
30/04/2024
"হয় ওষুধ কেনার টাকা দিন না হয় বিষ কিনে দিন। এই ব্যাথা আর সইতে পারছি না"। কথা গুলো বলছিল রাজশাহী জেলার, বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের আবু বক্কর।
উপার্জনক্ষম হাত যখন ব্যান্ডেজে বাধা থাকে তখন চিকিৎসা আর পেটের ভাত দুইটাই অনিশ্চিত।
মাত্র ৯০ টাকা বাঁকি থাকার জেরে পাওনাদারের ছেলের হামলায় মৃত্যুর দারপ্রান্ত থেকে ফিরে এসে টাকার অভাবে বর্তমানে অর্ধ চিকিৎসায় প্রচন্ড ব্যাথা নিয়ে দিনাতিপাত করছে সে। সারা শরিরে ৫টি গভীর ক্ষত আর প্রচন্ড ব্যাথা নিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতাও নাই। ভেঙ্গে পরা বাড়ি, খালি হাড়ি আর শুন্য পকেটে অনিশ্চয়তার মেঘ নিয়ে কোন রকম প্রাণ নিয়ে বেঁচে আছে বেচারাটা।
আপনাদের সামান্য ছোট ছোট সাহায্যই পারে অভাবি, প্রচন্ড রকম আহত এই মানুষটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
যেকোনো সাহায্যে এগিয়ে আসতে অথবা রোগীর সাথে যোগাযোগ করতে দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন।
বিকাশ/নগদ: 01315371396