
24/06/2025
🌿 আত্রাই আরোগ্য আসর — মানুষের জন্য, মানবতার জন্য 🌿
স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়—এটা মানুষের ন্যায্য অধিকার।
আমরা চাই, গ্রামের প্রতিটি প্রবীণ, প্রতিটি দরিদ্র মানুষ সহজে জানুক, বুঝুক, পাবে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা।
এই পথচলা খুব বড় কিছু নয়—
একটা ছোট উদ্যোগ, ছোট ভালোবাসা, আর বড় স্বপ্ন।
আমরা আছি, থাকবো… আপনাদের পাশে।
আপনাদের দোয়া, সহযোগিতা আর সাহসই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
চলো, একসাথে বদলাই আমাদের সমাজ।
—
আত্রাই আরোগ্য আসর পরিবার
#মানবতারসেবা #গ্রামেরস্বাস্থ্যসচেতনতা #স্বেচ্ছাসেবীসংগঠন #মান্দা #আত্রাইনদী #স্বাস্থ্যসেবা #ভালোবাসারপথচলা