অনলাইন মেডিসিন হাজীগঞ্জ online medicine haziganj

  • Home
  • Bangladesh
  • Hajiganj
  • অনলাইন মেডিসিন হাজীগঞ্জ online medicine haziganj

অনলাইন মেডিসিন হাজীগঞ্জ online medicine haziganj আপনার ঔষধ বিশ্বস্ততার সাথে পৌঁছে দেয়?

মন আর মগজ 😶
21/09/2022

মন আর মগজ 😶

16/06/2022

জরুরী ঘোষণাঃ
টাঙ্গুয়ার হাওরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ট্যুরিস্ট বোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

জনসচেতনতায়ঃ সাইবার ৭১

যদিও সরাসরি করোনার সাথে সম্পৃক্ত না তবে এই নির্দেশনা সবার জানা দরকার।কারন অনেক সময়ই মানুষ প্রতারিত হয়। শুধু এম বি বি এস ...
09/01/2022

যদিও সরাসরি করোনার সাথে সম্পৃক্ত না তবে এই নির্দেশনা সবার জানা দরকার।কারন অনেক সময়ই মানুষ প্রতারিত হয়। শুধু এম বি বি এস এবং বি ডি এস হলেই নামের আগে ডাক্তার/ডাঃ লিখতে পারবেন। আর কেউনা।

28/11/2021

new covid variant is knocking at our door. wear Mask, use sanitizer & keep distance. stay safe

1st of all. keep faith on Almighty allah swt.

26/06/2021

এই শাটডাউনে আপনার প্রিয়জনের শারীরিক অসুস্থতাজনিত কারনে ঔষধ নিয়ে উদ্বীগ্ন হওয়ার কিছু নেই।
আমরা আছি আপনার পাশে।
যেকোনো দিন, যেকোন সময়।

বিস্তারিত জানতে কল করুক পেজের নাম্বারে।
হোয়াটসঅ্যাপ এভেইলেবল।

গ্রুপের অনেক সদস্যই Hyperhidrosis সমন্ধে জানতে চাচ্ছিলেন তাদের জন্য-আমাদের অনেকেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে হাত-পা ঘেম...
15/02/2021

গ্রুপের অনেক সদস্যই Hyperhidrosis সমন্ধে জানতে চাচ্ছিলেন তাদের জন্য-

আমাদের অনেকেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে হাত-পা ঘেমে যাওয়ার সমস্যা রয়েছে। হয়তো এমনও হয়েছে, আপনাকে ভাইভা বোর্ডে কিছু লিখতে বলা হয়েছে কিন্তু হাত এতোটাই ঘেমে আছে কলমই ধরতে পারছেন না! ব্যাপারটা অনেক বেশি বিরক্তিকর ও পীড়াদায়ক। সাইন্স বী
চলুন জেনে নিই বিস্তারিত-
Hyperhidrosis শুধু হাতের তালু ঘেমে যাওয়া নয়, শরীরের বিভিন্ন অংশও ( যেমন-মুখ, পা, আন্ডারআর্মস,ঘাড় ইত্যাদি) এর ফলে অস্বাভাবিক ভাবে ঘামতে থাকে। অস্বাভাবিক এই কারণে কোনো পরিশ্রম বা তাপের সংস্পর্শে না আসার ফলেও এটা হয়। এমনকি প্রচন্ড শীতেও হয় এ সমস্যা। এর পেছনে প্রধান কারণ মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা। এই সমস্যাকে Polyhidrosis, sudorrhea ও বলা হয়। সাইন্স বী
কেনো হয় এই সমস্যা?
বিজ্ঞানীরা মানসিক চাপ কেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তবে, শরীরের বিভিন্ন ভারসাম্যহীনতা, গ্লুকোজের অভাব, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, মেনোপজ এর পর, বিভিন্ন জেনেটিক কারণে এই সমস্যা হতে পারে।
সাধারণত শরীরের বিভিন্ন অংশের ভিত্তিতে হাইপারহাইড্রোসিস দুই ভাগে বিভক্ত।
১. প্রাইমারি/ফোকাল ( মুখমন্ডলের বিভিন্ন জায়গা, আন্ডারআর্মস, স্কাল্প ইত্যাদি অংশে হয়)
২.সেকেন্ডারি/Generalized(হাত, পা ও অন্যান্য অংশে যখন হয়)
★প্রাইমারি হাইপারহাইড্রোসিস হওয়ার প্রধান কারণ এখনও অজানা। তবে মানসিক ভাবে শঙ্কিত থাকাই একটি কারণ। এসব রোগীদের ওপর সার্ভে করে দেখা গেছে যখন তারা নার্ভাস থাকে তখনই ঘেমে যায় আর যখন এই ঘাম হওয়ার ব্যাপারটি বুঝতে পারে তখন আরো বেশী নার্ভাস হয়ে যায়। ড্রিংক করা, নিকোটিন, ক্যাফেইন গ্রহণ করা অথবা এসবের গন্ধ নাকে আসলেও এই সমস্যা হতে পারে।
★সেকেন্ডারি হাইপারহাইড্রোসিসের পেছনে পূর্বের সংশ্লিষ্ট কারণগুলো ছাড়াও আরো বিশেষ কিছু কারণ রয়েছে। ক্যানসার, endocrine সিস্টেমে ব্যাঘাত, ইনফেকশন এর ফলে হতে পারে।
এ সমস্যা থেকে পরিত্রাণের উপায়:
যেহেতু এটা চিকিৎসাবিজ্ঞানের একটি অংশ, তাই খুব বেশি সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত। সাইন্স বী
তবে কিছু উপায় প্রাথমিকভাবে অবলম্বন করতে পারেন। সেগুলো হলো:
১. যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক চাপের ফলে সমস্যা টা হয়, তাই ঐ সময়টাতে জোরে জোরে নিঃশ্বাস নিতে পারেন। যেটা কিছুটা মানসিক চাপ কমাতে পারে।
২. শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় যেহেতু ঘাম হয় তাই বেশি বেশি পানি পান করতে পারেন, যেটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে সহায়ক।
৩. অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত লোশন ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে।
৪. এছাড়া হাত-পা ঘেমে গেলে তাৎক্ষণিক আপনার ত্বকের জন্য মানানসই পাউডার ব্যবহার করতে পারেন।

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যম।

13/02/2021
10/02/2021

ভাষার মাসে ২০০ টাকার ঔষধ কিনলে ৮% ডিসকাউন্ট, সাথে থাকছে ডেলিভারি চার্জ ফ্রি।
এটা কোনো অফার নয়, এটা ভাষার মাসের ভালোবাসা। তাই আর দেরি না করে এক্ষুনি জরুরি ঔষধ ঘরে বসেই বুঝে নিন।

প্রথম অর্ডার কনফার্ম।
09/02/2021

প্রথম অর্ডার কনফার্ম।

02/02/2021

আপনার ব্যস্ততা আমরা বুঝি। সেজন্যই আপনার প্রিয়জনের প্রয়োজনীয় ঔষধ যাবে আপনার ঘরে।
ঔষধ আপনার, পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের।
হাজীগঞ্জ শহরে এই প্রথম ঔষধ সেবা নিয়ে আমাদের পথচলা।

ঔষধের MRP থেকে ৮ থেকে ১০% পর্যন্ত কম মুল্যে পাবেন আমাদের কাছে।
ক্যাশ অন ডেলিভারি। ** শর্ত প্রযোজ্য
২০০ টাকার ঔষধ নিলে বাজার এবং বাজারের আশেপাশে ডেলিভারি চার্জ ফ্রি।
পৌরসভার বাহিরে (শহরতলি অঞ্চল) সার্ভিস চার্জ মাত্র ১০ টাকা। ** শর্ত প্রযোজ্য
সেবা চালু থাকবে ২৪ ঘন্টা। ২৪/৭ (**শর্ত প্রযোজ্য)

Address

Station Road, Haziganj
Hajiganj
3610

Telephone

+8801737261134

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনলাইন মেডিসিন হাজীগঞ্জ online medicine haziganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram