Hathazari Hijama Point

Hathazari Hijama Point হিজামা একটি সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থ

আজকে এক ভাই এসেছিলেন কোমর ব্যাথার জন্য হিজামা করাতে।Hathazari Hijama Point.Contact: 01863992606,01728538064
09/07/2022

আজকে এক ভাই এসেছিলেন কোমর ব্যাথার জন্য হিজামা করাতে।
Hathazari Hijama Point.
Contact: 01863992606,
01728538064

16/06/2022

চলে এলো জিলক্বদ মাসে হিজামা করানোর সুন্নত তারিখ:

আগামী শনিবার, সোমবার এবং বুধবার।

15/06/2022

জিলকদ্ব মাসের হিজামার সুন্নাহ তারিখসমূহঃ-

১ম সুন্নাহ তারিখ= জুন মাসের ১৭ তারিখ - শুক্রবার সন্ধ্যা থেকে নিয়ে ১৮ তারিখ শনিবার সন্ধ্যা পর্যন্ত।

২য় সুন্নাহ তারিখ-
জুনের ১৯ তারিখ রবিবার সন্ধ্যা থেকে নিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত।

৩য় সুন্নাহ তারিখ-

জুনের ২১ তারিখ মঙ্গলবার সন্ধ্যা থেকে নিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত।
Contact: 01863992606

কাল এক প্রবাসী ভাই এসেছিলেন বিভিন্ন শারিরীক   সমস্যার জন্য হিজামা করাতে, আল্লাহ তাকে শেফা দান করুন।Hathazari Hijama Poin...
29/05/2022

কাল এক প্রবাসী ভাই এসেছিলেন বিভিন্ন শারিরীক সমস্যার জন্য হিজামা করাতে, আল্লাহ তাকে শেফা দান করুন।
Hathazari Hijama Point
Contact: 01863992606, 01728538064

পত্রিকার পাতায়ও শিরোনাম হওয়া শুরু করেছে হিজামা।মালয়েশিয়ান একটি পত্রিকার ছবি।Hathazari Hijama PointContact:0186399260...
08/04/2022

পত্রিকার পাতায়ও শিরোনাম হওয়া শুরু করেছে হিজামা।
মালয়েশিয়ান একটি পত্রিকার ছবি।
Hathazari Hijama Point
Contact:01863992606

20/03/2022

মাগরিবের পর থেকে শুরু হল এই মাসে হিজামা করানোর সুন্নত তারিখের প্রথম দিন।
Hathazari Hijama Point
Contact: 01863992606

এক ভাই এসেছেন ব্যাথার জন্য হিজামা নিতে।Hathazari Hijama Point.Contact; 01863992606
08/03/2022

এক ভাই এসেছেন ব্যাথার জন্য হিজামা নিতে।
Hathazari Hijama Point.
Contact; 01863992606

22/02/2022

মানুষ অসুস্থ হলে তার চিকিৎসা দরকার। আর হাদীস শরীফে বর্ণিত হয়েছে-
"হিজামা সর্বোত্তম চিকিৎসা।"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে হিজামা করিয়েছেন, সাহাবীদেরকে হিজামা করাতে বলেছেন। উম্মতকে হিজামার আদেশ করেছেন।
বিভিন্ন রোগের চিকিৎসায় রোগীদেরকে হিজামা করিয়ে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকেও প্রতিনিয়তই হিজামার বারাকাত উপলদ্ধি করছি আলহামদুলিল্লাহ!
ডাক্তারের দেয়া চেক আপ, টেস্ট, ওষুধ - এত কিছুর পরেও কিছু কিছু রোগ এতই কষ্ট দেয় যে মাঝে মাঝে মনে হয় - এসবের বাইরে কী এমন কিছু নেই যাতে আমরা আরেকটু ভাল থাকব! কষ্টগুলো আরেকটু কমবে!
এই রোগীগুলোই যখন হিজামা করিয়ে পরিপূর্ন সুস্থ হয়ে যান তখন সত্যিই এক অন্যরকম অনুভূতি কাজ করে!
অন্যান্য চিকিৎসা পদ্ধতির সাথে হিজামার বড় একটা পার্থক্য হল মানুষ সাধারণত অসুস্থ হলে তার চিকিৎসা নেয়, ওষুধ খায়। একই ওষুধ সুস্থ মানুষ খেলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
অপরদিকে হিজামা শুধু অসুস্থ রোগীদেরই চিকিৎসা নয়, সুস্থ মানুষও হিজামা করাতে পারেন। এতে তার অন্যান্য রোগ বালাইয়ের ঝুঁকিও অনেক কমবে ইন শা আল্লাহ!
Hathazari Hijama Point
Contact: 01863992606

29/01/2022

সাধারণত এই প্রশ্ন ওঠে, যে সকল রোগের ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা পদ্ধতি নিঃষ্ফল সেসব ক্ষেত্রে হিজামা কীভাবে কাজ করে? হিজামার উপকারিতা নিয়ে প্রচলিত প্রচুর থিওরি আছে। আমরা এই সকল থিওরি নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব।
হিজামা কীভাবে কাজ করে! এই ব্যাপারে আমরা একটি সম্যক ধারনা পেতে পারি।

আমাদের বিভিন্ন অর্গ্যান ও শরীরবৃত্তীয় সিস্টেমের মাধ্যমে আমাদের শরীর একটি ফিজিওলজিক্যাল হোমিওস্ট্যাসিস বা সাম্যাবস্থা বজায় রাখে। ফিজিওলজিক্যাল সাম্যাবস্থার বিপরীতে গিয়ে রোগের সৃষ্টি হয়। রোগ সৃষ্টির কারণ খুঁজতে গেলে দেখা যাবে, সকল রোগেরই শরীরের এই সাম্যাবস্থা বিঘ্নিত করার বিভিন্ন পন্থা রয়েছে। সকল চিকিৎসার মধ্যে হিজামার সৌন্দর্য এটাই যে, হিজামা একটি এক্সক্রিয়েটরি চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ এটি শরীর থেকে সাবসট্যান্স বের করে দেয়, ঢোকায় না।

বিপরীতে অন্য সকল চিকিৎসা ইন্ট্রোডাক্টরি অর্থাৎ শরীরে কোন কিছু ঢুকিয়ে দেয়। আমরা এখানে একটা সিম্পল থিওরি নিয়ে আলোচনা করব। যা হিজামার উপকারিতার কার্যকরন বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করবে।

মনে রাখতে হবে যে, হিজামা প্রত্যক্ষভাবে প্রচলিত চিকিৎসা বিজ্ঞানের শত্রু। প্রচলিত চিকিৎসা বলতে আমি সেই চিকিৎসাকে বোঝাচ্ছি যা আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ আপনার ব্যাথা হবে, আর ব্যাথার জন্য পেইন কিলার খাবেন, দীর্ঘ কয়েক বছর পেইনকিলার খাওয়ার ফলশ্রুতিতে আপনার কিডনির কার্যকারিতা নষ্ট হবে। আর এই কিডনি ফাংশান লস এর সাথে সাথে তৈরি হবে হাইপারটেনশান, কার্ডিয়াক প্রবলেম, এনিমিয়া।

ফলশ্রুতিতে শরীরে ঢুকবে আরও ঔষধ। শুধু ঢুকবে যে তা নয়, নিয়ম করেই ঢুকতে থাকবে। আপনার শরীর ধীরে ধীরে পরিণত হবে একটা টক্সিক গার্বেজে। আস্তে আস্তে হোমিওস্ট্যাসিস লস হবে। শরীরের প্রতিটি অর্গ্যান এর সাথে মানিয়ে নিতে চাইলেও পারবেনা। শেষে হবে সামগ্রিক সিস্টেম লস। আর এই সিস্টেম লসই হচ্ছে ফার্মাসিউটিক্যাল মার্কেটের জন্য ব্যবসার সূত্র।

ওয়েট কাপিং বা হিজামার যে এক্সক্রিয়েটরি ফাংশান বা শরীর থেকে পদার্থ বের করে দেয়ার ক্রিয়াকে কিডনির সাথে তুলনা করা যায়। হিজামা কিছুটা আর্টিফিশিয়াল কিডনির মত কাজ করে। এটা চামড়ার ক্যাপিলারি বা অতিসুক্ষ রক্তনালী থেকে সাইজ ডিপেনডেন্ট এক্সক্রিয়েশান করে। কিন্তু হিজামার ক্ষেত্রে পার্টিকেল এক্সক্রিয়েশানের যে প্রেশার তা রেনাল গ্লোমেরুলাই থেকে কিছুটা বেশি থাকে।
Hathazari Hijama Point
01863992606

Hathazari Hijama Point Contact: 01863992606
19/01/2022

Hathazari Hijama Point
Contact: 01863992606

হিজামায় 'সত্যিকার অর্থে' কোন রক্ত বের হয়না?- জ্বি!! ঠিক শুনেছেন!😊! মাথা ঠান্ডা রেখেই বলছিরে ভাই !!🙂আসুন পরিষ্কারভাবে একট...
18/01/2022

হিজামায় 'সত্যিকার অর্থে' কোন রক্ত বের হয়না?

- জ্বি!! ঠিক শুনেছেন!😊! মাথা ঠান্ডা রেখেই বলছিরে ভাই !!🙂

আসুন পরিষ্কারভাবে একটা ব্যাপার বুঝি।

রক্ত মানে কি?

রক্ত = পানি (প্লাজমা)+ রক্ত কণিকা

আমরা যখন রক্ত দেই তখন রক্ত নেয়া হয় শিরা(Vein)র ভেতরে সরাসরি সিরিঞ্জ ঢুকিয়ে। এতে রক্তের পানির(প্লাজমা) মত অংশ এবং সেই সাথে সরাসরি কোটি কোটি রক্ত কনিকা বের হয়।

শরীর থেকে যত লোহিত রক্তকনিকা ( RBC) বের হয় রক্তে হিমোগ্লোবিন তত কমে। সেটা যে কারনেই হোক না কেন! এই যেমন ধরেন অপারেশন,এক্সিডেন্ট এরকম কিছু !! তখন যে অবস্থা দাঁড়ায় তার নাম এনিমিয়া (Anaemia)! আর সেটা আমাদের দূর্বল করে।

এখন বলেন! হিজামার রক্তটা আসে কোত্থেকে?
-ঠিক বলেছেন!

হিজামার রক্ত কিন্তু শিরা (Vein) থেকে আসেনা। আসে আরো সূক্ষ্ম রক্তনালী থেকে যার নাম Dermal Capillary! যা জালির মত আমাদের সারা শরীরের চামড়ার দ্বিতীয় লেয়ারে ছড়ানো আছে!

এসব রক্তনালীগুলোর মধ্যে আবার হাজার হাজার ফুটা থাকে।চা ছাঁকার ছাঁকনি দেখেছেন তো নিশ্চয়ই? তাইনা?অনেক টা সেরকম।

আচ্ছা! ছাঁকনি দিয়ে কি চা পাতা গুলো পড়ে যায়? কেন পড়ে না?

জ্বি ঠিক ধরেছেন! কারণ চা পাতাগুলোর সাইজ ছাঁকনির ফুটাগুলো থেকে বড়!!

আমাদের স্কিন এর ক্যাপিলারির ছিদ্রগুলো ১২ ন্যানোমিটার সাইজের। তাহলে খেয়াল করুন, ১২ ন্যানোমিটার এর চেয়ে বড় যে কোন জিনিস এই ছিদ্র দিয়ে কি বের হবে? হবে না কিন্তু !!

লোহিত রক্ত কনিকা বা RBC, শ্বেত রক্ত কনিকা বা WBC, অনুচক্রিকা বা Platelets এর সাইজ জানেন? এখানেই তো মজার বিষয়। এগুলোর সাইজ ন্যানোমিটার রেঞ্জেই নেই। বরং, এর চেয়ে অনেক বড়!!! মাইক্রোমিটার ডায়ামিটার এ। এজন্য এগুলো এই Dermal Capillaryর ছিদ্র দিয়ে সাধারণ হিসেব মতে বের হতে পারে না!!

কিন্তু, তাহলে হিজামার রক্ত দেখতে তো আসল রক্তের মতই লাগে। সেটা কি করে ব্যখ্যা করবেন?

মজার বিষয় শেষ হয়নি এখনো!! বাকি আছে আরেকটু!

খেয়াল করেছেন তো আমরা হাতে একটা প্লাঞ্জার দিয়ে কাপের ভেতরে পাম্প করি।

আমাদের শরীরের ছাঁকন যন্ত্রের নাম কি? কিডনি!!
কিডনী রক্ত কিভাবে ছাঁকে? ছাঁকে এভাবে যে,কিডনীতে নিজস্ব একটা ফিল্ট্রেশন প্রেসার প্রাকৃতিকভাবে তৈরি অর্থাৎ আল্লহ সুবহানা ওয়া তায়ালা প্রদত্ত। যা ঠেলে সব রক্ত Glomerulous নামক এর জালির মত রক্তনালী (স্কিন এর জালিটার কাছাকাছি দেখতে) তে নিয়ে ফেলে!

হিজামাতে একই ফিল্ট্রেশন প্রেশার তৈরির কাজটাই কৃত্রিম ভাবে হাতে করা হচ্ছে!! রিসার্চ করে জানা গেছে এই পাম্প কিডনীর ফিল্ট্রেশন এর চেয়ে ১৬ থেকে ৪৩ গুণ বেশি শক্তিশালী ফিল্ট্রেশন প্রেশার তৈরি করতে সক্ষম!!

তাতে লাভ টা কি হয় ???

হাতেগোনা অল্প কিছু লোহিত রক্ত কণিকা এই প্রচন্ড টানের জন্যে ক্যাপিলারির ছিদ্র দিয়ে বের হতে চায়! আর তখনই ভেঙে যায়! এই লোহিত রক্ত কনিকাগুলো ভেঙে যাবার সাথে সাথে ভেতরের হিমোগ্লোবিন কাপ ব্লাড এর প্লাজমার সাথে মিশে।

আর জানেন ই তো! রক্ত লাল হয় কেন? হিমোগ্লোবিনের জন্য।

এজন্যেই আপনি কাপে জমা অধিকাংশ 'শুধু প্লাজমা' কে খাঁটি রক্তকণিকাসহ রক্ত ভেবে ভুল করেন অথবা মিথ্যা প্রচারণার স্বীকার হন।

রোগের জন্যে দায়ী Causative Pathologic Substance গুলো প্লাজমাতে থাকে , রক্ত কনিকার ভেতরে না!

হিজামা শেষে যেই সামান্য প্লাজমা বের হয় তাতে দূর্বলতার এজন্যেই কোন সুযোগ নেই!

কার্টেসিঃ ডা. সাইয়্যেদুল আশরাফ কুশল।

এটা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
প্রয়োজনেঃ Hathazari Hijama Point
01863992606

বর্তমানে পৃথিবীর অনেক উন্নত দেশেই হিজামা বেশ জনপ্রিয়। সৌদী আরব, মিশর,মালয়শিয়া কিংবা চীনে হিজামা যেমন চলছে; তেমনি আমেরিকা...
12/01/2022

বর্তমানে পৃথিবীর অনেক উন্নত দেশেই হিজামা বেশ জনপ্রিয়।

সৌদী আরব, মিশর,মালয়শিয়া কিংবা চীনে হিজামা যেমন চলছে; তেমনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইংল্যান্ড, নরওয়ে ডেনমার্কের মত দেশেও হিজামা দিব্যি চলছে সগৌরবেই। ডেনমার্ক এবং নরওয়েতে ইতোমধ্যেই প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থার সাথে কমপ্লিমেন্টরি মেডিসিনকেও গুরুত্বের সাথেই নিয়েছে।

এসবই হিজামার জন্য বেশ ভাল লক্ষণ।
Hathazari Hijama Point
Contact: 01863992606

★হিজামা কী?★স্বাভাবিকভাবে মানুষের শরীরের ভিতরে কিছু অপ্রয়োজনীয় দূষিত পদার্থ (তরল) তৈরী হয়।সেটা বাহির থেকে দেয়া খাবারের ম...
07/12/2021

★হিজামা কী?★

স্বাভাবিকভাবে মানুষের শরীরের ভিতরে কিছু অপ্রয়োজনীয় দূষিত পদার্থ (তরল) তৈরী হয়।সেটা বাহির থেকে দেয়া খাবারের মাধ্যমেও হতে পারে আবার ভিতরে বিভিন্ন অবস্থার কারণে তৈরী হয়ে থাকতে পারে। এই দূষিত রক্তকে নেগেটিভ প্রেশার এর মাধ্যমে টেনে বা চুষে বের করাকে হিজামা বলে।

এই দূষিত পদার্থ (তরল) গুলি মানব দেহের excretory সিস্টেমে প্রধানত কিডনির মাধ্যমে বের হয়ে থাকে। সাধারণত এই দূষিত পদার্থ সমূহ মল,মূত্র,ঘাম ও শ্বাস- প্রশ্বাস এর মাধ্যমে বের হয়ে যায়। excretory system বলতে বোঝায় নিয়মতান্ত্রিকভাবে শরীরের বর্জ্যকে বিভিন্ন ভাবে ড্রেইন করে দেয়া।

এরপরেও কিছু দূষিত রক্ত থেকে যায় বা থেকে যেতে পারে, যা বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়।

রক্ত সাধারণত থাকে রক্ত নালি/শিরা/ধমনী'র ভিতরে।সেই নালি কোথাও মোটা আবার কোথাও চিকন হয়ে থাকে। কোথাও আবার জালির মত পাতলা হয়ে থাকে, যা খালি চোখে দেখা যায় না।যার পরিধি ৫ থেকে ১০ মাইক্রোমিটার হয়।এটাকে capillary বলে।যা সাধারণত স্কিনের নিচে ছড়ানো থাকে।এই capillary তে দূষিত রক্ত সমূহ থাকে।

হিজামার মাধ্যমে স্কিন কে অগভীর ভাবে কাটা হয়,অত:পর এই capillary থেকে নেগেটিভ প্রেশার এর মাধ্যমে রক্তকে (যার মধ্যে দূষিত রক্ত আছে) টেনে বা চুষে বের করে নিয়ে আসে।
Hathazari Hijama Point.
Contact: 01863992606, 01728538064

আলহামদুলিল্লাহ এক ভাই এসেছিলেন হিজামা থেরাপি নিতে।আল্লাহ তাকে সুস্থতা দান করুন।Hathazari Hijama Point Contact: 018639926...
05/12/2021

আলহামদুলিল্লাহ এক ভাই এসেছিলেন হিজামা থেরাপি নিতে।
আল্লাহ তাকে সুস্থতা দান করুন।
Hathazari Hijama Point
Contact: 01863992606

১৯৯৮ সালে মেডিসিন/ফিজিওলজি তে নোবেল পেয়েছিলেন Dr. Robert F. Furchgott, Dr.Louis J. Ignarro and Dr.Ferid Murad।তাঁদের আবি...
01/12/2021

১৯৯৮ সালে মেডিসিন/ফিজিওলজি তে নোবেল পেয়েছিলেন Dr. Robert F. Furchgott, Dr.Louis J. Ignarro and Dr.Ferid Murad।

তাঁদের আবিষ্কার ছিল Nitric Oxide therapy।
মূল টাইটেল-"Nitric oxide as a signalling molecule in the cardiovascular system".

গত দুই দশকে নাইট্রিক অক্সাইড নিয়ে এত রিসার্চ (১ লক্ষেরও উপরে!) হয়েছে যে বিজ্ঞানীরা মেনে নিচ্ছেন - 'Its the miracle molecule of life!'

হার্ট এর সমস্যায়-Nitroglycerin,sodium nitroprusside থেকে যৌন সমস্যার Vi**ra- মূল টার্গেট Nitric oxide!

সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে মিলিয়ন ডলার এর নাইট্রিক অক্সাইড বুস্টিং সাপ্লিমেন্টস!
বিক্রি হচ্ছে মিলিয়ন ডলার এর 'Hope'!

মজার ব্যাপার - আজ থেকে ১৪০০ বছর আগে মে'রাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফেরেশতরা এক 'অদ্ভূত' চিকিৎসার খোঁজ দিয়েছিলেন; যা সব রোগে কাজ করে, সব বয়সে কাজ করে! রাসূল সা: যাকে বলেছেন-Best of all treatment!!!

একটু খেয়াল করলে এর সাথে Nitric Oxide Therapy এর হুবুহু মিল খু্ঁজে পাওয়া যায়! (নিশ্চয় আল্লাহ ভাল জানেন) হিজামা যেসব অসংখ্য মেকানিজম এ কাজ করে এটি তার একটি।

বিজ্ঞানীরা blood vessel এর endothelium থেকে skin এর দিকে নজর দিয়ে দেখলেন স্কিন এর নিজস্ব মেকানিজম আছে নাইট্রিক অক্সাইড উৎপাদনের!

Nitric oxide তৈরির গুরুত্বপূর্ণ এনজাইম Nitric Oxide Synthase(NOS) তিন ধরনের- (১)neuronal(nNOS)
(২) endothelilal (eNOS)এবং
(৩) inducible(iNOS)।

nNOS এবং eNOS constitutively ই present থাকে এবং এরা permananty active। এরা তৈরি করে physiological dose of Nitric oxide, যা আমাদের নিত্যদিনের বেঁচে থাকায় কাজে লাগে!

অন্যদিকে injury /U-V exposure এ as a process of healing and repair iNOS(inducinle NOS) physiological dose এর অনেক উপরে Nitric oxide release করে। একটা negative feedback পুরো ব্যাপারটাকে control করে (By competitive antagonism of enzyme Arginase) যাতে এই Nitric Oxide harmful amount এ তৈরি না হয়!

Circulation এ মাত্র কয়েক সেকেন্ড থাকা Nitric Oxide যে massive chemical signaling চালু করে তার প্রভাব থাকে বহুদিন!

হিজামায় শরীরে করা হয় শত শত সার্জিক্যাল finest scarification।এই wound থেকে healing এর সময় naturally nitric oxide তৈরি হতে থাকে! যা খুব জোরের সাথে ব্যাখ্যা করে কীভাবে হিজামা এত রোগে কাজ করে!

বি:দ্র: চাইনিজ কাপিং এর সাথে হিজামা / ইসলামিক কাপিং গুলিয়ে ফেলবেন না।দু'টোর মাঝে মেকানিজম এ রাত আর দিনের তফাৎ।
Hathazari Hijama Point
Contact: 01863992606

💓💓💓
23/11/2021

💓💓💓

আলহামদুলিল্লাহ  এক ভাই এসেছেন সুন্নাত তারিখে হিজামা নিতে।আল্লাহ তাকে শেফা দান করুন।Hathazari Hijama Point Contact:018639...
23/11/2021

আলহামদুলিল্লাহ এক ভাই এসেছেন সুন্নাত তারিখে হিজামা নিতে।
আল্লাহ তাকে শেফা দান করুন।
Hathazari Hijama Point
Contact:01863992606

আজ থেকে শুরু হল রবিউস সানি হিজামা করানোর সুন্নত তারিখের প্রথম দিন।এই মাসে হিজামা করানোর সুন্নাহ তারিখ:মঙ্গলবার, ২৩ নভেম্...
23/11/2021

আজ থেকে শুরু হল রবিউস সানি হিজামা করানোর সুন্নত তারিখের প্রথম দিন।

এই মাসে হিজামা করানোর সুন্নাহ তারিখ:

মঙ্গলবার, ২৩ নভেম্বর.......... (১৭ রবিউস সানি)
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর...... (১৯ রবিউস সানি)
শনিবার, ২৭ নভেম্বর............ (২১ রবিউস সানি)
Hathazari Hijama Point
Contact: 01863992606

আবারো চলে এলো হিজামা করানোর সুন্নত তারিখ।আগামী মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার।Hathazari Hijama point Contact: 01863992...
21/11/2021

আবারো চলে এলো হিজামা করানোর সুন্নত তারিখ।
আগামী মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার।

Hathazari Hijama point
Contact: 01863992606

💗পরিপূর্ণ সুস্থ মানুষ চাইলে বছরে চারবার হিজামা নিতে পারবে।👉👉👉 হিজামা নেয়ার ফলে -১) তার শরীরের ইমিউনিটি বা রোগপ্রতিরোধ ক্...
11/11/2021

💗পরিপূর্ণ সুস্থ মানুষ চাইলে বছরে চারবার হিজামা নিতে পারবে।

👉👉👉 হিজামা নেয়ার ফলে -

১) তার শরীরের ইমিউনিটি বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে
২) ব্লাড সার্কুলেশন বাড়বে
৩) টক্সিন দূর হবে
৪) এনার্জি লেভেল বেড়ে যাবে
৫) যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে ।
৬) এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে
৭) নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
৮) উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।

প্রয়োজনেঃ Hathazari Hijama Point.
Contact: 01863992606

06/11/2021

একজন ডাক্তার যদি আমাকে বলে যে, "আপনার এই সমস্যা হয়েছে, আপনার ইসিজি, আল্ট্রা, এনজিওগ্রাম, এম আর আই, সিটিস্ক্যান, হরমোন টেস্ট ইত্যাদি করাতে হবে" তখন আমি ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন করি। এরজন্য ঋণ করে হলেও হাজার হাজার টাকা ব্যয় করি। কারন, ডাক্তারের কথায় আমার বিশ্বাস আছে। উনি বাংলাদেশের অনেক বড় "ডাক্তার। উনার চিকিৎসা কি ভুল হতে পারে?"

অথচ আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, সকল রোগের সৃষ্টিকর্তা এবং রোগ থেকে শিফা দানকারী আমার আপনার অতি আপনজন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার প্রিয় হাবীব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেনঃ

★ মধুর মধ্যে শিফা নিহিত ।
★ কালোজিরায় শিফা নিহিত ।
★ হিজামায় শিফা নিহিত ।
★ সূরা ফাতিহায় শিফা নিহিত ।
★ ইস্তিগফারে শেফা নিহিত।
★ সাদাক্বায় শেফা নিহিত।

কিন্তু আমরা এর কোনোটাতেই বিশ্বাস করতে পারিনা। কিছুটা বিশ্বাস যদিও আছে তাও সন্দেহের সমুদ্রে টলমান। এই সন্দেহ সহজে দূর হওয়ার নয়, তবে দূর করতে হবে। হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসা নেয়ার আগে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা ইয়াক্বীনের সাথে গ্রহণ করে দেখতে পারি। আল্লাহ চাহেতো সুন্নাত এবং আরোগ্য দুটোই হাসিল হবে ইনশাআল্লাহ।

মনে রাখবেন হিজামা শুধুমাত্র চিকিৎসা'ই নয়, গুরুত্বপূর্ণ একটি সুন্নাতও বটে।

Hathazari Hijama Point.
Contact: 01863992606

আলহামদুলিল্লাহ  এক ভাই এসেছিলেন হিজামা থেরাপি নিতে। Hathazari Hijama PointContact: 01863992606
06/11/2021

আলহামদুলিল্লাহ এক ভাই এসেছিলেন হিজামা থেরাপি নিতে।
Hathazari Hijama Point
Contact: 01863992606

Hijama 💚💚💚
13/10/2021

Hijama 💚💚💚

ভাই এসেছেন হাতের ব্যাথায় হিজামা নিতে।Hathazari Hijama Point.Contact: 01863992606
12/10/2021

ভাই এসেছেন হাতের ব্যাথায় হিজামা নিতে।
Hathazari Hijama Point.
Contact: 01863992606

হিজামা একটি সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থা।Hathazari Hijama PointContact: 01863992606
11/10/2021

হিজামা একটি সুন্নাহ চিকিৎসা ব্যাবস্থা।
Hathazari Hijama Point
Contact: 01863992606

আজকে ভাই এসেছেন ব্রণের জন্য হিজামা নিতে। Hathazari Hijama PointContact: 01863992606
08/10/2021

আজকে ভাই এসেছেন ব্রণের জন্য হিজামা নিতে।
Hathazari Hijama Point
Contact: 01863992606

হিজামা এমন একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিকাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ)। রাসূল সা...
06/10/2021

হিজামা এমন একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিকাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ)। রাসূল সাল্লাল্লাহু আলায়হি সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।
#হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।
এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া।
আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।
#আবু_হুরাইরা_রাঃ_থেকে_বর্ণিত_রাসূলুল্লাহ (সা:)বলেছেন-
#জিবরীল_আমাকে_জানিয়েছেন_যে_মানুষ_চিকিৎসার_জন্য_যতসব_উপায়_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হল_সর্ব_উত্তম।
আল-হাকিম, হাদিস নম্বরঃ ৭৪৭০.
#জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।
” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
#হিজামা_বা_wet_Cupping Therapy দ্বারা যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১। দীর্ঘমেয়াদী মাথাব্যথা(মাইগ্রেনসহ)
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ(হাই প্রেসার)
৪। যেকোন ধরনের ব্যাথা
৫। ঘুমের ব্যাঘাত
৬। পায়ে ব্যথা
৭। বাতের ব্যথা
৮। জয়েন্ট পেইন
৯। আথর্রাইটিজ
১০। কালো যাদু
১১। ত্বকের বর্জ পরিস্কার
১২। লিভার ডিজিজ
১৩। দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
১৪। কিডনী রোগ
১৫। ক্রনিক কফ
১৬।গেটে বাত
১৭।ঘাড়ে ব্যথা
১৮।মাংস পেশীর ব্যথা(Muscle pain)
১৯।হাড়ের স্হানচু্তি জনিত ব্যথা
২০।সাইনুসাইটিস(nasal sinus)
২১।হাঁপানি (Asthma)
২২।হৃদরোগ(Cardiac Disease)
২৩।মানসিক প্রশান্তি
২৪।অবস(প্যরালাইসিস)
২৫।মহিলাদের মাসিক সমস্যা
২৬।বাচ্চা না হওয়া
২৭।মুঠিয়ে যাওয়া(Obesity)
২৮।থাইরয়েড
২৯।গ্যাস্ট্রিক পেইন,এসিডিটি
৩০।শারিরিক দুর্বলতা...
ইত্যাদি ভিবিন্ন রোগ...।।

Help Line :
Hathazari Hijama Point
Contact: 01863992606

যে ভু‌লের কার‌ণে নষ্ট হ‌তে পা‌রে আপনার কিডনি❗❗❗১.পর্যাপ্ত পানি পান না করা।২.দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থাকা।৩.বেশি লবণ খা...
06/10/2021

যে ভু‌লের কার‌ণে নষ্ট হ‌তে পা‌রে আপনার কিডনি❗❗❗

১.পর্যাপ্ত পানি পান না করা।

২.দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থাকা।

৩.বেশি লবণ খাওয়া।

৪.ক্যাফেইনে বেশি আসক্তি।

৫.ব্যথানাশকের প্রতি নির্ভরশীলতা।

৬.বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া।

৭.অ্যালকোহলে আসক্তি।

৮.ধূমপানে আসক্তি।

৯.সর্দি-কাশিকে পাত্তা না দেওয়া।

১০.রাত জেগে থাকা।

প্রবাসী এক ভাই এসেছেন হিজামা নিতে। আল্লাহ তাকে শারিরীক সুস্থতা দান করুন।Hathazari Hijama Point Contact:01863992606
05/10/2021

প্রবাসী এক ভাই এসেছেন হিজামা নিতে।
আল্লাহ তাকে শারিরীক সুস্থতা দান করুন।
Hathazari Hijama Point
Contact:01863992606

★হিজামা কি আমাদের শরীরে কিডনির মতো কাজ করে★এক কথায় হিজামা র সায়েন্টিফিক সংজ্ঞা হল - '𝐇𝒊𝒋𝒂𝒎𝒂 𝒊𝒔 𝒂 𝒔𝒌𝒊𝒏 𝒃𝒂𝒔𝒆𝒅 𝒆𝒙𝒄𝒓𝒆𝒕𝒐𝒓𝒚 𝒑𝒓...
04/10/2021

★হিজামা কি আমাদের শরীরে কিডনির মতো কাজ করে★

এক কথায় হিজামা র সায়েন্টিফিক সংজ্ঞা হল - '𝐇𝒊𝒋𝒂𝒎𝒂 𝒊𝒔 𝒂 𝒔𝒌𝒊𝒏 𝒃𝒂𝒔𝒆𝒅 𝒆𝒙𝒄𝒓𝒆𝒕𝒐𝒓𝒚 𝒑𝒓𝒐𝒄𝒆𝒅𝒖𝒓𝒆'

এখন প্রশ্নটা হল - সেটা কীভাবে?

আমরা সবাই জানি আমাদের শরীরের ক্ষতিকর পদার্থগুলো বের করে দেয়ার দ্বায়িত্বে যারা যারা নিয়োজিত তাদের মধ্যে কিডনীর কাজটাই প্রধান এবং সবচেয়ে বেশি।

কিডনিকে ডাক্তাররা বলে থাকেন শরীরের ছাঁকনি। ছাঁকনি যেমন ছেঁকে ছেঁকে ভালো যা লাগবে তা রেখে দেয় এবং যা লাগবে না তা বের করে দেয়, কিডনি ঠিক সেই কাজটাই করে থাকে।

এইটুকু আমরা কম বেশি সবাই জানি।
কিডনীর মত এই ছাঁকনির কাজটা আমাদের শরীরের অন্য কোন অর্গান কি করতে পারে? এই প্রশ্নটা নিয়ে conventional medicine অতটা না ভাবলেও হিজামার তাইয়িবাহ মেকানিজম কিন্তু আমাদের বাধ্য করছে নড়েচড়ে বসতে!
হিজামার excretory benefit নিয়ে যত রিসার্চ হয়েছে তার সব কয়টি এ দাবি করে যে, হিজামার মাধ্যমে স্কিন এর ক্যাপিলারি দিয়েও wide range এ excretion সম্ভব যা স্বাভাবিক অবস্থায় স্কিন করেনা।

অর্থাৎ কিডনির মত আমাদের স্কিনও excretion (নিষ্কাশন) এর কাজটা করতে পারবে - যদি হিজামার মাধ্যমে স্কিন এর প্রাকৃতিক গঠনটাকে কিডনীর মত ছাঁকন বৈশিষ্ট্য সম্পন্ন যায় তাহলে!

রিসার্চ এ উঠে এসছে যে, হিজামার মাধ্যমে কিডনির ছাঁকন কাজটার চেয়েও স্কিনের ছাঁকন কাজ অনেক বেশি শক্তিশালী করা সম্ভব!
গঠনের দিক থেকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখব -

আমাদের স্কিনের নিচে যে বিস্তৃত রক্ত নালীর নেটওয়ার্ক(Dermal Capillaries) রয়েছে তা রীতিমত কল্পনাতীত। এই রক্তনালীগুলো আবার ছাঁকনির মত ছিদ্রিত। ঠিক কিডনির ছাঁকনির মত। কিন্তু, কিডনির ছাঁকনি যে কাজগুলো করতে পারে না, সেটাই এই ছাঁকনিগুলো দিয়ে করিয়ে নেয়া সম্ভব! হিজামার মাধ্যমে!!
কিভাবে সেটা?

দেখুন, আপনার উপর যখন ডাক্তার হিজামা করছেন, তখন যে সাকশান প্রেশার ব্যবহার করছেন তা কিডনির স্বতঃস্ফূর্ত Filtration pressure এর চেয়েও ৩০-৪০ গুণ বেশি! অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তবতা!
অন্যদিকে কিডনির ছাঁকন যন্ত্র যাকে Glomerulous বলে, তা সাধারণত শুধু এমন সব জিনিস বের করে যা পানিতে দ্রবীভূত হতে পারে। আবার সেই জিনিসগুলোই বের করে যার সাইজ এই ছাঁকনির সাইজের চেয়ে ছোট। কিন্তু দেখা যাচ্ছে এমন অনেক জিনিস থাকছে যা বের করা দরকার কিন্তু, সাইজে বড় এবং এদের গঠনগত কিছু কারণে এসব ছাঁকনি দিয়ে বের হতে পারছে না। অথচ বের করা দরকার। (উদাহরণ হিসেবে বলা যায় কোলেস্টেরল এর কথা। সাইজেও বড়। আবার পানিতেও দ্রবণীয় নয়।

অবশেষে বলা যায়, হিজামার মাধ্যমে স্কিন কে দিয়ে কিডনির মত excretion এর কাজ করিয়ে নেয়া সম্ভব।

তাই হিজামার সময় রোগীর শরীরে বসানো প্রতিটি কাপকে কাজের সামঞ্জস্যের দিক থেকে এক প্রকার আর্টিফিশিয়াল কিডনি বললে খুব বেশি আসলে অত্যুক্তি করা হয়না!

Hathazari Hijama Point
Contact : 01863992606

Address

Hathazari

Telephone

+8801863992606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hathazari Hijama Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hathazari Hijama Point:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram