29/01/2022
সাধারণত এই প্রশ্ন ওঠে, যে সকল রোগের ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা পদ্ধতি নিঃষ্ফল সেসব ক্ষেত্রে হিজামা কীভাবে কাজ করে? হিজামার উপকারিতা নিয়ে প্রচলিত প্রচুর থিওরি আছে। আমরা এই সকল থিওরি নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব।
হিজামা কীভাবে কাজ করে! এই ব্যাপারে আমরা একটি সম্যক ধারনা পেতে পারি।
আমাদের বিভিন্ন অর্গ্যান ও শরীরবৃত্তীয় সিস্টেমের মাধ্যমে আমাদের শরীর একটি ফিজিওলজিক্যাল হোমিওস্ট্যাসিস বা সাম্যাবস্থা বজায় রাখে। ফিজিওলজিক্যাল সাম্যাবস্থার বিপরীতে গিয়ে রোগের সৃষ্টি হয়। রোগ সৃষ্টির কারণ খুঁজতে গেলে দেখা যাবে, সকল রোগেরই শরীরের এই সাম্যাবস্থা বিঘ্নিত করার বিভিন্ন পন্থা রয়েছে। সকল চিকিৎসার মধ্যে হিজামার সৌন্দর্য এটাই যে, হিজামা একটি এক্সক্রিয়েটরি চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ এটি শরীর থেকে সাবসট্যান্স বের করে দেয়, ঢোকায় না।
বিপরীতে অন্য সকল চিকিৎসা ইন্ট্রোডাক্টরি অর্থাৎ শরীরে কোন কিছু ঢুকিয়ে দেয়। আমরা এখানে একটা সিম্পল থিওরি নিয়ে আলোচনা করব। যা হিজামার উপকারিতার কার্যকরন বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করবে।
মনে রাখতে হবে যে, হিজামা প্রত্যক্ষভাবে প্রচলিত চিকিৎসা বিজ্ঞানের শত্রু। প্রচলিত চিকিৎসা বলতে আমি সেই চিকিৎসাকে বোঝাচ্ছি যা আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ আপনার ব্যাথা হবে, আর ব্যাথার জন্য পেইন কিলার খাবেন, দীর্ঘ কয়েক বছর পেইনকিলার খাওয়ার ফলশ্রুতিতে আপনার কিডনির কার্যকারিতা নষ্ট হবে। আর এই কিডনি ফাংশান লস এর সাথে সাথে তৈরি হবে হাইপারটেনশান, কার্ডিয়াক প্রবলেম, এনিমিয়া।
ফলশ্রুতিতে শরীরে ঢুকবে আরও ঔষধ। শুধু ঢুকবে যে তা নয়, নিয়ম করেই ঢুকতে থাকবে। আপনার শরীর ধীরে ধীরে পরিণত হবে একটা টক্সিক গার্বেজে। আস্তে আস্তে হোমিওস্ট্যাসিস লস হবে। শরীরের প্রতিটি অর্গ্যান এর সাথে মানিয়ে নিতে চাইলেও পারবেনা। শেষে হবে সামগ্রিক সিস্টেম লস। আর এই সিস্টেম লসই হচ্ছে ফার্মাসিউটিক্যাল মার্কেটের জন্য ব্যবসার সূত্র।
ওয়েট কাপিং বা হিজামার যে এক্সক্রিয়েটরি ফাংশান বা শরীর থেকে পদার্থ বের করে দেয়ার ক্রিয়াকে কিডনির সাথে তুলনা করা যায়। হিজামা কিছুটা আর্টিফিশিয়াল কিডনির মত কাজ করে। এটা চামড়ার ক্যাপিলারি বা অতিসুক্ষ রক্তনালী থেকে সাইজ ডিপেনডেন্ট এক্সক্রিয়েশান করে। কিন্তু হিজামার ক্ষেত্রে পার্টিকেল এক্সক্রিয়েশানের যে প্রেশার তা রেনাল গ্লোমেরুলাই থেকে কিছুটা বেশি থাকে।
Hathazari Hijama Point
01863992606