Hatiya Islamia Eye Hospital and Diabetic Center

Hatiya Islamia Eye Hospital and Diabetic Center Hospital

হাতিয়া ইসলামিয়া চক্ষু চিকিৎসালয়ের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক
30/03/2025

হাতিয়া ইসলামিয়া চক্ষু চিকিৎসালয়ের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক

""এতো মোটা গ্লাস পড়তে না চাইলে অপ্ল সমস্যা দেখলেই চোখের ডাক্তার দেখান।""👁️👁️হাতিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতাল👁️👁️📳01834-738...
02/03/2025

""এতো মোটা গ্লাস পড়তে না চাইলে অপ্ল সমস্যা দেখলেই চোখের ডাক্তার দেখান।""
👁️👁️হাতিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতাল👁️👁️
📳01834-738561

31/01/2025

ছয় মাস পরপর বাচ্চাদের চোখ পরীক্ষা করা উচিত,

🎉🎉হাতিয়া ইসলামিয়া চক্ষু হাসফাতালের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন🎉 🎉                                   ...
06/12/2024

🎉🎉হাতিয়া ইসলামিয়া চক্ষু হাসফাতালের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন🎉 🎉

2️⃣0️⃣2️⃣5️⃣

(১০ই অক্টোবর ২০২৪)                  👁️👁️ বিশ্ব দৃষ্টি দিবস 👁️👁️👁️ আপনার চোখকে ভালোবাসুন, চোখের যত্ন নিন। 👁️ আপনার সন্তান...
07/10/2024

(১০ই অক্টোবর ২০২৪)
👁️👁️ বিশ্ব দৃষ্টি দিবস 👁️👁️
👁️ আপনার চোখকে ভালোবাসুন, চোখের যত্ন নিন।
👁️ আপনার সন্তান কে স্কুলে ভর্তি করার পূর্বে চোখ
পরীক্ষা করুন।
👁️ প্রতি ৬ মাস পর পর ডাক্তারের কাছে গিয়ে চোখ পরীক্ষা করুন

চোখের যে কোন সমস্যা নিয়ে চলে আসুন.......
🏥 #হাতিয়া_ইসলামিয়া_চক্ষু_চিকিৎসালয়🏥

➡️চেম্বারঃ-1️⃣ #জাহাজমারা_বাজার_এতিমখানার_পৃর্বপাশে_জহীর_সুপার_মার্কেট

➡️চেম্বারঃ-2️⃣
#ওছখালী_বড়_মসজিদের_সামনে_মসজিদ_মার্কেট_ওছখালী_হাতিয়া

📳📳 #মোবাইলঃ - 01834-738561

👁️👁️চোখের পানি "..কোনো সাধারন পানি নয়!👁️👁️চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গব...
06/10/2024

👁️👁️চোখের পানি "..কোনো সাধারন পানি নয়!👁️👁️

চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গবেষণা শেষে তিনি বলেছেনঃ

"চোখের পানি কোনো সাধারণ কিছু নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেক্ট্রোলাইট-এর এক জটিল মিশ্রণ।
এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী, যা চোখকে ইনফেকশন থেকে রক্ষা করে।
এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যকীয়।
এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়।
এটি চোখের জন্য ওয়াইপার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে ধুলোবালি থেকে পরিষ্কার করে।"
চোখের পানি যদি শুধুই পানি হতো, তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত!
আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো, তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উলটো আরও ঘোলা করে দিত।
চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণু মুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে।
চোখের পানির এই ব্যাপারটা চিন্তা করলেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে যায়।
সুবহান'আল্লাহ্!
এক চোখের পানিতেই আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা কত-শত অনুগ্রহ দেখিয়েছেন, কত সুক্ষ্ম, কত পরিকল্পনা করে সৃষ্টি করেছেন!ভাবনার মোড়কে আটকানো অসম্ভব!

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?"

|সূরাহ আর-রহমান,আয়াত-১৩|

Courtesy : মেডিকেল নামক কারাগার থেকে বলছি, page

👁️আজকে কথা বলবো মায়োপিয়া এটম বোম নিয়👁️প্রথমে বলি এটাকে এটম বোম কেন বলা হলো।যেভাবে মায়োপিয়া দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পরছ...
12/07/2024

👁️আজকে কথা বলবো মায়োপিয়া এটম বোম নিয়👁️

প্রথমে বলি এটাকে এটম বোম কেন বলা হলো।যেভাবে মায়োপিয়া দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পরছে এবং অন্ধত্বের একটা বড় কারন ধরা হয় মায়োপিয়াকে।

এখানে মায়োপিয়া কি এবং এর কারন কি এটা নিয়ে আলোচনা করবো

👁️মায়োপিয়া বা অদূরদর্শীতা এমন একটি অবস্থা যেখানে রোগী দূরের বস্তু ঝাপসা দেখতে শুরু করে। এই অবস্থা এখন আগের চেয়ে আরও বেশি প্রকট হয়ে উঠছে এবং এটি রেটিনার অবক্ষয়, রেটিনাল বিচ্ছিন্নতার মাধ্যমে রেটিনার ক্ষতির ঝুঁকি বাড়ায় এবং অন্ধত্বের দিকে নিয়ে যাওয়া অন্যান্য বেশ কয়েকটি চাক্ষুষ সমস্যাকে বাড়িয়ে তোলে।

এখন এটি আরও বেশি করে ছোট বাচ্চাদের প্রভাবিত করছে। বর্তমান প্রবণতা বিশ্লেষণ করে এটি ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে 2050 সাল নাগাদ বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা মায়োপিক হবে এবং সাম্প্রতিক গবেষণাগুলি ভারত, বাংলাদেশের জন্য একই ভবিষ্যদ্বাণী করেছে যা খুবই উদ্বেগজনক।

👉যদি আমরা এখন দেখি ভারত, চীন, কোরিয়া এবং জাপানের মতো দেশে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ মায়োপিয়া।

👉এটম বোমের মতো ছড়িয়ে পড়তেছে মায়োপিয়া তাই পিতামাতার পাশাপাশি চোখের যত্ন প্রদানকারী
(অফথালমোলজিস্ট এবং অপ্টোমেট্রিস্ট) দের সক্রিয় অংশগ্রহণে এই মায়োপিয়া বোমাটি ছড়িয়ে পড়া কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর জোর দিতে হবে।

👁️মায়োপিয়া অগ্রগতির 4টি প্রধান কারণ

👁️Cause of myopia 👁️

1.Genetic Factor
বাবা-মা দুই জনে মায়োপিক হলে বাচ্চার হাই মায়োপিক হবার ঝুঁকি বেশি।
এমন হলে নিয়মিত বাচ্চাকে চক্ষু পরিক্ষা করাতে হবে।

2.Environmental Factor
চোখের স্বাভাবিক কার্যকলাপের জন্য সূর্যের আলো প্রয়োজন। যদি আলো না পাই তহলে ভিশনে অনেক ধরনের সমস্যা হয় এবং ঘুমের সমস্যা হয়।
তাই প্রতিদিন বাচ্চাদের বাইরে সর্বনিম্ন ২ ঘন্টা খেলাধুলা করাতে হবে।

3.Accommodative Factor
দীর্ঘক্ষন ধরে কাছের জিনিস যেমন মোবাইল, লেপটপ দেখলে Excessive Accommodation এর জন্য মায়োপিয়া হয়।

4.Peripheral Retinal Hyperopic Defocus
PRHD এর জন্য পেরিফেরাল রেটিনাল ব্লার তৈরি হয় এবং এটা মায়োপিয়ার বৃদ্ধি বাড়িয়ে দেই।
তাই সঠিক পাওয়ার এর চশমা পরতে হবে
এবং হালকা ঝাপসা দেখছেন মনে হলে পাওয়ার পরিক্ষা করাতে হবে।
সবথেকে ভালো হয় ৬-১২ মাস পর পর চোখ পরিক্ষা করাবেন।

🏥🏥    ঈদ মোবারক 🌙🌙🌙🌙🌙
10/04/2024

🏥🏥 ঈদ মোবারক 🌙🌙🌙🌙🌙

 #দেশের_আকাশে_রমজানের_চাঁদ 🌙 🌙🌙রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়বেন। اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَا...
11/03/2024

#দেশের_আকাশে_রমজানের_চাঁদ 🌙 🌙🌙

রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়বেন।

اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: হে আল্লাহ্! বরকত ও ঈমান দিয়ে এবং নিরাপত্তা ও ইসলাম দিয়ে আমাদের ওপর তাকে (চন্দ্রকে) উদিত করুন। আমার ও তোমার রব হচ্ছেন আল্লাহ। (তিরমিজি ৩৪৫১)

এখানে যে কোন পাওয়ারের ↘️ (হোয়াইট, ব্লুকাট, ফটোসান, পিজি-ব্লুকাট, ভেরিলাক্স, কাঁচের গ্লাস)↙️ চশমা পাওয়া

🏥🏥 #হাতিয়া_ইসলামিয়া_চক্ষু_চিকিৎসালয়

➡️চেম্বারঃ-1️⃣ #জাহাজমারা_বাজার_এতিমখানার_পৃর্বপাশে_জহীর_সুপার_মার্কেট

➡️চেম্বারঃ-2️⃣
#ওছখালী_বড়_মসজিদের_সামনে_মসজিদ_মার্কেট_ওছখালী_হাতিয়া

📳📳 #মোবাইলঃ - 01834-738561

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারী সফল হোক। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️❤️( ইসলামিয়া চক্ষু চিকিৎসাল, জাহাজমা...
21/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারী সফল হোক। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️❤️

( ইসলামিয়া চক্ষু চিকিৎসাল, জাহাজমারা বাজার, হাতিয়া।)

Address

Hatiya
3890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatiya Islamia Eye Hospital and Diabetic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category