Atrai Arogya Asor

Atrai Arogya Asor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Atrai Arogya Asor, Health & Wellness Website, Hat Naogaon.
(1)

Atrai Arogya Asor | আত্রাই আরোগ্য আসর
আত্রাই নদীঘেঁষা মান্দা (Manda, Naogaon) অঞ্চলের প্রবীণদের জন্য একটি স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবামূলক সংগঠন। মাসিক হেলথ ক্যাম্প, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দিয়ে পাশে থাকার প্রয়াস।

22/07/2025

🖤 গভীর শোক ও সমবেদনা 🖤

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা-তে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে আত্রাই আরোগ্য আসর পরিবার।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি-
যাতে নিহতরা শহীদের মর্যাদা লাভ করেন এবং তাঁদের পরিবার যেন এই শোক সহ্য করার শক্তি পান।

একইসাথে, আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
এই হৃদয়বিদারক ঘটনার গভীরতা ভাষায় প্রকাশযোগ্য নয়।
আমরা সকলের পাশে আছি - প্রার্থনায়, মানবতায়, ভালোবাসায়।

আত্রাই আরোগ্য আসর পরিবার
#শোকবার্তা #উত্তরাবিমানদুর্ঘটনা #মানবতারপাশে #আল্লাহরদয়া

অনুপস্থিত ছিলাম, ভুলিনি একটুও...কিছুদিন পেইজে আমরা নীরব ছিলাম—তবে থেমে থাকিনি।আত্রাই আরোগ্য আসর তার মানবিক যাত্রায় প্রতি...
08/07/2025

অনুপস্থিত ছিলাম, ভুলিনি একটুও...
কিছুদিন পেইজে আমরা নীরব ছিলাম—তবে থেমে থাকিনি।
আত্রাই আরোগ্য আসর তার মানবিক যাত্রায় প্রতিদিন কিছু না কিছু শিখছে, ভাবছে, এবং আগামীর পরিকল্পনা সাজাচ্ছে।

আপনাদের ভালোবাসা আর আস্থা আমাদের শক্তি।
এই নীরবতা ছিল প্রস্তুতির, আরও সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যাওয়ার।
খুব শিগগিরই আমরা আবারও মাঠে থাকবো—নতুন উদ্যোগ, নতুন ক্যাম্প, নতুন ভাবনায়।

আমাদের পাশে থাকুন।
ভালোবাসার এই যাত্রা আপনাদের নিয়েই তো...


আত্রাই আরোগ্য আসর পরিবার
#স্বেচ্ছাসেবীসংগঠন #মানবতারসেবা #স্বাস্থ্যসচেতনতা #আত্রাইনদী #মান্দা #ভালোবাসারপথচলা

🌿 আত্রাই আরোগ্য আসর — মানুষের জন্য, মানবতার জন্য 🌿স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়—এটা মানুষের ন্যায্য অধিকার।আমরা চাই, গ্...
24/06/2025

🌿 আত্রাই আরোগ্য আসর — মানুষের জন্য, মানবতার জন্য 🌿

স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়—এটা মানুষের ন্যায্য অধিকার।
আমরা চাই, গ্রামের প্রতিটি প্রবীণ, প্রতিটি দরিদ্র মানুষ সহজে জানুক, বুঝুক, পাবে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা।

এই পথচলা খুব বড় কিছু নয়—
একটা ছোট উদ্যোগ, ছোট ভালোবাসা, আর বড় স্বপ্ন।
আমরা আছি, থাকবো… আপনাদের পাশে।

আপনাদের দোয়া, সহযোগিতা আর সাহসই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
চলো, একসাথে বদলাই আমাদের সমাজ।


আত্রাই আরোগ্য আসর পরিবার
#মানবতারসেবা #গ্রামেরস্বাস্থ্যসচেতনতা #স্বেচ্ছাসেবীসংগঠন #মান্দা #আত্রাইনদী #স্বাস্থ্যসেবা #ভালোবাসারপথচলা

স্বপ্ন তখনই বাস্তব হয়, যখন কেউ সাহস করে শুরু করে।আমরা শুরু করেছি—কষ্টের ঘামে, মানুষের ভালোবাসায় আর দায়িত্ববোধে।প্রথম ক্য...
19/06/2025

স্বপ্ন তখনই বাস্তব হয়, যখন কেউ সাহস করে শুরু করে।
আমরা শুরু করেছি—কষ্টের ঘামে, মানুষের ভালোবাসায় আর দায়িত্ববোধে।
প্রথম ক্যাম্পের সফলতা আমাদের আরও বড় পরিসরে ভাবতে শিখিয়েছে।

চলুন, আমরা সবাই মিলে গড়ি এমন একটি সমাজ—
যেখানে কেউ অসুস্থ হয়ে চুপচাপ পড়ে থাকে না,
বরং কেউ একজন এগিয়ে এসে তার হাত ধরে।

08/06/2025

🎥 আজকের স্বাস্থ্য ক্যাম্পের কিছু বিশেষ মুহূর্ত...
আপনাদের সবার সহযোগিতায় আর ভালোবাসায় আমাদের আজকের আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

আত্রাই নদীর পাড়ঘেঁষা এই গ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠা আমাদের স্বপ্ন—আত্রাই আরোগ্য আসর, আজ একধাপ এগিয়ে যেতে পেরেছে আপনাদের সঙ্গে নিয়েই।

যাঁরা সময়, শ্রম, উপকরণ, পরামর্শ কিংবা উপস্থিতি দিয়ে আমাদের পাশে ছিলেন—আপনাদের প্রতি রইল হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।

এই পথচলা একার নয়—এটা আমাদের সবার।
চলুন, আমরা একসাথে গড়ি আরও সচেতন, আরও সুস্থ একটি সমাজ।

📍ভিডিওতে ধরা পড়েছে কিছু ভালোবাসার মুহূর্ত—দেখুন, শেয়ার করুন, অনুপ্রাণিত হোন।

ধন্যবাদান্তে,
আত্রাই আরোগ্য আসর পরিবার
#স্বেচ্ছাসেবীসংগঠন #গ্রামেরস্বাস্থ্যসেবা #মান্দা #আত্রাইনদী #স্বাস্থ্যক্যাম্প #ভালোবাসারপথচলা

07/06/2025

🌙✨ ঈদ মোবারক! ✨🌙

আল্লাহর রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে কড়া নাড়ছে।

আত্রাই নদীর পাশে এই মাটি ও মানুষের জন্য গড়া আমাদের ছোট্ট প্রয়াস "আত্রাই আরোগ্য আসর" আজীবন স্বপ্ন দেখে—মানুষের পাশে থাকার, ভালোবাসায় সাড়া দেওয়ার, অসুস্থ একজন প্রবীণের মুখে হাসি ফোটানোর।

এই ঈদে আসুন—
ভালোবাসা ভাগ করি,
স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিই,
আর গ্রামের মানুষের জন্য একটুখানি মানবিক উদ্যোগ হয়ে উঠি।

আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক! 🌸

— আপনার পাশে,
আত্রাই আরোগ্য আসর পরিবার
#ঈদমোবারক #মানবিকসংগঠন #গ্রামেরস্বাস্থ্যসেবা #স্বেচ্ছাসেবামূলকপ্রচেষ্টা

03/06/2025
🟢 আত্রাই আরোগ্য আসর এখন WhatsApp-এ!আপনার মোবাইলেই পেয়ে যান—✅ মাসিক স্বাস্থ্য ক্যাম্পের নোটিশ✅ ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ...
02/06/2025

🟢 আত্রাই আরোগ্য আসর এখন WhatsApp-এ!

আপনার মোবাইলেই পেয়ে যান—
✅ মাসিক স্বাস্থ্য ক্যাম্পের নোটিশ
✅ ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষার সময়সূচি
✅ প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য পরামর্শ
✅ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও সচেতনতামূলক বার্তা

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে এখনই ক্লিক করুন👇
🔗 https://whatsapp.com/channel/0029Vb68F3AKwqSMrhS3py2C

গ্রামের মানুষের জন্য, মানুষের পাশে —
আত্রাই আরোগ্য আসর | Atrai Arogya Asor
স্বেচ্ছাশ্রমে পরিচালিত একটি মানবিক উদ্যোগ
#আত্রাই_আরোগ্য_আসর #স্বাস্থ্যসচেতনতা

31/05/2025
ভালোবাসার নাম ‘আত্রাই আরোগ্য আসর’আত্রাই নদীর মতোই আমাদের এই সংগঠন প্রবাহিত হচ্ছে সহানুভূতির ধারায়।আমরা গড়তে চাই এমন এক ভ...
29/05/2025

ভালোবাসার নাম ‘আত্রাই আরোগ্য আসর’
আত্রাই নদীর মতোই আমাদের এই সংগঠন প্রবাহিত হচ্ছে সহানুভূতির ধারায়।
আমরা গড়তে চাই এমন এক ভবিষ্যৎ, যেখানে স্বাস্থ্যসেবা পাবে প্রতিটি মানুষ, বিনা দ্বিধায়।
আপনার পাশে থাকাটাই আমাদের শক্তি।

সচেতন গ্রাম, সুস্থ সমাজডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা সাধারণ অসুস্থতা—সবকিছুর প্রতিকারে প্রয়োজন সময়মতো সেবা।আমরা চাই প্রত...
28/05/2025

সচেতন গ্রাম, সুস্থ সমাজ
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা সাধারণ অসুস্থতা—সবকিছুর প্রতিকারে প্রয়োজন সময়মতো সেবা।
আমরা চাই প্রতিটি মানুষ হোক নিজেকে নিয়ে যত্নবান।
এই লক্ষ্যেই আমাদের মাসিক স্বাস্থ্য ক্যাম্প।

স্বেচ্ছাশ্রমের শক্তিই আমাদের মূলধনএই সংগঠন চালিত হয় ভালোবাসা, শ্রম ও মানুষের মঙ্গলের আকাঙ্ক্ষা দিয়ে।যারা পাশে আছেন, তারা...
27/05/2025

স্বেচ্ছাশ্রমের শক্তিই আমাদের মূলধন
এই সংগঠন চালিত হয় ভালোবাসা, শ্রম ও মানুষের মঙ্গলের আকাঙ্ক্ষা দিয়ে।
যারা পাশে আছেন, তারা শুধু সহযোদ্ধা নন—তারা আমাদের প্রেরণা।
Atrai Arogya Asor আপনাদের নিয়েই এগিয়ে চলতে চায়।

Address

Hat Naogaon
6511

Alerts

Be the first to know and let us send you an email when Atrai Arogya Asor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram