়োটিক পাওয়া খুব মুশকিল, রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক কখনোই পাওয়া যায় না। আমাদের দেশেও এমন মানুষ দেখানো একটা আইন আছে, প্রয়োগ নেই।

২) এই রোগীকে monteleukast নামের একটি ঔষধ দেয়া হয়েছে, যেটা asthma রোগীদের ক্ষেত্রে এজমা এট্যাক প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র কাশির ঔষধ নয়।

৩) এই রোগীর বুক ধড়পড় করার জন্য propanol নামের একটি ঔষধ দেয়া হয়েছে। এই ঔষধটা যার এজমা আছে তাকে কোনভাবেই দেয়া যাবে না। দুর্ভাগ্য হলো যে এই রোগীকে এজমার ঔষধ দেয়া হয়েছে এজমা কমানোর জন্য আবার এই ঔষধ দেয়া হয়েছে যা এজমা অনেক বাড়িয়ে দিবে।

৪) এই রোগীকে গ্যাসের ঔষধ দুইবেলা দেয়া হয়েছে, যা একেবারে অপ্রয়োজনীয়।

৫) Prednisolone একটি স্টেরয়েড, এটি একটি জীবন রক্ষাকারী ঔষধ। কিন্তু এই ঔষধের সাইড ইফেক্ট অনেক। তাই এই ঔষধ একদমই সীমিত আকারে ব্যবহার করা হয়। হতাশাজনক হলো এই রোগীকেও এই স্টোরয়েড দেয়া হয়েছে।

৬) শেষে এই রোগীকে একটি ভিটামিন দেয়া হয়েছে। যেটা এই রোগীর কোন প্রয়োজন নেই।

ফাইনালি রোগীকে শারীরিক দুর্বলতা কমানোর জন্য একটা স্যালাইনও দেয়া হয়েছে।

আমি শুধু একটি ঘটনা লিখলাম। সারাদেশ এভাবেই চলছে। এগুলোর জন্য সাফার করছে এদেশের মানুষ, কিন্তু তারা এসব অপচিকিৎসার বিষয় বুঝতে পারছে না।

এসব অপচিকিৎসা মুক্ত করার জন্য সারাদেশে জিপি-রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করা জরুরী, যাতে করে যে কেউ অসুস্থ হলে বাড়ির পাশেই সব ধরনের চিকিৎসা একজন জিপির (এমবিবিএস) কাছে নিতে পারে।

Address

Baniachang
Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR.AL AMIN KAFI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram